নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরো, আজ থেকে সাতাশ বছর পর..........
কোন এক শীতের রাত,
ঘুমন্ত হাইওয়েতে উল্কার বেগে ছুটছি।
ফ্রন্ট লাইট নিভিয়ে পুরোনো দিনের গান
শুনতে শুনতে ভুলে গেলাম গিয়ার-ব্রেক।
হঠাৎ উল্টো দিক দিয়ে একটা ষণ্ডা মার্কা ট্রাক
থামিয়ে দিল প্রিয় গানটা।
এরপর?
দেহ পড়ে আছে শীতল পোশাকে,
কেঁটেকুঁটে একাকার!
ক্ষণিক পরে ভ্রু কুঁচকে মাথা ঝুকিয়ে ডাক্তার এলেন।
পোষ্টমর্টেম রিপোর্টে যদি ধরা পড়ে স্রেফ "তুমি"!!!
কি করবে তখন???
ধরো, মামলা হল তোমার বিরুদ্ধে,
আমাকে হত্যার অভিযোগ।
জাঁদরেল সব উকিলরাও চুপসে গেল হারার ভয়ে।
প্রমাণ যখন অকাট্য, তখন
কারই বা কি করার আছে!
এমন সময় পক্ষে তোমার লড়তে যদি আমাকে দেখো!
কি করবে তখন???
আমি ভাবি আর হাসি........
হাসি আর ভাবি........
হাসতে হাসতে চোখ ভিজে যায়,
হাসতে হাসতে বিষম খেয়ে যাই............
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:১৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার ভাবনায় আলোড়ন সৃষ্টি করতে পেরে খুব ভাল লাগছে।
অসংখ্য ধন্যবাদ।
কেমন আছেন?
২| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:১৫
সুমন কর বলেছেন: কবিতার চেয়ে, কবিতার আড়ালের গল্প ভালো লাগল।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুমন দা, আপনার সামান্যতম ভাল লাগা আমার অনেক ভাল লাগার বিশাল উৎস।
কৃতজ্ঞতা জানবেন।
অসামান্য ভাল থাকবেন।
৩| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৬
শায়মা বলেছেন: কবিতাটা পড়ে তোমার সাথেও কবিতার খেলা খেলতে ইচ্ছে হলো আপুনি। মানে এমন আরেকটা কবিতা লিখতে ইচ্ছে হলো।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব ভাল হবে, তাড়াতাড়ি লিখে ফেলো।
আগে থেকে বলে রাখি, আমি কিন্তু কবিতা নিয়ে খেলতে পারি না।
আমাকে জানিও কিন্তু।
ভাল থেকো।
৪| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৩
বিজন রয় বলেছেন: পোষ্টমর্টেম রিপোর্টে যদি ধরা পড়ে স্রেফ "তুমি"!!!
কি করবে তখন???
নতুন থিম। আকর্ষনীয়।
+++++
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
যা কিছু লিখেছি এ পর্যন্ত, এটা তার মধ্যে সবচেয়ে কম সময় নিয়ে লেখা।
ভাল থাকবেন সবসময়।
৫| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৫
মো: ইমরান আল হাদী বলেছেন: চমৎকার ভাবনা,সুন্দর কবিতা,ভাল লাগলো শুভেচ্ছা রইল।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ কবিতা পাঠের জন্য।
ভাল থাকবেন।
৬| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩০
কল্লোল পথিক বলেছেন: পোষ্টমর্টেম রিপোর্টে যদি ধরা পড়ে স্রেফ "তুমি"!!!
কি করবে তখন?
চমৎকার কবিতা।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ কল্লোল দা।
অসামান্য ভাল থাকবেন।
৭| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগল ধন্যবাদ
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম আপনাকে আমার ব্লগে।
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে।
অনেক ধন্যবাদ।
৮| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪
তানজির খান বলেছেন: দারুণ ভাল লাগলো। সুনীল গঙ্গোপাধ্যায় এর ভালবাসি ভালবাসি কবিতা মনে পড়ে গেল। সুখপাঠ্য ছিল কবিতা। আপনাকে মনে হচ্ছে অনুসরণে নিতেই হচ্ছে
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
আপনি অসাধারণ লেখেন, আপনার কাছ থেকে এমন মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে।
অসামান্য ভাল থাকবেন।
আপনাকে TK নামে ডাকা যাবে?
৯| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার মন্তব্য আমার কবিতার শোভা বর্ধন করলো।
সাথে থাকবেন আশা করি।
অসামান্য ভাল থাকবেন।
১০| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: ভাবনাটা অদ্ভুতই ঠেকলো! যাহোক, লেখায় ভালো লাগা!
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আমার কাছেও অদ্ভুত ছিল।
লিখতে লিখতে খুব হেসেছি।
অসংখ্য ধন্যবাদ রূপক আপনাকে।
সাথে আছেন দেখে খুব ভাল লাগছে।
১১| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৭
শায়মা বলেছেন:
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২২
০
লেখক বলেছেন: খুব ভাল হবে, তাড়াতাড়ি লিখে ফেলো।
আগে থেকে বলে রাখি, আমি কিন্তু কবিতা নিয়ে খেলতে পারি না।
আমাকে জানিও কিন্তু।
ভাল থেকো।
আপুনি তোমার একটা কমেন্ট মুছে দিয়েছিলাম । ভেবেছিলাম তুমি রাগ করেছো। আসলে ব্লগে ইদানিং যা শুরু হয়েছে সেই মালটি কেচালকারীদের খপ্পরে সেই কমেন্ট পড়ুক আমি সেটা চাচ্ছিলাম না।
তুমি কিছু মনে করোনি দেখে খুশী হলাম। সেদিনই বলতে চেয়েছিলাম কিন্তু নানা কারণে বলা হয়ে ওঠেনি।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আমি দেখিনি আপু। তাই ঠিক বুঝতে পারছি না কোন কমেন্টটা ডিলিট করেছো।
যতদূর মনে পড়ে রবীন্দ্রনাথকে নিয়ে কথা হয়েছিল!
তারপরও, কোন কমেন্টকে অন্যভাবে ব্যবহার করার সম্ভাবনা দেখেছো, তাই ডিলিট করেছো।
ভাল করেছো।
তোমার ওই পোষ্টটায় আবার গিয়ে দেখে আসবো।
চা নাশতা রেডি রেখো।
১২| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৭
কথাকথিকেথিকথন বলেছেন: বেশ জটিল কেইস । হৃদয়ের মামলা মোকাদ্ধমার কাটগড়া ভাল লেগেছে ।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ঠিক বলেছেন, হৃদয়ঘটিত কেইসগুলো এত হৃদয়বিদারক না হলেও পারতো!
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
১৩| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৮
এম.এ.জি তালুকদার বলেছেন: আমার হাতে যদি নির্বাহী ক্ষমতা থাকতে তাহলে,বাধ্যতামূলকভাবে কিছু কবিতাকে সরল ব্যখা করাতে বলতাম তার লেখককে। যেমন- আপনার কবিতায় শুরু,মাঝ ও শেষে আমার কাছে ভাব-বিষয়ে অমিল মনে হলো। ঢেলে পরা কালির ছিটায় ছবির মূর্তির মতো মনে বেশিরভাগ আধুনিক কবিতা। আমার ধারনা ভুল হলে- প্লিজ সরল ব্যখা দিয়ে বাধিত করলে উপকৃত হবো। ধন্যবাদ
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
কবিতা বুঝতে না পারা পাঠকের জন্য দোষের কিছু না, বরং লেখকের অপারগতা।
যেহেতু শুরু, মাঝ এবং শেষে মানে পুরোটাই আপনার কাছে ভাবের স্পষ্টতা পায়নি, তাই পুরো কবিতাটাই ব্যাখ্যা করার চেষ্টা করছি।
কবিতাটা লেখকের বিষন্ন কোন সময়ে নিজ মনে সৃষ্ট কিছু ভাবনার গল্প, যেখানে লেখকের বিচ্ছেদ ঘটেছে তার প্রিয় কারো সাথে। খুব বেশি প্রিয় কারো দেয়া কষ্টের পরিমাণ যখন খুব বেশি হয়ে যায়, সে কষ্ট সহ্যকারী ব্যক্তি কেবল নামেই বেঁচে থাকে। তাই পোষ্টমর্টেম রিপোর্ট যদি চাপা দেয়া ট্রাককে দায়ি না করে তাকে দায়ি করে?
ঠিক এরকম মূহুর্তে বিস্ময় ও অপরাধবোধের মিশেল হবে যখন, যখন সে দ্বন্দে পড়ে যাবে যে চোখ বড় বড় করে বিস্মিত হবে নাকি চোখ ছোট ছোট করে অঝরে কাঁদবে।এই দৃশ্য ভেবে লেখক খুব মজা পেয়েছে।
তারপর স্বাভাবিকভাবেই মামলা হবে। পোষ্টমর্টেম রিপোর্টে যখন লাল দাগে তার নাম, কোন উকিল কেইস নিতে চাইবে না হারার ভয়ে। এরকম পরিস্থিতিতে যখন দিশেহারা সে, লেখক তাকে নিজেকে হত্যার অপরাধ ক্ষমা করতে পারে, আবার তাকেই বাঁচাতে যদি মৃত্যুকে জয় করে উকিল বেশে সামনে গিয়ে দাঁড়ায়, তখন সে কি করবে?
ছাড়া পাওয়ার আশ্বাস পেয়ে আনন্দিত হবে?
একটা মৃত মানুষ কি করে জীবিত হয় ভেবে ভয় পাবে?
যাকে পায় ঠেলেছে তার ভালবাসার গভীরতা দেখে নিজের প্রতি ঘৃণা হবে?
ঠিক এই সময়ে প্রিয়জনের বিচিত্র প্রতিক্রিয়ার এই কথা কল্পনা করে লেখকের খুব হাসি পাচ্ছে।
সবকিছুর মূলে ছিল খুব গাঢ় একটা কষ্ট।
কষ্টে নীল হয়ে লেখক তার কল্পনায় তার প্রিয়তম জনের সাথে নীল রঙের রসিকতা করেছেন। তার কষ্টকে তিনি উপহাস করেছেন। স্বাভাবিকতা হারিয়ে যেমন হেসেছেন, তেমনি কেঁদেছেনও।
এখানে বোঝার সুবিধার্থে "লেখক" বলতে আমাকে বুঝিয়েছি ঠিকই , তবে কবিতাটা আমার সম্পর্কে নাও হতে পারে।
এই হল আমার ব্যাখ্যা যেটা ভেবে আমি লিখেছি।
আশা করছি, এখন বুঝতে আর সমস্যা হচ্ছে না।
অসংখ্য ধন্যবাদ। আর এত এত টাইপ করার জন্য আপনার কাছে চা পাওনা রইল কিন্তু।
অসামান্য ভাল থাকবেন।
১৪| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪০
বেঙ্গল রিপন বলেছেন: প্রমাণ যখন অকাট্য, তখন
কারই বা কি করার আছে! তাইতো ..... কিছুই করার নেইতো
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কিচ্ছুই করার নাই।
স্বাগতম আপনাকে।
ভাল থাকবেন।
১৫| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:০০
প্রামানিক বলেছেন: ধরো, মামলা হল তোমার বিরুদ্ধে,
আমাকে হত্যার অভিযোগ।
জাঁদরেল সব উকিলরাও চুপসে গেল হারার ভয়ে।
প্রমাণ যখন অকাট্য, তখন
কারই বা কি করার আছে!
এমন সময় পক্ষে তোমার লড়তে যদি আমাকে দেখো!
কি করবে তখন???
চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনার মন্তব্যে বেশ অনুপ্রেরণা পেলাম।
খুব ভাল থাকবেন
১৬| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:১০
আমিই মিসির আলী বলেছেন: পুরাই টেলেন্ট।
সুপার।
+
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম মিসির আলী।
প্লাস এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
সাথে থাকবেন, ভাল থাকবেন।
১৭| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩২
আমিই মিসির আলী বলেছেন: সাথে থাকা যাইবে না।
তবে ব্লগের লেখার উপর নজর থাকিবে। আপনার নজর কাম্য।
আপনিও ভালু থাকুন।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হিহি......
সাথে থাকা মানেই পাশে থাকা নয়,
পাশে থাক মানেই সাথে থাকা নয়।
ব্লগে চলার পথে সাথে থাকবেন।
রসিক মিসির আলী, খুব ভাল থাকবেন।
১৮| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৫
জ্যোস্নার ফুল বলেছেন: পোষ্টমর্টেম রিপোর্টে যদি ধরা পড়ে স্রেফ "তুমি"!!!
কি করবে তখন???
হাসতে হাসতে চোখ ভিজে যায়,
হাসতে হাসতে বিষম খেয়ে যাই............
ধাক্কা লাগল, বিষম খেয়ে গেলাম।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এখন ঠিক আছেন তো?
খুব ভাল লাগলো আপনার মন্তব্য পড়ে।
অসংখ্য ধন্যবাদ এবং পাঠে কৃতজ্ঞতা জানবেন।
১৯| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৫
জ্যোস্নার ফুল বলেছেন: ঠিক নাই। রাত-বিরাতে এমনিতেই আবেগ কুট কুট করে, তার উপর আবার বিষম খাওয়া কবিতা। ঠিক নাই, খুব ঠিক নাই।
১০ ই মার্চ, ২০১৬ রাত ২:১০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার কথাটা কিন্তু শতভাগ ঠিক।
রাতের গভীরতা এবং আবেগের গভীরতা সমানুপাতিক।
বিষম না খেলে কবিতার মজা কোথায়।
২০| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল । তবে আরও ভাল হতে পারত , সে ক্ষমতাটা তোমার আছে
১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুব অনুপ্রেরণা পেলাম আপনার মন্তব্যে।
অসামান্য ভাল থাকবেন।
২১| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর ভাবনা। সুন্দর কবিতা।
১১ ই মার্চ, ২০১৬ রাত ৩:২৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আরণ্যক।
ভাল থাকবেন সবসময়।
২২| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৪
আরজু পনি বলেছেন:
আরো ঠাণ্ডা মাথায় স্টিয়ারিং, ব্রেক, একসেলেটর, গিয়ার হেন্ডেল করার অনুরোধ রইলো...
এই গান শুনতে চাই না...
লাশ কাটা ঘরে যদি চেড়া হয় তার বুক সঙ্গোপনে
দেখবে সেখানে রাখা বিবর্ণ একমুঠো স্বপ্ন যতনে
যে স্বপ্ন কোন কিশোরের দেয়া উপহার গানের খাতায়
যে স্বপ্ন প্রথাগত মিথ্যে কপট সংসারের আশায়
...
শুভেচ্ছা রইল।
১১ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় ব্লগার এবং স্বাগতম।
খুব ভাল লাগলো আপনার মন্তব্য পেয়ে।
আপনার পোষ্ট পড়ছিলাম, দারুন পজিটিভ এনার্জি নিয়ে লেখেন আপনি।
নতুন ব্লগারদের জন্যও ভাবেন দেখে আরও ভাল লাগলো। অনেক কিছু শিখতে পারছি।
আশা করি সাথে থাকবেন,
অসামান্য ভাল থাকবেন।
২৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১:১৩
ভ্রমরের ডানা বলেছেন: খুব সুন্দর করে লেখেন আপনি! কবিতা ভাল লেগেছে!
১১ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দরভাবে আপনারা পড়ছেন দেখেই লিখতে সাহস পাচ্ছি।
খুব ভাল থাকবেন।
২৪| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৬
রিপি বলেছেন: মনে হলো একটা ছোট গল্প পড়ে ফেললাম। যথারীতি চমৎকার।
১২ ই মার্চ, ২০১৬ রাত ২:১৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ব্যাপারটা সেরকমই।
যাক, গল্পটা যে ভাল লেগেছে আপনার তাতেই খুশি।
আরজু পনি আপুর নতুন ব্লগারদের জন্য লেখা একটা পোষ্ট পড়ে ফেবুতে একই নামে একটা একাউন্ট খুললাম।
আপনিও খুলতে পাড়েন।
অসংখ্য ধন্যবাদ রিপি।
২৫| ১২ ই মার্চ, ২০১৬ রাত ২:১৮
রিপি বলেছেন: একই নামে দুইটা একাউন্ট ! বেপারটা তো বুঝলাম না আপুনি।
১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: যেমন ধরুন, আমার ব্লগ নিক হল "চন্দ্ররথা রাজশ্রী"
আমি "চন্দ্ররথা রাজশ্রী" নামেই একটা ফেইসবুক একাউন্ট খুলেছি কিছুক্ষণ আগে।
আরজু পনি আপুর পোষ্টটি আমার প্রিয় লিস্ট থেকে পড়ে নিতে পারেন।
২৬| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০৩
এম.এ.জি তালুকদার বলেছেন: ধন্যবাদ, কষ্ট করে এতো সুন্দর ব্যাখা দেয়ার জন্য। চা খাওয়ার দৃশ্যটা কল্পনার চোখে দেখে নিলাম,--------------------------------------------------------মুখোমুখি বসিবার বনলতা সেন।
১২ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
পাখির নীড়ের মতই চোখ তুলে বলতে ইচ্ছা করছে, "এতদিন কোথায় ছিলেন?"
অসামান্য ভাল থাকবেন।
২৭| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯
মিজানুর রহমান মিরান বলেছেন: সত্যিই.. চমৎকার কবিতা!
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম মিরান। এই প্রথম আমার ব্লগবাড়িতে এলেন।
পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
ভাল থাকবেন সবসময়।
২৮| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধরো, আজ থেকে সাতাশ বছর পর..........
শুরুর লাইনে মনে হলো নিজের খুব প্রয়োজনীয় কিছু। তবে আমি সতের বলতাম নচেৎ দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাবে।
গাড়িই চালানোর দুষ্কর হতো।
কবিতা ভালো লেগেছে। তবে মামলা মোকদ্দমা কবিতায় বেশি আসছে নাকি?
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব মজা পেলাম আপনার মন্তব্যে।
সাতাশ বছর পর দৃষ্টিশক্তি ঝাপসা হলে চশমার পাওয়ার এডজাস্ট করে নিতে হবে, তাছাড়া আর উপায় দেখছি না।
আরে! তাই তো! মামলা মোকাদ্দমা কবিতায় বেশিই আসছে,
উপরওয়ালার কোন ইংগিত না তো!
২৯| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ২:০০
কাজী মেহেদী হাসান। বলেছেন: হাসতে হাসতে চোখ ভিজে যায় পরিপূর্ন একটা লাইন
১৩ ই মার্চ, ২০১৬ রাত ২:২০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম কাজী মেহেদী হাসান।
পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
সাথে থাকবেন, অসামান্য ভাল থাকবেন
৩০| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৯
ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল লিখসেন, অকবিতা হয়নাই ||
১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম ইমরাজ।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
সাথে থাকবেন, ভাল থাকবেন।
৩১| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৭
আহমেদ জী এস বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী ,
অহংয়ের সামনে দেহকে দাঁড় করিয়ে দিলেন মনে হয় । এ দু'টোর দন্ধ চিরটাকাল দেহবিনাশের আগ পর্য্যন্ত । তখন ভাবনা অহংকে আর হাসি দেহকে ঘিরে লতিয়ে ওঠে ।
তারপর, সাতাশ বছর পরে কোন এক শীতের রাতে সব একাকার ----- শুধু শূণ্য পরে থাকে ।
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম আপনাকে আহমেদ জি এস।
এত চমৎকারভাবে কবিতাটার ব্যাখ্যা আমিও করতে পারতাম না।
তবে এক্ষেত্রে অহং-এর পরিবর্তে "আমিত্ব" শব্দটা ব্যবহার করতে চাই।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
অসামান্য ভাল থাকবেন।
৩২| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩১
নেক্সাস বলেছেন: ভাবনাটা চমৎকার। অনেক চমৎকার। কবিতার শব্দগত কিছু দূর্বলতা পেরিয়ে গেলে কবিতাটা অনবদ্য
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
শব্দ নিয়ে খেলাটা আমার একদমই আসে না, আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করছি।
ভাবনাটা ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে।
ভাল থাকবেন সবসময়।
৩৩| ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
জেন রসি বলেছেন: আমি থেকে আমিত্ব বাদ দিলে কি হবে? শূন্য থেকে এসে শূন্যে যাওয়ার পথটাই শূন্য হয়ে যাবে!
আপনার কবিতা লেখার স্টাইলটা খুব ভালো লেগেছে। পড়ে আরাম পাওয়া যায়।
++
১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ জেন।
খুব সোজা করে লেখার চেষ্টা করি সবসময় যাতে করে পাঠককে শব্দ নিয়ে মাথা ঘামাতে না হয়, কেবলমাত্র আবেগ নিয়ে মাথা ঘামাবে। (ওসব ভাবের কথা, আসলে কঠিন করে বা কবিতাকে অলংকৃত করে আমি লিখতেই পারি না)
প্লাস এবং সুন্দর মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ।
অসামান্য ভাল থাকবেন।
৩৪| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৭
মহা সমন্বয় বলেছেন: আমি ভাবি আর হাসি........
হাসি আর ভাবি........
হাসতে হাসতে চোখ ভিজে যায়,
হাসতে হাসতে বিষম খেয়ে যাই............
১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:২৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম স্বাগতম।
প্রথম এলেন।
পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
অসামান্য ভাল থাকবেন।
৩৫| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৮
রাফা বলেছেন: তেমন করে কবিতা বুঝিনা -তবে অভিনবত্বটুকু ভালো লাগলো।
চমৎকার,ধন্যবাদ,চন্দ্ররথা রাজশ্রী।
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম রাফা।
আপনার এতটুকু ভাল লাগলেই আমি সার্থক।
কবিতাটা বোঝার সুবিধার্থে উপরে একটি প্রতিউত্তরে ব্যাখ্যা দিয়েছি। চাইলে পড়ে নিতে পাড়েন।
অসংখ্য ধন্যবাদ।
৩৬| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩১
দিয়া আলম বলেছেন: কবিতায় ভালো লাগা
ধন্যবাদ
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম দিয়া।
আপনার নামটা অনেক সুন্দর।
অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।
৩৭| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৯
দিয়া আলম বলেছেন: ধন্যবাদ আপু, তোমার এই নামটাও অনেক সুন্দর? তোমার নাম কি? এখানে নিজের নাম দেয়না কেন মানুষ? দিলে কি হয় বলোতো আপু? এত সুন্দর কবিতা গল্প লেখে অথচ আমরা জানিনা তার নাম পরিচয়
ভালো থেকো আপু
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনাকেও ধন্যবাদ দিয়া।
কেউ কেউ নিজের পরিচয় গোপন করে লেখালেখি করতে পছন্দ করেন। এতে কোন সমস্যা দেখি না, কারণ এতে তার লেখালেখির ওপর কোন প্রভাব পড়ে না।
যুগ যুগ ধরে কবি-সাহিত্যিকগণ ছদ্মনাম নিয়ে লেখালেখি করে এসেছেন। এটা সম্পূর্ণইই তার ব্যক্তি স্বাধীনতা।
আমাকে চন্দ্র/রাজশ্রী /ইন্দু, যেকোন নামেই ডাকতে পারেন।
সাথে থাকবেন, অসামান্য ভাল থাকবেন।
৩৮| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৮
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা খুব ভাল লাগল এবং কবির জন্য অনেক শুভ কামনা রইল ।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে।
সাথে থাকবেন। অসামান্য ভাল থাকবেন।
৩৯| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪২
জিয়ানা বলেছেন: আপনার লেখা কবিতাগুলোর মধ্যে এ কবিতাটি আমার সবচে বেশি মন ছুঁয়ে গেল! আপনি একজন চমৎকার কবি। এই কবিতাটি একেবারে যেন মন থেকে উৎসারিত। সুন্দর,অনেক সুন্দর।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এতটা প্রশংসার যোগ্য আমি না।
যে কবিতা আপনার মনকে এতটা আলোড়িত করে, সেটা নির্ঘাত মন থেকেই এসেছে।(আবেগে সিক্রেট বলে দিলাম না তো!)
অনেক অনেক ধন্যবাদ জিয়ানা। চেষ্টা করব আপনার ভাল লাগা অব্যাহত রাখতে।
খুব ভাল থাকবেন।
৪০| ২২ শে মার্চ, ২০১৬ রাত ২:০১
মাটিরময়না বলেছেন: হাসতে হাসতে চোখ ভিজে যায়।
২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ মাটির ময়না,
ভাল থাকবেন।
৪১| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫১
রেজওয়ান তানিম বলেছেন: ভালো লাগল
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে তানিম।
খুশি লাগছে।
৪২| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা, কবিতার শিরোনাম আর ছবিটা ভালো লেগেছে।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সবটাই ভাল লেগেছে জেনে খুব খুব ভাল লাগলো।
ভাল থাকবেন সবসময়।
৪৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৪৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
আপনাকে লেখায় পেলে খুব ভাল লাগে, খুব অনুপ্রাণিত হই।
হাশিখুশি থাকবেন, ভাল থাকবেন।
৪৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: সময় অভাবে ততটুকু মনোনিবেশ করতে পারিনি যতটুকু দেয়ার কথা তবে কবির আবেগের কথা বুঝা গেল সবিস্তারে । রাগ অনুরাগের খুটা খুটি পাওয়া না পাওয়ার বিশন্নতা , প্রমিকের প্রতি প্রেমিকার নির্মোহ ভালবাসার মমতা মাখানো উদারতা সকলই তো ক্ষানিক বিরতি দিয়ে দিয়ে সাবলিল ভাষায় হয়ছে প্রকাশ । তার পরেও মন্তব্যের এ ঘরে আসার পথে কিছুটা হলাম হতাশ । যাহোক কাটল ভীতি দেখে জবাবটা হয়েছে যথারীতি । অনেক ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "তার পরেও মন্তব্যের এ ঘরে আসার পথে কিছুটা হলাম হতাশ । যাহোক কাটল ভীতি দেখে জবাবটা হয়েছে যথারীতি। "
ঠিক বুঝলাম না।
আপনার ব্যস্ত সময়ের মধ্যেও কবিতায় সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
ভাল থাকবেন।
৪৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫০
ডঃ এম এ আলী বলেছেন: এখানে আমার মন্তব্য লিখার ঘরে অাসার সময় ১৩ নং ঘরে চোখ খানিকটা আটকে যায় এবং মন্তব্যটি দেখে একটু হতাশ হয়েছিলাম পরক্ষনেই নীচে অাপনার যতার্থ জবাবটা দেখে হতাশা কেটে যায় । মন্তব্যদানকারী যেন আহত না হন সেটা মাথায় নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিছুটা হতাশার কথা বলেছিলাম এই আর কি , আর এ জন্যই আমার মন্তব্যটিকেও একটু প্রলম্বিত করে আপনার বক্তব্যকে আর একটু জোরালো করেছিলাম । বুঝাতে চেয়েছিলাম বেশী মনযোগ না দিয়েও কবিতাটির ভাব/মর্মবাণী বুঝে গেছি , আসলে তা নয় যথেষ্ট সময় নিয়েই কবিতাটির আবেগঘন রস আহরণ করেছি । আশা করি এবার বুঝে আসবে । বুজতে পারলেন কিনা জানালে বাধিত হব । এত এত টাইপের জন্য আপনার পাওনা ছিল চা , আমার লিখা কম বলে আধা কাপ হলেও চলবে হা হা হা ।
৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হু..........এবার বুঝতে পারলাম।
হতাশ হবেন না, নানা মুনির নানা মত থাকবে এটাই স্বাভাবিক।
তবে তাই হোক, আধা কাপ চা আপনার জন্য। হা হা হা
৪৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার এই কবিতাটা এতটাই ভালো লেগেছে যে প্রিয়তে রেখে দিলাম ।
আপনার ব্লগে দেখছি একের পর এক দারুণ তস্য দারুণ কবিতায় ভরা ।
ব্লগে খুব কম প্রেমের কবিতা আমাকে টেনেছে তার মধ্যে আপনারটা একটি । এমন কবিতা আমিও লিখেছিলাম । যদিও ভাব এমন নয় তবে আবহ অনেকটাই মেলে ।
অনুরোধ রৈল বছরে একবার হলেও ব্লগে এসে একটা কবিতা দিয়ে যাবেন !!
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: প্রিয়তে!!!
যখন আমার কোন লেখা কেউ প্রিয়তে রাখে আমি ওটা আবার পড়ি, পড়ে ভাবি আসলেই কি এতটা ভাল লাগার মত কিছু লিখেছি। ভেতর থেকে উত্তর আসে, "না"। আর ভয় বেড়ে যায়। মনে হয় দায়িত্ব্ব বেড়ে গেল। মনে হয়, এবার তো খারাপ জিনিস দিয়ে বেঁচে গেলাম, সামনের বার নিশ্চিত ধরা খাবো।
অথচ লেখার সময় একটু যে চিন্তা ভাবনা করে লেখবো, লিখে বার বার পড়ে ভুল ত্রুটি ঠিক করে নেবো সেই ধৈর্যটাও নেই।
কিছুদিন পর থেকে নিয়মিত হতে পারবো মনে হয়। আপনারা পড়েন বলেই বারবার ফিরে আসতে ইচ্ছা করে, ফিরে আসতে হয়।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
অসামান্য ভাল থাকা হোক
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:০৩
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা।ভাবনাটা চমৎকার।আলোড়িত...
+++