| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্প্যানকড
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
তোমারে লইয়া স্বপ্ন গড়ি
তোমারে লইয়া উড়ি
তোমারে লইয়া প্যাঁচ খেলি
গোল্লায় যাক সমাজ
গোল্লায় যাক আইন কানুন
তুমি স্বাদ
তুমি ই নুন।
তোমারে লইয়া ভাবনার ঘোর
নিদ্রা শেষে চকচকে ভোর
তোমারে দিয়া প্রেম শুরু
বিষাদ চুড়ায় হরহামেশা দৌড়।
তোমারে লইয়া চান খার পুল,
পরিবাগ, শাহবাগ,
ফুল বাড়িয়া বাস স্ট্যান্ড
শূন্য বাই এক আগামাসি লেন
সস্তা হোটেল।
তোমারে লইয়া গল্প, কবিতা
সুরে সুরে গান
রাতের শেষ ভাগ
সম্মুখে গোলগাল চান।
তোমারে লইয়া
নানান পদের তেড়া বেঁকা ফন্দি
আমি বাঘ
তুমি বন্দি।
১৫ সেপ্টেম্বর ২০২০। লন্ডন, যুক্তরাজ্য।
©somewhere in net ltd.