নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
আমি কোনদিন বলিনি,
এক পা গাছের ডালে বেঁধে
উল্টো লটকে
অথবা চারপাশে আগুন জ্বালিয়ে
তার উপর বসে
কঠিন সাধনা করে যাচ্ছি
অমন সাধু ব্যক্তি নই
তুমিও কোন চার্চের নান সিস্টার নও
খেটেখুটে আমাদের দানাপানি জুটে
নয়টা পাঁচটার অফিস দুজনের
মাঝেমধ্যে ব্যতিক্রম
জ্বর , কাশি ঠেকাতে পারে না অফিস কামাই
মাসের শেষে
নানান বিল দিতে যেয়ে সরকারের শ্রাদ্ধ করে
ঘরের দুয়ারে খিল লাগাই
আর
পকেট এবং ব্যাংক ব্যালেন্স সে তো যাচ্ছেতাই।
আমরা অতি সাধারণ
এরপরও চলো না ,
একসাথে আড্ডা দেই
মুভি দেখি
থিয়েটার
সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াই
স্ট্রিট ফুডে দিব্যি ভেসে যাই
প্রেমিক প্রেমিকা হলে কিন্তু মন্দ হতো না
মনে করি আমি ,
এর চেয়ে বড় পরিচয়
দুজনের দরকার যে নাই
ভাবছ কি তুমি এমনটাই?
৩০ শে মে, ২০২৪ বিকাল ৪:১৪
স্প্যানকড বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
২| ৩০ শে মে, ২০২৪ বিকাল ৩:৫৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম বুঝলাম। প্রেমিক প্রেমিকা হয়ে ঘুরে বেড়ান; তারপর ভালোবাসা গড়িয়ে পূর্ণতা নিয়ে আসুক।
৩০ শে মে, ২০২৪ বিকাল ৪:১৮
স্প্যানকড বলেছেন: আপু বাস্তবতা অনেক বেশি নির্মম । আপনি পুর্ণতার কথা বলছেন যা খুব পজিটিভ দিক কিন্তু আমার ওসব পজিটিভ নেগেটিভ কিছুই নেই । শব্দ নিয়ে খেলা করা ছাড়া আর কোন প্রেম নেই । অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সব সময়
৩| ৩০ শে মে, ২০২৪ বিকাল ৫:১৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি আসলে ওটা কবিতার কথায় বলার জন্য বলেছি। তবে লেখা অসাধারণ হয়েছে।
আমার শুভকামনা সব সময়ই থাকবে।
৩০ শে মে, ২০২৪ রাত ৮:০৮
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন সব সময়
৪| ৩০ শে মে, ২০২৪ রাত ৮:২১
জিনাত নাজিয়া বলেছেন: অনেক ভালো লেগেছে আপনার কবিতা। আরও পড়তে চাই। ভালো থাকবেন।
৩১ শে মে, ২০২৪ বিকাল ৩:১৬
স্প্যানকড বলেছেন: অনেক ভালো লেগেছে জেনে খুশী হলাম। সেজন্য অসংখ্য ধন্যবাদ হুম , অবশ্যই পড়বেন । আপনিও খুব ভালো থাকবেন সব সময়
৫| ০১ লা জুন, ২০২৪ রাত ১০:৪২
মিরোরডডল বলেছেন:
সুদীর্ঘ বছর সুদূর প্রবাসে থেকেও স্প্যানকড এমনভাবে তার লেখায় বাংলার মধ্যবিত্ত মানুষের জীবনকে সুন্দরভাবে তুলে ধরে, এই বিষয়টা খুব ভালো লাগে।
বঙ্গললনাকেও খুব নাইসলি পোর্ট্রেট করে, যেনো কোন প্রেয়সীকে রেখে আসছে সেখানে।
লেখা ভালো লেগেছে কবি।
০২ রা জুন, ২০২৪ রাত ৩:১৪
স্প্যানকড বলেছেন: সব নারী সুন্দর তবে বাঙালী নারীর মতন অমন কোমলপ্রাণ মুগ্ধতা আমি অন্য কোথাও দেখিনি । মধ্যবিত্ত মানেই সংগ্রাম নানান গল্পের আহাজারি । ধন্যবাদ মেয়ে । ভালো থাকবে সব সময়
৬| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৮
মিরোরডডল বলেছেন:
কবির স্টক কি শেষ?
এরকম কবিতা আর লেখেনা কেনো?
আশা করি মা ছেলে ভালো আছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪০
স্প্যানকড বলেছেন: কবির স্টক কখনো ফুরিয়ে যায়নি । যাবেও না ইন শা আল্লাহ । কবি লিখছে কিন্তু এখানে আসা হচ্ছে না । আসবো ইন শা আল্লাহ মা এবং ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে । অসংখ্য ধন্যবাদ মায়ের খবর নেয়ার জন্য । ভালো থাকবে মেয়ে
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০২৪ বিকাল ৩:৫১
কার্জন বাবু বলেছেন: পড়লাম। মুগ্ধ হলাম। শুভেচ্ছা নিরন্তর।