নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
সব চুমুর মানে এই নয়
সোনা তুমি
তুমি বাবু, জান।
কিছু চুমুর মানে
" আজকা পিঠে ছালা পিন্দা
আইস বাইত
শেষবারের মতো নিও
আল্লাহ, রাসুলের নাম "।
অতি আধুনিক...
ইচ্ছে
----------
তোমাকে আমার মতো চাই
তোমাকে বার বার ছুঁতে চাই
এ চাওয়ায় জল আছে
এ চাওয়ায় ছাই রং আকাশ কাঁদে
এ চাওয়ায় দুঃখ ভুলে যাই
এ চাওয়ায় পাপ পূণ্য
ঠকাঠকি দরকষাকষির সুযোগ
মূল্য হ্রাসের মতো...
নাকের ফুটো দিয়ে গলগল করে বেরিয়ে এলো রক্ত
কালো কুচকুচে পিচের রং আরও কুতসিত দেখায়
মাথা থেকে ছিটকে বেরিয়ে পড়ল,
চে গুয়েভারা, মার্ক্স
ঐ তো ওরা হাঁটছে
হলুদ রোদে বসে
গা...
মুখের উপর মুখ
তার উপর মুখোশ
মুখোশের নানান রং
তার উপর চোখ।
মুখের ভাষা দিন কে দিন
হচ্ছে অদলবদল
কত পূর্ণিমা গত
এখন অমাবস্যার ঘোর।
সে সব কথা সবাই বলে
ভালো মানুষ সবাই সাজে
মানুষ...
তুমি সরে যাও
যেমন টা সরে নড়ে মেঘ
তুমি ধীরে ধীরে মুছে যাও
কেবল ই চিহ্নটুকু বাঁচে
অল্প অল্প শ্বাসে।
তুমি টেনে টেনে দীর্ঘ কর সময়
আমি তাতেই মজে যাই
তুমি ফিরে এসো
যেমন...
মৃত্যু যখন দোরগোড়ায়
এক দল মেঘ ভীড় জমায়
মৃত্যু যখন খেলছে নগ্ন খেলা
কিছু ইনসান
এ ও কে দিচ্ছে ঠেলা
গায়ে ঘষা।
মৃত্যু যখন আসছে হেঁটে
সকাল শিশিরে দুই চার ফুল ভিজে...
এখনো পোহায়নি রাত,
দূরে হ্যারিকেনের আলোয়
আধ ঘুমে পড়ছে যে বালক
অ আ ক খ
তারে নিয়েই এই কাব্য
তারে নিয়েই বিস্ময়!
এখনো পোহায়নি রাত,
জোনাকির ফিসফাসে
যে কিষান ধরেছে জীবনের গান
চোখে জল
মেলাদিন...
আমি, আমার মগজের ক্ষ্যাপাটে চিন্তা ধারাকে একটা বাঁশীতে রুপ দেই
যার সুর এ গ্যালাক্সি পেরিয়ে যাবে বহুদূর
অথবা অন্য কিছু
যার কোন অস্তিত্ব নেই
তবুও টের পাওয়া যাবে।
আপনারা নানান কথা...
আমি আমার মতো ভাবি
চুপ করে
কখনো জটলা পাকিয়ে ফেলি
জলের মতো পরিষ্কার কিছু নাই জানতাম এতদিন
না,
মিথ্যে সব
জল ঘোলা হয়
জলের গভীরে আরও গভীরে কিছু প্রাণী কথা কয়
খুব মজাদার...
আমি হাত বাড়ালাম
পা বাড়ালাম
ফ্রিতে দিলাম মন
তুমি ধারেকাছেও আসলে না
কোনটা ছিল কম?
তুমি এলে না
এলে না
তুমি ছুঁলে না এক রত্তি
তুমি তাকালে আসমান আমি
ছুঁয়ে দিলে রাজপুত্র
উত্তাল সমুদ্দুর
স মু দ্দু র.... স মু দ্দু র... স মু দ্দু র...।
তুমি...
©somewhere in net ltd.