![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার এক সদ্য গাজাখোর বাড়ী ফিরেছে। কোনভাবেই যেন বাবা টের না পায় সেজন্য খুব সতর্ক। দরজা খুলে দিতেই সে এ্যাজ ইউজুয়াল সালাম দিলো। তারপরে দরজা দিয়ে দিলো। বেশী রাত হয়েছে বলে তার বাবা কটমট করে তাকিয়ে আছে কিন্তু বকাবকি করছে না। বললো, ''ভাত খেয়ে নাও!''
ছেলেটি গিয়ে টেবিলে বসেছে। রগচটা বাবা দাঁড়িয়ে আছে পাশে। ভয়ে ভয়ে সে খুব সতর্ক ভাবে ভাত নেয়, তরকারী নেয়, তারপরে ঠিকঠাক মত খেতে থাকে। এরপরে ডাল নেয়, ডাল দিয়ে খেতে থাকে। এবার বাবার দিকে তাকিয়ে দেখে বাবা চোখ বড়বড় করে তাকিয়ে আছে। ছেলেটি খুঁজে পায় না সে কি ভুল করেছে।যেই খাওয়া শেষ হয়েছে বাবা এসে মারলো জোরে একটা থাপ্পর। বললো, ''হারামজাদা, তুই যে ভাত খেয়েছিস, প্লেট কই?''
..Engr Abdul Khaleque
৩০ শে মে, ২০১৩ রাত ১১:২৪
এস প্রামানিক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঘরটা হল বাংলাদেশ! ছেলেটা হল সরকার !!!!!
আর বাবা হারানো গেসে
৩০ শে মে, ২০১৩ রাত ১১:২৮
এস প্রামানিক বলেছেন: নেশা কেটে গেলে ছেলেটাকে স্হুস্থ বলা যাবে,
কিন্তু সরকার।
৩| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
জুল ভার্ন বলেছেন: অনেক তদবির করেও হাসতে পার্লামনা-সেই কথাটা বলতে লগইন হইতে হইল
৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩৪
এস প্রামানিক বলেছেন: পরে কিন্তু,মনেকরে হেসে নিবেন।
৪| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
শহুরে আগন্তুক বলেছেন: :-D
৫| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
কাজী দিদার বলেছেন: অনেক তদবির করেও হাসতে পার্লামনা-সেই কথাটা বলতে লগইন হইতে হইল
৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩৬
এস প্রামানিক বলেছেন: আপনিও হাসবেন।
৬| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
খাটাস বলেছেন: আগেই পরেছি। তবু ও চালিয়ে যান।
৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩৮
এস প্রামানিক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৭| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
টি-ভাইরাস বলেছেন:
৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪১
এস প্রামানিক বলেছেন: আমিও হাসলাম।
৮| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:০১
উবুন্তু বলেছেন: অনেক তদবির করেও হাসতে পার্লামনা-সেই কথাটা বলতে লগইন হইতে হইল
৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩৯
এস প্রামানিক বলেছেন: হাসবেন,হাসবেন।
৯| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:১০
অিপ পোদ্দার বলেছেন:
৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪৪
এস প্রামানিক বলেছেন: চমতকার।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার বেশ পছন্দের ১টা কৌতুক ||