![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
যদি জানতো রাত
জানতো দিন
কতটা ক্ষতে
ভেতরে বাস করে নষ্ট চিল।
এখনো কুয়াশার মাঝে রোদ
হাত পেতে চাই সব নগদ
যদি জানতে তুমি,
জানতো বিকেলের ফ্যাকাশে মুখ
কতটা বিরহে
ভেতরটা আসমান নীল।
...
কথা হোক
উঁচুতে
কথা হোক নীচুতে
কথা হোক
চুমুতে
গরম গরম নিঃশ্বাসে।
কথা হোক
দেহ মন খুলে
কথা হোক বাসে
ভীড়ে ঠেলে ঠুলে ঝুলে
হাওয়াই জাহাজ
রিক্সা, ঠেলা গাড়ি
টুংটাং ঝংকারে।
কথা হোক সংসদে
কথা হোক...
ভাংগতে দাও সব কথার মারপ্যাঁচ
অতটা ভালোলোক নই
ছিনিয়ে নিতে শিখেছি
লুন্ঠিত ইতিহাসের পাতা উল্টে পাল্টে
মস্ত বড় কারিগর আমি।
উফফ!
প্রেম আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে
মলম বা দাওয়াই রুপে
জ্বলেছি বহুবার
তোমার সনে
নিজের...
মেঘে মেঘে বিদ্যুৎ
হাই ভোল্টেজ চুমু
হিসেব করে খরচ কর
এ বেলার প্রেম
ও বেলায় ফেরত চাই!
তুমি মৃত্যুর কথা শোনাও
আমি প্রেমে বিশ্বাসী
ডর ভয় অত নাই
শুধু দাঁত কামড়ে
ক্ষতের...
তুমি কামড় দিলেও আসি
চড় থাপ্পড়ে ও খুশি
তুমি ছাড়া কেহ নাই ভুবনে।
তুমি না বললেও আসি
হ্যাঁ বললে খুশি
তুমি ছাড়া লাগেনা মন কিছুতে।
তোমাকে বর্ননা করি
কবিতা, শব্দে, ছন্দে
তুমি উপচে পড়া...
তোমারে লইয়া স্বপ্ন গড়ি
তোমারে লইয়া উড়ি
তোমারে লইয়া প্যাঁচ খেলি
গোল্লায় যাক সমাজ
গোল্লায় যাক আইন কানুন
তুমি স্বাদ
তুমি ই নুন।
তোমারে লইয়া ভাবনার ঘোর
নিদ্রা শেষে চকচকে ভোর
তোমারে দিয়া প্রেম...
আমার ভেতর নদী আছে
তুমি এসো
এক আধটু ছুঁয়ে দ্যাখ
চাইলে স্নান ও সারতে পার৷
আমার ভেতর মেলা শব্দ
প্লেনের মতো চক্কর খায়
রোদ পোহায়
শীতে গরম
তোমার চাঁদর, কম্বল হতে চায়।
তুমি...
আমার অভ্যাস ভুলে যাওয়া
তোমার অভ্যাস বারবার ফিরে আসা
নানা বিধ খাদ্যের ভীড়ে
তুমি ও এক প্রকার খাদ্য
গিলতে কষ্ট
ফেলতে কষ্ট
আমার অভ্যাস তোমাকে চাওয়া
তোমার অভ্যাস আমাকে গিলে খাওয়া।
...
সব চুমুর মানে এই নয়
সোনা তুমি
তুমি বাবু, জান।
কিছু চুমুর মানে
" আজকা পিঠে ছালা পিন্দা
আইস বাইত
শেষবারের মতো নিও
আল্লাহ, রাসুলের নাম "।
অতি আধুনিক...
ইচ্ছে
----------
তোমাকে আমার মতো চাই
তোমাকে বার বার ছুঁতে চাই
এ চাওয়ায় জল আছে
এ চাওয়ায় ছাই রং আকাশ কাঁদে
এ চাওয়ায় দুঃখ ভুলে যাই
এ চাওয়ায় পাপ পূণ্য
ঠকাঠকি দরকষাকষির সুযোগ
মূল্য হ্রাসের মতো...
তুমি সরে যাও
যেমন টা সরে নড়ে মেঘ
তুমি ধীরে ধীরে মুছে যাও
কেবল ই চিহ্নটুকু বাঁচে
অল্প অল্প শ্বাসে।
তুমি টেনে টেনে দীর্ঘ কর সময়
আমি তাতেই মজে যাই
তুমি ফিরে এসো
যেমন...
আমি হাত বাড়ালাম
পা বাড়ালাম
ফ্রিতে দিলাম মন
তুমি ধারেকাছেও আসলে না
কোনটা ছিল কম?
তুমি এলে না
এলে না
তুমি ছুঁলে না এক রত্তি
তুমি তাকালে আসমান আমি
ছুঁয়ে দিলে রাজপুত্র
উত্তাল সমুদ্দুর
স মু দ্দু র.... স মু দ্দু র... স মু দ্দু র...।
তুমি...
©somewhere in net ltd.