নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্ররথা রাজশ্রী

চন্দ্ররথা রাজশ্রী › বিস্তারিত পোস্টঃ

খন্ডকাব্য ১

০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৪:৩৭




স্মৃতিরা ঘাট ছেড়ে জলে নামুক,
নষ্টচাঁদ, তুমি ঘুমিয়ো এক রাত,
তোমার দাগ ঢেকে ঢেকে আমি ক্লান্ত,
ক্লান্ত জলাশয় গিলতে গিলতে।





চলে যেতে চাও? যাও।
আমি চড়ুই পাখি হব না।
একগাল হাসি নিয়ে কবি হব।

বিরহী ? সে তো সোনা,
যতই পোড়াবে ততই খাঁটি হব।





সবটুকু দিয়ে কাঙাল আমি
থাকলামই নাহয় দূর্ভিক্ষে,
প্রিয়তম, তবে ঋণীই থাকো
কাকভেজা ভালবাসা নিয়ে।





ছাঁই রঙা এক ফালি সুখ
চাঁদ হবে আমাদের আকাশে,
নিবিড় আলিঙ্গনে কাঁটা থাক,
তুমি হবে আরেকটু আমার।





তুমি চলে গিয়েও থেকে যেতে জানো,
তুমি চলে গিয়ে ভুল শব্দার্থ শেখাও।



মন্তব্য ৭২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

২| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৬

রাইসুল ইসলাম রাণা বলেছেন: ভালো লাগা রইলো।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার ভাল লাগায় আমারো ভাল লাগলো।

ভাল থাকবেন।

৩| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ আরণ্যক।

ভাল থাকবেন সবসময়।

৪| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৯

বিজন রয় বলেছেন: এমন কবিতা পড়লে হৃদয় তোলপাড় হবেই।
না, আমি ভুল শব্দার্থ শিখিনি।

+++++

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সেই ভাল, সেই ভাল।

অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩০

বিজন রয় বলেছেন: প্রথম প্লাসটি কিন্তু আমার।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক অভিনন্দন আপনাকে।
পুরস্কার হিসেবে থাকছে এক কাপ গরম গরম জেসমিন টি।

থ্যাংকু থ্যাংকু।

৬| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

প্রথমটা মাত্রাতিরিক্ত ভালো হইছে। :)
+

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ইয়াই!!!!!!

অনেক অনেক ধন্যবাদ।


অসামান্য ভাল থাকা হোক।

৭| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৩

সুঁই বলেছেন: খুউব ভাল লিখছেন আপুনি!!!!!!!

কবিতার ভাব এত দুঃখ দুঃখ মনে হচ্ছে কেন ??????????
কি জানি আমিও মনে হয় দুঃখে আছি্‌;;;;;;

অনেক ভাল থাকবেন চন্দ্ররথা রাজশ্রী!!!!!!!!!

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

দুঃখ দুঃখ মনে হচ্ছে?
এক কাজ করুন, কবিতাগুলো খলনায়কের দৃষ্টিকোণ থেকে ভাবুন, পড়ুন।


অথবা মনে করতে পারেন নায়কেরা, অর্থাৎ মান্না, রুবেল,ওমর সানি, জসিম কিংবা অনন্ত জলিল এই লাইনগুলো পড়লে কিভাবে পড়তেন।

এবার আর নিশ্চয়ই দুঃখ দুঃখ লাগছে না?


আপনিও অনেক ভাল থাকবেন।

৮| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০২

সুঁই বলেছেন: এখন অনেক আনন্দ লাগছে!!!!!!!!!!!!!!!!!!!!!
থ্যাংক ইউ সো মাচ আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :)

০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মাই প্লেজার.
মাই প্লেজার।

কষ্ট থাক কষ্টের জায়গায়, হাসিটা জরুরি।

হাসিখুশি থাকুন, ভাল থাকুন।

৯| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০০

ভ্রমরের ডানা বলেছেন: তুমি চলে গিয়েও থেকে যেতে জানো,
তুমি চলে গিয়ে ভুল শব্দার্থ শেখাও



অপূর্ব!

০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সাথে আছেন দেখে ভাল লাগছে।

অসামান্য ভাল থাকবেন।

১০| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৭

জ্যোস্নার ফুল বলেছেন: মরার পরে তুমি কি হবে?
আমি নক্ষত্র হবনা, গন্ধময় লাশ হব।
তুমি নক্ষত্র হয়ো।
তবেই দুজনে মিলে কবিতা হওয়া যাবে।


খন্ড খন্ড কাব্য গুলায় সম্পুর্ন সম্পুর্ন ভালো লাগা।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বাহ! চমৎকার হুয়েছে, টুকে রাখুন।

অনেক ধন্যবাদ আপনাকে।

খুব ভাল থাকবেন।

১১| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত এক সুন্দর শব্দ মেলার সমাবেশ আপনার কবিতায়,

অনেক অনেক মুগ্ধতা ।

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।

ভাল থাকবেন সবসময়।

১২| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৪

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার খন্ড কাব্য।
এক রাশ ভাল লাগা রেখে গেলাম।

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

অসামান্য ভাল থাকুন।

১৩| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

সুমন কর বলেছেন: প্রথম চারটি দারুণ হয়েছে। +।

শেষেরটি অনুকরণ খুঁজে পেলাম। ;)
চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়// চলে যাওয়া মানে নয়, বন্ধন ছিন্ন করা....

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ঘোর আপত্তি জানাচ্ছি.......

১. আপনার উদ্ধৃত অংশের সাথে আমি কেবল এইটুকু মিল পেলাম "চলে যাওয়া মানে প্রস্থান নয়",
.... আমার কাছে এটা মোটেও কোন অসাধারণ লাইন নয়, কাকতালীয়ভাবে দুজন মানুষের ভাবনার এতটুকু মিল হতেই পারে। বাকী খন্ডকাব্যগুলো গুগলে সার্চ করলেও নিশ্চয়ই কোন না কোন অংশ বিশেষ মিলে যাবে।


২.যদি একমত না হন তবে খেয়াল করুন আপনার উদ্ধৃত কবিতার দ্বিতীয় অংশে দেখুন.....
..."চলে যাওয়া মানে নয়"। এই অংশটুকু বাংলা কতটি কবিতায়,গানে ব্যবহার হয়েছে ভাবুন।
তবে কি সবাই অনুকরণ করেছে বলবেন?

৩.যদিও এটা বলার কোন মানে হয় না যে বাক্যদুটো প্রথমবার পড়লাম, তবুও আবেগ নিয়ন্ত্রণ করতে পারলাম না।

৪. যদি এরপরও এটাকে "অনুকরণ " হিসেবে আখ্যায়িত করেন, তবে যারা এবং যতবার গানে কিংবা কবিতায় "আমি তোমাকে ভালবাসি" বলেছে তারা সবাই অনুকরণ করেছে।


পুরোপুরি আত্মবিশ্বাস থেকে বলছি, খুব নগন্য একজন লেখক হতে পারি, কিন্তু অনুকরণের পথে কখনো হাঁটিও নি, হাঁটবোও না।

অনুকরণ করে পাওয়া লাইক, কমেন্টের থেকে ভিক্ষা করা ভাল মনে করি।




এত মনযোগ দিয়ে পড়বার জন্য কৃতজ্ঞ আপনার কাছে।

অসামান্য ভাল থাকবেন।

১৪| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবকয়টি কাব্য ভাল লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন, সাথে থাকবেন।

১৫| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২২

কাবিল বলেছেন: সব গুলোই ভাল হইছে।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম আপনাকে।

অসংখ্য ধন্যবাদ অধমের কবিতা পড়ার জন্য।

অসামান্য ভাল থাকবেন।

১৬| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

সুমন কর বলেছেন: এতো সিরিয়াস হবার কিছু ছিল না। আমার কাছে কিন্তু প্রথম ৪টি অসাধারণ লেগেছে এবং বলেছি। হয়তো তখন পড়ে ঐ লাইনটাও মাথায় এসেছিল, তাই বলেছিলাম।

সামুতে থাকুন দেখবেন, আমি ভালোকে ভালো আর খারাপকে খারাপই বলি। এটা অনেকেই পছন্দ করে আবার অনেকেই না !!

শুভ সন্ধ্যা।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১:১৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভুল বুঝবেন না সুমন দা, কথাগুলো শুধুমাত্র খারাপ লাগা থেকেই বলেছি,অন্য কোন ভাবে নয়।

খারাপকে খারাপ বলবেন,মন খুলে সমালোচনা করবেন এটাই সবসময়ই প্রত্যাশা করি এবং করবো। "অনুকরণ" কথাটায় খুব কষ্ট পেয়েছিলাম বলেই এতগুলো কথা বললাম।
আর আপনার মন্তব্য আমার কাছে অনেক মূল্যবান বলেই খারাপ লেগেছে।

কোন রকম ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন।

সাথে থাকবেন,অসামান্য ভাল থাকবেন।

১৭| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: খন্ডকাব্যে ভালো লাগা ।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১:৩২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগলো।

অসামান্য ভাল থাকবেন।

১৮| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:১৫

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ খণ্ডকাব্য।প্রথম চারটি খুব বেশি ভালো লেগেছে আপুনি...
দুটি কবিতার চারটি লাইন--

তোমার জন্য বেঁচে থাকা...
তোমার জন্য নিঃসীম অন্ধকারের মাঝেও আলো খোঁজা

**
তোমার ওই ভেতরটাতে কী আলো!
প্রিয়তমা আমিও আলোয় আলোকিত হতে চায়...

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:২৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ৫ টার মধ্যে ৪টিই ভাল লেগেছে! আমাকে আর পায় কে!


খুব ভাল লাগছে আপনার মন্তব্য পেয়ে।

অসংখ্য ধন্যবাদ।
দুটি কবিতার চারটি লাইনও ভাল লেগেছে।


হাসিখুশি থাকুন, ভাল থাকুন।

১৯| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১১

মো: ইমরান আল হাদী বলেছেন: মন খারাপ করা ভাললাগা, এরকম কবিতা সব সময়েই পড়তে ভাল লাগে। অনেক সুন্দর।

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এরকম মন্তব্য পেতে আমারও খুব ভাল লাগে।

অনেক অনেক ধন্যবাদ।

২০| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭

তানজির খান বলেছেন: যদি চলে যেতে চাও, যাও।
আমি চড়ুই পাখি হব না।

কি বলে লিখি কবি তোমার কবিতা লেগেছে দারুণ। শুভকামনা রইলো আপনার জন্য

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।

আপনি যাই বলেন তাই পড়তে ভাল লাগে, আপনার কবিতায় দেখেছি।

হাসিখুসি থাকবেন, ভাল থাকবেন।

২১| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২১

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লিখেছেন।।

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম অগ্নি কল্লোল।

অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন, সাথে থাকবেন।

২২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৬

রিপি বলেছেন: আরি আল্লাহ এ্ই খন্ডকাব্য গুলো আমার কিভাবে মিস হয়ে গেল আমার বুঝলাম না। :D

সবগুলোর‌্য আলাদা আলাদা আবেদন আছে। তবে শেষেরটাতে মন আটকে গেছে।

প্রস্থান মানেই চলে যাওয়া নয়,
চলে যাওয়া মানেই প্রস্থান নয়,
তুমি চলে গিয়েও থেকে যেতে জানো,
তুমি চলে গিয়ে ভুল শব্দার্থ শেখাও।



অনেক ভাললাগা আর ভালবাসা রেখে গেলাম আপু। :)

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৩:০৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ব্যাপার না, এখন বড় বড় চোখ করে দেখে পুষিয়ে দেন।

অসংখ্য ধন্যবাদ রিপি,
এভাবেই পাশে থাকবেন।

আপনার ভাললাগা আর ভালবাসা তুলে রাখলাম।

অসামান্য ভাল থাকতে কার্পণ্য করবেন না।

২৩| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৮

আরণ্যক রাখাল বলেছেন: আবার কোনভাবে চলে এলাম এই পোস্টে, এসে মনে হলো পড়া হয়নি কবিতাগুলো। পড়লাম। পরে দেখছি, শুধু পড়িইনি মন্তব্যও করেছি একটা।
যাই হোক, সুন্দর লেগেছে।
ছাঁই রঙা এক ফালি সুখ
চাঁদ হবে আমাদের আকাশে,
নিবিড় আলিঙ্গনে কাঁটা থাক,
তুমি হবে আরেকটু আমার।

এই কয়েকটা লাইন সবচেয়ে ভালো

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কি দারুন! এরকমই তো পাঠক চাই।

মন্তব্য পড়েই বুঝতে পারলাম খুব ভালভাবে লাইন চারটি উপলব্ধি করতে পেরেছেন।
দ্বিতীয় বার এসে পড়লেন, ভীষণ খুশি হলাম।

আন্তরিক ধন্যবাদ।

২৪| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৬

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার ।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম আপনাকে আমার ব্লগবাড়িতে।

অনেক অনেক ধন্যবাদ।

২৫| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯

তানজির খান বলেছেন:
সবটুকু দিয়ে কাঙাল আমি
থাকলামই নাহয় দূর্ভিক্ষে,
প্রিয়তম, তবে ঋণীই থাকো
কাকভেজা ভালবাসা নিয়ে।


আবার আসলাম, আবার পড়লাম

১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তানজির,

আশা করি এভাবেই সাথে থাকবেন।
অসামান্য ভাল থাকবেন।

২৬| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪

উল্টা দূরবীন বলেছেন: সবগুলোই ভালো হয়েছে। মুগ্ধপাঠ।

১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

সামনে আরো কিছু খন্ডকাব্য পোষ্ট করার ইচ্ছা আছে।
সাথে থাকবেন।
ভাল থাকবেন।

২৭| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

নেক্সাস বলেছেন: অনুকাব্যে মুগ্ধ পাঠ

১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:২০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস।
ভাল থাকবেন।

২৮| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৬

মহা সমন্বয় বলেছেন: সবটুকু দিয়ে কাঙাল আমি
থাকলামই নাহয় দূর্ভিক্ষে,
প্রিয়তম, তবে ঋণীই থাকো
কাকভেজা ভালবাসা নিয়ে।


সুন্দর। :)

১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুন্দর নিক
সুন্দর পিক


অনেক অনেক ধন্যবাদ।
সাথে থাকছেন তো?

২৯| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৪

গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ ভাললাগা!! :)

শেষেরটি কোথায় যেন পড়েছি মনে হচ্ছে...... :||

১৮ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ গেম চেঞ্জার।

১৬নং কমেন্ট দেখুন।

অনেক ধন্যবাদ।

৩০| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

ফরিদ আহমাদ বলেছেন: বিরহী ? সে তো সোনা,
যতই পোড়াবে ততই খাঁটি হব।
ফল না ভেবেই মাঠে নামবো ভাবছি =p~

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: নেমে পড়ুন, তবে কোন কিছুর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

৩১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫

আহমেদ জী এস বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী ,




স্মৃতিরা ঘাট ছেড়ে চলে যেতেই পারে, তবুও কাঙাল কেউ চাঁদের মতো এক ফালি সুখ নিয়ে ভুল শব্দার্থের মালা গেঁথে গেঁথে নিজেকেই যেন খন্ডিত করে ....

সুন্দর । ++

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার মন্তব্য সবসময়ই চমৎকার কথামালায় সুসজ্জিত থাকে, পড়তে খুব ভাল লাগে।

অনেক ধন্যবাদ।

৩২| ২৯ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪০

ডঃ এম এ আলী বলেছেন: "যদি চলে যেতে চাও, যাও।
আমি চড়ুই পাখি হব না।
একগাল হাসি নিয়ে কবি হব"।

চরণ কটি পাঠে
মনে যা হল
লিখে দিনু নীচে :

জানিনা কে সে তবে
চলে গিয়ে দিয়ে গেল,
সে শুধুই হারাল সবি
আর মোরা পেলাম কবি

কবিকে অনেক অনেক ধন্যবাদ
ভাল থাকুন শুভ কামনা থাকল

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হা হা হা
না ভাই, কবি আর হতে পারলাম না।

আপনিও ভাল থাকবেন, হাসিখুশি থাকবেন।

৩৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪

ডঃ এম এ আলী বলেছেন: এখানে আসতে পথে দেখা হয়েছিনু কোন এক মন্তব্যের জবাবসনে । দেখিলাম খুটে খুটে উত্তরটা সঠিক বটে । ভাষা ছন্দ ও শব্দের মিল অমিল কাব্য সাহিত্যে এযে অহরহ ঘটে । বাংলা শব্দ সম্ভার সেতো নিযুত কোটি নয় , তাই ঘুরে ফিরে একই কথা হয় । সেই সত্য কবি যা রচে, বাকি কথা সব হয়ে যায় মিছে । অনেক ভাল থাকুন প্রতি উত্তরের জন্য অনেক ধন্যবাদ ।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার মত পাঠক পেয়ে আমি যারপরনাই আনন্দিত।

অসামান্য ভাল থাকবেন।

৩৪| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৮

দেবজ্যোতিকাজল বলেছেন: বড়ই ভাল হয়েছে

০৬ ই মে, ২০১৬ রাত ২:৫০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।

ভাল থাকা হোক সবসময়।

৩৫| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল খুব

২৩ শে জুন, ২০১৬ ভোর ৬:১১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার ভাললাগায় আনন্দ পেলাম খুব।
অনেক ধন্যবাদ।

৩৬| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.