নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্ররথা রাজশ্রী

চন্দ্ররথা রাজশ্রী › বিস্তারিত পোস্টঃ

ফানপোষ্টঃ ব্লগ এবং একজন নতুন ব্লগার

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮



সামুতে পা রাখার পর থেকেই প্রায় প্রতিদিনই নতুন নতুন নিক চোখে পড়ছে। যাদের মধ্যে কেউ কেউ আমার মত অসাধারন পর্যায়ের সাধারন মানের লেখালেখি করেন। এরকম একজন নতুন ব্লগার, ধরুন আমিই, এবং একজন জনৈক ব্লগারের কল্পিত কথোপকথন কেমন হতে পারে, চলুন, দেখা যাক-



জ.ব্লঃ আপনার কবিতা পড়ে ভাল লাগলো।

আমিঃ আপনার মন্তব্য পড়েও খুব ভাল লাগলো।

জ.ব্লঃ আপনি কি জানেন, ব্লগের কেউ কেউ আপনাকে "মাল্টি" বলা শুরু করে দিয়েছে?

আমিঃ ছি! ছি! ব্লগের সবাইকেই তো খুব ভদ্র বলেই মনে হয়েছে, অমায়িক ব্যবহার।
তবুও আপনার মন্তব্য পড়ে খুব ভাল লাগলো।

জ.ব্লঃ আরে না না। আপনি যা ভাবছেন তা না। মাল্টি বলতে কোন ব্লগারের একের অধিক নিক বুঝায়।

আমিঃ মাল্টিপ্লাগের মত? একেক সময় একেক পয়েন্টে?

জ. ব্লঃ অনেকটা সেরকমই।

আমিঃ গলা ফাঁটিয়ে চিৎকার করতে চাই না, সন্দেহ হলে নজর রাখবেন, আপনার-আমার চেয়ে সময় ভাল বক্তা।

জ.ব্লঃ তো? কেমন লাগছে এখানকার সবকিছু?

আমিঃ জ্বী, ভাল। তবে প্রায় সবাই কেমন করে যেন কথা বলে, প্রস্তর কঠিন কথাবার্তা চলে, আমি এসবের খুব কম বুঝি, তাই একটু সমস্যা হয় আর কি, কেউ কেউ আবার মেপে মেপে বলেন। আমার এক মাথা-ভাল ভাই আছে, সে দুটি রোবট বানিয়েছে। সামুতে ঢুকলে আমার সেই ভাইয়ের কথা মনে পড়ে যায়। এই প্রকার ভাষা কি সামুর আঞ্চলিক ভাষা? আমিও খুব মনযোগ দিয়ে শিখতে চেষ্টা করছি।
আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, খুব ভাল লাগলো।

জ.ব্লঃ আসলে ঠিক তা না, এখানে অনেক গুনি প্রতিভাবান লেখক আছেন, তাদের কথাবার্তারর ওজন তো আর সাধারনের মত হবে না নিশ্চয়ই। আর বাকীরা তাদেরকেই ফলো করেন। তাই একটু ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয় আর কি।

আমিঃ তার মানে আমি নিজের মনে হেলেদুলে চলতে থাকবো, কিন্তু একটা নির্দিষ্ট রেখা পাড় করার সাথে সাথে খেয়াল রাখবো যেন হাঁটার সময় হাঁটু না ভাঙে!
কৃতজ্ঞতা জানবেন।

জ.ব্লঃ আপনি নিজের মত করেই কথা বলবেন, শুধু খেয়াল রাখবেন যেন সেটা ডিসেন্ট হয়।

আমিঃ আমি নিরীহ প্রজাতির প্রানী, যদিও কেউ কেউ তা মানতে চান না। নিজের ব্লগে ঢুকলেই মনটা ভাল হয়ে যায়, কেউ না চিনলেও মডু আমাকে ঠিকই চিনে নিয়েছে। আমাকে সার্টিফিকেটও দিয়েছে, "আপনি একজন নিরাপদ ব্লগার"।
বেদম আনন্দ লাগছে।

জ.ব্লঃ কেউ কেউ তা কেন মানতে চান না?
যদি আপনার আপত্তি না থাকে তো বলতে পারেন।

আমিঃ কি যে বলেন না! আপত্তি কিসের!
হাজার হলেও আপনি আমার সহব্লগার, এইটুকু অধিকার তো আছেই। হিহি..
তেমন কিছু না, রাগের মাথায় আমার একটু কামড়াকামড়ির স্বভাব আছে তো, তাই ওনারা এমন মনে করেন। তবে রাগ সময়মত ঝেরে নিলে কিন্তু এই সমস্যাটা হয় না।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

জ.ব্লঃ!!!!!!!!!!..................পানি খেয়ে আসি।

আমিঃ সাথে থাকবেন, খুব ভাল লাগলো।

জ.ব্লঃ কিছু মনে করবেন না, আপনি কয়েকটা লাইন রিপিট করছেন। এই যেমনঃ খুব ভাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মন্তব্য পড়ে খুব ভাল লাগলো,.......
???????

আমিঃ দুঃখিত। আসলে এই কয়দিন ব্লগে বিভিন্ন পোষ্টে কমেন্ট করতে করতে,অন্যদের কমেন্ট দেখতে দেখতে আর নিজের পোষ্টে অন্যদেরকে প্রতিউত্তর দিতে দিতে অভ্যাস হয়ে গেছে।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

জ.ব্লঃ স্বাভাবিক।(sigh!)

আমিঃ অনেক অনেক শুভকামনা রইল। অসামান্য ভাল থাকবেন।

.................................


বি.দ্র. এই পোষ্ট কাউকে হেয় বা ইংগিত করে লেখা হয় নি, কেবল এবং কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। তারপরও যদি কারও এতটুকু খারাপ লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত।


উৎসর্গঃ তাদের সবাইকে, যারা আমার ব্লগে এতদিন শুধু বেদনা জর্জরিত কবতে পড়তে পড়তে মুখ গোমড়া করে ফিরে গিয়েছেন।

মন্তব্য ১৩২ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫০

কল্লোল পথিক বলেছেন:






চমৎকার লিখেছেন।
সাধু সাধু।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: প্রথম হয়ে গেলেন যে কল্লোল দা, অভিনন্দন।
আপনার মন্তব্যে ফ্রেশ ভাল লাগা পেলাম।

অসংখ্য ধন্যবাদ।

২| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৬

ফাহিমোসিস ফয়সালোসিস বলেছেন: ঠিক বলেছেন । মজা পেলুম B-)

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম স্বাগতম।
আপনাকে মজা দিতে পেরেও খুব ভাল লাগছে।

হাসিখুশি থাকবেন, ভাল থাকবেন।

৩| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৯

জিয়ানা বলেছেন: হা হা হা! :-D

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হিহি......

স্বাগতম জিয়ানা।
জিয়ানা! জিয়ানা, জিয়ানা মানে কি?

৪| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২১

আরণ্যক রাখাল বলেছেন: কে বলছে, এখানে খালি মেপে মেপে কথা বলা হয়?
এটা ঠিক যাদের সাথে পরিচিতি কম, তাদের সাথে মেপে মেপেই কথা বলা হয়, কিন্তু কিছুদিন একসাথে লেখালেখি করলে আর মনে হয় না মেপে মেপে কথা বলার কোন দরকার আছে।
আমার তো মনে হয়, বেশির ভাগ ব্লগারই খোলামেলা ভাবে কথা বলেন।
তবে প্রতিউত্তরের বেলায় অনেকসময় ধন্যবাদ, ফন্যবাদ দিয়ে খোলামেলা ব্যাপারটাকে মাটিচাপা দেয়া হয়!
যাই হোক, কয়েকদিন যাক, পরিচিত হয়ে নিন, দেখবেন আপনি নিজেও ভালভাবে মিশতে পারছেন।
প্লিজ আমাকে প্রতিউত্তরে "ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য" টাইপ কমেন্ট করবেন না। ফালতু লাগে

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: পুরোপুরি সহমত।
আমি কিন্তু পুরো পোষ্টটাতেই একজন নতুন ব্লগারের কথা বলেছি।


ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৫| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩০

জিয়ানা বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী,জিয়ানা মানে আমি! :)

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সিরিয়াসলি???
এত্ত কঠিন অর্থ!!!
আমার মাথায় আসছিল কিন্তু বলা হয় নাই।

হাসিখুশি থাকুন, ভাল থাকুন।

৬| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪০

রিপি বলেছেন:
আমি হাসতে্ই আছি আপু........
একেবারে আমার মনের কথার সাথে মিলে গেছে.... :D

এসব ফরমাল কমেন্ট দিতে আর পড়তে পড়তে চরম পরিমানে হাপিয়ে যাচ্ছি মাঝে মাঝে.... তবে উপায় কি.. ঐযে বললেন:


জ.ব্লঃ আসলে ঠিক তা না, এখানে অনেক গুনি প্রতিভাবান লেখক আছেন, তাদের কথাবার্তারর ওজন তো আর সাধারনের মত হবে না নিশ্চয়ই। আর বাকীরা তাদেরকেই ফলো করেন। তাই একটু ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয় আর কি।


আর মাল্টি জিনিস টা আমার ও নজরে এসেছে। মানুষের এত সময় হয় কিভাবে।!?

পোস্ট টা পড়ে অনেক বিনোদিত হলাম সাথে নতুন ব্লগার হিসেবে অনেক কিছু্ই জানতে পেলাম। মানুষের সেখার আর শেষ নেই। :-B

আমার কাছে এই কথা গুলো এপিক লেগেছে।

জ.ব্লঃ আপনি কি জানেন, ব্লগের কেউ কেউ আপনাকে "মাল্টি" বলা শুরু করে দিয়েছে?

আমিঃ ছি! ছি! ব্লগের সবাইকেই তো খুব ভদ্র বলেই মনে হয়েছে, অমায়িক ব্যবহার।
তবুও আপনার মন্তব্য পড়ে খুব ভাল লাগলো।


সকালবেলা পোস্টটা পড়ে মনটাই ভাল হয়ে গেল। ঠোটেঁর কনায় এখনো আমার হাসি লেগে আছে। ফরমাল না খাটীঁ ভালবাসা রেখহে গেলাম। :)


১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আমার পোষ্ট পড়ে আপনি হেসেছেন, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে!

আসলে ব্লগপাড়াটাও আমাদের বাস্তব জীবনের পরিচিত বিচরণকক্ষেত্রের মত, পরিচিত হতে সময় লাগে। একবার পরিচিত হয়ে গেলেই দেখবেন কেউ আর ফর্মালিটি মেইনটেইন করছেনন না। তখন আর মন্তব্য করতে এবং পড়তে হাপিয়ে উঠবেন না।
আর মাল্টি নিক কথাটার সাথে আমিও ভালভাবে পরিচিত না।তবে যতটুকু বুঝেছি, মাল্টি নিক থাকা খারাপ কিছু না, যদি কেউ সৎ উদ্দেশ্যে রাখে।সেক্ষেত্রে আপনার মত আমারো সময়টা বড় সমস্যা হয়ে দাঁড়াবে।

অসংখ্য ধন্যবাদ।

৭| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

বেশ মজার।
সাথে প্রয়োজনীয় কিছু কথা।

অনেক ব্যস্ত ব্লগার আছেন যাদের জন্য ধন্যবাদ এক বিশাল সম্পদ। তাদের ধন্যবাদ পেতেও খারাপ লাগে না। হৃদ্যতা গড়ে উঠলে বাঁধাধরা কথার গণ্ডি পেড়িয়ে যাওয়াই যায়। তবে ব্লগারদের মধ্যে মিউচুয়াল রেস্পেক্টের ব্যাপারটটা থাকা উচিত এবং আছে তাই গঁতবাধা ধন্যবাদে বোর হবেন না।

মাল্টিতে আমি ব্যক্তিগতভাবে প্রব্লেম দেখি না যদি না তা কাউকে আক্রমণ না করে।

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাজপুত্র।

ব্লগে এমন কয়েকজন ব্লগার আছেন যারা যদি কেবল (.) রেখে যান প্রচন্ড খুশি হই এই ভেবে যে উনি আমার লেখাটা পড়েছেন।তাই তাদের "ধন্যবাদ"টুকু মাথায় মুকুট করে রাখি।

মাল্টি ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার না আমার কাছে। কয়েকদিন ধরে শব্দটা চোখে পড়ছিল, লেখার সময় মাথায় চলে এল।

৮| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মজা পেলাম।

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এত বড় পোষ্ট পড়ার জন্য।
ভাল থাকবেন।

৯| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা..............
আপনার পোষ্টও পড়ে ভাল লাগলো।
আগামীতে আমাদের বিনোদন বন্ধু চন্দ্ররথা রাজশ্রী
বেপুক বিনোদন দিবেন।
সবাই কি বলেন?
লেখক সাহেব কি বলেন?
বি.দ্র. এই মন্তব্য লেখককে হেয় করে লেখা হয় নি।

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হিহি....
আপনার মন্তব্য পড়েও খুব ভাল লাগলো।

কাল থেকে আবার আমার নিজস্ব স্টাইলে ফিরে যাচ্ছি।
আপাতত আপনি প্রক্সিটা দিয়েন।
পরে কখনো আবার শনি কাঁধে উঠলে এরকম পোষ্ট দেবো।

বি.দ্র. আপনারা পড়ছেন, হাসছেন দেখে সত্যিই খুব ভাল লাগছে।

১০| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৭

অগ্নি কল্লোল বলেছেন: চরম মজা পাইলাম!

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আমিও।

ধন্যবাদ অগ্নি কল্লোল।

১১| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১২

নীলপরি বলেছেন: আরন্যকের সাথে সহমত ।আপনার লেখার স্টাইল ভালো লাগলো ।

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আরণ্যকের সাথে আমিও একমত।
পোষ্টটি শুধুমাত্র একজন নতুন ব্লগারের দৃষ্টিকোন এবং ফান পোষ্ট হিসেবে দেখবেন আশা করি।

প্রথম এলেন আমার ব্লগে, স্বাগতম।
ভাল লেগেছে জেনে ভাল লাগলো।
ভাল থাকবেন সবসময়।

১২| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: মজা করে লিখেছেন মজা করেই পড়লাম মজাও পেলাম ধন্যবাদ

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম ভাই মোস্তফা সোহেল।
মজা করেই লিখেছি, আপনার মজা লেগেছে তাই মজা করাটা সার্থক হল।

অনেক অনেক ধন্যবাদ।

১৩| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩

আল মামুন রাজীব বলেছেন: নতুন ব্লগাররা বিভিন্ন বিষয়ে অজ্ঞ থাকবে এটাই স্বাভাবিক। আপনার লেখাটা পড়ে বিনোদন পেলাম। ধন্যবাদ :-P

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম আপনাকে।

আমরা নতুন, আমরা কুঁড়ি........ গানটা মনে পড়ে গেল।

অসংখ্য ধন্যবাদ ভাই।
সাথে থাকবেন। ভাল থাকবেন। হাসিখুশি থাকবেন।

১৪| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩

অন্তঃপুরবাসিনী বলেছেন: আপু আমি কিন্তু আপনার কবিতা পড়ে মুখ গোমড়া করে ফিরে যাই না। আসলে কবিতা আমি ভালো বুঝি না। কিন্তু আপনাকে আমি পছন্দ করি। তবু কমেণ্ট করতে পারি না। অপ্রাসঙ্গিক কিছু হবে তাই। ব্লগে আপনার আর আমার বয়স একই। কেন জানি সেইম এজ সেইম এজ লাগে।:)

প্রাসঙ্গিক কোনো কমেন্ট করতে পারব না তাই অনেক প্রিয় ব্লগারের পোষ্টে কমেন্ট করা হয় না। :(
জিনিস টা কতটুকু ঠিক বলে আপনার মনে হয়?

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এই যে একটা কমেন্ট করলেন, আমি তো খুব খুশি হয়েছি।
সেইম এইজ কথাটা কিন্তু দারুন মনে ধরলো, এখন তো আপনার সাথে আড্ডা দিতে ইচ্ছা করছে।
আমাকে অনেকটা সম্মান দিলেন আপু, কৃতজ্ঞ থাকলাম।

অন্যদের কথা বলতে পারবো না, তবে নিজের পোষ্টে অনেকের কমেন্ট দেখতে খুব ভাল লাগে। আপনি যে কবিতাটা পড়েছেন এবং বুঝতে চেষ্টা করেছেন, এটাও অনেক।

পড়তে থাকুন, এক সময় বুঝতে পারবেন। খুব সহজ করে লিখছি কবিতাগুলো। আর না বুঝলে, আমি আপাতত কোথাও যাচ্ছি না, আপনার জন্য সবসময় আছি।

অসামান্য ভাল থাকবেন।

১৫| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০১

গেম চেঞ্জার বলেছেন: আপনি যে মাল্টি নন সেটা বুঝাই যায়। আপনি ভাল লিখেন বলেই মাল্টি বলে সন্দেহ করছে কেউ কেউ। এটা পজিটিভলি নিতে পারেন। আবার নাও নিতে পারেন।

আমার মতো অভাজনকে কিন্তু কেউ মাল্টি বলে না। হয়তো আমি অতোটা ভাল লিখতে জানি না। তবে লিখতে সময় পাইলে ব্লগবাসীদের অখাদ্য গেলানোর অপচেষ্টা থেকে বিরত থাকতে পারি না।

হ্যাপি সামুয়িং!! :)

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার।
সিরিয়াস কোন ইস্যু না, কদিন ধরে "মাল্টি" শব্দটা প্রায়ই ব্লগে দেখছিলাম, পোষ্টটা লেখার সময় মনে পড়লো, ফান হিসেবে ব্যবহার করলাম। আর কেউ যদি প্রকৃত অর্থেই আমাকে অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত মাল্টি নিকধারী মনে করে থাকেন, তবে সে উত্তরটা আমার এই পোষ্টের মধ্যেই পাবে।

আপনারর লেখা আমি পড়েছি, আপনাকে মাল্টি বলে বেকুব সাজার ইচচ্ছা মনে হয় না কারো আছে। কারন আপনার লেখার ধরন খুবই স্বতন্ত্র এবং তা অসাধারনও।
ওসব যদি অখাদ্য হয়, তবে সুখাদ্য চাই না।

আপনাকেও হ্যাপি সামুয়িং (হাসির ইমো)

১৬| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭

অন্তঃপুরবাসিনী বলেছেন: থ্যাঙ্কু !! থ্যাঙ্কু!! :D

এখন থেকে আর জড়তা কাজ করবে না! :)
তাড়াতাড়ি একটা কবিতা পোষ্ট করেন। :)

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এত তাড়াতাড়ি কি করে আরেকটা লিখি!

এক কাজ করুন, আমার ব্লগে পোষ্ট করা প্রথম অকবিতাটা পড়ে দেখতে পারেন।

না বুঝলে বলবেন।
(হাসির ইমো)

১৭| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০২

জেন রসি বলেছেন: কে কি ভাবছে, এইটা বড় ব্যাপার না! আপনি যেভাবে লিখে মজা পান কিংবা কমেন্ট করে মজা পান সেভাবেই করতে থাকেন। সবার চিন্তা ভাবনা একরকম হবে এমন কোন কথা নাই। বৈচিত্র্যই সুন্দর। আর মতের সাথে না মিললে গঠনমূলক বিতর্কের পথ খোলাই আছে। সুতরাং নো চিন্তা- ডু ফুর্তি! মনের আনন্দে ব্লগিং করতে থাকেন। :)

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ওকে, চিন্তা বাদ, ডুইং ফুর্তি।

লেখাটা কেমন লাগলো বুঝলাম না, মনে থাকবে (আড় চোখে তাকানোর ইমো হবে)

১৮| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২০

জেন রসি বলেছেন: লেখক বলেছেন: ওকে, চিন্তা বাদ, ডুইং ফুর্তি।

লেখাটা কেমন লাগলো বুঝলাম না, মনে থাকবে (আড় চোখে তাকানোর ইমো হবে)

ফানপোস্ট পড়ে মজা পাইছি। :) তাই একটু সিরিয়াস কমেন্ট করে আমিও মজা নিলাম। ;)

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মজায় মজায় কাটাকাটি।
(চোখ সোজা করে হাসির ইমো হবে)

১৯| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইতো ভায়া তুমিও এলে
সামুর সঠিক লাইনে;
যে যা বলে,তাকিওনা
বামে কি বা ডাইনে।

যা বলেছে রাখালদা
পুরোপুরি সহমত;
ধীরে ধীরে যাবে বুঝে
কত মত শতপথ।

ফলোড্‌ বাই,,,
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: ওকে, চিন্তা বাদ, ডুইং ফুর্তি।

লেখাটা কেমন লাগলো বুঝলাম না, মনে থাকবে (আড় চোখে তাকানোর ইমো হবে)

ফানপোস্ট পড়ে মজা পাইছি। :) তাই একটু সিরিয়াস কমেন্ট করে আমিও মজা নিলাম। ;)

হা হা হা.....................

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনাকে বলবো কি যে
ভাষা খুঁজে পাই না,
বিতর্কতে আগ্রহ নাই,
সেটা করতেও চাই না।

দিলাম একখানা ফানপোষ্ট,
কেন সিরিয়াসলি নিচ্ছেন?
ফলোড বাই জেন রসি
মন্তব্যটা দিচ্ছেন।

মজা পেয়েছেন আপনিও,
ধরে নেবো কি তবে?
মজা করায় হেব্বি রিস্ক,
মনকষাকষি হবে।

তার চেয়ে বাপু বিরহ ভালো,
ভাল কবিতার পোষ্ট,
যে পোষ্টে নাই ভুল বোঝাবুঝি,
আই লাইক দ্যাট মোস্ট।



নাহ! আপনার মত দুর্দান্ত হল না। কিভাবে পারেন! খুব মজা পেলাম।
অনেক অনেক ধন্যবাদ।

২০| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরি বাবা এতো দেখি
ছন্দেতে গ্রাজুয়েট;
এই হার মানলুম
মাথা হলো পুরো হেট।

করলুম মজা বাপু
তুমি হলে সিরিয়াস!!
মন কষাকষি করে
দিয়োনাগো আর বাঁশ।

এইবার বুঝলেতো
কি যে ছাই পারি?
করি মজা,ভুল ভেবে
লোকে মারে ঝারি। |-) :-<

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হা হা হা..

সিরিয়াস হইনি, মজা করলাম,মজা পেলাম,খুব।

অসামান্য ভাল থাকবেন।

২১| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০১

মিজানুর রহমান মিরান বলেছেন: আমিও নিরাপদ ব্লগার! :)
ফানি পোষ্ট পড়ে ছবির বাচ্চাটার মতো একটা হাসি দিলাম।

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আরে! অভিনন্দন মিরান।
খুব ভাল লাগলো। khikz.........

বাচ্চাদের মত হাসবেন, খুব ভাল থাকবেন।

২২| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪১

টোকাই রাজা বলেছেন: জগতের সবাই সন্দেহজনক #:-S

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অতি উচ্চ বিচার।

স্বাগতম টোকাই রাজা।
ধন্যবাদ।

২৩| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৯

সায়েল বলেছেন: এইখানে ফানের কিছুই পাইলাম না। হয়তো আমি অতোটা ধরতে পারিনি, মজার বিষয়টা কি আসলে? বললে বাধিত হই এই আরকি।

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম সায়েল।

সবাই যদি একই উপায়ে বিনোদিত হত তবে বোধয় সবকিছু পানসে হয়ে যেত।
তেমন মজার কিছু কি আছে? কি জানি!
ওটা পাঠকের কাজ,পাঠকরাই ভাল বলতে পারবেন।

অনেক ধন্যবাদ।
অসামান্য ভাল থাকবেন।

২৪| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

মহা সমন্বয় বলেছেন: আপনার মূল্যবান পোষ্টের জন্য ধন্যবাদ, অনেক ভাল লাগল। :D ;)

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।
আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো। (অনুরূপ দুইটা হাসির ইমো হবে)

২৫| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২১

বিজন রয় বলেছেন: আপনার জন্য শুভকামনা।

আগেই বলেছি, আপনার নিকটি সুন্দর।
ব্লগে দীর্ঘদিন থাকবেন বলে আশারাখি।

শুভব্লগিং।

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার নামটাও অনেক সুন্দর।
আপনার আশা পূরণ হোক।

অসামান্য ভাল থাকা হোক

২৬| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

এক রঙা ঘুড়ি বলেছেন: আপনার লিখার ধরণ, ভাষার ব্যবহার, অন্য কে উত্তর দেওয়ার ধরণ , সব কিছু মিলিয়ে আপনি যে একজন পুরাতন ব্লগার এটা বুঝতে কষ্ট হয়না। জাষ্ট ওল্ড ওয়াইন ইন নিউ বোতল। নতুন ব্লগার আমরাও ছিলাম। ৫/৬ মাস লেগেছে ব্লগে হামাগুড়ি থেকে হাঁটতে শিখতে। আর আপনিও নতুন ব্লগার। এসেই ব্লগ ও ব্লগারদের নিয়ে স্যাটায়ার পোষ্ট দিয়ে ফেলেছেন। ওরি বাবা।

আপনার কথামত মাল্টি নিক খারাপ না। কথাটা দু'রকম অর্থ আছে হ্যাঁ এবং না।

যখন কেউ ভিন্ন স্বাদের লেখা লেখার জন্য মাল্টি নিক ইউজ করে তখন একরকম অর্থ এবং সেটা গ্রহনযোগ্য। কিন্তু কেউ যখন হিট সিকিং মেন্টালিটি থেকে নিজের পোষ্টে কমেন্ট, লাইক বাড়ানোর জন্য মাল্টি নিক খুলে এবং সেটা দিয়ে নিজের পোষ্টে কমেন্ট করে ফ্লাডিং করে, ব্লগিয় আড্ডার নামে ফ্লাডিং করে সেটার আরেক রকম অর্থ যেটা অগ্রহনযোগ্য।

যাক আপনি নতুন ব্লগার দেখি ছড়ার উত্তরে ছড়াও লিখতে জানেন। হেভি মেধাবী আপনি। আপনি ব্লগে নতুন আবার কয়েকজন ব্লগার কে প্রিয় ব্লগারও বলছেন। দারুণ তো।

যাই হোক সে পুরোনো থিউরিতে আঁটকে আছেন আপনি। কেন এসব করেন? জানি আপনার হাতে মেলা সময়। সে সময়টা কি এসব পাগলামি করার জন্য। নিজের মাল্টিবাজি কে জায়েজ করার জন্য আর কত ফর্মুলা তৈরি করবেন।

বিনোদন, ব্যাপক বিনোদন।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম স্বাগতম।

আপনি বোধয় আমার পোষ্টটা ঠিকভাবে পড়েননি, ওখানে আপনার সমূহ কথার জবাব দেয়া আছে।
তবুও আপনার সুবিধার্থে বলছি, আমার এর আগের এবং এর পরের পোষ্টগুলোর উপর সূক্ষ্ম দৃষ্টি ফেলবেন।

তর্কে একদমই আগ্রহ রাখি না।

আমার মেধার প্রশংসা করেছেন, অসংখ্য ধন্যবাদ "প্রিয় ব্লগার"।

ভাল থাকবেন সবসময়।(স্নিগ্ধ হাসির ইমো হবে)

২৭| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

তানজির খান বলেছেন: ফান পোস্ট পড়ি না বললেই চলে,এখন মনে হচ্ছে পড়া উচিৎ মাঝেমাঝে। সেরাম আনন্দ পেলাম। কমেন্ট করা নিয়ে আসলে বিপাকে পড়তে হয়। আমি এখন এটা মেনে নিয়েছি যে এমন হবেই। তাই কমন এপ্রোচ আর খারাপ লাগেনা। কেউ দিলেও খারাপ লাগেনা, তবে একঘেয়েমি তো লাগেই। আমার কমন্টও একঘেয়েমি লাগে কারো কাছে হয়তো। তবে খুব খারাপ লাগে যখন কেউ পোস্ট না পড়ে প্রশংসা করেন। এটা খুব বিরক্তিকর, এটা প্রায়ই বুঝতে পারি। তখন মনে হয় ইনি কমেন্ট না করলেই ভাল লাগতো।
মাল্টির কথা শুনে আসছি অনেকদিন থেকে। জানিনা এটা খায় না মাথায় দেয়! আমি যখন প্রথম এখানে লেখা শুরু করি তখন অনেকে আমাকে বলেছে আপনি আগে থেকেই ব্লগিং করতেন মনে হয়! আপনার লেখা পড়ে তাই মনে হয়! আমি উত্তর দিয়েছি ব্লগিং দিয়ে আমি লেখালেখি শুরু করি নাই, লেখালেখি শুরু শৈশব থেকে। এখন বুঝি তারা হয়তো আমাকে মাল্টি মনে করতো। আসলে তাদের দোষ হয়তো নেই, কারন সত্যি মাল্টির অস্তিত্ব আছে। মাল্টির অস্তিত্ব থাকলে হয়তো সতীত্ব যায় না, কিন্তু এই প্রাকটিস না থাকাই ভাল মনে হয়। এখন অবশ্য রক্তমাংসের আমাকে সবাই ফেইসবুকে চেনে।

সুন্দর পোস্ট, শুভকামনা রইল

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ তানজির।
আসলে ব্লগপাড়াটাও আমাদের বাস্তব জীবনের পরিচিত বিচরণকক্ষেত্রের মত, পরিচিত হতে সময় লাগে। একবার পরিচিত হয়ে গেলেই দেখবেন কেউ আর ফর্মালিটি মেইনটেইন করছেনন না। তখন আর মন্তব্য করতে এবং পড়তে হাপিয়ে উঠবেন না।
আর মাল্টি নিক কথাটার সাথে আমিও ভালভাবে পরিচিত না।তবে যতটুকু বুঝেছি, মাল্টি নিক থাকা খারাপ কিছু না, যদি কেউ সৎ উদ্দেশ্যে রাখে।

কয়েকজন ব্লগার আছেন যারা শুধু "ভাল" বললেই খুব বেশি আনন্দ হয়।

লেখালেখির ব্যাপারে আমার আবস্থা অনেকটা আপনার মত, তবে আগে খুব বেশি লিখিনি।

নতুন গল্প একটা শুরু হল।হেহে,,,,,,,,,,
আপনার আগের কমেন্টটা দেখুন।

অনেক অনেক শুভেচ্ছা জানবেন। খুব ভাল লাগে আপনার মন্তব্য পেলে।
অসামান্য ভাল থাকবেন।

২৮| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

শেয়াল বলেছেন: আরো কম লিখলেই তো হতো। রাডার থেকে দুরে থাকতে পারতেন। আজকাল ব্লগাররাও চালাক হয়ে গেছে। অনেকেই স্যাটায়ার করে কমেন্ট করেছে ধরতে পারেন নি।
ইমো কিন্তু দিতে জানেন আপনি আর সেটাও ন্যাকামো করছেন। হাহা :)
যদিও মাল্টিতে লেখাটা নিজের ইচ্ছের ব্যাপার। কারো বাপের সাধ্য নেই আপনাকে অভিযুক্ত করবে।

এই যেমন দেখেন, আমি নিজেও মাল্টি নিকে কমেন্ট করতে আরাম পাই। আমার রিয়েল নিক তো অনেক পরে খুলেছিলাম। ছদ্মনাম/মাল্টি দিয়েই শুরু সেই ২০১০ থেকে। হাহাহা =p~

আপনিও আমাকে চেনেন, আমিও চিনি। মাঝখানে মাল্টির দুরত্বই কেবল। এই দুরত্বটা কখনোই বিলীন হোক সেটা চাচ্ছি না মোটেও।

লিখতে থাকুন। আমরা পড়ব।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সময়ের অভাবে আপাতত চোখ বুলিয়ে গেলাম।
পড়ে অবশ্যই পরে নেবো।

স্বাগতম আমার ব্লগে।

২৯| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ব্যাপক বিনোদন লাভ করতে পারলাম। সেইই সাথে কর্তৃপক্ষের কাছে জোর আবেদন করছি, এই পোস্টটি স্টিকি যেন স্টিকি করা হয়। যাতে অন্য সকল মাল্টিবাজ ব্লগাররা পোস্টটি পড়ে বিনোদন লাভ করতে পারে! (মুখ টিপে হাসার ইমো হবে)

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম আমার ব্লগবাড়িতে।

পাঠে ওবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

ভাল থাকবেন।

৩০| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

সুমন কর বলেছেন: মজাই তো !!! !:#P

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হ্যাঁ দাদা, মজাই মজা

ধন্যবাদ।

৩১| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

রাইসুল ইসলাম রাণা বলেছেন: আচ্ছা আপনি মাল্টি হলেই কি আর না হলেই কি, বলুন ত?

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মনের কথাটা বলছেন।

আমার এসবে কিছুই যায় আসে না, এতে তাদের কিছু যায় আসলে আমার দেখার বিষয় না।

৩২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩২

রুদ্র জাহেদ বলেছেন: শিশুর হাসিতেই প্রত্থমে মজা চলে আসলো,কথোপকথনেও মুটামুটি ফানপোস্ট।এখানে সহব্লগার হিসেবে পাঠক-লেখকের মাঝে আন্তরিকতাবোধ হৃদ্যতা থাকা উচিত আর কে বলেছে সেটা নেই, আমিতো মনে করি তা রয়েছে।মাল্টি নিয়ে চিন্তার দরকার কি,নিজের মতো থাকলেইতো হয়।আর সবাইতো একই দৃষ্টিভঙ্গি নিয়ে ব্লগিং করে বলে মনে হয় না,কেউ আছে পৈশাচিক আনন্দ নিতে চায়,সেটা এড়িয়ে গেলেই হলো। আর কমেন্টে অবশ্য সবার একরকম সময়-মেজাজ থাকে না।তাই ভালোলাগার প্রকাশও ভিন্ন হয়।আর কিছু ব্যাপারেতো আমাদের মত-দ্বিমত থাকবেই সেটাকে সুষ্ঠু আলোচনার মধ্য দিয়ে একটা বিকশিত পরিবেশের মধ্য দিয়েই আমাদের যাওয়া চাই।পোস্ট ভালো পাইছি তাই অনেক প্রলাপ হয়ে গেল আপুনি।আমাদের জন্য শুভকামনা :)

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আমিও চাই পরিবেশটা তেমনই হোক।

পোষ্ট ভালা পাইছেন, আমার আর লাগে কিছু? একটু নিজস্ব গন্ডির বাইরে লিখতে চেষ্টা করেছি।

অনেক অনেক ভাল থাকবেন।

৩৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৯

দৃষ্টিসীমানা বলেছেন: আমি অতশত বুঝিনা তবে বাবুর ছবিটার জন্য প্রিয়তে নিলাম । শুভ কামনা ।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:১০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাই, বিশ্বাস করেন, আমিও বুঝিনা।

বাবুটা সত্যিই সেই লেভেলের কিউট।

অনেক অনেক অনেক ধন্যবাদ।
সাথে থাকবেন, অসামান্য ভাল থাকবেন।

৩৪| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রথম দেখলাম আপনাকে।

মজার কিছু কথা বলেছেন :)
শুভ ব্লগিং...

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম আপনাকে।

অনেক অনেক ভাল লাগলো আপনার মন্তব্য পেয়ে।
ব্লগে আমি নতুন শিশু, তাই আগে চোখে পড়িনি। এখন যখন চোখে পড়েই গেলাম,
আমার অন্যান্য অকবিতাগুলো পড়ার আমন্ত্রণ রইল।

অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।

৩৫| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ------------------- নিজের ব্লগে ঢুকলেই মনটা ভাল হয়ে যায়, কেউ না চিনলেও মডু আমাকে ঠিকই চিনে নিয়েছে। আমাকে সার্টিফিকেটও দিয়েছে, "আপনি একজন নিরাপদ ব্লগার"।
বেদম আনন্দ লাগছে।

ব্যাস তবে আর কি চাই.............. আনন্দেই হোক সামুবাস :)

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম ভাই।
আপনাকে দেখে খুব ভাল লাগছে।

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

ভাল থাকবেন সবসময়।

৩৬| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী ,




ফোকলা মুখের নির্দোষ মিষ্টি হাসিটি ছড়িয়ে যে ফান পোষ্টটির শুরু , তাতে অনুক্ত যে কথাগুলো সে প্রসঙ্গে আপনার কথাতেই বলি -- সময় ভাল বক্তা।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:০০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: একদম ভাই..

অসংখ্য ধন্যবাদ।
খুব ভাল থাকবেন।

৩৭| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪০

এডওয়ার্ড মায়া বলেছেন: কিছু পোষ্ট পড়ে খুব মজা পাই।
আপনি ব্লগে নতুন এ নিয়ে আমার সন্দেহ নাই।
আপনি ইমো দিতে পারেন না।এ নিয়েও আমার সন্দেহ নাই।
এই কদিনেই আপনার কিছু প্রিয় ব্লগার হয়ে গেল এ নিয়ে আমার সন্দেহ নাই।
ফেসবুকেও নিজের নামে আইডি চালু করলেন !!!!!
অতঃপর
আপনার পোষ্টে আমার নাম ছবি দেখে মনে হতে পারে -
আমি গরু -ছাগল -
ঘাস খাইয়া বড় হইছি ।

আপনার পোষ্ট ভাল হইছে।ভাল লিখেছেন।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম আপনাকে।

কিছুটা ঠিক ধরেছেন, আমার প্রতিউত্তরের বক্সে ইমো দেয়ার অপশন নাই।মোবাইল থেকে নেট ব্রাউজ করছি।
জ্বী, নিজের নামে ফেবুতে আইডি চালু করেছি। সঠিক তথ্য।

আপনার নিকটা আমার পরিচিত না, তবে ছবিটা মনে হচ্ছে কোথাও দেখেছি।
গরু,গাধা,ঘাস.......এসব বলার কারণ বুঝলাম না।

পোষ্ট ভাল লেগেছে জেনে খুব ভাল লাগলো।
অনেক ধন্যবাদ।

৩৮| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৪

সুরাইয়া বীথি বলেছেন: হাহা পড়ে ভাল লাগল

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:১১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম।

কাউকে হাসানোর মাঝে অনেক আনন্দ থাকে, পেলাম।
ধন্যবাদ।
অনেক ভাল থাকবেন।

৩৯| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৩

আরজু পনি বলেছেন:

রাগের মাথায় আমার একটু কামড়াকামড়ির স্বভাব আছে তো, তাই ওনারা এমন মনে করেন। তবে রাগ সময়মত ঝেরে নিলে কিন্তু এই সমস্যাটা হয় না।

রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা ভালো অভ্যাস!

শুভেচ্ছা রইল।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুবই ভাল অভ্যাস।
আপাতত মাথা খুব ঠান্ডা আছে।

অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

অসামান্য ভআআল থাকবেন।

৪০| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৩

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা কে কি পাইছে জানিনা, আমি অনেক মজা পাইছি =p~

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম রুহী আপু।
আমার ব্লগে আপনে পেয়ে খুবই আনন্দিত।

মজা পেয়েছেন জেনে আমিও মজা পাচ্ছি।

সাথে থাকবেন
অসামান্য ভাল থাকবেন।

৪১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩০

ইমরাজ কবির মুন বলেছেন:
hahah (nigga styLe hasir emo hobe)

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ ইমরাজ

৪২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৬

সচেতনহ্যাপী বলেছেন: গতবাধা মন্তব্য আমারও মনটাকে " অন্যরকম" করে তুলে।। তবুও হাজার হলেও আপনি আমার সহব্লগার, এইটুকু অধিকার তো আছেই।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হা হা হা....
স্বাগতম আপনাকে।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৪৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৪

এম.এ.জি তালুকদার বলেছেন: ভা-------------------লো-----------------------ই--------------------------------লাগলো।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ভাল লেগেছে জেনে খুব ভাল লাগলো।

অসামান্য ভাল থাকবেন।

৪৪| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৯

ডাই হার্ড বলেছেন: নাহ!!!!!!!! ইহা মাল্টি হইতেই ফারে না!!!!!!

ব্লগ বাড়ি নাম আমি শিখেছি ৬ মাস পরে,আপ্নে গুণী বালগার আপ্নে ১ দিনে শিখিয়াছেন। ফান পুসট দেয়া শিখ্যালাইছেন, পুত্তুম পুসটেই ফুটু যুগ করছেন, কোবতে কোবতে খেলায় দক্ষতা অর্জন করিয়ালাইছেন এসব আপ্নে রত্ন ভান্ডারের মালকিন বলিয়াই সম্ভব হইয়াছে। আপ্নে বিয়াফুক পরতিভা!!!!!!!!!!!!
আপ্নারে মুই মাল্টি কইলাম না কিন্তুক। কেউ কি আপ্নেরে শায়মার মাল্টি বলছে?????? বললে বলছে, আপ্নে মাল্টি না ইহা ফরমানের আফ্রান চেষ্টা চালায় যান!!!!!!

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:০৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম ডাই ভাই।

খুব ভাল লাগলো আপনার মন্তব্য পেয়ে।

অবসর সময়টা বসে বসে গান শুনতে পারেন, রবীন্দ্রসঙ্গীত শুনতে পারেন, যে কেউ শুনতে পারে।

অনেক অনেক প্রশংসা করেছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাব থাকবেন সবসময়।

৪৫| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৩

অভ্রনীল হৃদয় বলেছেন: হাহাহা। মজা পেলাম। তবে এখানে কিছুদিন সবার সাথে একসাথে লেখালেখি করে পরিচিতদের পর্যায়ে চলে এলে আর কারো সাথে মেপে মেপে কথা বলতে হয় না। বেশিরভাগ সহব্লগারের আচরণই খুবই বন্ধুসুলভ। :)

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম

আপমি মজা পেয়েছেন জেনে আমিও মজা পেলাম।
অনেক ভাল থাকবেন।

৪৬| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :)

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ

৪৭| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২০

কালনী নদী বলেছেন: কে যে এত লাইক দিয়ে যায় কোন মন্তব্যও করে না! কে? সে?

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ৫২ বনাম ৭, খুব বেশি কি?

অনেক ধন্যবাদ।
ভকল থাকবেন।

৪৮| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার ফান পোস্ট আর ছড়া প্রতিভায় মুগ্ধ হলাম। নতুন নতুন এক্সপেরিমেন্ট আপনার জীবনে সফলতা নিয়ে আসুক এবং আরো বহুমুখী প্রতিভার অধিকারী হন। এই শুভকামনা আপনার অসামান্য ভালো থাকার জন্য।

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম আপু।

অনেক অনেক ধন্যবাদ, চেষ্টা করবো নতুন নতুন এক্সপেরিমেন্ট করার।
অনেক ভাল থাকবেন।

৪৯| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৩

আরাফআহনাফ বলেছেন: তাহাদের কথা তাহারাই বলুক,
মুক্ত মনে, মুক্ত লেখনি চলুক।

শুভ কামনা সবসময়ের।

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: একদম...

অনেক অনেক ধন্যবাদ আরাফ।

৫০| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৫

নুর আমিন লেবু বলেছেন: বহুত ভাল লাগল।।।। মজা পেলুম।।।।

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম
অনেক ধন্যবাদ

আমিও মজা পাচ্ছি..

৫১| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০১

আক্কাস আবুল বলেছেন: আপ্নের মাল্টি প্রতিভা চ্রম!! ফ্রেমে পরিয়া গেলুম!!!!!!!!!! :``>>
আপ্নের ফুন লম্বর কি মুই পাইতে ফারি???????????? এইহানে না দেলে স্কলাশটিকার সামনে গিয়া ও নিতাম ফারি!!!!!!!!!!! =p~ =p~

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার নিকটি খুব সুন্দর।

৫২| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০২

শায়মা বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী

হাসছি একটা জিনিস দেখে।


১। তুমি রবীন্দ্র সঙ্গীত পছন্দ করো?
২। তুমি ছড়িতা লেখো?
৩। তুমি কোবতে কোবতে খেলো?
৪। তুমি ফান পোস্ট দাও?
৫। ......................
৬। ......................

হা হা হা হা হা


শুনো অন্যগুলারে পরে ডাই হার্ড গরু আর আবুইলা আক্কাস ছাগলটাকে সবার আগে ব্লক করে দাও।:)

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আরে শায়মা যে, এসো এসো, তোমার কথাই কে যেন বলছিলেন।
হাসছি এছাড়াও অনেকগুলো জিনিস দেখে। সেগুলো পড়ে বলবো।

ব্যাপারগুলো খেয়াল করো-
১। আমি রবীন্দ্রসঙ্গীত ছাড়াও অনেক টাইপের গান পছন্দ করি।
২।একটা প্রতিউত্তর করতে ছড়া লিখেছি, আমার ব্লগ ইতিহাসে একটা।
৩। কোবতে কোবতে কি করে খেলে জানি না, তবে কবিতাকে মজা করে কোবতে ঠিকই বলেছি।
৪।ফান পোষ্ট এই প্রথম দিলাম।

আশা করি, সামনের দিনগুলোতে আরো কিছু পয়েন্ট যোগ করতে পারবো।
যে যা বলুক বলতে দাও, ফান পোষ্ট থেকে কমেন্টে বেশি পাবা।



মজার ব্যাপার হল, একজন মাল্টি আবেগে নিজের আইডেন্টিটি রেখে গেছেন। মজাই মজা।
অনেকদিন পর এলে, খুব ভাল লাগলো।

অনেক ধন্যবাদ।

৫৩| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৭

উদাসী স্বপ্ন বলেছেন: রবী চাচ্চু পটল তুলতে যাওনের পর এমন অসাধারন সাহিত্যের বড় অভাব ছিলো যা আপনার লিখনীর ক্ষুরধার আবেগ এবং দৃস্টিনন্দন উপমা দ্বারা পূর্ন হলো। আশা করা যায় আমরা অতি শীঘ্রই বোলগানী আরেকটা নোবেল পাইয়া কতবেল খাইতে যাচ্ছি

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন।

তাহলে তো স্পিচ রেডি করা শুরু করে দিতে হয়।

৫৪| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৪

শেয়াল বলেছেন: ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯ ১
লেখক বলেছেন: সময়ের অভাবে আপাতত চোখ বুলিয়ে গেলাম।
পড়ে অবশ্যই পরে নেবো।


অপেক্ষিত থাকতাসি। আপনি নতুন ব্লগার ইহা আমরা বিশ্বাস করি তো। ডোন্ট ওরি। :)

আপনার কবিতার প্রেমে পড়বে না এইরকম কবিতা পড়ুয়া খুব কম থাকার কথা।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "অপেক্ষিত" নাকি "উপেক্ষিত"?


অসংখ্য ধন্যবাদ।

৫৫| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: চন্দ্রমনি

মজা হলো মাল্টি মাল্টি করা গরু ছাগলেরা আবার নিজেরাই মাল্টি!



হা হা হা হা

এই কারণেই বলেছিলাম.......


নিজেদের মাল্টির খপ্পরে নিজেরাই মাল্টিরা !!!!!!!!!!!


হা হা হা আমিও একখান রম্য অখাদ্য পোস্ট লিখিবো ভাবিতেসি। :P

১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: চন্দ্রমনি; নামটা কিন্তু খুব আদুরে হল। থ্যাংকু

তাই তো! ওরা তো নিজেরাও তাই, আর মাল্টি হলে তাতে আপত্তির কি আছে সেটাও বুঝলাম না।

তাড়াতাড়ি লিখে ফেলো, খুব ভাল হবে।

৫৬| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১:০৭

জ্যোস্নার ফুল বলেছেন: আপনার পোষ্ট পড়ে খুব ভাল লাগলো। পোষ্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জানবেন সাথে থাকবে। পোষ্ট এ ইমো দিবেন
:) :D B-) ;) :( :(( X( :| X(( :-/ :P :`> B-)) 8-| #:-S :#) :-* ইত্যাদি

১৬ ই মার্চ, ২০১৬ রাত ২:০৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার মন্তব্য পেয়েও খুব ভাল লাগলো।
কৃতজ্ঞতা জানবেন।
অনেক ধন্যবাদ। (হাসির ইমো)

৫৭| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

সাইফুল আরিফিন কাব্য বলেছেন: অনেক ধৈর্য নিয়ে পড়েছি।এতোটুকু বলতে পারি বৃথা যায়নি।সুন্দর হয়েছে

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুস্বাগতম, ধন্যবাদ

অনেক অনেক অনুপ্রেরণা পেলাম আপনার কাছ থেকে।
সাথে থাকবেন
ভাল থাকবেন।

৫৮| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি নতুন,পুরান, টালটি বালটি না মালটি সেটা আমার দেখার বিষয় নয় , লিখা ভাল লেগেছে এটাই শেষ কথা ।
চমৎকার চমৎকার সব পোস্ট দিয়ে সামুর শোভা বরধন করুন , সাথে আছি ।

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
কথার মত কথা বলেছেন একটা।

ভাল ভাল পোষ্ট দেয়ার চেষ্টা থাকবে। সাথে আছেন জেনে খুব ভাল লাগলো।

অসামান্য ভাল থাকবেন।

৫৯| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৯

খায়রুল আহসান বলেছেন: হাসিমুখ শিশুর ছবিটা খুব সুন্দর হয়েছে। ফানপোস্টে ফান উপভোগ করলাম। লেখায় ও মন্তব্যে ধার আছে। মাল্টি টাল্টি বুঝিনা, লেখা চলতে থাকুক আপন ধারায়।
জিয়ানা! জিয়ানা, জিয়ানা মানে কি? -- (৩ নং মন্তব্যের উত্তরে)--
আমি ভেবেছিলাম, আপনি এর ঠিক আগের মন্তব্যকারীর নামটার মানেও জানতে চাইবেন!

১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

বলেছেন, "মাল্টি টাল্টি বুঝিনা, লেখা চলতে থাকুক আপন ধারায়।"
চলবে।

৩নং মন্তব্যের আগের মন্তব্যকারীর নাম বুঝতে কষ্ট হয়নি, উনি ওনার নামটায় সায়েন্সের ছোঁয়া দিয়েছেন যার মূল অংশ দাঁড়ায় "ফাহিম ফয়সাল"।
"জিয়ানা" নামটা আমার কাছে একেবারেই নতুন।


আপনার মন্তব্য পড়েই বোঝা যায় আপনি দারুন একজন পাঠক।
আমার ব্লগে আপনি সবসময় আমন্ত্রিত।

অসামান্য ভাল থাকবেন।

৬০| ১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৫:৫৮

মিখু বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল।
এগিয়ে যান।

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ মিখু।
ভাল থাকবেন

৬১| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২২

প্রীতম বলেছেন: কিছু কিছু ব্লগে অদ্যপান্ত না পড়েই পাইকারি ভাবে মন্তব্য করে ফেলা যায়। কিন্তু আপনার শুরুতে শেষ বোঝা ভার। তাই সবটা না পড়ে পারা যায় না।
আপনার অন্যরকম লেখা আমার খুব ভালো লাগে।
আরো ভালো লাগে আপনার লেখায় মন্তব্যের উত্তরগুলো পড়তে। আপনি খুব ধৈর্্য ধরে মন্তব্যের জবাব দেন সেটা আরো ভালো লাগে।
ধন্যবাদ।

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: প্রকৃতির এই রুক্ষতার মাঝে আপনার মন্তব্যটা মিষ্টি বাতাসের মত লাগলো।

স্বাগতম আমার ব্লগে।
অনেক অনেক ধন্যবাদ আমার লেখা এবং প্রতিউত্তরগুলোকে এত সুন্দর করে পর্যবেক্ষণের জন্য।

সাথে থাকবেন,
অসামান্য ভাল থাকবেন।

৬২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩

শামছুল ইসলাম বলেছেন: ফানপোস্ট ফান হিসাবেই নিলাম এবং মজা পেলাম।

ভাল থাকুন। সবসময়।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো।
ভাল থাকবেন।

৬৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১২

মহামহোপাধ্যায় বলেছেন: শুরুতে সিনিয়রদের দেখাদেখি প্রায় সবার মাঝেই কিভাবে যেন একটা আনুষ্ঠানিকতা, ভাবগাম্ভীর্য ব্যাপারটা চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে সেটার প্রয়োজনও অনস্বীকার্য। তবে সময়ের সাথে সাথে সবই বদলায়।

লিখতে থাকুন, পড়তে থাকুন। শুভ ব্লগিং :)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুস্বাগতম। লিখে চলেছি, পড়ে চলেছি।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
সাথে থাকবেন আশা করি।
ভাল থাকবেন সবসময়।

৬৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: লেখাটা বেশ মজার... বর্গীয় রীতিই বলা যায়। তবে হৃদয়ে এমন বিশ্বাস থাকলে লেখালেখিতে প্রভাব পড়তে পারে বলে আমার অনুমান। জানিনা এমন বিশ্বাসের কারণেই আপনার দীর্ঘ অন্তর্ধান কিনা। ভালো থাকবেন। শুভকামনা আপনাকে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: প্রথমত, এটা ফান পোস্ট, কোন বিশ্বাসের ভিত্তিতে লেখা হয়নি। একটু খেয়াল করলে দেখবেন, যে বিষয়টা নিয়ে মজা করেছি আমি নিজেও তাই করেছি, সেভাবেই মন্তব্য, উত্তর, প্রতিউত্তর করেছি।

দ্বিতীয়ত, না, কোন সু বা কু-প্রভাব পড়েনি এবং পড়ার কারণও ছিল না বলে মনে করি। ব্যক্তিগত জীবনে ব্যস্ততার কারণে আসা হয়নি। ইচ্ছা আছে কিছু দিন পর থেকে আবার নিয়মিত হবো।

আপনাকে কয়েকটা লেখায় পেলাম দেখে বেশ আনন্দ হচ্ছে।
সাথে থাকবেন, ভাল থাকবেন।

৬৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৯

মিরোরডডল বলেছেন:




ফান পোষ্ট সব সময়ই ভালো লাগে।
জনৈক ব্লগারের সাথে কথোপকথন মজার ছিলো।




২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, মিরোরডডল।

কম্ফোর্ট জোনের বাইরে এসে নতুন কিছু লেখার চেষ্টা করেছিলাম। ভবিষ্যতে আরও কিছু এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে।

সাথে থাকবেন। অসামান্য ভাল থাকবেন

৬৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

ইসিয়াক বলেছেন: বেশ মজার তো!!
মাল্টি নিক এর সাথে মাল্টিপ্লাগের তুলনা! কি বুঝলাম কে জানে হাসি থামছে ই না।
ভালো থাকুন। শুভেচ্ছা রইলো।

০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মাল্টিপ্লাগের একেক সকেট থেকে একেক সময় কানেক্ট করার মত।
যাই হোক, আপনি মজা পাওয়া নিয়ে কথা।
সাথে আছেন দেখে ভাল লাগছে।

আপনিও ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.