নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্ররথা রাজশ্রী

চন্দ্ররথা রাজশ্রী › বিস্তারিত পোস্টঃ

মনুষ্যত্ব, তুমি ছুটি কাটিয়ে ফিরবে কবে???

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৬



বিবর্তনের ধারায় হয়ত কিছুদিনের মধ্যেই
লম্বা লম্বা দাঁত বেড়িয়ে আসবে আমাদের,
বড় ঘন পশমে শরীর ঢেকে যাবে,
নখ দিয়েই ছিড়ে খেতে পারবো অসহায়ের কাঁচা মাংস।
হাতে লেগে থাকা রক্তের দাগ
চেটে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলবো।



পশুর চেহারায় পাশবিকতা ;
মেনে নেয়া সহজ হবে।
ভদ্র বেশী নেকড়ে আমরা,
সুযোগ পেলে মায়ের আচলও
কামড়ে ছিড়তে পারি।
পোশাকের নিচে লুকিয়ে রাখি
হিংস্রতার সম্ভাব্য সবকটা রূপ।
বৈশাখী উৎসবে, কিংবা বাসে যাত্রীর ভীড়ে
সে পোশাক আপনাআপনি খুলে যায়,
কোন এক তনুকে নির্জনে দেখলেই
দাঁতগুলো কেন জানো বড় হয়ে যায়।
তাজা মাংসের গন্ধ নাকে আসতেই,
হোক সে শিশু কিংবা বৃদ্ধার,
নখের আগায় শিরশির করে ওঠে।



আমাদের কোন মা-বোন-মেয়ে নেই,
আছে বড় বাপ, ক্ষমতা আর
ধামাচাপা দেয়ার যথেষ্ট উপকরণ।
বাংলা তোমাদের কে হয়? মা তো নয়!!!
এই তনুই বা কে? বোন নাকি!!!


আমাদের পৈশাচিক অট্টহাসি তোমাদের বিবেককে কি বলে যায়,
"মনুষ্যত্ব, তুমি ছুটি কাটিয়ে ফিরবে কবে?"???


মন্তব্য ১১৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৫

রাজসোহান বলেছেন: কবিতা ভালো হয়েছে। কিন্তু ছবিটা ডিস্টার্ব করতেছে। :(

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ ভাই।
উপযুক্ত ছবি খুঁজে বের করা বড় বিড়ম্বনা।
খুঁজে দেখি, আর কিছু পাই কিনা

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪

রাজসোহান বলেছেন: এটা দিতে পারেন।


০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ছবিটা সুন্দর। তবে ছবিটার মানুষটাকে ঘুরিয়ে দেয়া গেলে কবিতার বিষয়বস্তুর সাথে মিলে যেত।
অনেক ধন্যবাদ ছবিটার জন্য।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৫

মিজানুর রহমান মিরান বলেছেন: মনুষ্যত্বের ছুটি টা বড় দীর্ঘ হচ্ছে!
চমৎকার লিখেছেন।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ফিরবে তো?

অনেক ধন্যবাদ মিরান

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৯

এন.আর মাহমুদ বলেছেন: মনুষ্যত্বের ছুটি,,,,,,!!
সত্যি অসাধারন লিখেছেন।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, সাথে স্বাগতম।
ভাল থাকবেন

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫১

রাফা বলেছেন: না উপযুক্ত হইছে ছবিটা...।নিজেদের এই রুপ দেখলে প্রতিবাদ করি।কিন্তু আসলেই কি আমাদের মধ্যে মনুসত্ব বলতে কিছু আছে আর আজ!তনু আমার বোন,তনু আমার হেন তনু আমার তেন যেনো তনুর জন্য কত দরদ আমার।নিজের পিঠের চামড়া তুলে নিতে ইচ্ছে করে।তনু যদি সত্যিই আমার বোন হতো তাহোলে নিজের জিবন বাজি রেখে প্রতিবাদে,প্রতিবাদে মুখরিত থাকতো রাজপথ।শেষ না দেখে কখনই ফেরা হতোনা তনু বিহিন ঘরে।

চমৎকার লিখেছেন,চ.রাজশ্রী।
ধন্যবাদ।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব ভাল লাগলো আপনার মন্তব্য।
যদি মানুষ থেকে আমরা পশু হতে পারি, তবে পশু হতেও মানুষ হবার চেষ্টা থাকা চাই।
অনেক ভাল থাকবেন

৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৮

তানজির খান বলেছেন: ডারউইন যে বিবর্তনের ছবি তুলে ধরে ছিল তা শারীরিক। মানসিক বিবর্তনের ধারা কোন দিকে তা তনুদের সংবাদ কানে আসলেই বুঝতে পারি। কবিতায় সে চিত্র খুব ভাল ভাবে তুলে আনতে পেরেছেন কবি। খুব ভাল লাগলো কবিতা, সেই সাথে তনুর রক্ত ছলকে পড়লো হৃদয়ে। কলম চলুক, একদিন মুক্তি মিলবেই প্রতিবাদ চললে।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মুক্তির প্রতিক্ষায় রইলাম। এই মুক্তির দাম অনেক বেশি,অনেক রক্তের।
অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় সহব্লগার।


কলম চলুক, উঠুক ঝড়।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০১

মিজানুর রহমান মিরান বলেছেন: ফিরবে অবশ্যই ফিরবে।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কষ্ট করে হলেও, আশা রাখছি।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৩

ফেরদৌসা রুহী বলেছেন: "মনুষত্ব' ছুটি কাটিয়ে আর ফিরবে বলে মনে হয়না।

অযথা আশায় বসে আছি আমরা।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
তাড়াহুড়া করে পোষ্ট করার সময় বানানটা খেয়াল করিনি। ঠিক করে নিয়েছি।

যে যার জায়গায় চুপ করে বসে থাকলে হবে না, একটু নড়েচড়ে বসতে হবে। তাহলেই আশা করা যেতে পারে।

অসংখ্য ধন্যবাদ।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩০

ভবোঘুরে বাউল বলেছেন: ভদ্র বেশী নেকড়ে আমরা,
সুযোগ পেলে মায়ের আচলও
কামড়ে ছিড়তে পারি।

খুব খুব! ভালো লেগেছে কবিতা।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৫১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভবঘুরে।
ভাল থাকবেন।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:০২

হাসান মাহমুদ তানভীর বলেছেন: ডিস্টার্ব করলেও ছবিটা ঠিকই আছে। আজকাল সিগারেটের পেকেটেও ভয়ঙ্কর ছবি দেয়া হচ্ছে।


কিন্তু আমরা কি আসলেই ভয় পাওয়ার পাত্র(!)?

০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: রাজসোহান যে ছবিটার কথা বলছিলেন সেটা পাল্টে এটা দিয়েছি।
চলুন, প্রশ্নটা প্রত্যেকে নিজেদের করি।

অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪০

বিজন রয় বলেছেন: "মনুষ্যত্ব, তুমি ছুটি কাটিয়ে ফিরবে কবে?"???

অনেক বড় প্রশ্ন। উত্তর নেই আপাতত।

০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করি।
মনুষ্যত্ব, তুমি ছুটি কাটিয়ে ফিরবে কবে?

১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৯

প্রীতম বলেছেন: সম্ভোবত এ প্রশ্ন অনেকেরই। আমাদের দেহে মনে মনুষ্যত্ব ফিরবে কবে?
চারিদিকে তাকালে শুধু এ প্রশ্নটি বার বার ঘুরেফিরে আসে।
ভাষা খুজে পাচ্ছিনা।
আগে কদাচিৎ সংবাদে টিভিতে কিছু অঘটন দেখতাম, আর মনে মনে কষ্ট পেতে থাকতাম অনেকটা সময় ধরে।
এখন সে কষ্টপাওয়ার অনুভুতিগুলো ভোতা হয়ে গেছে। এখন, তনু, ফনু, টনু এতো বেশি খবরে আসছে যে কয়েকটা মুহুর্ত পরই অন্য ফেলানী, মেলানী, টেলানী এসে যাচ্ছে সামনে।
বার বার মনে পড়ে-
"আগে কি সুন্দর দিন কাটাইতাম।"
নারী নির্যাতন হতো- কিন্তু অভদ্র ভাবে।
মারামারি হতো- কিন্তু বড় কোন কারনে।
ধর্ষন হতে- কিন্তু সেটা ছিল বিড়াট কোন ভয়ংকর ঘটনা।
ঘুষ দেয়া নেয়া হতে- কিন্তু টেবিলের নিচ দিয়ে।
-------
কিন্তু এখন আমরা সব ভদ্রতা, প্রগতিশীলতা আর উন্নয়নের মুখষটা খুব আটসাট করে মুখে বেধে নিয়েছি।
ভাবতে অবাক লাগে- একটি নারায়নগঞ্জের টানবাজারের পতিতালয় তুলে দেয়ার নামে প্রতি মোড়ে মোড়ে এমনকি ভদ্র বাসাবাড়িতে নারীদের বেশ্যা বানিয়ে নামিয়ে দেয়া হয়েছে।
আসলেই পুরো দেশটাকে আমরা বারবনিতার মেলা বানিয়ে ফেলেছি শুধু মাত্র আমাদের পৈশাচিকতা পুরনের আশায়।
-------
শুধু তনুরা নয়, বিপদে আছি আমরা সকলে, সব বাবা, পিতা, ভাই, স্বামী, সন্তানেরা। ছেলে বলেইযে আমাদের নিস্তার না নয়।
ভয়ে থাকি সরাক্ষন কখন আমার ছেলেটিও ধর্ষকের খাতায় নাম লিখাবে। তাদের বন্ধুদের দিয়ে সিনেমার আদলে একটি রগরগে ভিডিও ক্লিপ ইউটিউবের ডাটাবেইজ সমৃদ্ধ করবে।
-------
শুধুই প্রশ্ন থেকে যায় মনে-
নোংড়ামি আর চুড়ান্ত খারাপ কি বাকি রেখে যাচ্ছি যা আমাদের ভবিষ্যত প্রজন্ম নিজেরা করে যোগ্যতা ফলাবে?
বাকি আছে কি কিছু?
-------
বড় কষ্টে আছি, দুখে আছি, আর টেনশনে আছি যদিও আমি নারি নই পুুরুষ।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব ভাল লাগলো।

অবশ্যই আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য ভাল পরিবেশ রেখে যেতে পারছি না, কিন্তু আমাদের সংখ্যা কি ওদের তুলনায় এতই কম? আমরা কি এতই দুর্বল?

যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন।

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০১

সুমন কর বলেছেন: প্রতিবাদী কবিতায় প্লাস।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: "মনুষ্যত্ব, তুমি ছুটি কাটিয়ে ফিরবে কবে?

সে মনে হয় চিরকালীন ছুটিতে আছে। আর ফিরবে বলে মনে হয়না!
কবিতায় +++++

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ শামীম।

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪১

নেক্সাস বলেছেন: ......
প্রতিবাদী লিখা।

আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই,
আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,"

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ।
চমৎকার।

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫

হাসান মাহবুব বলেছেন: বড় বাড় বেরেছে মানুষ। উল্টো বিবর্তন শুরু হতেও পারে। কত আর সহ্য করবে প্রকৃতিমাতা?

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: শারীরিক বিবর্তনটাই শুধু বাকি।

ধন্যবাদ।

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৮

মহেড়া বলেছেন: নিদারুণ সত্য। ছবিটি বাছাইটাও ভালো হয়েছে।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম জানবেন।
ধন্যবাদ।

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
sharpLy written, weLL done.

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ ইমরাজ। সাথে থাকুন।

১৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আমাদের কোন মা-বোন-মেয়ে নেই,
আছে বড় বাপ, ক্ষমতা আর
ধামাচাপা দেয়ার যথেষ্ট উপকরণ।


কঠিন, বাস্তব কথা গুলোই ফুটিয়ে তুলেছেন।
ভাল্লাগছে খুব।।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ।
প্রতিবাদে সাথে থাকুন। প্রতিবাদী হউন।

২০| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫

পিকাচু বলেছেন:
আপনার আইডির মানে কি?

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: রাজ্যের অধিষ্ঠাত্রী যে দেবীর রথ হল চাঁদ...

ধন্যবাদ

২১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯

পিকাচু বলেছেন:
উরেবাপরেএএ! এত্ত কঠিন।
সুন্দর হৈসে তবে || :)

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ পিকাচু।

২২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১৫

রিপি বলেছেন:


"মনুষ্যত্ব, তুমি ছুটি কাটিয়ে ফিরবে কবে?"???


আপু খুব ভালো হয়েছে। প্রতিবাদী লিখা। আর বেশীদিন নাই এমন হবার।
ভালোলাগা জানিও।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ আপু।
আশা রাখছি।

২৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৩

ফরিদ আহমাদ বলেছেন: মানুষিক বিবর্তন আমাদের শুয়োরের কাছাকাছি নিয়ে গেছে।
মনুষ্যত্ব ফিরবে কবে?

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: শুয়রও কি আমাদের মত এত হিংস্র?

প্রশ্নটা আমারও।

২৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বিষয়য়বস্তু ভালো ছিল। শব্দ ধারালো। তবে পড়ে তৃপ্তি নেই। :(
শিরোনাম ভালো লেগেছে।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ রাজপুত্র।

মাঝে মাঝে হয় তো, হয় না?
সামনে দেখি...

২৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২

জেন রসি বলেছেন: বিবর্তনের ফলে কিছু মানুষের যেমন সৃষ্টি হয়েছে তেমনি কিছু অবমানবও এসেছে- যাদের দেখতে মানুষের মত লাগলেও আসলে তাদের জানোয়ারের সাথে তুলনা করলেও জানোয়ারকেই অপমান করা হবে!



০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সহমত।

২৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনুষ্যত্বের ছুটি কখনো ফুরাবে না , কারণ মনুষ্যত্ব ইস্তফা দিয়েই চলে গেছে , এদেশ ছেড়ে অন্য কোথা অন্য কোন খানে ।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মনুষ্যত্ব ফিরে আসুক স্বস্থানে।

২৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১

উল্টা দূরবীন বলেছেন: মনুষত্ব হাইবারনেশনে আছে। কবে জেগে উঠে ঠিক নেই।

প্রতিবাদী কবিতায় অনেক ভালোলাগা রইলো।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ দূরবীন।
আপনার মন্তব্যপো খুব ভাল লাগলো।

২৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: মানুষত্ব দিন দিন ছুটি থেকে অবসরে যাচ্ছে। ফিরবে বলে মনে হয় না।
চমৎকার কাব্য কথামালা। খুব ভাল লাগল। শুভেচ্ছা রইল।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই।
ভাল থাকবেন।

২৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৪

গেম চেঞ্জার বলেছেন: আমি হতাশায় বিশ্বাসী নই। মনুষ্যত্ব বাড়ি ফিরবেই, তবে সময়ের হেরফের আগে শেষ হতে হবে।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সময়ের হেরফের খুব তাড়াতাড়িই শেষ হোক।
ধন্যবাদ

৩০| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৫

মানবী বলেছেন: মনুযত্ব ছুটিতে যায়নি মনে হয়, ভয়ে লুকিয়ে আছে!

ক্ষমতার রোষানল আর হানার পালের ক্রুর দৃষ্টির কাছে অসহায় মনুষত্ব আজ প্রাণ বাঁচাতে ব্যস্ত!!
ঝাঁঝালো কবিতার জন্য ধন্যবাদ চন্দ্ররথা রাজশ্রী।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনাকেও ধন্যবাদ মানবী।
ভাল থাকবেন।

৩১| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯

এম.এ.জি তালুকদার বলেছেন: ভালোলাগা লেখায়,কষ্ট দেখায়। কে কার লাগাম টানবে? আত্মাই যেখানে নাই,সেখানে আবার আত্মসুদ্ধি!!!

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আত্মা আছে, হয়ত ঘুমন্ত।

ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন সবসময়।

৩২| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৭

এম.এ.জি তালুকদার বলেছেন: কিসের ঘুম? এ ঘুম ভাঙ্গবে কবে? সেদিন বা আবার কি দেখবে!!

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বিবেকের ঘুম।
কবে ভাঙবে,? সে প্রশ্ন আমারও।
যেদিন ভাঙবে সেদিন অপ্রিয় অনেক দৃশ্য দেখতে হবে না।

৩৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: মনুষ্যত্বকে ছুটি দেয় কে? মানুষই তো?
কবিতা ভালো লেগেছে। প্রতিবাদী এবং প্রতিবাদের প্রেরণাদাত্রী।
মানবীর মন্তব্যটাও (৩০) ভালো লেগেছে।

০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়

৩৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: মানুষ আমরা এখন নিজেকে নিজের বলে যেটুকু বিকশিত জীবন অবশিষ্ট আছে তা ধ্বংস করতে চেষ্টারত।এখানে মনুষ্যত্ব নাই,যদিও নিজেকে মানুষ বলে পরিচয় দিয়ে যাই।মানুষগুলো বেশি কৃত্রিম বুদ্ধিমান হয়ে গেছে,এখানে মনুষ্যত্ব,মানবিকতা আর বিবেকের কোন ঠাই নাই।আমি হয়ত মানুষ নই,মানুষ?

০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেকদিন পর আপনাকে লেখায় পেলাম।

আমাদের বর্তমান অবস্থা কোন প্রজাতিভুক্ত সেটা আমারও জানা নেই।

৩৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

আরাফআহনাফ বলেছেন: সবই চলে গেছে নষ্টদের দখলে।
অবশিষ্টাংশদের হা-হুতাশ করা ছাড়া আর কিছু করার নেই।
আহা দেশ!
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ আরাফ।
ভাল থাকবেন।

৩৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯

মাহবুবুল আজাদ বলেছেন: দুর্দান্ত লেখা।
অনেক অন্নেক ভাল লাগা রইল।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ...........................অনেকদিন পর!!!
আপনার মন্তব্য সবসময়ই প্রত্যাশা করি। হয়ত আমার লেখা আপনার প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।

অনেক অনেক ভাল লাগলো।
ভাল থাকবেন সবসময়।

৩৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১

কল্লোল আবেদীন বলেছেন:





সত্যি অসাধারন লিখেছেন।
কবিতায়++++++++++++

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।

হাসিখুশি থাকবেন, ভাল থাকবেন।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার দেয়া প্লাসটা খুঁজে পাচ্ছি না (sad emo)

৩৮| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

আমিই মিসির আলী বলেছেন: চমৎকার কবিতা।
ছবিটা খুবই ভয়ানক।।

আর কবিতায় যেটা কইলেন বিবর্তন যদি হয় তয় শুধু এক পক্ষের হবে না। অবশ্যই উভয় পক্ষের হবে। ছবিটা এক্ষেত্রে ব্যর্থ।

কবিতার মূল থিমে ++

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

ছবিটা অবশ্যই ভয়ানক, আশেপাশে যা যা ঘটছে সেগুলো ছবিটার থেকেও বেশি ভয়ানক।

এখানে কেবল আমি সমসাময়িক অরাজকতার প্রতি ইংগিত করেছি, সেদিক থেকে ছবিটা আমার কাছে ঠিক মনে হয়েছে।

ভাল থাকবেন, নিরাপদে থাকবেন।

৩৯| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪২

জুন বলেছেন: মনুষত্ব্য একেবারেই নেই আর। শিশু রাজন হত্যা থেকে সবগুলো হত্যাকান্ড দেখেন। মনুষত্ব্য থামলে এমন করতে পারে কেউ?
কবিতায় অনেক ভালোলাগা রইলো।
+

১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

আপনার সাথে পুরোপুরি একমত।
ভাল থাকবেন, নিরাপদে থাকবেন।

৪০| ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।

২৪ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন।

৪১| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩

দৃষ্টিসীমানা বলেছেন: আপনার প্রতিবাদের সাথী আমিও । শুভ কামনা রইল ।

২৪ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনাকে সাথে পেয়ে আমিও আনন্দিত।
ভাল থাকবেন।

৪২| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯

কল্লোল পথিক বলেছেন: অসাধারন প্রতিবাদী কাব্য।
খুব ভাল লেগেছে।

২৪ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার মন্তব্য খুব মিস করছিলাম কল্লোল দা।

অনেক অনেক ধন্যবাদ

৪৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯

আহমেদ জী এস বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী ,



পোশাকের নিচে লুকিয়ে রাখি
হিংস্রতার সম্ভাব্য সবকটা রূপ।
এটুকুই বর্তমানের মনুষ্যত্বের আসল রূপটি-ই । পোষাকের নীচে ঘাপটি মেরে থাকা ।

মনুষ্যত্ব ছুটিতে নয় , এল.পি.আর'য়ে গেছে । এরপরেই রিটায়ারমেন্টে যাবে । দেন ফাইনালি উঠবে চিতায় ।

২৫ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:১১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কি আর বলবো, একের পর এক ঘটনাগুলো যেভাবে ঘটছে সেগুলো দেখে মনে হচ্ছে আপনার ভবিষৎবাণী ঠিক হতে চলেছে।

ধন্যবাদ আহমেদ জী এস।

৪৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: আমি থু থু ছিটিয়ে দেয় অধিকার ছিনিয়ে নেয়া গণতনেত্রর মুখে............

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আর মানুষগুলো? মানে আমরা?

৪৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৮

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: আমরা নিজেদেরকে মানুষ দাবি করে আসলে আমরা মানুষহীন এক পৃথিবীতে বসবাস করছি।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: পরিবর্তন কিন্তু আমাদের হাতেই

৪৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: পরিবর্তন নাকি পতন তা ঠিক বলা মসকিল। তুই নাস্তিক আল্লাহ আকবার ও তুই রাজাকার জয় বাংলা বলে যারা রক্তহোলি খেলায় মেতে উঠছে ওরা কারা? আগে অন্য জায়গায় পরিবর্তন করতে হবে।

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মনুষ্যত্ব ফিরে এলে পরিবর্তনও আসবে।

৪৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

বেঙ্গল রিপন বলেছেন: কি হবেগো কবি আর কাব্যে !?
অসহায় হয়ে আমার মতই একদিন কাঁদবে


তবুও বলি অসাধরন !!!

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য।
ভাল থাকবেন

৪৮| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯

ডার্ক ম্যান বলেছেন: এখনো সব শেষ হয়ে যায় নি। মনুষ্যত্ব ফিরবেই

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সেই আশাটুকুই বাঁচিয়ে রাখে।

অনেক ধন্যবাদ।
ভাল থাকা হোক সবসময়।

৪৯| ০৩ রা মে, ২০১৬ ভোর ৫:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: অতি প্রয়োজনীয় সমসাময়িক একটি বিষয়ের উপর কবিতাটি লিখেছেন । ঘটনাগুলি অবক্ষয়মান সামাজিক ও রাজনৈতিক প্রভাব বলয়ের কুফল তাতে, কোন সন্দেহ নেই । কালের প্রবাহে অবক্ষয়মান মানবিক বিবর্তমানের চরম অবস্থানের কোন পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি এবং অতি দ্রুতই আমরা যে আদিম অবস্থানের প্রতি ধাবিত হচ্ছি তারই একটি মুর্ত প্রতিক কবিতাটির ছত্রে ছত্রে ফুটে উঠেছে । বর্তমান সময়ে মানবতার এই অবস্থা থেকে উত্তরণের জন্য গবেষণার অন্ত নেই । বিজ্ঞানীরা ধারণা করছেন যে অচিরেই প্রকৃত অর্থে মানবের Backward evolution or De-evolution শুরু হয়ে যাবে । আদিম অবস্থা থেকে বর্তমান অবস্থা ও সেখান হতে আবার আদিম অবয়ব । নীচের ছবিতে দেখুন । অাপনার প্রচ্ছদ ছবিটাও দারুন হয়েছে । ছবিটাই যেন কবিতার সব কথা বলে দিচ্ছে । ছবি বিশ্লৈষণ করব না কবিতা পাঠ করব ভাবছিলাম । কবিতা পাঠে দেখা যায় দুটোই এক সাথে হয়ে গেছে । যাহোক খুব ভাল লাগল । ভাল থাকুন শুভ কামনা থাকল ।

Backward evolution or De-evolution

০৩ রা মে, ২০১৬ দুপুর ১:২০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্যের জন্য।
ছবিটাও প্রকৃতপক্ষে আমার কবিতাটা রিপ্রেজেন্ট করে।

ভাল থাকবেন।

৫০| ০৩ রা মে, ২০১৬ সকাল ৭:১৩

আমি রুহুল বলেছেন: খুব ভালো একটি কবিতা অনেকদিন পর ব্লগে দেখলাম,পড়লাম,আবৃত্তি ও করলাম।
মনুষ্যেত আর ফিরবেনারে পাগলী।।।

০৩ রা মে, ২০১৬ দুপুর ১:২৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য এবং আবৃতির যোগ্য হিসেবে বিবেচনা করার জন্য।

মনুষ্যত্ব একদিন ফিরবেই, হয়ত অনেক দেরি হয়ে যাবে। কবে ফিরবে সে সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে।

ভাল থাকবেন।

৫১| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । নবপ্রজম্মের প্রতিভাধর কবিদের লিখায় স্তব্ধ হোক Backward evolution or De-evolution এর ধারা এ কামনাই করি ।

০৬ ই মে, ২০১৬ রাত ২:৫৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এ কামনা আমারও।
সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

ভাল থাকা হোক সবসময়।

৫২| ০৬ ই মে, ২০১৬ রাত ৩:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: অাপনার প্রতিও থাকল অসংখ্য ধন্যবাদ

৫৩| ০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

সোজোন বাদিয়া বলেছেন: মনুষ্যত্ব ফিরবে হয়তবা আমরা চলে গেলে। আমরা হয়তবা কবিতা লিখেই জীবন কাটিয়ে দেব। কবিতা খুব ভাল হয়েছে। ভাল থাকুন।

০৮ ই মে, ২০১৬ দুপুর ১:০১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হয়তবা। তবুও ফিরুক।

কৃতজ্ঞতা জানবেন।
ভাল থাকবেন।

৫৪| ১০ ই মে, ২০১৬ রাত ৯:১৭

খন্দকার আমিন বলেছেন: অনেক চমৎকার লিখেছেন !
আপনার এ প্রশ্নের উত্তর আমাদের নিজেদের কাছে ........

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।
ঠিক তাই

৫৫| ১৯ শে মে, ২০১৬ ভোর ৫:৪৩

রেজওয়ান তানিম বলেছেন: বিবর্তনের ধারায় পিছিয়ে যাচ্ছে সময়, উল্টে যাচ্ছে জানাশোনা মানুষ, সকালের রঙ

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অথচ উল্টাটাও হতে পারতো! দুঃখজনক

৫৬| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৩

সিগনেচার নসিব বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ
মন্তব্য গুলো অসাধারণ লেগেছে



ভাল লাগা ও শুভেচ্ছা রেখে গেলাম

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার ভাললাগায় খুব আনন্দিত।

অনেক অনেক শুভেচ্ছা জানবেন।

৫৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মনুষ্যত্ব আসলে ছুটিতে নয়, অন্তরিন হয়ে গেছে ।

আপনার এই কবিতাটা দারুণ হয়েছে । অনেক ঘটনা মনে করিয়ে দিলেন । তখন সদ্য কিশোর থেকে যুবা হচ্ছিলাম । সেই সময় ঘটে গেল তনু হত্যাকাণ্ড আর পহেলা বৈশাখের অসভ্য ও অভব্য ঘটনাটি । মনে আছে আমার সেদিন এই ঘটনার প্রেক্ষিতে আমার মা আমাকে বলেছিল , " আমরা তবে আমাদের পরিবারের পুরুষের সাথে কোথাও গিয়ে নিরাপদ থাকতে পারবো না । কী এক সভ্য দেশে আমাদের বসবাস । "

ভালো থাকবেন । এই কবিতাটা হৃদয় ছুঁয়ে গেল !!

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার কতটা খারাপ লেখেছিল কথাটা শুনে অনুমান করতে পারছি।
কী নিয়ে অহংকার করবো আমরা, জানি না।

হতাশ লাগে, ঘৃণা জাগে, ক্ষোভ হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.