নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্ররথা রাজশ্রী

চন্দ্ররথা রাজশ্রী › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্যচারী

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:২৮



হয়ত তোমাকে ভুল চিনেছি; কম জেনেছি,
তবু যতটুকু সূর্যের আলো হাতের মুঠোয়,
তা দিয়ে একটা গোলাপ অনায়াসে ফোঁটানো যায়।


তোমার কন্ঠে বক্তৃতা কেমন শোনায় জানা নেই,
হৃদপিন্ডে জমা স্পন্দনগুলো ঢের নাই বা হল,
খুব বেশি শব্দের দরকার পরে না শ্লোগানে।


নিয়ম করে চোখ রাঙানোর সামান্য লোভ
সামলে নিচ্ছি ঝাপসা চোখ বন্ধ করে।
কোটরগত আবদারে জ্বালাবো না একদম।


আমার আর শামুকের এক খোলসে ঘুম,
পায়ে লেগে থাকা ধুলোর সবটুকু
চেনা পথের সাথে মিলিয়ে নিও।


সরলতম বক্রতা বোঝো বলেই
মুক্তি পেলে, ইঞ্চি ইঞ্চি করে
আবেগ মাপার বিড়ম্বনা থেকে।



মন্তব্য ৭৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


নির্বাচিত শব্দে কৌশলী বাক্যমালা

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন।

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩০

অন্তঃপুরবাসিনী বলেছেন: যাক আজকের শিরোনাম "নাম:নেই" হয়নি :)

"নিয়ম করে চোখ রাঙানোর সামান্য লোভ
সামলে নিচ্ছি ঝাপসা চোখ বন্ধ করে।"

সুন্দর!!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সবই আপনাদের দোয়া।
ওটার শিরোনামও পেয়ে গেছি। হাল্কা লাগছে খুব।

অনেক ধন্যবাদ।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৭

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিত!
পাঠে মুগ্ধ।তা রেখে গেলাম।
নিরন্তর শুভ কামনা জানবেন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ কল্লোল দা।

আপনাকে অনুসরণ করছি,
করতে করতে আপনার ব্লগে গিয়ে পৌছলাম,
দেখি এক সমুদ্র মুগ্ধতা!
ভাবলাম, এত মুগ্ধতা বনাম একজন মাত্র লেখক!!!
তাই এক চিমটি চুরি করে নিয়ে আসলাম।
(যদিও সেটুকু দেখাতে পারিনি)


অসামান্য ভাল থাকবেন।


৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৮

রাইসুল ইসলাম রাণা বলেছেন: ভালো লাগলো।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগলো।

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪১

জনৈক অচম ভুত বলেছেন: পড়তে ভাল লেগেছে। শুভকামনা রইল।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "জনৈক অচম ভুতের আমার কবিতা পড়তে ভাল লেগেছে"
-শুনতেই দারুন লাগছে।

অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৭

শাহাদাত হোসেন বলেছেন: সুন্দর কবিতা

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৭

এম.এ.জি তালুকদার বলেছেন: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! |-)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:

ঘুম থেকে উঠে পড়বেন?
নাকি পড়তে গিয়ে ঘুমিয়ে গেলেন?

যাই হোক, ঘুমানোর কথা মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।

৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: .............. ইঞ্চি ইঞ্চি করে
আবেগ মাপার বিড়ম্বনা থেকে।

কি অসাধারণ চিন্তা শক্তি।অনেক ভালো লাগলো।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক সময়ই আমাদের আবেগের পরিমাপজনিত প্রশ্নের সম্মুখীন হতে হয়,
তখন বেশ বিড়ম্বনায় পড়তে হয়।
কেবল তারা সহজেই উতরে যান যাদের আবেগ প্লাস্টিকের তৈরি।


অসাধারন পাঠক।
আপনার মন্তব্য পড়ে আমারও খুব ভাল লাগছে।

৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৭

বিজন রয় বলেছেন: আবেগের গভীরে চলে গেলাম।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
আবেগ পাঠকের কাছে পৌছে দিতে পেরে ভাল লাগছে।

কেমন আছেন আপনি?

১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪

সুমন কর বলেছেন: খুব বেশি শব্দের দরকার পরে না শ্লোগানে। --- চমৎকার।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব খুশি হলাম আপনাকে দেখে।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।

১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১

মাসুদ মাহামুদ বলেছেন: শুভকামনা রইল।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই।
ভাল থাকবেন।

১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

রুদ্র জাহেদ বলেছেন: বেশ সুন্দর কবিতা

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অশেষ ধন্যবাদ।

সাথে আছেন দেখে ভরসা পাচ্ছি।

অসামান্য ভাল থাকা হোক।

১৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

দারুণ কবিতা।

ইঞ্চি ইঞ্চি করে আবেগ মাপার বিড়ম্বনা থেকে

এই বাক্যেই জীবন্ত আটকে যাবে আবেগ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অশেষ ধন্যবাদ রাজপুত্র।

অনুপ্রেরণা পেলাম আপনার মন্তব্যে।

ভাল থাকবেন।

১৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯

আরাফআহনাফ বলেছেন: পাঁচটা ফলা পাঁচভাবে এফোঁড় ওফোঁড় করলো, ভীষনভাবে নাড়িয়ে গেল।
প্রতি ৩লাইনের এক একটা ফলা ছড়িয়ে গেল হাহাকার, ভিন্ন ভিন্ন রূপে।
উপমায় চাতু্র্য্যতা অতুলনীয়, কৌশলী শব্দ চয়নে মুন্সিয়ানার ছাপ পষ্ট।

নিযুত ভালো লাগা জানবেন।
ভালো থাকুন সবসময়।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম আপনাকে।

গতকাল রাতে এক্সেস পেয়ে এই কবিতাটা দিয়েই প্রথম পাতার ঘরে পা রাখলাম।
আপনার মন্তব্য ভীষণভাবে অনুপ্রাণিত করলো।

আশা করি সাথে থাকবেন।

অসামান্য ভাল থাকবেন।


১৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

মৃদুল শ্রাবন বলেছেন: কবিতায় ভাল লাগা নিবেন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভাল থাকা হোক সবসময়।.......

১৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সহজ শব্দের সমীকরণে খুবই চমৎকার একটা কবিতা! অনেক ভাল লাগলো!

জালাবো < জ্বালাবো
ভুলটা ঠিক করে নিয়েন! আসলে কবিতার মধ্যে ভুল বানান থাকলে সেটা দৃষ্টিকটু লাগে!

শুভ কামনা!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

ঠিক করে নিয়েছি। সহমত।

ভাল থাকবান সবসময়।

১৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

আবু শাকিল বলেছেন: কবিতায় কারে কেম্নে মাইর দিছেন জানি না।
ভাল্লাগছে।
অট- আপনার নামটা সুন্দর! নামটা দেখলেই দুইটা জিনিস মনে পড়ে।
এক
হুমায়ুন স্যারের চন্দ্রকথা কিন্তু এইটা ত চন্দ্ররথা!!
দুই
নচিকেতার রাজশ্রী -
রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি সোমালিয়ায়য় :)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে।

বেশ মজা করে কথা বলেন তো আপনি!
ধন্যবাদ,

গানটা শুনে খুব ভাল লাগলো।

শুভেচ্ছা.......





১৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

তার আর পর নেই… বলেছেন: সুন্দর +

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম আপনাকে।

অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।

১৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

সুদীপ্তা মাহজাবীন বলেছেন: সুন্দর কবিতা ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:

অনেক ধন্যবাদ এবং স্বাগতম আপনাকে।

ভাল থাকবেন।

২০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

আহমাদ মাগফুর বলেছেন: সুন্দর প্রকাশের জন্য ভালোবাসা রইলো!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম এবং ধন্যবাদ।

২১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক্ষন ধরে ভাবছি আপনার কবিতার কোন লাইন গুলো দিয়ে মন্তব্য করব। শেষ পর্যন্ত কিছুই হলনা। পুরো কবিতাই এত সুন্দর আমার পক্ষে কিছু লাইন আলাদা করা সম্ভব হয়নি।

অদ্ভুত সৌন্দর্য পুরো লেখার গায়ে জড়িয়ে আছে। অপরিসীম মুগ্ধতা রেখে গেলাম আপনার কবিতায়।
ভাল থাকবেন ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
স্বাগতম।

অনেক সুন্দর মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।

আশা করি সাথে থাকবেন, অসামান্য ভাল থাকবেন।

২২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার সুন্দর আনুভুতি । অনেক ভালো লাগা রইল ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম এবং অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।

২৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভাল থাকবেন।

২৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

আহমেদ জী এস বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী ,




আপনার ব্লগে এই প্রথম এসেই এক শ্রীমন্ডিত কবিতার দেখা পেলুম । সহজ কিছু শব্দ সাজিয়ে, চাঁদের আভার আলো ছড়িয়ে মন্ত্রপূত বাক্যের যে রথ চালিয়ে গেলেন তার ছটা চোখে লেগে রইলো ।

শুভেচ্ছান্তে ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
আমার ব্লগে স্বাগতম,

আমার কবিতাটির থেকে আপনার এই মন্তব্য অনেক বেশি শ্রীমন্ডিত।


অসামান্য ভাল থাকবেন।

২৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দরভাবে দারুণ কবিতা । ভাল লেগেছে ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
আমার ব্লগে স্বাগতম।

ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে।

ধন্যবাদ।

২৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দুর্দান্ত একটা কবিতা --------- পাঠ করতে ভীষণ ভাল লাগছিল

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:

স্বাগতম আপনাকে।

অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
আশা করি সাথে থাকবেন।

অসামান্য ভাল থাকবেন।

২৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

জুন বলেছেন: কবিতায় ভালোলাগা :)
+

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম আপনাকে।

অসংখ্য ধন্যবাদ।
আশা করি সাথে থাকবেন।

২৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: ুন্দর

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম।
ধন্যবাদ

অসামান্য ভাল থাকা হোক।

২৯| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১২

দীপংকর চন্দ বলেছেন: সরলতম বক্রতা

ভালো লাগলো। অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম।

আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে।

অসামান্য ভাল থাকবেন।

৩০| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১:০৮

সায়েদা সোহেলী বলেছেন: আমার আর শামুকের এক খোলসে ঘুম,
পায়ে লেগে থাকা ধুলোর সবটুকু
চেনা পথের সাথে মিলিয়ে নিও।

সরলতম বক্রতা বোঝো বলেই
মুক্তি পেলে, ইঞ্চি ইঞ্চি করে
আবেগ মাপার বিড়ম্বনা থেকে।


সরলতম কবিতায় জটিলতম অনুভূতির প্রকাশ ++++

শুভ ব্লগিং :)

০১ লা মার্চ, ২০১৬ রাত ১:১৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
স্বাগতম।

আপনার মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম।
কৃতজ্ঞ।

সাথে থাকবেন আশা করি।

৩১| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:০০

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম।

অনেক ধন্যবাদ।

৩২| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৯

জেন রসি বলেছেন: আমার আর শামুকের এক খোলসে ঘুম,
পায়ে লেগে থাকা ধুলোর সবটুকু
চেনা পথের সাথে মিলিয়ে নিও।


চমৎকার।

++

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:১০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
খুব ভাল লাগলো আপনার মন্তব্য পেয়ে।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।

৩৩| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:৫৬

বিপ্লবী পাঠক বলেছেন: সরলতম বক্রতা বোঝো বলেই
মুক্তি পেলে, ইঞ্চি ইঞ্চি করে
আবেগ মাপার বিড়ম্বনা থেকে

অসাধারন চিন্তা শক্তি আপনার
খুব ভালো লাগলো

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:১৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম আপনাকে।

অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

৩৪| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:
অদৃশ্যচারী,

তুমি বরই অদৃষ্টচারী! এ বিধুরতার বুকে আমি তোমাকে দেখছি এক নষ্টচাঁদ রুপে! করুণা তোমার জন্যে!

চন্দ্ররথার অভিযান সফল হোক! শুভকামনা!

০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৪:৩৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল বলেছেন, তবে অদৃশ্যচারীরা চাঁদ হলে নামটা খোয়াতো।
চোখ মেললেই যে ধরা দেয়।



যাই হোক, খুব অনুপ্রেরণা পাই যখন আপনার মত পাঠকের মন্তব্য পাই।
অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে।

ভাল থাকবেন, সাথে থাকবেন।


৩৫| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩১

ফারিহা নোভা বলেছেন: ওফ অনেক চমৎকার একটা কবিতা। খুবই ভাল লাগল।

২৪ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ নোভা।
দেরি করে আসার জন্য দুঃখিত।

অনেক ভাল থাকবেন।

৩৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৯

ডঃ এম এ আলী বলেছেন: অল্প কথায় যে এত স্বয়ংসম্পুর্ণ কবিতা হয়
হতোনা তা জানা যদিনা পেতাম দেখা এটা
"হৃদপিন্ডে জমা স্পন্দনগুলো ঢের নাই বা হল,
খুব বেশি শব্দের দরকার পরে না শ্লোগানে।"

এত চমৎকার কথার গাথুনীতে বিষয়বস্তুর চমকপ্রদ প্রকাশ
এক অপুর্ব সৃষ্টি ।
অনেক অনেক ধন্যবাদ সাথে শুভ কামনা ।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কবিতাটা মন দিয়ে পড়ার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

খুব অনুপ্রেরণা পাচ্ছি। সাথে থাকবেন।

৩৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩

ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় মনকি এমনি দিই কবিতাই যে নেয় তা টেনে , সাথে তো থাকবই যেখানেই কবিতা সেখানেই পাবেন । প্রতি উত্তরে অনেক খুশি হলাম । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

২৩ শে জুন, ২০১৬ ভোর ৬:০৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনিও ভাল থাকবেন।

৩৮| ১৩ ই জুন, ২০১৬ সকাল ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: অসামান্য ভাব ও বোধের কবিতা। শিরোনামটাও যথোপযুক্ত।
প্রথমেই, চাঁদগাজী সাহেব মাত্র চারটি শব্দের মন্তব্যে একটি পূর্ণ অভিমত দিয়ে গেছেন, যা পরে আরো অনেকের মন্তব্যের সাথে মিলে গেছে- নির্বাচিত শব্দে কৌশলী বাক্যমালা- এ মন্তব্যটি একাই একশ'। এ জন্য চাঁদগাজী সাহেবকেও ধন্যবাদ।

তবু যতটুকু সূর্যের আলো হাতের মুঠোয়,
তা দিয়ে একটা গোলাপ অনায়াসে ফোঁটানো যায়।
- অসাধারণ কৌশলী শব্দচয়ন।

নিয়ম করে চোখ রাঙানোর সামান্য লোভ
সামলে নিচ্ছি ঝাপসা চোখ বন্ধ করে।
কোটরগত আবদারে জ্বালাবো না একদম।
- অনুভবে এ তিনটে পংক্তিমালার সুগভীর দ্যোতনা উপভোগ করলাম।

শেষ দুটো স্তবক বারবার পড়ার মত। এত সুন্দর একটা কবিতা লিখতে পারার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। কবিতায় পনেরতম প্লাস দিয়ে গেলাম।

২৩ শে জুন, ২০১৬ ভোর ৬:০৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার এরকম বিশ্লেষণদধর্মী চমৎকার মন্তব্য সবসময়ই খুব অনুপ্রেরণা জোগায়।

আন্তরিক ধন্যবাদ জানবেন।
অনেক ভাল থাকবেন।

৩৯| ২৩ শে জুন, ২০১৬ ভোর ৬:৩২

ডঃ এম এ আলী বলেছেন: অনেক দিন পরে দেখা পেলাম । ভাল ছিলেনতো? খুব মিস করতে ছিলাম। সুন্দর সুন্দর নতুন লিখা অনেক দিন দেখিনা । আশা অচিরেই পাবো মনমাতানো সুন্দর লিখা ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

৪০| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: আপনি তো খুব সুন্দর কবিতা লিখেন।
আপনার কি কোনো বই বের হয়েছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.