নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্ররথা রাজশ্রী

চন্দ্ররথা রাজশ্রী › বিস্তারিত পোস্টঃ

আমি নেই

২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪২



তোমার আর কিছুতেই আমি নেই,
বুকে নেই, মুখে নেই,
অস্থিতে নেই, স্বস্তিতে নেই,
উষ্ণতা হয়ে চাদরে নেই,
চমকে ওঠা আদরে নেই।


ভেজা পথে হাটায় নেই,
কান্না-হাসি বাটায় নেই,
কচি স্বপ্নে বিভোর যখন
এলার্ম ঘড়ির কাটায় নেই।


রুক্ষ রোদে ছাঁয়ায় নেই,
মন ভোলানে মাঁয়ায় নেই,
না থাকাতে হোঁচট খেলেও
তৃপ্ত সুখের পাওয়ায় নেই।


নেই আশকারাতে,
ধীরে ধীরে বেড়ে ওঠা গোলাপের চারাতে।
মুখ গোঁজা বইয়ের পাতাতে;
সন্ধ্যা-সকালে,
ক্লান্ত হয়ে বাড়ি ফেরা ঘর্মাক্ত কপালে;
আমি নেই।


কালি করা জুতোয় নেই,
শিল-পাটা-পূঁতোয় নেই,
গায়ে হাত রেখে ছুঁয়ে নিয়ে
জ্বর দেখা ছুঁতোয় নেই।


নেই সেই নীল পাঞ্জাবীতে;
শিশুতোষ দাবিতে,
ঝরা বেলা বাদামের খোসাতে,
মিছে রাগ পোষাতে।


এও জানি যতখানি
এই ক্ষণে আমি নেই,
তারও বেশি মিশে-মিলে
থাকবো না অচিরেই।


কিছু কথা, কবিতা রয়ে যাবে আড়ালে,
রঙ করা দরজায় গিয়ে তুমি দাঁড়ালে,
ভালোবাসা হাতে মেখে কঁড়া যেই নাড়বে,
আশেপাশে না থাকার ;
ভুলে যাওয়া আমি নেই।


মন্তব্য ১৫৯ টি রেটিং +২৬/-০

মন্তব্য (১৫৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

বনমহুয়া বলেছেন: নেই কেন?

যাইতে দিলেন কেনো?

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ...তোমার না থাকার নিয়মে অনিয়ম সাধবো!
এমন দুঃসাহসকে আমি প্রশ্রয় দেইনি...

কেবল এটুকুই বলতে পারলাম।

অনেক ধন্যবাদ।

২| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

জীইবনের গল্প বলেছেন: অসংখ্যা নেইয়ের মাঝে কি যেন আছে।
সে আছের জন্যই ভালো লেগেছে, খুব।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন,খুব।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভাবলাম কয়েকটি লাইন বোল্ড করে মন্তব্য করবো। কিন্তু তা আর হলোনা। প্রতিটি প্যারা এতো এতো ভালো হয়েছে যে একটি প্যারাকে বিশেষ ভাবে বিশেষায়িত করা আমার পক্ষে অসম্ভব।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আরে বাপ রে! বিশাল ব্যাপার!
কবিতার ভাগ্য ভাল।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক ভাল থাকা হোক।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭

জনৈক অচম ভুত বলেছেন: নেইয়ের কবিতায় ভাললাগার উপাদান আছে, পুরোদমে আছে।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বলছেন?

অসংখ্য ধন্যবাদ।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৬

মো: ইমরান আল হাদী বলেছেন: আপনার এই না থাকা কবিতায় এমন কিছু আছে যার কারনে আপনার কবিতার কাছে বারবার ফিরে আসা যায়।কবিতায় অভিন্দন।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

কবিতায় বারবার ফিরে আসুন।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৬

গেম চেঞ্জার বলেছেন: নেই বললেই নাই হওয়া যায় কী??

(মনে হয়না)

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: নির্ভর করে কতটুকু এবং কতটুকুতে থাকতে চেয়েছিলেন তার ওপর।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭

ডার্ক ম্যান বলেছেন: আফসোস আজ পর্যন্ত কারো সেই তুমি হতে পারলাম না। কারো এমন সুন্দর কবিতা সৃষ্টির উপলক্ষও হতে পারলাম না। :``>>

নেই সেই নীল পাঞ্জাবিতে
শিশুতোষ দাবিতে,


ভালবাসা হাতে মেখে কড়া যেই নাড়বে
আশেপাশে না থাকার
ভুলে যাওয়া আমি নেই

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এটা আপনার জন্য-

জীবনের পথ এখনও অনেক আছে,
কে জানে কে কখন পথ আগলায়!
প্রেম চোখে বলে ফেলবে,
"না, কাঁটা ফোটেনি পায়ে,
তবু তোমার কাঁধটা দেবে?"



অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন

৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২২

অগ্নি সারথি বলেছেন: কিছু কথা, কবিতা রয়ে যাবে আড়ালে,
রঙ করা দরজায় গিয়ে তুমি দাঁড়ালে,
ভালোবাসা হাতে মেখে কঁড়া যেই নাড়বে,
আশেপাশে না থাকার ;
ভুলে যাওয়া আমি নেই। - নেই এর ভীরে কিছু তো থাকছেই। ভালোলাগা।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ অগ্নি সারথি।

আপনার উপস্থিতিতে আনন্দিত।
ভাল থাকবেন।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০১

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে চন্দ্র।
অর্ণবের লিরিক্সের মতো ||

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অর্ণবের লিরিক্স তো সেই মাপের।
খুশি হয়ে গেলাম।

অনেক ধন্যবাদ ইমরাজ।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আপনার কবিতা পড়ার পর থেকেই মাথায় কি জানি গিজগিজ করছে। তাই মাথাটা ক্লিয়ার করতে এলাম৷

সাতে নেই পাঁচে নেই
দূরে কিবা কাছে নেই
অজানায় হারিয়েছি
মাটিতে বা গাছে নেই। B-)

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হা হা হা...
আপনার ছড়া প্রতিভায় দিন দিন মুগ্ধ হচ্ছি। ভাল করেছেন শামীম।

ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।

১১| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

পাঠে, মন্তব্যে এবং প্লাসে কৃতজ্ঞতা জানবেন।
অনেক ভাল থাকবেন।

১২| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭

রিপি বলেছেন:

প্রিয় মানুষের সবকিছু জুড়ে থাকার ভাগ্য হয়তো খুব কম মানুষেরি হয়ে থাকে। এটাই প্রকৃতির নিয়ম।
অসাধারন কবিতা। কলম দিয়ে কিভাবে এরকম দুর্দান্ত কবিতা বের হয় তোমার মাঝে মাঝে তাই বসে ভাবি। এত এত্তগুলো প্লাস আর ভালোবাসা কবিতায়।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সত্য। কখনও কখনও কোন কিছুতেই থাকা হয় না, এটাও সত্য।

তোমার আন্তরিক মন্তব্য সবসময় ভাল লাগে।
এত্তগুলো প্লাস আর ভালবাসায় অভিভূত।


অসামান্য ভাল থাকো।

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১

শাহারিয়ার ইমন বলেছেন: সত্যি কবিতায় ছন্দের অসাধারন মেলবন্ধন

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম ইমন।

অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

১৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৭

রুদ্র জাহেদ বলেছেন: এই নেই নেই এর মাঝে সবকিছু বিরাজিত। আই ফিল জেলাস :)
কবিতা ভালো লাগছে।প্রাঞ্জল ছন্দের দোলায় দারুণ "আমি নেই"

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আমি জেলাস হই আপনার লেখা পড়ে।

আপনার এই মন্তব্য আমার কাছে অনেক কিছু।
অনেক অনেক ধন্যবাদ।



১৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪২

তানজির খান বলেছেন:
তোমার আর কিছুতেই আমি নেই,
বুকে নেই, মুখে নেই,
অস্থিতে নেই, স্বস্তিতে নেই,
উষ্ণতা হয়ে চাদরে নেই,
চমকে ওঠা আদরে নেই।


আমার কিছু বলার নেই। দুর্দান্ত

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হা হা হা....
খুব সুন্দর মন্তব্য।

অনেক অনেক ধন্যবাদ।

শুভরাত্রি

১৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫২

রাফা বলেছেন: চমৎকার....এই কবিতায় ছন্দের সাথে মনে হয় সুর-ও আছে।মনে হয় দশ মিনিটেই কবিতাটি মুখস্ত হয়ে যাবে।খুব ভালো হইছে।

ধন্যবাদ ,চন্দ্ররথা রাজশ্রী।

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাফা।

ছন্দে, তালে, লয়ে, সুরে অনেক ভাল থাকুন।

১৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৪

জুন বলেছেন: ভুলে যাওয়া আমি নেই।
অনেক ভালোলাগলো নেই ময় কবিতা রাজশ্রী ।
+

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার ভাল লাগায় খুব আনন্দিত।

প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯

মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতা অনেক ভাল লাগল

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মিষ্টি মন্তব্যও অনেক ভাল লাগলো।
ধন্যবাদ।

১৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৪

মিজানুর রহমান মিরান বলেছেন: কি বলেন নেই! আমি তো দেখছি কবিতায় কোনো অপূর্নতা নেই! সবই আছে... সত্যিই নাইয়ের মাঝে অনেক কিছুই পেলাম কবিতায়।

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগলো।

ভাল থাকবেন সবসময়।

২০| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩২

বিজন রয় বলেছেন: কারো থাকার দরকার নেই।
কবিতা থাকলেই হলো।
++++

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: প্রতিউত্তরে বড় একটা হাসি দিলাম।

আন্তরিক ধন্যবাদ।

২১| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০

আলোরিকা বলেছেন: আমি নেই , আবার না থেকেও আমি আরও বেশি করে আছি ----------- কি এক অদ্ভুত দোলাচল ! কিছুই হারায় না , সবই থেকে যায় । আমরা ভুলে যাই বা যাওয়ার চেষ্টা করি । আপনার জন্য রুদ্রর চারটি লাইন -----

চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।

ভাল থাকুন । অনেক অনেক শুভ কামনা :)

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব সুন্দর লাইনগুলো।

অনেক ধন্যবাদ এবং স্বাগতম।
আপনি আমার ব্লগে সবসময় আমন্ত্রিত।

অ.ট.: আপনার নিক এবং ছবি মিলে দারুন একটা রিফ্রেশিং ভাব আছে। ব্যাপারটা ভাল।

২২| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫

হাসান মাহবুব বলেছেন: চমৎকার ছন্দকবিতা।

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনুপ্রাণিত হলাম।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।

২৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: ইশ!
একটা দিস মিস!
বিরহ ব্যাথায় ব্যথিত হয়ে চমৎকার ফুটে উঠেছে সরল স্বীকারোক্তি। এমন সাহসই বা ক জনার আছে?

”আমি খুন হলে”
-ধ্রুব নয়ন
********************************************

ঘরের দুয়ারে হায়েনার আনাগোনা
চতুর্দিক অন্ধকারের বোবা কান্না,
জাতিসত্তার জাতি বিভাজন-
হাত তালি..............
কমিশন!

আমি খুন হলে-
আমার দেহ দান করিও মেডিকেলে।
আমার লাশ নিয়ে-
কোন তদন্ত কমিটির নেই প্রয়োজন,
ভন্ড শিবির আর জয় বাংলারা-
যেন না করে নোংরা মিছিলের আয়োজন!!

আমি খুন হলে-
তোমরাও হবে পরের দফায়,
সাগর-রুনীর মতো ঝর উঠবে মিডিয়ায়
রানা প্লাজা ঘুমায়, তনু ঘুমায়-
তদন্ত কমিটি ঘুমায়-
কমিশন ঘুমায় দফায় দফায়!!

আমি খুন হলে-
আমার দুঃখিনি মা কে
কাঁদতে করিও বারণ,
খুনীর খুনে আমার তাজা রক্তে-
রিক্ত-সিক্ত জন্মভূমির মাটি,
আমি আগামীর আমি ধ্রুব নয়ন!!

আমি খুন হলে-
খুনের প্রয়োজনে আবারো জন্মাবো এই বাংলায়,
কমিশনকে হুঁশিয়ার এই কবিতায়।
শুকুনের পালমুক্ত ব-দ্বীপের আকাশ চাই-
নয়তো আমি মহাবিদ্রোহীর খুনী হবার ছাড়পত্র চাই!!!

২৩ এপ্রিল’১৬ইং
৩২ নাম্বার, ধানমন্ডি, ঢাকা।

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: চমৎকার ঝাঁঝালো কবিতাটা পড়বার সুযোগ করে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

ভাল থাকবেন সবসময়।

২৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৪

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: আপনার জন্য শুভকামনা

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ আবারো।
শুভকামনা আপনার জন্যও।

২৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: কোথাও কেউ নেই!

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: গোরস্থান আবহাওয়া।

২৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮

কল্লোল পথিক বলেছেন: এও জানি যতখানি
এই ক্ষণে আমি নেই,
তারও বেশি মিশে-মিলে
থাকবো না অচিরেই।

কবিতায়++++++++++++++++

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেকগুলো প্লাসের জন্য অনেকগুলো ধন্যবাদ।
ভাল থাকবেন সুপ্রিয় ব্লগার।

২৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৫

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: প্রিয় কবি আমার লেখা দিয়ে আপনার লেখার মন্তব্য করলাম।
"তুমি নেই বলে আজ
নেই আকাশে নীল তাঁরা
তুমি নেই বলে আজ
আকাশ দিশেহারা
তুমি নেই বলে আজ
দুঃখেরা আসে তেড়ে
তুমি নেই বলে আজ"।

খুব সুন্দর লিখেছেন কবিতা, কবিকে ধন্যবাদ।
ভালোবাসা গেলো চলে

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার কবিতার উদ্ধৃতি দিয়ে মন্তব্যের জন্য।

ভাল থাকবেন।

২৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৭

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: তুমি নেই বলে আজ
নেই আকাশে নীল তাঁরা
তুমি নেই বলে আজ
আকাশ দিশেহারা
তুমি নেই বলে আজ
দুঃখেরা আসে তেড়ে
তুমি নেই বলে আজ
ভালোবাসা গেলো চলে

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দ্বিতীয় বার মন্তব্য পেয়ে আনন্দিত বোধ করছি।
অনেক ধন্যবাদ।

২৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৭

অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর লিখেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে।

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার কাছে অনেক ভাল লেগেছে জেনে আমার অনেক অনেক ভাল লাগলো।

ভাল থাকা হোক।

৩০| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

মুসাফির নামা বলেছেন: অনবদ্য ছন্দে, মুহুর্মুহু কলতানে।

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনবদ্য ছন্দে, মুহুর্মুহু কলতানে...........পড়লেন।

৩১| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

সুজন চন্দ্র পাল বলেছেন: কে বাশি বাজায়রে, মন কেন নাচায়রে.....।

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: গান শোনানোর জন্য ধন্যবাদ।

৩২| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

কি ভাবে রেজিষ্টেশন করবো বলেছেন: অসাধারন কবিতার ছন্দ

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার নিকটা কোন টাইপের জানেন? Uনিক

৩৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: কাজীর (নজরুল) একটা গান অাছে, প্রথম লাইন "শ্মশানে জাগিছে শ্যামা"! গানটা শুনলে হাহাকার শুরু হয়ে যায় বুকের মধ্যে! কান্নাকাটি করতে মন চাইলে শুনতে পারেন!
এটা একটা কুপরামর্শ!

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার কুপরামর্শ মনে ধরছে।

এমন একটা নজরুলগীতি এমনিতেই শুনতে চাইবো। কোন শিল্পীরটা শুনবো?

৩৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সকল নাইয়ের মাঝে যে কি বিশাল ব্যাপক উপস্থিতি ভাবতেও মনে শিহরণ লাগে!

অমন করে নাই হতে চাইলেই কি নাই হওয়া যায়
নিজের অস্তিত্বকে ছেড়ে
কে কবে বেঁচেছে?
আমি, তুমি আমরাতে বিলিন হলে
কেউ আর ভিন্ন নয়!

চাইলেই কি পারবে নাই হতে?
যখন স্মৃতিতেই এত তোলপাড়
কি করে নাই হবে
যখন নাই হতে হলে
তোমাকেই নাই হয়ে যেতে হবে? ;)

আপনার নাই ভাইরাসের কান্ড দেখুন :)

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হুম........তবে ভাইরাসটা কিন্তু কাজ ভালই করেছে বলতে হবে।

মজাটা দেখুন, সবকিছু শুরুর আগেও "নাই", শেষ হওয়ার পরেও "নাই", এই দুই "নাই"-এর মাঝখানেই আমাদের বসবাস।

অসংখ্য ধন্যবাদ মন দিয়ে কবিতাটা পড়ার জন্য এবং মন থেকে মন্তব্য করার জন্য।

৩৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হাহাকারময় লেখা!

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: তাই?
ধন্যবাদ।

৩৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০২

আরণ্যক রাখাল বলেছেন: মনটাই খারাপ হয়ে গেল :((
এমন কবিতা দেয়া উচিৎ না

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দুঃখিত।

এবারের মত ক্ষমা করবেন।

কবিতা পড়ে খারাপ হওয়া মন ভাল করার একটা কৌশল বলতে পারি।
জলিলিও স্টাইলে কবিতাটা একবার পড়ে দেখতে পারেন।
আশা করি একটু হলেও মন ভাল হবে।

৩৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অজয় চক্রবর্তী অথবা ধীরেন্দ্র চন্দ্র মিত্রের কন্ঠে শুনতে পারেন ।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: তাহলে অজয় চক্রবর্তী।
শুনে আসি। গানের ব্যাপারে ধৈর্য ধরতে নেই।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনবদ্য একটা গান।
আপনার কাছে ঋণী হয়ে রইলাম।
অজয় চক্রবর্তীতে আবারো মুগ্ধ।
নজরুলের ব্যাপারে কিচ্ছু বলার নাই।

৩৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০

আহমেদ জী এস বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী ,



অনেক ছন্দে ছন্দে ব্যথার দোলায় দুলিয়ে কোনখানে আমার না থাকার কথা বলে গেলেন ।

আমিও একটা গান শোনাই আপনাকে -------
আমি নেই
ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়
যেই ভাবি আর কোনখানে আমি নেই
আমি নেই ....

''Ami Nei Vabtei''

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: শুনে এলাম। মোটামুটি লেগেছে।
এখানেও "আমি নেই"! আরেকজন ব্লগারের একটা কবিতা পড়লাম, সেখানেও একই অবস্থা,। চারপাশে না থাকার পাল্লা চলছে।

গান শোনানোর জন্য অশেষ ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।

৩৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১২

জেন রসি বলেছেন: হঠাৎ এই নাই হয়ে যাওয়ার আয়োজন কেন?

মাঝে মাঝে নিজেকে খুঁজে পাওয়ার জন্য অবশ্য নাই হয়ে যাওয়ার প্রয়োজন হয়! :P

কবিতা ভালো লেগেছে। :)

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: নাই না হলে যে ফিরে আসা যায় না,তাই।
অবশ্য কোন রূপে ফিরবো সেটা আলাদা ব্যাপার। হেহ হেহ...

ধইন্যবাদ ।

৪০| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

রিপি বলেছেন:
আবার পড়তে এলাম নাই নাই কবিতা। :P
নাই নাই বললেও কোথায় যেন একটু মায়ার ছায়া পড়ে আছে।
আর প্রোপিকটা জটিল রকমের সুন্দর হয়েছে। চুপি চুপি আরেকটা প্লাস রেখে গেলাম কবিতায়। ;)

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দ্বিতীয়বার ফিরে এসে খুব খুব আনন্দিত করলে।

চুপি চুপি প্লাসের জন্য চুপি চুপি ধন্যবাদ নাও।
থেংকু থেংকু। লজ্জা দেও ক্যান!

৪১| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৩

খায়রুল আহসান বলেছেন: অনাবশ্যক দৈর্ঘ কবিতার আকর্ষণ কমিয়েছে। এর অর্ধেকে পুরো কথা বলা যেতো। ছন্দ যেখানে আছে, ভালো লেগেছে।
৭ আর ৩৪ নম্বর মন্তব্যের উত্তরগুলো ভালো লেগেছে।

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কি জানি! যেটা মনে এসেছে সেটাই লিখেছি।

আপনার এই দিকটা আমার খুব পছন্দের, কবিতা তো বটেই, মন্তব্যও খুব মনযোগ দিয়ে পড়েন এবং জানান।

অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

৪২| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


কুটনীতিবিদরা বলে, হ্যাঁ, হ্যাঁ; কিছুই ঘটে না;

মেয়েরা বলে, না, না; সব কিছুই ঘটে

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: তার মানে মেয়েরা কখনওই কুটনীতিবিদ ন!!!

৪৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১

শামছুল ইসলাম বলেছেন: "আমি নেই" বলে এক ছন্দময় কবিতা লিখে দেখছি আপনি সকলের মন জয় করে নিয়েছেন !!!!!

আপনার বিদ্যাটা কাজে লাগানোর চেষ্টা করতে হবে।

ভাল থাকুন। সবসময়।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আমার বিদ্যে বুদ্ধি নাই-এর ঘরে।
তবুও এর মধ্যে যদি কিছু কাজে লাগানোর মত খুঁজে পান, সে আমার সৌভাগ্য।

অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
অসামান্য ভাল থাকবেন।

৪৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২২

জ্যোস্নার ফুল বলেছেন: যেই কথাগুলো মাথায় বুকে আশে পাশে উপর নিচে ঘোরে সেই কথাগুলোই এখানে সজানো পেলাম ছন্দের মুর্ছনায় পেলাম। নিজের সম্পত্তির মত মনে হচ্ছে।
চন্দ্ররথা, আশা করি ভালো আছেন।

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: .......অনেক দিন পর

জ্বি, আমি অনেক ভাল আছি। আশা করি আপনিও ভাল আছেন।

আপনার কথায় আমার লেখার সার্থকতা খুঁজে পেলাম।
অসংখ্য ধন্যবাদ।

৪৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৫

প্রামানিক বলেছেন: নেই নেইয়ের পরেও কিছু আছে। সেইটাই হোক জীবন চলার পাথেয়।
ধন্যবাদ সুন্দর কবিতা।

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ প্রামাণিক ভাই।
ভাল থাকবেন।

৪৬| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩০

আহমেদ রাতুল বলেছেন: মানুষ বড় আজব চিড়িয়া

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ঘটনা সত্য।

৪৭| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪২

আহমেদ রাতুল বলেছেন: সহ্য করেই ত আছি, মানুষ ত, গরুর দলে ত আর মিসতে পারি না।

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:২৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কি সহ্য করে আছেন বুঝলাম না।

, গরুর দলে মানুষকে কিন্তু ঠিকই পৃথক করে চিনে নেয়া যায়, বরং অপেক্ষাকৃত ভালভাবে যায়।

ধন্যবাদ। শুভরাত্রি

৪৮| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৩১

আহমেদ রাতুল বলেছেন: শুভরাত্রি

২৮ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুপ্রভাত

৪৯| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৯

ফরিদ আহমাদ বলেছেন: কানের কাছে মুখ লুকিয়ে
আস্তে করে ফিসফিসিয়ে
করতে যদি আহবান।
ভুলে যেতো যাওয়ার কথা
হয়ে যেতো শুন্যলতা
উড়ে যেতো অভিমান।
কাছে ডাকো নতুন ক্ষণে
আসবে দেখো প্রাণের- টানে।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব সুন্দর করে বলেছেন।

তবে কবিতাটা আমাকে নিয়ে নাও তো হতে পারে।

অনেক ধন্যবাদ।
ভাল থাকা হোক সবসময়।

৫০| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৮

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ,অনেক,অনেক ভাল লাগা রইল । ভাল থাকুন ।

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: রান্নাবান্না চলছে তী ঠিকঠাক মত?

খেতে আসছি আপনার ব্লগবাড়িতে, অপেক্ষা করুন।

৫১| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

দেবজ্যোতিকাজল বলেছেন:

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হয়ত।
ভাল লাগছে আপনার মন্তব্য পেয়ে।

অনেক ধন্যবাদ।

৫২| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৭

সপ্তাংশু অর্পণ বলেছেন: আপনার এই লেখা দিয়ে আমি তো দিব্যি সুর দিয়ে গান বানিয়ে ফেলেছি। কথাগুলো অনেক গুছানো। এজন্যই পেরেছি।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আরে বাহ! এই না হল কথা!
শুনতে ইচ্ছা করছে, পাঠিয়ে দিন।

আপনি তাহলে গানও করেন, খুব ভাল।



৫৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯

মহা সমন্বয় বলেছেন: অপরুপ ছন্দের ঝঙ্কার। অনায়াসেই একটি গান তৈরী করা সম্ভব। !:#P

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সত্যিই? তবে করেই ফেলুন।
ইনফ্যাক্ট, সামুর ব্লগারদের নিয়ে একটা ব্যান্ড গঠনের কথাই ভাবছিলাম।

নামও প্রায় ঠিক হয়ে আছে, সামু ফিচারিং "এখানে সব পাওয়া যায়"।
কি বলেন?

অনেক অনেক ধন্যবাদ।

৫৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০

মহা সমন্বয় বলেছেন: তাহলে তো ভালই হয়। আর আমি হব ওই ব্যান্ডের ভোকাল। ? B-))

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বেশ বেশ,,,,,,,,তাই হবে। ভোকালিস্ট নিয়ে চিন্তা নেই, অর্পণ ভাইয়াও আছেন মনে হয়।
কিন্তু ব্যান্ড বাজাবে কে?

৫৫| ০১ লা মে, ২০১৬ ভোর ৫:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ এ
কবিতাতে দেখা গেল
নেই আর নেই কোথাও নেই
তাহলে আমরা কোথায় ,
আমাদের অামি কোথায়
জবাব টি কি নীচের কথা
কটি হতে পারেনা ।
You are saying no where again and again.
My heart flutters with excitement.
But I think you get me where you want me.
The butterfly's in my stomach are trying to reach you.

My body reacts hearing no where in you.
I have no idea why are so no wheres.
But every time you are around me
My heart do not skip a beat.

Your feelings of no where lights me on fire.
My voice grows weak and weak .
You have backed me against a wall.
There's no whereelse I'd rather be.

অনেক অনেক ভাল থাকুন , এ কামনা থাকল ।


০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৩৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হুম,,,,,,,,,,,,খুব হতে পারে। লাইনগুলো খুব মর্মস্পর্শী।

অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকবেন সবসময়।

৫৬| ০১ লা মে, ২০১৬ দুপুর ২:৫১

বর্ণিল হেয়ালী বলেছেন: মনে দাগ কাটলো কথাগুলি

০১ লা মে, ২০১৬ দুপুর ২:৫৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ হেয়ালী।
ভাল থাকবেন।

৫৭| ০১ লা মে, ২০১৬ বিকাল ৪:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের
এবার লাইক দিতে হয়নি ভুল
ভাল থাকুন, আর নেই নেই
হয়ে যাবেন না , তাহলে আমরাও
হয়ে যাব নেই
পাবেন না খুঁজে
কোন খানে ।

০১ লা মে, ২০১৬ বিকাল ৫:০৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হা হা হা,,,,,
হঠাৎ নেই হয়ে যাবার বদনাম আছে আমার, অবশ্য ফিরেই আসি।
ব্যস্ততারর মাঝেও সময় দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

৫৮| ০১ লা মে, ২০১৬ রাত ১১:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি নেই নেই নেই রে
হো আমি নেই নেই নেই রে,
যেন তোরই মাঝে হারিয়ে গেছি!
:#)

০২ রা মে, ২০১৬ রাত ২:২৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: তোরে পাগলের মত করে সাজিয়ে
ছাগলের মত বেধে রাখবো,
তুই ম্যা ম্যা করে ডাকলে,
কাঠালের পাতা এনে খাওয়াবো।

এই গানটা না?

৫৯| ০২ রা মে, ২০১৬ সকাল ১০:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
huh? :||
ami shudhu amar deya oi 2Line e jani!

০২ রা মে, ২০১৬ দুপুর ১:২৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: তাহলে পরের লাইনগুলো দিয়ে ভালই করলাম। মুখস্থ করেন।

৬০| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
accha. thikase. mukhostho kore geye houtube e upLoad korbo. sheshe add kore dibo:
Dedicated to: Chondro! X(

০৪ ঠা মে, ২০১৬ ভোর ৪:৪৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হা হা হা
আচ্ছা ঠিকাছে, দিবেন। একেক জনের সম্মান দেবার ধরন একেক রকম।
আমি সম্মানিত বোধ করলাম।

৬১| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

জিয়ানা বলেছেন: চমৎকার কবিতা। ভাল লাগলো।

০৪ ঠা মে, ২০১৬ ভোর ৪:৪৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ জিয়ানা।
আমারো খুব ভাল লাগছে আপনার মন্তব্য দেখে।

শুভরাত্রি।

৬২| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:২৩

ইখতামিন বলেছেন: চমৎকার একটা কবিতা
+

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:২৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবিতা পাঠ, মন্তব্য এবং প্লাসের জন্য।
ভাল থাকবেন সবসময়

৬৩| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:২৭

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: অসাধারন

০৬ ই মে, ২০১৬ রাত ২:৪২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

৬৪| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:১১

নুরএমডিচৌধূরী বলেছেন:
তোমার আর কিছুতেই আমি নেই,
বুকে নেই, মুখে নেই,
অস্থিতে নেই, স্বস্তিতে নেই,
উষ্ণতা হয়ে চাদরে নেই,
চমকে ওঠা আদরে নেই।


ভেজা পথে হাটায় নেই,
কান্না-হাসি বাটায় নেই,
কচি স্বপ্নে বিভোর যখন
এলার্ম ঘড়ির কাটায় নেই।


রুক্ষ রোদে ছাঁয়ায় নেই,
মন ভোলানে মাঁয়ায় নেই,
না থাকাতে হোঁচট খেলেও
তৃপ্ত সুখের পাওয়ায় নেই।


নেই আশকারাতে,
ধীরে ধীরে বেড়ে ওঠা গোলাপের চারাতে।
মুখ গোঁজা বইয়ের পাতাতে;
সন্ধ্যা-সকালে,
ক্লান্ত হয়ে বাড়ি ফেরা ঘর্মাক্ত কপালে;
আমি নেই।


কালি করা জুতোয় নেই,
শিল-পাটা-পূঁতোয় নেই,
গায়ে হাত রেখে ছুঁয়ে নিয়ে
জ্বর দেখা ছুঁতোয় নেই।


নেই সেই নীল পাঞ্জাবীতে;
শিশুতোষ দাবিতে,
ঝরা বেলা বাদামের খোসাতে,
মিছে রাগ পোষাতে।


এও জানি যতখানি
এই ক্ষণে আমি নেই,
তারও বেশি মিশে-মিলে
থাকবো না অচিরেই।


কিছু কথা, কবিতা রয়ে যাবে আড়ালে,
রঙ করা দরজায় গিয়ে তুমি দাঁড়ালে,
ভালোবাসা হাতে মেখে কঁড়া যেই নাড়বে,
আশেপাশে না থাকার ;
ভুলে যাওয়া আমি নেই।

কবিতা জোড়ে ভাললাগা রেখে গেলাম

০৬ ই মে, ২০১৬ রাত ২:৪৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার ভাল লাগা অনেক ভাল লাগালো।
ভাল থাকবেন।

৬৫| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:১১

মধ্য রাতের আগন্তক বলেছেন: মন্তব্য নিস্প্রয়োজন :)

০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: প্রয়োজন আছে তো!

স্মাইলিটা বলে দিচ্ছে, খুব একটা খারাপ লাগেনি।
অনেক ধন্যবাদ।

৬৬| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৮

সোজোন বাদিয়া বলেছেন: কিছুদিন যেন ভালবাসার পৃথিবীটা ভুলে গিয়েছিলাম, তাই আসা হয় নি। বিচ্ছেদের চিত্রটা খুউব সুন্দর ফুটিয়ৈ তুলেছেন, সাথে কাব্যময়তাও। ভাল থাকুন।

০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: চারপাশে যা যআআ ঘটছে, তাতে ভালবাসার পৃথিবীটা ভুলে যাওয়া অস্বাভাবিক না।

অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।

৬৭| ১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু কথা, কবিতা রয়ে যাবে আড়ালে,
রঙ করা দরজায় গিয়ে তুমি দাঁড়ালে,
ভালোবাসা হাতে মেখে কঁড়া যেই নাড়বে,
আশেপাশে না থাকার ;
ভুলে যাওয়া আমি নেই।


অসাধারণ ! পুরো কবিতাটাই !!!

১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:৪১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দুঃখিত দেরিতে আসার জন্য।

অনেক ধন্যবাদ।

৬৮| ২১ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৫

রুহুল গনি জ্যোতি বলেছেন: মিষ্টি কবিতা। তবে প্রথম দিকের প্রাঞ্জল প্রকাশভঙ্গীর ধারাবাহিকতাটা শেষ পর্যন্ত বজায় থাকলে
আরো ভাল লাগতো।

১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:৪৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অলসতাই ডোবালো।

অনেক অনেক ধন্যবাদ।

৬৯| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:২২

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।

১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:৪৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দিলাম

৭০| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:৩২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: প্রিয়তে তো রাখলামই। সাথে সাথে এমএস ওয়ার্ডে কপিও করে রাখলাম। অসাধারণ হয়েছে!

১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:৪৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কি সুন্দর মন্তব্য!!!! বার বার পড়তে ইচ্ছা করে।
মনটাই ভরে গেল।

অন্নেক ধন্যবাদ।

৭১| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন লেখা কই। নতুন লেখা চাই

১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:৫১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: নতুন লেখা কেবলই ল্যান্ড করেছে।
পড়ে জানাবেন কেমন লাগলো।

৭২| ১০ ই জুন, ২০১৬ রাত ১২:০০

রেজওয়ান তানিম বলেছেন: কিছু জায়গা বেশ ভাল এসেছে। যেমন ধরুন

কালি করা জুতোয় নেই,
শিল-পাটা-পূঁতোয় নেই,
গায়ে হাত রেখে ছুঁয়ে নিয়ে
জ্বর দেখা ছুঁতোয় নেই।

পুরোটা এই তালে থাকলে বোধহয় অনেক জমাট লাগত।

১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:৫৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বলছেন যখন, লাগত। কিন্তু কি করবো বলুন, ধৈর্যে কুলাতে পারি না।

অনেক ধন্যবাদ।

৭৩| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৪

আরাফআহনাফ বলেছেন: নেই নেই করেও সবকিছুতে যেন ছোঁয়া পেলাম।
ছন্দ কবিতা ভালো লাগলো।

++++

শুভ কামনা রইলো।

১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:৫৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।

৭৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৮

মোরশেদুল কবির বলেছেন: চন্দ্র রেখাতে পূণিমা নেই
রাজশ্রীতে রুপ নেই
যে হারালো তার মনে দৃষ্টি নেই
তোমার শব্দের বৃষ্টিতে
রয়ে যাবে তুমি সৃষ্টিতে !

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ২:৫৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, পাঠক।:

৭৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

খায়রুল আহসান বলেছেন: নেই নেই করে গেলেও
পদ্য পড়ে মনে হলো,
সবখানেতেই আছেন
ও থাকবেন।

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ২:৫৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।

৭৬| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩০

খায়রুল আহসান বলেছেন: এতদিন কোথায় ছিলেন?

০৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: (পাখির নীরের মত চোখ তুলে) একরকম হারিয়ে গিয়েছিলাম। এখন থেকে নিয়মিত হওয়ার চেষ্টায় আছি।
আশা করি ভাল আছেন।
মনে রাখার জন্য কৃতজ্ঞতা জানবেন।

৭৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:
আর কত দিন নেই হয়ে থাকা হবে
ফিরে আসলে সামু উজ্জিবীত হবে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সময়মত আসলে বলতাম, "আর মাত্র ৩ টা বছর"....

ক্ষমা করবেন। সব কিছুতেই বড্ড দেরি করে ফেলি

৭৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৭

কবিতা পড়ার প্রহর বলেছেন: কবিতাগুলো পড়ছিলাম।
খুব সুন্দর।

মানুষ এমন করেই হারিয়ে যায়। এক থেকে অন্যের হয়।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কবিতা পড়ার প্রহরগুলো হারিয়ে গেলে কেউ কেউ হারিয়ে যায়।
মাঝে মাঝে হুটহাট করে অবশ্য ফিরেও আসতে পারে, কবিতার মত।

এতটা দেরিতে রিপ্লাই দিলাম, ক্ষমা করবেন।
অসংখ্য ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা।

৭৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: চেয়ে থাকতে ভালবাসি
ভাবতে ভালবাসি
এমন কি অনুভবে খুঁজি রাত
ভোর আর কত কি?
এভাবে ভালবাসা
নিঃশেষ করতে নেই;

ভাল থাকবেন কবি দিদি

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আমি অকবি, দাদা। "কবি" অনেক ভারি শব্দ। তবুও আপনারা যখন পড়েন তখন কিছু লেখার সাহস পাই, এই যা।

আচ্ছা, ভালবাসা কি কখনও নিঃশেষ হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.