নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসম্ভব ভালবাসবো বলে
হাঁটু-কাদা ভাঙি দীর্ঘ পথে,
দুই গজ দূরত্বে দাঁড়িয়ে তুমি
দেয়াল তোলো আকাশ সমান।
আমি ব্যর্থ চেষ্টায় যখন ফিরে যাবার,
অস্পষ্ট করে শুধু বলো, "ভালবাসি"।
সাইক্লোনের বেগ পেতে
এর বেশি কি লাগে!
সোজা উঠে গিয়ে দেয়াল বরাবর
মেঘের উপর পা রাখি,
বেছে বেছে ঐশ্বরিক প্রেম
মুষ্টিবদ্ধ করে নেমে যাই,
ধাওয়া খাওয়া ধূমকেতুর মত।
তুমি আমাক বরণ করো
তিনটি সমুদ্র দিয়ে,
ভুলে যাও আমার সাঁতারে অপারগতা।
ভাসতে ভাসতে তোমার সামনে
আছড়ে পড়া দেখে ঢেউ।
সমস্ত শক্তি পুঞ্জিভূত করে
চোখ খুলি ঝিনুকের মত।
দেখি, তুমি শূন্যের দিকে
অপরিচিত তাকিয়ে আছো।
আমার চুলে নির্মোহ বালুর স্তর,
বুকে ঐশ্বরিক প্রেম।
এর বেশি দিতে পারেনি অবোধ।
যথেষ্ট হবার কথা ছিল, তবু
আমার গায়ে তোমার ছায়া পড়েনি।
তুমি হয়ত ভালবেসেছিলে
স্বয়ং ঈশ্বরকেই..........
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভালবাসা আসলেই পবিত্র।
অনেক ধন্যবাদ বিজন দা।
ভাল থাকবেন।
২| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
তার আর পর নেই… বলেছেন: সাইক্লোনের বেগ পেতে আর কি লাগে!
আমারো তাই মনে হলো। পাঁচ নাম্বার স্তবক বেশি ভাল লাগে নি। +
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কিচ্ছু লাগে না,যথেষ্ট।
সামনে আরো ভাল করার চেষ্টা থাকবে।
অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
৩| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
রাবেয়া রাহীম বলেছেন: তুমি হয়ত ভালবেসেছিলে
স্বয়ং ঈশ্বরকেই..........
তাঁকে ভালবাসলেই সব পাওয়া হয়। সুন্দর কবিতা ভাল লেগেছে।
ছবিটা একটু বড় লাগলো , এটা নিজস্ব আমার মত , অন্য কারোর ভাল লাগতে পারে।
শুভেচ্ছা রইল।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:১১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এই প্রথম আমার ব্লগে এলেন। স্বাগতম।
আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে।
পোষ্ট করার পর আমার কাছেও ছবিটা বড় মনে হয়েছিল। ঠিক করতে করতেই আপনার মন্তব্য চলে এল।
এখন বোধয় ঠিক আছে।
অনেক ধন্যবাদ
ভাল ত্থাকবেন সবসময়।
৪| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৯
অন্তঃপুরবাসিনী বলেছেন: এত জিদ? একেবারে সাইক্লোনের বেগে মেঘে পা রাখেন?
উড়াউড়ি, ডুবাডুবি আর ভাসাভাসি কবিতা।
এর বেশি কিছু বলতে পারলাম না।
তবে কবিতা বুঝতে পেরেছি আপু।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ঠিক জিদ না, অসাধ্যে গিয়ে জয়ের ইচ্ছা।
প্রেম তো এমনই হয়, ব্যাচ মেট। তাই না?
সার্থক আমি, খুব ভাল লাগছে আপনি বুঝতে পেরেছেন জেনে।
অনেক ভাল থাকবেন।
৫| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:২১
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
কবিতায়++++++++++
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ কল্লোল দা।
শুরু থেকেই নিরন্তর অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, কৃতজ্ঞ আপনার কাছে।
অসামান্য ভাল থাকবেন।
৬| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৮
তাসলিমা আক্তার বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম।
ভাল লাগছে আপনাকে আমার লেখায় পেয়ে।
অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।
৭| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৩
উল্টা দূরবীন বলেছেন: আমার চুলে নির্মোহ বালুর স্তর,
বুকে ঐশ্বরিক প্রেম।
এর বেশি দিতে পারেনি অবোধ।
যথেষ্ট হবার কথা ছিল, তবু
আমার গায়ে তোমার ছায়া পড়েনি।
তুমি হয়ত ভালবেসেছিলে
স্বয়ং ঈশ্বরকেই.........
খুব ভালো লাগলো।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ দূরবীন।
পড়ছেন দেখে খুব ভাল লাগছে।
অসামান্য ভাল থাকবেন।
৮| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:০২
অগ্নি সারথি বলেছেন: সুন্দর।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
অনেক ভাল থাকবেন।
৯| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৩
মিজানুর রহমান মিরান বলেছেন: ভালোবাসার জন্য অনেক অসম্ভব অনেক কিছুই করেছেন দেখছি!
একেই বলে অসম্ভব ভালোবাসা!
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সাধ্যের বাইরে না যেতে পারলে সেটা ভালবাসা না।
অনেক ধন্যবাদ মিরান।
১০| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৪
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অসম্ভবকে সম্ভব করি কল্পনার বৃত্তে, সম্ভব হয়ে যাওয়া বাস্তবতা উপেক্ষা করি অসম্ভবের দোহাই দিয়ে।
সম্ভব কখনো অসম্ভব হয়না!
অসম্ভবও কখনো সম্ভব হয়না!
তবুও আমি স্বপ্ন দেখতে ভালোবাসি।
কারণ আমি ভালোবাসি!
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।
১১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৫
সুমন কর বলেছেন: সুন্দর !
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।
১২| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতাটা যদি মুঠি বন্ধ করে পড়তে যাই তবে তা খুলে যাচ্ছে কয়েক জায়গায়। বুঝাতে পারলাম কি?
তবে ভালো লেগেছে।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হুম, বোঝাতে পেরেছেন। কবিতা নিয়ে পরিশ্রম করা হয় না, এ জন্যই এই অবস্থা।
অনেক ধন্যবাদ গঠনমূলক সমালোচনার জন্য।
অনেক ভাল থাকবেন।
১৩| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বেশ ভাল লাগল উদ্ধত প্রেমের কবিতা। এত জোরলো উক্তি দাত্রী নায়িকা কি আছে চলমান প্রেমে। ?
২০ শে মার্চ, ২০১৬ রাত ৩:২১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আছে আছে, আমার নিজের দেখাই আছে। তবে উক্তি দিয়ে না, কর্ম দিয়ে নিরব ইতিহাস গড়তে দেখেছি।
১৪| ২০ শে মার্চ, ২০১৬ রাত ২:০৪
রুদ্র জাহেদ বলেছেন: তুমি হয়ত ভালবেসেছিলে
স্বয়ং ঈশ্বরকেই..........
কিছু একটা মিসিং মনে হলো পদ্য হিসেবে।কবিতা ভালো লেগেছে পড়তে+
২০ শে মার্চ, ২০১৬ রাত ৩:২৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হতে পারে, মিসিং ব্যাপারটা আমি ধরতে পারছি না। আপিনি পেলে জানাবেন।
অনেক ধন্যবাদ আপনাকে মনযোগ দিয়ে পড়ার জন্য।
ভাল থাকবেন।
১৫| ২০ শে মার্চ, ২০১৬ ভোর ৪:২৩
তানজির খান বলেছেন:
আমার চুলে নির্মোহ বালুর স্তর,
বুকে ঐশ্বরিক প্রেম।
এর বেশি দিতে পারেনি অবোধ...........
কবিতার জয় হোক
২০ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: জয় হোক।
অনেক ধন্যবাদ।
১৬| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৬
ইমরাজ কবির মুন বলেছেন:
আধ্যাত্মিক!
ভাল লিখসেন ||
২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ভাল লাগলো ইমরাজ।
অনেক অনেক ধন্যবাদ।
শুভ সকাল।
১৭| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০০
হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগলো।
২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব।
আপনার মন্তব্য পেতে খুব ভাল লাগে এবং খুব অনুপ্রেরণা পাই।
অসামান্য ভাল থাকবেন।
শুভ সকাল।
১৮| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: ভাল কবিতা পড়ে এতটুকুই বলার থাকে বাহ সুন্দর।
কেন বা কি জন্য কবিতা ভাল লাগল সেটা ভেঙে চুরে বলা আমার পক্ষে অসম্ভব।
সামনে আরও ভাল ভাল কবিতা আমাদের উপহার দিন শুভ কামনা থাকল।
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব ভাল লাগলো আপনার ভাল লাগার কথা জেনে।
ভাল লাগার কারন কিন্তু আমি আন্দাজ করতে ব্যর্থ হলাম।
এভাবে সাথে থাকবেন, চেষ্টা করবো ভাল কিছু লেখার জন্য।
অসংখ্য ধন্যবাদ
১৯| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৯
রিপি বলেছেন:
এত সুন্দর করে কিভাবে লিখতে পারো? অসাধারন বললেও কম বলা হবে। অনেক ভালোলাগা আর ভালোবাসা রইল।
আমার চুলে নির্মোহ বালুর স্তর,
বুকে ঐশ্বরিক প্রেম।
এর বেশি দিতে পারেনি অবোধ।
যথেষ্ট হবার কথা ছিল, তবু
আমার গায়ে তোমার ছায়া পড়েনি।
তুমি হয়ত ভালবেসেছিলে
স্বয়ং ঈশ্বরকেই..........
লাইন গুলো মনে দাগ কাটার মত .......
২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব খুশি লাগছে। মনের ভাব প্রকাশে আমি খুব দুর্বল, তাই বোঝাতে পারছি না কতটা খুশি হয়েছি।
অনেক অনে ধন্যবাদ। কৃতজ্ঞ আপনার কাছে।
২০| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১১
মুসাফির নামা বলেছেন: অনবদ্য।
২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
২১| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৭
ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে কবিতার কথাগুলো
২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনাকে আমার লেখার পেয়েও ভাল লাগছে।
ধন্যবাদ
২২| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯
সোজোন বাদিয়া বলেছেন: পড়তে বেশ ভাল লাগল।
২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ কবিতাটা পড়ার জন্য।
ভাল থাকবেন সবসময়।
২৩| ২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ মুগ্ধকর কবিতা! খুব ভাল লেগেছে!
২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমারও খুব ভাল লেগেছে।
ধন্যবাদ।
অনেক ভাল থাকবেন।
২৪| ২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
জেন রসি বলেছেন: কবিতায় একটা দ্বিমুখী আবেগ আছে বলে মনে হলো। চমৎকার।
২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ঠিক ধরেছেন, দ্বিমুখী আবেগের শিকার। কখনো কখনো বুঝেও লাভ হয় না, পরিণতি অভিন্ন থাকে।
পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
অনেক ধন্যবাদ।
২৫| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১১
প্রীতম বলেছেন: যথেষ্ট হবার কথা ছিল, তবু
আমার গায়ে তোমার ছায়া পড়েন.............
এতো সুন্দর লিখেন আপনি। পড়া শুরু করলে শেষ না করে পারিনা। ধন্যবাদ।
২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।
অশেষ ধন্যবাদ
২৬| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১:০৭
মাটিরময়না বলেছেন: Besh chomotkar ....+++++
২২ শে মার্চ, ২০১৬ রাত ১:১১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ প্লাসের জন্য!!!
ভাল থাকবেন।
২৭| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১:২০
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই।
ভাল থাকবেন।
২৮| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪২
খায়রুল আহসান বলেছেন: 'প্লাটোনিক লাভ' নিয়ে কি এই কবিতা? শিরোনামটা ভালো লেগেছে। কবিতার ভাবটুকুও, যতটুকু বুঝতে পেরেছি।
শুণ্যের<শূন্যের হবে বলে মনে হয়। অন্ততঃ অনলাইন অভিধান তো তাই বলছে।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ঠিক ধরেছেন, প্লেটোনিক লাভই প্রকাশ করার চেষ্টা করেছি।
অনেক ধন্যবাদ, বড় একটা ভুল ধরিয়ে দেওয়ার জন্য। ঠিক করে নিয়েছি।
খুব ভাল লাগছে আপনি সাথে আছেন দেখে।
অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।
২৯| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৩:৫৮
রিপি বলেছেন: নতুন লেখা পড়তে চাই আপু।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভীষণ ব্যস্ততায় আছি আপু, তার উপর অসুস্থতা। একটু সময় করে উঠতে পারলেই দেবো।
অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য।
৩০| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৭
প্রিন্স মাহমুদ রহিম বলেছেন: তুমি হয়ত ভালবেসেছিলে
স্বয়ং ঈশ্বরকেই.........
লাইনটা বেশ লেগেছে
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম প্রিন্স।
আপনার উপস্থিতিও বেশ লাগলো।
ভাল থাকা হোক সবসময়।
৩১| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ২:৫১
গেম চেঞ্জার বলেছেন: চন্দ্ররথা!! মুগ্ধ হলাম আপনার লেখায়। (+)
তাই তো বলি, চুরি হবে না কেন? হাঃ হাঃ
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দেরিতে প্রতিউত্তরের জন্য দুঃখিত।
অনেক ধন্যবাদ গেম চেঞ্জার।
আমার কবিতা তো পাতি চোররা চুরি করে, আপনার কবিতা যে পত্রিকাওয়ালারাও চুরি করে। তাহলে বোঝেন
৩২| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! ভাবনার বেশ নিরিক্ষামূলক কারুকাজে দারুন!
গেমু ভাইয়ের কথায় প্লাস!!
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বেশ অনুপ্রেরণা পেলাম ভাই। অনেক ধন্যবাদ।
আর গেমু ভাই সেলিব্রেটি মানুষ, ভাল তো লাগবেই।
৩৩| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫
জিয়ানা বলেছেন: আরেকটা অসাধারণ কবিতা। সুন্দর। হৃদয় ছুঁয়ে গেল।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আরেকবার আপনাকে আমার লেখায় পেয়েও খুব ভাল লাগছে।
অসামান্য ভাল থাকবেন।
৩৪| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫১
ভ্রমরের ডানা বলেছেন: মুগ্ধকর কবিতায় প্লাস!
শুভ কামনা জানবেন।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: প্লাস পেয়ে খুব খুশি খুশি লাগছে।
দেরিয়ে প্রতিউত্তর করায় দুঃখিত।
ভাল থাকবেন সবসময়।
৩৫| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৩
ফারিহা নোভা বলেছেন: কিউট সো কিউট কবিতা আপু। অনেক অনেক ভাল লাগল।
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ ফারিহা নোভা আপু। স্বাগতম জানাচ্ছি।
ছবিটা আপনার হলে আপনিও খুব কিউট।
সাথে থাকবেন, ভাল থাকবেন।
৩৬| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৩
নেক্সাস বলেছেন: কবিতার শব্দ চয়নে মুগ্ধতা থাকলো।
কবিতায় একদিকে প্রেম অপরদিকে হাহাকার পাঠক মানসের গভীর বোধ কে ছুঁয়ে যায়।
৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার মন্তব্য পেতে সবসময়ই খুব ভাল লাগে। আজও তাই।
অনেক অনেক ধন্যবাদ।
৩৭| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯
জ্যোস্নার ফুল বলেছেন: বুকে ঐশ্বরিক প্রেম তাতেও হয়না, স্বয়ং ঈশ্বরই লাগবে
ব্যাপক তীরস্কারবাদ এমন প্রেমের ধারক ধারিকাকে
৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার মন্তব্যে প্লাস।
৩৮| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ২:১১
রিপি বলেছেন:
হুম তাইতো তোমাকে দেখিনি অনেকদিন ব্লগে। তাড়াতাড়ি সুস্হ হয়ে নতুন কবিতা নিয়ে ফিরে আসো আবার।
৩১ শে মার্চ, ২০১৬ ভোর ৬:১৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
তোমাকে এক কাপ তুলসি চা
৩৯| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ভালো লাগলো...
৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুস্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি কবিকে।
ভাল থাকবেন।
৪০| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।
ধন্যবাদ, ভাল থাকুন
৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার ভাল লাগায় অনুপ্রাণিত হলাম।
অনেক অনেক ভাল থাকবেন।
৪১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৩
শায়মা বলেছেন: রাজশ্রীমনি কবিতা অনেক অনেক ভালো লেগেছে।
নিউ নিউ কি লিখেছো? দিয়ে দাও আমাদেরকে পড়তে।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:০০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ইয়াই!!!
হুম, কয়েকটা আছে, একটু সময় করে আসতে পারলেই দিয়ে দেবো।
অনেক ভাল থেকো।
শুভরাত্রি
৪২| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: অাধ্যাতিকতা খুঁজে পেলুম ।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: নিজ গুণেই খুঁজে পেয়েছেন।
পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
প্রায় অসম্ভব ভাল থাকুন।
৪৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩
শামছুল ইসলাম বলেছেন: খুব ভাল লেগেছে।
অনেক সুন্দরঃ
//অসম্ভব ভালবাসবো বলে
হাঁটু-কাদা ভাঙি দীর্ঘ পথে,
দুই গজ দূরত্বে দাঁড়িয়ে তুমি
দেয়াল তোলো আকাশ সমান।//
সুস্থ হয় উঠুন সত্বর।
ভাল থাকুন। সবসময়্
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
খুব অনুপ্রেরণা পেলাম। আশা করি সামনের দিনগুলোতেও আপনাকে পাশে পাবো।
হাশিখুশি থাকুন সবসময়।
৪৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৩
তানজির খান বলেছেন:
সাইক্লোনের বেগ পেতে
এর বেশি কি লাগে!
লাগেনা ,একদম লাগেনা। দূর্দান্ত কবিতা কবি। শ্রদ্ধা ও ভালবাসা নিবেন
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৪৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: যার কোন কবিতা পড়ে কখনো চিমটি পরিমাণ নিরাশ হতে হয়নি, তার কাছ থেকে এরকম মন্তব্য পাওয়া আমার সৌভাগ্য।
দারুন দারুন কবিতা উপহার দেয়ার এই ধারা অব্যাহত রাখবেন।
প্রায় অসম্ভব ভাল থাকবেন।
৪৫| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:০১
তানজির খান বলেছেন: আমি মাঝেমাঝেই ভাল লাগা কবিতাগুলো ফিরে ফিরে এসে পড়ি নতুন করে। অনেক আগে থেকে পড়া উপন্যাসগুলোর একটা লিস্ট করতাম, কেমন লেগেছে সেটা লিখে রাখতাম। তারপর অনেকদিন পর সেটা আবার পড়া হলে মিলিয়ে নিতাম আগের অনুভূতির সাথে। আপনার এই কবিতা টি সেই রকম একটা ভাল লাগা দিয়েছে। এবার পড়তে এসে দেখি শুধু এই লাইনটির জন্যই বারবার ফিরে এসে পড়া যায় কবিতাটি।
সাইক্লোনের বেগ পেতে
এর বেশি কি লাগে!
আমার কবিতা আপনাদের এত প্রশংসার প্রাপ্য কিনা জানিনা। কৃতজ্ঞতা জানাবার আমার ভাষা নেই।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:১৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "আমি মাঝে মাঝেই ভাল লাগা কবিতাগুলো ফিরে ফিরে এসে পড়ি নতুন করে। অনেক আগে থেকে পড়া উপন্যাসগুলোর একটা লিস্ট করতাম, কেমন লেগেছে সেটা লিখে রাখতাম। তারপর অনেকদিন পর সেটা আবার পড়া হলে মিলিয়ে নিতাম আগের অনুভূতির সাথে। "
কাজটা বেশ মজার তো! এখন থেকে আমিও করবো।
লাইনটা আপনার এতটা ভাল লেগেছে জেনে নিজেকে সার্থক মনে করছি।
জেনে রাখুন, যতটা প্রশংসা করছি, আপনি তার থেকেও বেশি ডিজার্ভ করেন।
৪৬| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯
আহমেদ জী এস বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী ,
সাঁতার না জেনে ভালোবাসার ত্রিবেণী সংগমে ডুবে গেলে কবিতা এমন রূপক হয়ে ওঠে ! ++
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ জী এস।
প্লাসের জন্য আরেকবার ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।
৪৭| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪
জুন বলেছেন: অপুর্ব এক ভালোলাগার কবিতা রাজশ্রী।
+
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক বেশি ভাল লাগলো আপনার মন্তব্য পেয়ে।
ভাল লেগেছে জেনে আরও ভাল লাগলো।
হাসিখুশি থাকবেন, অসামান্য ভাল থাকবেন।
৪৮| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১
পুলহ বলেছেন: কবিতাটা আপনার ব্লগ নিকের মতই শ্রুতিমধুর ।
ধুমকেতু উজ্জ্বল হলেও, তাকে কেউ চায় না! অনন্ত মহাশূণ্যের নিকষ কালো অন্ধকার আর মৃত্যু-গভীর শীতলতায় সে হেটে বেড়ায়- একাকী, নিঃসংগ।
এটাই তার নিয়তি !
কবিতায় ভালো লাগা। আর কবির জন্য শুভকামনা!
ভালো থাকবেন চন্দ্ররথা রাজশ্রী !
০৩ রা এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এত সুন্দর করে মন্তব্য করতে জানলে নিশ্চয়ই ভাল কবিতা লিখতে পারতাম।
অসংখ্য ধন্যবাদ পুলহ।
আপনিও ভাল থাকবেন।
শুভরাত্রি
৪৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২২
ফরিদ আহমাদ বলেছেন: মুগ্ধতা ছড়িয়ে গেল।
শুভ কামনা জানবেন।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
আপনার পাশে থাকা অনুপ্রেরণা যোগাচ্ছে।
অসামান্য ভাল থাকুন।
৫০| ২৯ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: সাইক্লোনের বেগ পেতে
এর বেশি কি লাগে!
তার চেয়েও বেশী বেগে লিখে যান কবিতা
দুই গজ কেন দুলক্ষ কোটি মাইল দেয়াল পুরেও
অায়েশ করে অতি যতনে পড়ে নিব সে কবিতা
নিরন্তর ভাল থাকুন এ শুভ কামনাটুকু রইল গাথা ।
২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
বিজন রয় বলেছেন: শেষে এসে মনে হয়েছে ভালবাসা আসলেই পবিত্র।