নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা মানে একটু একটু করে
তোমার প্রতি অসুস্থ হওয়া,
খুব গোপনে নীলনদ হয়ে
নিঃশব্দে বয়ে যাওয়া।
ভালবাসা মানে নগ্ন পায়ে
বন্ধুর পথ হাঁটা,
আমার চোখে জমকালো তুমি,
আমি সাদামাটা।
ভালবাসা মানে অবেলার অসুখ,
মন কেমন করা ভাব,
আমার অগোছালো স্বভাবে
তোমার পরিপাটি প্রভাব।
ভালবাসা মানে মালিকানা তোমার
যা কিছু রয়েছে আমার,
অশিক্ষিত আমার টিচার তুমি,
ভালবাসা মানে না গ্রামার।
ভালবাসা মানে বৃষ্টির দিনে
পাকোড়ার সাথে চাটনি,
তোমার চোখে মুছে যাওয়া
সারাদিনের খাটাখাটনি।
ভালবাসা মানে জলন্ত আগুনে
ঢেলে যাওয়া খাটি ঘি,
তুমি চুপ! তবু শুনে যাই,
কিছু বললে কি?
ভালবাসা মানে বেশি কিছু নয়,
তুমি-আমি-তুমি খেলা,
ভালবাসা মানে চাও বা না চাও,
তুমিই সকলবেলা।
ভালবাসা মানে দু'পশলা বৃষ্টিতে
এক কাপ গরম চা,
ভালবাসা মানে ছাই!
ভালবাসা হল যা-তা!
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ আরিয়ান।
ভাল থাকবেন।
২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬
রাফা বলেছেন: বাহ্......বেশ চমৎকার লিখেছেন'তো।
ভালোবাসার কত চমৎকার রুপ।
ধন্যবাদ,চন্দ্ররথা রাজশ্রী।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাফা।
মন্তব্য ও পাঠে কৃতজ্ঞতা জানবেন।
ভাল থাকবেন।
৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯
মুসাফির নামা বলেছেন: খুবই সাদামাঠা আর গতানুগতিক।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আমারো তাই মনে হচ্ছে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ভাল থাকবেন সবসময়।
৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আহ্। প্রেমময় কবিতা।
ভালো লেগেছে।
আজ দারুণ দুটো ইস্পাতকবিতা পড়ার পর এইটার প্রয়োজন ছিল।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: যাক, একটু হালকা লাগছে এখন।
কবিতাটা পোষ্ট করার জন্য এই আবহাওয়া দায়ী।
অনেক অনেক অনেক ধন্যবাদ রাজপুত্র।
৫| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৮
মুসাফির নামা বলেছেন: মনে যেহেতু বিশালতা,কবিতাও চাই তেমন।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:১১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সাথে থাকবেন, সামনের দিনগুলোতে আপনার প্রত্যাশা পূরণের সর্বাত্মক চেষ্টা করব।
অসামান্য ভাল থাকুন।
৬| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই।
আপনার ভাল লাগায় খুব ভাল লাগলো।
ভাল থাকবেন সবসময়।
৭| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩
দীপংকর চন্দ বলেছেন: সাবলীল ভাব প্রকাশে ভালো লাগা অনেক।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
বেশ অনুপ্রেরণা দিয়ে গেলেন।
৮| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:২০
আহমেদ জী এস বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী ,
ভালোবাসা মানেই
যাবতীয় অসভ্য শয়ন
কারুকাজময় স্তনের মিনার ,
ভালোবাসা মানেই
রোদেলা সকাল তোমার -আমার ...
( আমার একটি কবিতা থেকে কিছুটা অদল বদল করে তুলে দেয়া )
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দারুন করে ভালবাসার দুটি রূপ দেখালেন।
আপনার মন্তব্যে প্লাস।
৯| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভালবাসা মানে একটু একটু করে
তোমার প্রতি অসুস্থ হওয়া,
খুব গোপনে নীলনদ হয়ে
নিঃশব্দে বয়ে যাওয়া।
বাহ! বেশ ভালো লিখলেন। আমিও একটু যোগ করি,
ভালোবাসা মানে তোমার চোখে
আমার সর্বনাশ,
ভালোবাসা মানে বাঁশবাগানের
কাঁচা-পাকা সব বাঁশ!
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হা হা হা....
আমারটার থেকে ভাল লিখছেন।
আমিও একটু এড করি-
ভালবাসা মানে নেই-এর মাঝেও
অনেক কিছু পাওয়া,
ভালবাসা মানে তোমার হাতের
চড়-থাপ্পর খাওয়া।
১০| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯
সুমন কর বলেছেন: ভালবাসা মানে এতো কিছু !!
ভালো হয়েছে।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভালবাসার মানের কি আর শেষ আছে!
অনেক ধন্যবাদ সুমন দা,
পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
অনেক ভাল থাকবেন।
১১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: হা...হা.....হা.........
ছড়া কাটার লোভ সামলাতে পারছিনা!
ভালবাসা মানে আমি টুনা
তুমি আমার টুনি,
ভালোবাসি বলেই তোমার
সকল কথা শুনি!!
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: লাইক!
ভালবাসা মানে প্রথম বলেই
সাকিবের ব্যাটে ছয়,
ভালবাসা মানে অপদার্থ তুমি
আমার চোখে সুইট বয়।
১২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৩
উল্টা দূরবীন বলেছেন: What is love এই প্রশ্নের কিছু কিছু উত্তর হয়তো পাওয়া গেছে কবিতায়।
কিছু লাইন জাস্ট অসাধারণ। খুব ভালো লেগেছে।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনন্ত জলিলকে পাঠাবো কিনা ভাবতেছি।
অনেক ধন্যবাদ দূরবীন।
ভাল থাকবেন সবসময়।
১৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় শতভাগ ভাল লাগা রইল।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুজন।
ভাল থাকা হোক সবসময়।
১৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৬
তানজির খান বলেছেন:
ভালবাসা মানে অবহেলা!!!! ভালবাসা মানে অবহেলা! ভালবাসা মানে আমি কিছুই জানিনা অবহেলার আগুনে ঝাপ দিতে চাই
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১:১২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভালবাসার আগুনে ঝাপ দিন।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
অনেক ভাল থাকবেন।
১৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮
মধ্য রাতের আগন্তক বলেছেন: ভালো লেগেছে।
প্রথম দিকে ভালোবাসার প্রতি এতটা দরদ দেখিয়ে শেষে এমন বিরক্ত হয়ে যাওয়া' -- হেসে ফেললাম
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১:১৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দারুন পর্যবেক্ষন করেছেন।
ওটাও ভালবাসার একটা রূপ কিন্তু।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন।
১৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৬
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: হা..হা....হা.......
ভালবাসা মানে অসম্ভবকে
সম্ভব দিয়ে বাঁধা,
ভালবাসা মানে পৃথিবীর কাছে
আমি হয়ে যাওয়া গাধা!
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৪৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুপার লাইক!!!
ভালবাসা মানে মালিকানা তোমার
যা কিছু রয়েছে আমার,
অশিক্ষিত আমার টিচার তুমি,
ভালবাসা মানে না গ্রামার।
ভালবাসা মানে বৃষ্টির দিনে
পাকোড়ার সাথে চাটনি,
তোমার চোখে মুছে যাওয়া
সারাদিনের খাটাখাটনি।
ভালবাসা মানে জলন্ত আগুনে
ঢেলে যাওয়া খাটি ঘি,
তুমি চুপ! তবু আমি শুনে যাই,
কিছু বললে কি?
হিহি...... বিশাল একটা সংকলন হতে পারে "ভালবাসা মানে" নামে।
১৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১:২০
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভালবাসা মানে হাত-পা বেঁধে
সাগরে দেওয়া ঝাঁপ,
ভালবাসা মানে কখনো কখনো
চাচাকে ডাকা বাপ!
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:২৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এপিক!
১৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:০১
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: খুবই উপভোগ্য .....
কিন্তু কেউ আমাদের সাথে যোগ দিলে আরও ভালো হতো।
ভালবাসা মানে তোমার আমার
ছোট ছোট কিছু গল্প,
ভালবাসা মানে সব বেশী বেশী
কখনো হবেনা অল্প!!
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:৩০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সত্যিই দারুন হত।
১৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:১৭
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আরও আছে .........
ভালবাসা মানে তোমাকে ছাড়া
ভীষণ লাগা একা,
ভালবাসা মানে অন্ধকারে
চাঁদের আলো দেখা!
ভালবাসা মানে আমি বিন্দু
তুমি হয়ে যাওয়া রেখা,
ভালবাসা মানে তোমাকে নিয়ে
গল্প কবিতা লেখা!!
ভালবাসা মানে আমার হৃদয়ে
তোমার ছবি আঁকা,
ভালবাসা মানে তোমাকে ছাড়া
বুকের ভেতর ফাঁকা!!!
ভালবাসা মানে এক নাক দিয়ে
দুইজনে ফেলা নিঃশ্বাস,
ভালবাসা মানে তুমি আমি মিলে
আকাশ ছোঁয়ার অভিলাষ!!!!
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:৩৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার পুরো একটা কবিতাই হয়ে গেল।
দারুন হয়েছে
২০| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:৪০
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আসলে রাতে বেশি শব্দ মাথায় আসে কিন্তু দিনে যখন লিখতে বসি তখন একটি কবিতা লেখার জন্য কখনো কখনো আমাকে পুরো একটি দিনই ব্যয় করতে হয়। কিন্তু গভীর রাতে ছন্দ মিলানো কেন জানি আমার কাছে খুবই সহজ হয়ে যায়। অনবরত শব্দ আসতে থাকে। আপনি ইচ্ছে করলে আপনার এবং আমার লেখাগুলো দিয়ে একটি সংকলন করতে পারেন ভালবাসা মানে শিরোনামে।
অনেক দুষ্টামি করলাম, ভুলত্রুটি মার্জনীয়। শুভরাত্রি।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:১৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: রাতের বেলা আবেগ বেশি কাজ করে, তাই রাতের বেলাতেই কবিতা বেশি আসে।
আমিও অনেক দুষ্টামি করলাম, ভুলত্রুটি মার্জনীয়। শুভরাত্রি।
২১| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:৪৫
রিপি বলেছেন:
মনে হচ্ছে অনেক বছর পরে তোমার নতুন কোন লেখা পড়লাম হা হা। যথারীতি ভালো লাগলো। আচ্ছা প্রিয় লেখক/লেখিকা গুলো যেটাই লেখে আমার কেন জানি সেটাই ভালো লাগে অনেক। আচ্ছা এটাও কি এক রকমের অসুস্হতা !!?
ভালবাসা মানে একটু একটু করে
তোমার প্রতি অসুস্থ হওয়া,
খুব গোপনে নীলনদ হয়ে
নিঃশব্দে বয়ে যাওয়া।
এই লাইনগুলি আমার ভালো লেগেছে বেশী। কবিতায় প্লাস । শুভেচ্ছা সাথে ভালোবাসা রেখে গেলাম।
অফটপিক: আপু প্রোফাইলের ছবিটা কার !!!! তোমার!!! তোমার হলে বলবো নিকটাও যেমন সুন্দর দেখতেও তুমি তার চেয়েও অনেক সুন্দর।
০৩ রা এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক দিন পর পোষ্ট দিলাম তো, তাই এরকম মনে হচ্ছে।
উহু, এটা অসুস্থতা না, ভালবাসা; যেখানে শ্রদ্ধাবোধ প্রকট। ভালবাসা নাকি অন্ধ হয়।
অসুস্থতা হল ভালবাসার সেই পর্যায় যখন রোগীর সুস্থতার জন্য আকাঙ্ক্ষিত ব্যাক্তিটি ছাড়াও একজন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন হয়।
তোমার ভালবাসায় সিক্ত আপু। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
অ.ট. : আরে ! থ্যাংকু থ্যাংকু। হ্যাঁ, আমার ছবি। লইজ্জা লইজ্জা লাগে তো!
২২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:৫৫
রিপি বলেছেন:
মোঃ সাইফুল্লাহ শামীম
ভাইয়া দেখি ভালোবাসা নিয়ে বিশাল মুডে আছেন। আপনার ভালোবাসা নিয়ে লেখাগুলি পড়ে ভালো লাগলো অনেক সাথে আপুর উওর।
০৩ রা এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কি করবে বলো, কদিন ধরে যেমন ওয়েদার, মুড আপনাআপনি চলে আসে।
ভাইয়া আসলেই দারুন ছড়া লেখেন।
ধন্যবাদ রিপি।
এবার জলদি করে তোমার লেখা পোষ্ট করো।
২৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৭
নেক্সাস বলেছেন: দারুন করে ভালবাসা কে রাঙালেন।
ভাল লাগা নিরন্তর
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস।
ভাল থাকবেন সবসময়।
২৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪১
অলওয়েজ ড্রিম বলেছেন: অন্তমিলের কবিতা। ছন্দে অবশ্য ভুল আছে।
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম।
অনেক ধন্যবাদ কবতাটা পড়ার জন্য।
ভুল থাকতেও পারে।
ভুল মনে হলে পরামর্শ দিতে পারেন।
অসামান্য ভাল থাকবেন।
২৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯
সাদিয়া আফরোজ বলেছেন: ভালোবাসা ভালোবাসাই চন্দ্ররথা রাজশ্রী। বেশ ভালোলাগলো কবিতা।
++++
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভালবাসা মানে নিজের টাকায়
অন্যের হাতি পালা।
ভালবাসা হল সুখের জীবনের
নিত্য নতুন জ্বালা।
স্বাগতম আপনাকে।
ধন্যবাদ নেবেন।
২৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২
অলওয়েজ ড্রিম বলেছেন: ভুল মনে হলে পরামর্শ দিতে পারেন।
আপনার এই মানসিকতা ভাল লাগল। নিশ্চয়ই পরামর্শ পাবেন। শীঘ্রই।
০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনাদের যেকোন পরামর্শ সাদরে গ্রহণ করি। খারাপ লাগলে অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন। নতুন নতুন কিছু শিখতে ভাল লাগে।
অন্যান্য কবিতাগুলো পড়ে দেখার আমন্ত্রণ রইল।
অসংখ্য ধন্যবাদ।
২৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪২
শায়মা বলেছেন:
ভালবাসা মানে ছাই!
ভালবাসা হল যা-তা!
হা হা একদম ঠিক!
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ঠিক ঠিক।
আপনাকে দেখে ভাল লাগছে।
ভাল থাকবেন সবসময়।
২৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল বাসা মানে, দুই রুম, ড্রয়িং, ডাইনিং, কীচেন, রুমের সাথে এটাচ বাথ কাম টয়লেট, ওয়েল ফার্নিশড দেয়াল আর মেঝে, বড় ঝুল বারান্দা, সিকিউরিটি ভাল কিন্তু ভাড়াটা কম হওয়া চাই, সাথে সার্ভিস চার্জের নামে যেন এমন বীল ধরিয়ে দেয়া না হয়; যাতে মটোর দিয়ে পানি তোলার বিলও ধরিয়ে দেয়া হয়। ভাল বাসা মানে ভালোবাসা দিবসে হন্যে হয়ে বাসা ভাড়া খোঁজা।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: একদম। এরকম ভালবাসা পাওয়া অপেক্ষাকৃত বেশি কঠিন।
অনেক ধন্যবাদ।
২৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: শুকনো হৃদয়ের খাঁ খাঁ শূন্যতা বৃষ্টি ভেজা বাতাস দিয়ে ভরিয়ে তোলার নামই "ভালোবাসা"! অামিও একটা সংজ্ঞা দিলাম; যদিও এটা এখন অার বিশ্বাস করি না । অাপনার কথাই যথার্থ (ভালবাসা মানে ছাই! ভালবাসা হল যা-তা!)!
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার দেয়া সংজ্ঞা ভাল হয়েছে।
অসংখ্য ধন্যবাদ।
৩০| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১
মোস্তফা সোহেল বলেছেন: মনের মাঝে এখন আর
পুষিনা কোন আশা
হারিয়ে গেছে আমার
সকল ভালবাসা
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বেশ তো। কবিতাটা ইচ্ছে করলে বাড়াতে পারেন
৩১| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭
হাসান মাহবুব বলেছেন: ভালোই। গান গান ভাব আছে।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
সুর করে দেখতে পারেন, গান হয়ে গেলে কিন্তু শোনাতে হবে।
৩২| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা খুব রোমান্টিকতাময়!! বহুদিন পর রোমান্টিক কবিতা পড়লাম! খুব ভাল লেগেছে!!!
++++
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: তাই?
এরকম লুতুপুতু কবিতা আমার কিন্তু একদম ভাল লাগেনা। তাই এই কবিতাটা বিশেষভাবে অপছন্দের।
আপনাদের পছন্দ হলেই হবে।
ধন্যবাদ ডানা
৩৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভালোবাসা মানে ঘুম ঘুম চোখে তাকে নিয়ে কবিতা লেখা।
ভালোবাসা মানে শব্দের অর্থ খুজে না পাওয়া।
ভালো লাগলো আপনার কবিতা।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।
আরো লেখতে পারেন।
ভাল থাকবেন।
৩৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৯
মহা সমন্বয় বলেছেন: এ তো এক ভালবাসাময় কবিতা, কার না ভাল লাগবে এ কবিতা - দারুণ হয়েছে।
যদিও আমি কবিতা লিখতে পারি না তবুও ভালবাসার একটি উত্তম সংজ্ঞা দিয়ে যাই-
ভালবাসা হচ্ছে 'ম্যাজিক' ইটস অ্যা 'ম্যাজিক'।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভালবাসা মানে আমবশ্যায়
হঠাৎ তারার ঝিকমিক,
ভালবাসা মানে অদ্ভুত কিছু,
ভালবাসা হল ম্যাজিক।
আপনার সংজ্ঞা নিয়ে বললাম। খুব ভাল সংজ্ঞা।
লাইন চারটা কবিতায় এড করার অনুমতি আছে?
অনেক ধন্যবাদ
৩৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪
নীলপরি বলেছেন: ভালো লাগলো।
@ শামীম, আপনার গুলোও দারুন লাগলো।
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি।
শামীম ভাইয়ার উস্কানিতে আরও কয়েকটা লাইন এড করতে পারলাম, অনেক অনেক ধন্যবাদ শামীম ভাইয়াকেও।
অসামান্য ভাল থাকবেন।
৩৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
আরণ্যক রাখাল বলেছেন: ভালোবাসার কোন মানে খুঁজে না পাওয়াই ভালবাসা।
চরম একটা ফিলিংস
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হা হা হা।
অনেক ধন্যবাদ আরণ্যক।
ভাল থাকবেন।
৩৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫
বিজন রয় বলেছেন: ভালবাসার অনেক মানে।
কখনো ঠকায় কখনো ঠকে।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ঠোকাঠুকি ব্যাপার স্যাপার।
ধন্যবাদ বিজন দা। নতুন লেখা পাচ্ছি কবে?
৩৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০
ইমরাজ কবির মুন বলেছেন:
haha. sundor hoise
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ ইমরাজ।
ভাল থাকবেন সবসময়।
৩৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৪
মুহা:ওবায়দুল হক বলেছেন: অসাধারন-ভালো লাগলো।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম।
এই প্রথম এলেন। ভাল লাগাতে পেরে আমারও খুব ভাল লাগছে।
সাথে থাকবেন, ভাল থাকবেন।
৪০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫
মিজানুর রহমান মিরান বলেছেন: ধীরে ধীরে পড়লাম। অন্যরকম এক ভালোলাগা কাজ করছিলো।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকুন
৪১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৭
ফারিহা নোভা বলেছেন: অনেক সুন্দর লিখেছেন আপু , সুইট একটা মেলোডি আছে কথাগুলোতে।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: তাই?
অনেক সুইট একটা ধন্যবাদ
৪২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৬
ভবোঘুরে বাউল বলেছেন: ভালোবাসা মানে মুরগির সদ্য দেওয়া ডিম!
এই ডিম দিয়ে কাল সকালে নাস্তা করবো।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হতেও পারে।
করে ফেলেন। তাহলে অন্তত বলা যাবে, ভালবাসা মাথায় দেয় না, খায়।
ধন্যবাদ।
৪৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪০
রাজসোহান বলেছেন: ভালোবাসা মানে মেটালিকা
দিনশেষে খাওয়া ছ্যাঁকা
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হতেই পারে, আবার দিনে দুপুরেও খেতে পারেন।
ধন্যবাদ।
৪৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৮
জ্যোস্নার ফুল বলেছেন: এই একটা বিষয়/অনুভুতি/জিনিষ যার সংজ্ঞায় কোন ভুল নাই, সবচেয়ে বেশি মানুষ এটাকে সংগায়ীত করেছে, বিভিন্ন স্থান কাল পাত্র ভেদে।
আপনি বললেন
ভালবাসা মানে নগ্ন পায়ে
বন্ধুর পথ হাঁটা,
এটাও ঠিক
আবার আমি বললেম
ভালোবাসা মানে শরতের ঘাসে পায়ের পাতা ছোয়ানো
এটাও ঠিক।
কবিতায় ভালোলাগা, ভালোবাসা।
০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ব্যাপারটা খেয়াল করিনি এতদিন। দারুন বলেছেন।
অনেক অনেক ধন্যবাদ।
খুব ভাল থাকবেন
৪৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৭
জেন রসি বলেছেন: ভালোবাসা মানে ভালোবাসার জন্য হলেও ভালোবাসা!
কবিতা ভালো লেগেছে।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এটা একটা বিশাল ধাঁধাঁ।
অসংখ্য ধন্যবাদ জেন।
ভাল থাকবেন।
৪৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
এম.এ.জি তালুকদার বলেছেন: যা কোনদিন দেখি নাই দুই নয়নে, কিভাবে করি বিশ্বাস গুরুর বচনে!! যৌনতার জানালা দিয়ে যে ভালবাসা আসে তারে আমি ঘৃনা করি। যে ভালবাসার শেষ হলো-- একটা জীবনের প্রতি কোন জীবনের আমৃত্যূ দায়বদ্ধতা, সেই ভালাবাসাকে হৃদয় নিংড়ানো প্রণাম। ভালো থাকা হোক সবার।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল থাকুক ভালবাসা,
ভাল থাকুন আপনিও।
৪৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯
ফরিদ আহমাদ বলেছেন: ভালোবাসা হলো ঝিরিঝিরি বাতাসের স্নিগ্ধ এক প্রভাত
পানিহীন টয়লেটে আবদ্ধ একরাত।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হা হা হা.......
দ্বিতীয় লাইনটা ভয়াবহ ছিল।
শুভেচ্ছা
৪৮| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১১
রুদ্র জাহেদ বলেছেন: ভালবাসা মানে দু'পশলা বৃষ্টিতে
এক কাপ গরম চা,
ভালবাসা মানে ছাই!
ভালবাসা হল যা-তা!
কবিতায় কবিতায় ভালবাসার ডেফিনিশন। খুব ভালো লাগল
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ব্যস্ততা ছুটি দিলো তবে!
অনেক অনেক ধন্যবাদ।
৪৯| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৪
সায়েদা সোহেলী বলেছেন: ভালবাসা মানে বেশি কিছু নয়,
তুমি-আমি-তুমি খেলা,
ভালবাসা মানে চাও বা না চাও,
তুমিই সকলবেলা।
কবিতা ভালো লেগেছে রাজশ্রী ,
ভালোবাসা মানেই অহেতুক বারাবারি
.সবার সুস্থতা কামনা করছি
২৪ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "ভালোবাসা মানে অহেতুক বারাবারি" - সত্যিই তাই।
আমারও কামনা, সবাই সুস্থ হয়ে উঠুক। ভালবাসা ব্যামো না, গৌরবের হোক।
অনেক ধন্যবাদ।
৫০| ০১ লা মে, ২০১৬ ভোর ৬:৫৭
অবাকবিস্ময়২০০০ বলেছেন: ভালবাসা মানে ছাই!
ভালবাসা হল যা-তা!
ঠিক (Y)
০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৪৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
ভাল থাকা হোক।
৫১| ০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
সোজোন বাদিয়া বলেছেন: "ভালবাসা মানে ছাই!
ভালবাসা হল যা-তা!" - নাঃ, কষ্ট পেলাম। তবে কবিতা জোরালো ।
০৮ ই মে, ২০১৬ দুপুর ১:০৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হা হা.....
আসলে ভালবাসারর নির্দিষ্ট কোন চরিত্র নাই।
অনেক ধন্যবাদ।
৫২| ১০ ই মে, ২০১৬ রাত ১০:০৬
ডঃ এম এ আলী বলেছেন: ভালবাসার খুব সুন্দর Definition দিয়েছেন
ভালবাসা মানে দু'পশলা বৃষ্টিতে
এক কাপ গরম চা,
ভালবাসা মানে ছাই!
ভালবাসা হল যা-তা!
একেবারে খাসা বিশেষ করে
শেষের লাইনটা ভালবাসা হল যা-তা! যার জন্য প্রযোয্য
To whom it may concern
ভাল লাগল কবিতাখানি ।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: (ক্ষমা প্রার্থী)
ভাল থাকবেন, হাসিখুশি থাকবেন।
৫৩| ১৮ ই জুন, ২০১৬ রাত ১২:৪৫
তাওহিদ হিমু বলেছেন: পছন্দ হয়েছে। আপনার কবিতা গুলো আমাকে বরাবরই মুগ্ধ করে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আশা করি, এখনও সবার কবিতা পড়ে মুগ্ধ হন, অনেক অনেক ভাল থাকবেন, এভাবেই সবাইকে অনুপ্রেরণা যুগিয়ে যাবেন।
৫৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অনবদ্য !!
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১
আরিয়ান আরাফ বলেছেন: ভালবাসা মানে ছাই!
ভালবাসা হল যা-তা!
ভালো লাগলো ।