নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্ররথা রাজশ্রী

চন্দ্ররথা রাজশ্রী › বিস্তারিত পোস্টঃ

ফেরারির নিবেদন

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:২৩



একটা কবিতা লেখার অপরাধ
হন্যে হয়ে খুঁজছে আমাকে,
ফেরারি আসামি আমি অযাচিত ধারায়,
এ পাড়া ও পাড়া করে পালিয়ে বাঁচি,
ধরা পড়লেই হাতে মাত্রাবৃত্ত হাতকড়া,
সময়টুকুও দেবে না বলার,
"একটা কবিতায় কি আসে-যায়?"


ঠুকে দেবে মামলা,
ছাপোষা অজুহাতে মন গলানোর চেষ্টা
সবই বৃথা যাবে
এক দর্শকের হাততালিতে।


তারপর কাঠগড়ায় অসহায় আমি,
আদালত মুখরিত কবিতায় কবিতায়,
শ্লোগানে শ্লোগানে মাটি কাঁপাকাঁপি,
"ফাঁসি চাই, ফাঁসি চাই...."


ততক্ষণে চোখ-মুখ ফেটে রক্তের বন্যা
ভাসিয়ে নেবে খয়েরী এজলাস।
তোমার কবিতাদের বিরুদ্ধাচরণ
আঙুল তুলে সাক্ষ্য দেবে।
কেবল আমার কবিতাটার চোখ ফোলা,
নিরুত্তাপ, নিস্তেজ, নিষ্প্রাণ কন্ঠে
হঠাৎ বলে উঠতে পারে,
"একটা কবিতায় কি আসে-যায়?"


"অর্ডার! অর্ডার! অর্ডার! "
ফুল্কি ছড়িয়ে নিপুণ আঘাত,
বিচারকের আসনে তুমি সেদিন।


যাবজ্জীবন না দিয়ে
আমাকে বরং মৃত্যুদন্ড দিও.........


মন্তব্য ৬৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩২

তাওহিদ হিমু বলেছেন: অনেক সুন্দর হয়েছে। মাঝখানে কিছু শব্দ বেমানান লাগছে। আরেকটু পরিমার্জন করেন। আরো দারুণ হবে।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য।

সত্যি বলতে, আপনার মন্তব্যের পর আবার পড়লাম। এখনো বেমানান শব্দগুলো সনাক্ত করতে পারিনি।
আমার অপারগতা ক্ষমা করবেন।

যদি আরেকটু দেখিয়ে বুঝিয়ে বলেন খুব উপকার হয়।

খুব ভাল থাকবেন।

২| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ প্রামাণিক ভাই।

ভাল থাকবেন সবসময়।

৩| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩৫

লোকমান হাকিম বলেছেন: ভালো লাগল।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

৪| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩৭

আরাফআহনাফ বলেছেন: " ধরা পড়লেই হাতে মাত্রাবৃত্ত হাতকড়া,
সময়টুকুও দেবে না বলার,
"একটা কবিতায় কি আসে-যায়?"
"কেবল আমার কবিতাটার চোখ ফোলা,
নিরুত্তাপ, নিস্তেজ, নিষ্প্রাণ কন্ঠে
হঠাৎ বলে উঠতে পারে,
"একটা কবিতায় কি আসে-যায়?""

এরকম একটা কবিতায় অনেক কিছুই আসে যায় !
অসাধারন। +++++
ভালো থাকবেন, শুভ রাত্রি।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।


আপনার মত পাঠক পেলেও অনেক কিছু আসে-যায়।

ভাল থাকবেন সবসময়।

শুভরাত্রি

৫| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৪৩

মাসুদ মাহামুদ বলেছেন: ভালো থাকবেন, শুভ রাত্রি।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কেমন লাগলো সেটা তো বললেন না ভাই,
মন খুলে সমালোচনা করতে পারেন,
গঠনমূলক সমালোচনাকে সবসময়ই স্বাগতম জানাই।

আপনিও ভাল থাকবেন।
শুভরাত্রি।

৬| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে

০২ রা মার্চ, ২০১৬ রাত ১:০২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ দেবজ্যোতি আপনাকে।

হাসিখুশি থাকবেন, ভাল থাকবেন।

৭| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:০২

রুদ্র জাহেদ বলেছেন: //যাবজ্জীবন না দিয়ে
আমাকে বরং মৃত্যুদন্ড দিও.........//

//বিচারকের আসনে তুমি সেদিন।/

ভালো লাগল।আপনার ভালো করার ক্ষমতা আছে...সে অর্থে আরো ভালো লেখা আসবে আশা করি।
ভালো থাকবেন সুপ্রিয় কবি-ব্লগার

০২ রা মার্চ, ২০১৬ রাত ১:০৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য।

আপনার মন্তব্যে অনেক অনুপ্রেরণা পেলাম।

আপনিও ভাল থাকবেন।

৮| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৭:২৩

জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার কবিতায় মুগ্ধ না হয়ে উপায় আছে! :)
শুভকামনা জানবেন।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৭:৪২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ জনৈক অচম ভূত।

আপনারা পড়ছেন দেখে অনুপ্রেরণা পাচ্ছি।

ভাল থাকবেন সবসময়।

৯| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৭:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

শেষ লাইনদুটোই যথেষ্ট ভালো লাগার জন্য।

আপনার জন্য শুভকামনা। অনেক ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৭:৫১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।
সকাল সকাল মন ভাল করে দিলেন।



নিচের লিংক-টা একটু দেখে আসার অনুরোধ করছি।

http://www.somewhereinblog.net/blog/masud0294/30113424#c11345762

১০| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৩৭

সুমন কর বলেছেন: চমৎকার কথামালা....+।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:০২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:

আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।

অসামান্য ভাল থাকবেন।

১১| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১৩

বিজন রয় বলেছেন: "একটা কবিতায় কি আসে-যায়?"

কঠিন প্রশ্ন!!

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৪০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
পূর্ব-পশ্চিমে উত্তর খুঁজছি..........

১২| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১৩

বিজন রয় বলেছেন: কবিতা না লেখাও একটি অপরাধ।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৪৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
বটে।
আমার মনে হয় কবিতা না লেখা চুরি করার মত অপরাধ। জরিমানা করা যায়।

আর কবিতা লেখা কখনো কখনো ক্ষমার অযোগ্য অপরাধ, একজন কবিকে তাই সারাজীবন কারাবাসের যন্ত্রণা ভোগ করতে হয়। তার আর পালাবার পথ থাকে না।

কবিরা মরে মরে বাঁচে, বেঁচে বেঁচ মরে।

১৩| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১৫

বিজন রয় বলেছেন: যদি কবিতার কোন একটি শব্দ কোন হৃদয়ে সামান্যতম বুদবুদ সৃষ্টি করে তো বুঝতে হবে একটি কবিতায় অনেক কিছু আসে যায়।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।


ভাল থাকতে কার্পণ্য করবেন না।

১৪| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:


মাত্র একটি কবিতায় বলা হয়েছে জীবনের সকল কাহিনী, তাই সেটাই ছিল প্রথম ও শেষ কবিতা

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:১৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: চমৎকার মন্তব্য।

১৫| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: যাবজ্জীবন না দিয়ে
আমাকে বরং মৃত্যুদন্ড দিও.........

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: একজন বিখ্যাত পারস্যের কবির লেখা বিখ্যাত দুটো লাইন মনে পড়ে গেল,
যার অনুবাদ করলে অনেকটা এমন দাঁড়ায়,



"মৃত্যু ব্যতীত জীবনের কষ্টের অন্য কোন চিকিৎসা নেই,
ঠিক যেমন
মোমবাতি সব রঙ নিয়ে ভোর হবার আগ পর্যন্ত জলতে থাকে।"



কবিতা পাঠ করে কৃতজ্ঞ করলেন।

১৬| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: শেষ দুই স্তবকে কবিতাটিকে অনন্য করে তুলেছে । ভাল লেগেছে ।

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।

ভাল থাকবেন সবসময়।

১৭| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

কল্লোল পথিক বলেছেন:
যাবজ্জীবন না দিয়ে
আমাকে বরং মৃত্যুদন্ড দিও.........





অনেক সুন্দর একটি কবিতা।
একরাশ ভাল লাগা রেখে গেলাম।






০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ কল্লোল দা।

অসামান্য ভাল থাকবেন।

১৮| ০২ রা মার্চ, ২০১৬ রাত ৮:৩৮

জ্যোস্নার ফুল বলেছেন: ব্যাপারটা ফৌজদারি নাকি দেওয়ানি মামলায় যাবে এইটা নিয়ে দ্বিধান্বিত।

কবিতা নিয়ে কবিতায় ভালোলাগা

০২ রা মার্চ, ২০১৬ রাত ৮:৫০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সে ভার বিচারকের হাতেই ছেড়ে দিলাম।


ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

ভাল থাকবেন সবসময়।

১৯| ০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:১৫

জ্যোস্নার ফুল বলেছেন: =p~ =p~ =p~

হাসতেই আছি। আপনি যাই বলেন, মাসুদ সাহেব বলেন, ধন্যবাদ। B-))

০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:৫৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: শুধু ধন্যবাদ? দোয়াও চাইছেন।এত সুইট উনি।

ভাই, আমারও আপনার মত অবস্থা। হাসা ছাড়া আর কি কিছু করার আছে?
এত বিনোদন শেষ কবে পাইছি মনে নাই।

আপনিও সাবধান থেকেন কিন্তু,
কখন কি যে হয়ে যায়, বলা মুশকিল।

২০| ০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:৩৮

আব্দুর রহিম সিকদার বলেছেন: ভালো লাগল

০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:৪৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকবেন।

২১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:২৩

পারভেজ রানা বলেছেন: দারুণ।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৪২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠক।
ভাল থাকবেন।

২২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ঘুরে এলাম।

মামলা হোক।
শব্দচোর।
উঠুক শোর।
শব্দচোর।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মামলা হলে উনি আর বিচারক যখন মুখোমুখি,


বিচারকঃ ব্লগার মাসুদ মাহামুদ, আপনার বিরুদ্ধে শব্দচুরির আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে আপনার কোন বক্তব্য আছে?


মাসুদ মাহামুদঃ ধন্যবাদ, দোয়া করবেন।
নিরন্তর শুভকামনা জানাবেন।

২৩| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১:১৪

ভ্রমরের ডানা বলেছেন: বাদীপক্ষ বিবাদি পক্ষের শুনানি শেষ করে বলা যায় কবিতার বেকসুর খালাশ হয়েছে!


অসাধারণ লেখনী! খুব ভাল লেগেছে!

০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:০৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কি চমৎকার মন্তব্য!

আমার ব্লগে স্বাগতম আপনাকে।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

অসামান্য ভাল থাকা হোক।

২৪| ০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৬:৪৩

তার আর পর নেই… বলেছেন: মাত্রাবৃত্ত হাতকড়া :)

কবিতার ভাবনাটা ভাল, লিখেছেন বেশ।

০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৬:৫২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

অসামান্য ভাল থাকবেন।

২৫| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১০:২১

মাহবুবুল আজাদ বলেছেন: ব্লগে খুব কম মানুষ আছে যাদের লেখা আমাকে আতঙ্কিত করে।
আপনি তাদের একজন।

অসাধারণ, অনন্য আপনার লেখা।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১:৩৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:

আপনার এ মন্তব্য আমার মাথার মুকুট,
এর থেকে বেশি আর কি চাওয়ার আছে!

নিযুত কৃতজ্ঞতা জানবেন।



"ব্লগে খুব কম মানুষ আছে যাদের লেখা আমাকে আতঙ্কিত করে।
আপনি তাদের একজন।"

"আতংকিত " কেন বলেছেন বুঝলাম না , তবে ভবিষ্যতে আমার লেখায় আপনার প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা সে ব্যাপারে আমি খুবই ভয়ে আছি।


অসামান্য ভাল থাকবেন।

২৬| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:২৯

নেক্সাস বলেছেন: দারুন। আবৃত্তি করার মত প্রাঞ্জল কবিতা। ডিকশনারি খুঁজে খুঁজে জটিল শব্দের কেন অহেতুক আনা গোনা। সহজ শব্দে উপমা সমৃদ্ধ কবিতারা আজ অবধি দুনিয়ার শ্রেষ্ঠ কবিতা। আপনার কবিতাটা মনে জায়গা করে নিল

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আমার ব্লগে স্বাগতম জানাচ্ছি আপনাকে।
আপনার মত পাঠক পাওয়া কবিতার সৌভাগ্য।


কবিতার খুব বেশি কিছু বুঝি না, যেভাবে মাথায় আসে ওভাবেই রেখে দেই।
অলংকৃত করার গুণটা আমার নেই।


অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।

ভাল থাকবেন, সাথে থাকবেন।

২৭| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৯

তাসলিমা আক্তার বলেছেন: কবিতার ভাবটা ভালো। অন্যরকম কিছুটা। সবকিছু মিলিয়ে সুন্দর।
যাবজ্জীবন না দিয়ে
আমাকে বরং মৃত্যুদন্ড দিও.........হুম, সেই ভালো।

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।

আপনাদের ভাল লাগা আমার অনুপ্রেরণা।

অসামান্য ভাল থাকা হোক।

২৮| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৮

মাসুদ মাহামুদ বলেছেন: যাবজ্জীবন না দিয়ে
আমাকে বরং মৃত্যুদন্ড দিও.......

এইটুকু যেন কবিতার সার্থকতা

০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ()=মনের কথা..............


(এই সেরেছে! তার মানে এইটুকু গেলই গেল।)


অনেক ধন্যবাদ আপনাকে। (ধন্যবাদ? আপনাকে দেখলেই ভয় লাগে, কখন কি পকেটে ভরে নিয়ে যান কে জানে!)

কৃতজ্ঞতা জানবেন। (জীবনে কখনো শুনছেন, কেউ কারো কবিতার হুবুহু শব্দচুরি করলে তার প্রতি কৃতজ্ঞ থাকতে?............ডাহা মিছা কতা)


ভাল থাকবেন, সাথে থাকবেন। (দোহাই আপনার কিবোর্ডের, এই কবিতাটা নেবেন না...............গরীবের উপর একটু দয়া করেন)


২৯| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:০২

সুঁই বলেছেন: আসলেই ত একটা কবিতায় কি আসে যায়........। ভাল লিখেছেন।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৩১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম সুঁই।

অনেক ধন্যবাদ পড়ার জন্য।

হয়ত অনেক কিছু আসে-যায়, হয়ত কিছুই না।

ভাল থাকবেন, সাথে থাকবেন।

৩০| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩১

রিপি বলেছেন:
যাবজ্জীবন না দিয়ে
আমাকে বরং মৃত্যুদন্ড দিও.........


কথাটা বুকে গেঁথে গেল। অনেক শুভেচ্ছা রেখে গেলাম। :)

১২ ই মার্চ, ২০১৬ রাত ২:০৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেকদিন পর আপনার দেখা পাওয়া গেল।
খুব ভাল লাগছে।

অনেক ধন্যবাদ রিপি।

৩১| ১২ ই মার্চ, ২০১৬ রাত ২:২৪

রিপি বলেছেন:
আমি কিন্তু যখনি আসি আপনার লেখা আগে খুঁজি। :)

আর হ্যা আমার কোন এক লেখায়

যাবজ্জীবন না দিয়ে
আমাকে বরং মৃত্যুদন্ড দিও.........


লাইন দুটি ব্যবহার করবো সেটা আগেই বলে নিলাম কিন্তু । B-)

১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: তাই!!!

খুশিতে লাফ দিতে ইচ্ছা হচ্ছে।

নিজেকে সার্থক বলে মনে হচ্ছে।

আচ্ছা ঠিকাছে, ব্যবহার করেন, তার পরিবর্তে এক কাপ ভার্চুয়াল কফি খাওয়াতে হবে কিন্তু।


৩২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৫

রিপি বলেছেন:
হা হা হা .... আপনার জন্য। :)



১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আহা! দারুন ছিল কিন্তু।

আরে বাহ! সাথে কেকও আছে দেখছি!
বিস্কিটও!!!

বেশ ঝরঝরে লাগছে।
ধন্যবাদ ধন্যবাদ।

৩৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৭

জিয়ানা বলেছেন: সুন্দর।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ জিয়ানা।

৩৪| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ অনিঃশেষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.