নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকন্ঠ ভালবাসার দায়ে
একটু একটু করে তুমি নিংড়ে খেলে
আমার হৃদপিন্ড, বৃক্ক, ফুসফুস।
তোমার নাম দিলাম ফেনসিডিল,
তোমার নাম দিলাম নিকোটিন।
তোমাকে না পাবার সুতীব্র ব্যথারা
একে একে রিটায়ার্ড হয়ে
প্রতিনিয়ত পেনশন তোলে।
তোমার নাম দিলাম ডিসপ্রিন,
তোমার নাম দিলাম প্যাথেড্রিন।
আমার অস্থি-মাংসে ঝুলছে
তোমার বাড়ি ছাড়ার নোটিশ,
এক হাসিতেই তা উড়িয়ে দেবার
ঈর্ষনীয় ক্ষমতাও রাখো।
তোমার নাম দিলাম ক্যান্সার,
তোমার নাম দিলাম মরফিন।
আমি তোমার নামে অলি-গলিতে
ডিসপেনসারি খুলে দেবো,
তোমার অভাবে ধুঁকে ধুঁকে
মৃত্যুবরণ করে নেবো।.............
১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:৩৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনাকে রিলাক্সেশনের অষুধ দেয়া হল।
ধন্যবাদ। আবার আসবেন।
২| ১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:১৯
রাফা বলেছেন: বাপরে একেবারে পুরো ডিসপেনসারি নিয়ে হাজির হয়েছেন।
মৃত্যুকে বরণ করে নিলে আপনার ডিসপেনসারির কিহবে...!
মোটামুটি মানের কবিতা ।
ধন্যবাদ,চন্দ্ররথা রাজশ্রী।
১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:৩০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ডিসপেনসারিগুলো বাকিদের জন্য। কি বুঝলেন?
ধন্যবাদ। আবার আসবেন।
৩| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৭:৩৩
বিজন রয় বলেছেন: এতো দেখি পুরো ডাক্তারি কবিতা!!!
হা হা হা, কৃত্রিম ওষুধে কি আর মনের রোগ ভাল হয়?
++++
১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:১০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হা হা...
না, হয় না। তবে যে অষুধে আরোগ্য লাভ হয়, সেই অষুধেই কিন্তু আসক্তিও হয়। সুতরাং সাধু সাবধান।
৪| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৩
হাসান মাহবুব বলেছেন: নতুন ধরণের উপমার প্রয়োগ ভালো লাগলো।
১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক খুশি হলাম মন্তব্য পেয়ে।
ভাল থাকবেন সবসময়।
৫| ১৯ শে জুন, ২০১৬ সকাল ১১:০৫
কল্লোল পথিক বলেছেন:
নেশায়,নেশা!
কবিতা ভাল হয়েছে।
১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ কল্লোল দা। আপনাদের কবিতাগুলো খুব মিস করছিলাম।
ব্যস্ততা খুব খারাপ জিনিস।
৬| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৪
সুমন কর বলেছেন: ভিন্ন রকম।
১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা।
আশা করি ভাল আছেন।
৭| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৪
জেন রসি বলেছেন: চার্মিং!
এই টাইপ আরো কয়েকটা কবিতা লিখে ফেলুন।
১৯ শে জুন, ২০১৬ রাত ১১:৫৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আসা মাত্র লিখে ফেলবো।
ধন্যবাদ দিলাম।
৮| ২০ শে জুন, ২০১৬ রাত ১২:৪৮
মহা সমন্বয় বলেছেন: খাইসেরে!!!
এ কোন সাধারণ কবিতা নয়, এ তো সাক্ষাত মৃত্যুর কবিতা।
না পাওয়ার বেদনায় কবির হ্রদয় ভেঙ্গে দুমড়ে মুচড়ে গিয়েছে কবিতাটিতে তা স্পষ্ট বিদ্যামান।
২১ শে জুন, ২০১৬ ভোর ৪:৩২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এক্কেরে!
৯| ২১ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৩
বনলতা-সেন বলেছেন: আমি তোমার নামে অলি-গলিতে
ডিসপেনসারি খুলে দেবো,
তোমার অভাবে ধুঁকে ধুঁকে
মৃত্যুবরণ করে নেবো।.............
নাম দিলেই কি আর তাকে খুঁজে পাওয়া যাবে নাকি সে ব্যথার উপশম পাওয়া যাবে??
২২ শে জুন, ২০১৬ ভোর ৪:৫০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুঁজে পাবার ইচ্ছে থাকলে কি আর অস্থি-মাংসে বাড়ি ছাড়ার নোটিশ ঝোলে?
স্বাগতম আপনাকে।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
১০| ২১ শে জুন, ২০১৬ রাত ৮:১৯
বিজন রয় বলেছেন: আসক্তি ব্যপারটি খারাপ না। যদি না মিথ্যে হয়।
হা হা হা ...............
আপনি অনেক ভাল লেখেন।
২২ শে জুন, ২০১৬ ভোর ৪:৫৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: যেকোন কিছুর আসক্তিই আমার কাছে খারাপ মনে হয়, কারণ আসক্তি স্বাভাবিক জ্ঞান-বুদ্ধি থেকে বিচ্যুত করে, তা সে ড্রাগ হোক কিংবা কোন ছায়া।
আশা করি ভাল আছেন।
অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভাল লাগা কলম ধরতে সাহস জোগায়।
শুভকামনা রাখবেন।
১১| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:০১
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: পুরো ডাক্তারি কবিতা
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৯:২৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বলছেন?
তবে তাই।
১২| ৩০ শে জুন, ২০১৬ রাত ১০:৫৬
দৃষ্টিসীমানা বলেছেন: অন্য রকম উপমার দিয়ে লিখা কবিতা , ভাল লাগা রইল ।
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৯:৩৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।
অনেক ভাল থাকবেন।
১৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৫:২৭
ডঃ এম এ আলী বলেছেন: সেই যে দুইমাস আগে
আমি নেই বলে
কবিতাখানি রেখে গলেন
এলেন ফিরে সাথে নিয়ে একে
আমি তোমার নামে অলি-গলিতে
ডিসপেনসারি খুলে দেবো,
তোমার অভাবে ধুঁকে ধুঁকে
মৃত্যুবরণ করে নেবো।
ধুঁকে ধুঁকে
মৃত্যুবরণ করে নেবার কি করুন
কথা নিয়ে এলেন । এখন অলিতে
গলিতে ঔষধ খুঁঝতে বের হয়েছি
কেনসার থেকে শুরু করে আসক্তি
অনাসক্তি হগল পদের
মোডিসিন দেয়া যাবে ।
চাইলে এ টু জেড পর্যন্ত
হগল রোগের মেডিসিন
দেয়া যাবে ।
অষুধ সেবন করে ভাল থাকুন
এবং এ ধরণের আরো সুন্দর
সুন্দরটেবলেট কবিতা লিখুন ।
ভাল থাকার শুভ কামনা থাকল
০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৯:৪০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
সবাই সুস্থ থাকুক, ভাল থাকুক।
১৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৯:৪৪
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।
ভাল থাকার শুভকামনা রইল ।
১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার জন্যও শুভকামনা থাকলো
১৫| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৫
তাহ্ফীর সাকিন বলেছেন: ক্যান্সার আর মরফিন প্রয়োগ ভাল ছিল
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৫৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হা হা হা।
অনেক ধন্যবাদ
১৬| ০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: বেশ নতুনত্ব আছে কবিতাটিতে। দারুন!
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৫৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।
১৭| ১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:০৮
রুদ্র জাহেদ বলেছেন: ডিসপেনসারি চমৎকার হইছে।আরো চাই
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৫৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কি?
অষুধ?
১৮| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৫
খায়রুল আহসান বলেছেন: আপনি কি একজন ডাক্তার? হলে দেহের না মনের?
তোমার বাড়ি ছেড়ার নোটিশ - এখানে বাড়ি ছেড়ার কথাটা কি 'বাড়ী ছাড়ার' হবে?
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:০১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কোনটাই না। তবে রোগী হলেও হতে পারি।
ঠিক করে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ
ভাল থাকবেন।
১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২০
বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
নতুন পোস্ট দিন।
১৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:২০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খবর পাওয়া মাত্রই জানিয়ে দেব।
ভাল আছেন নিশ্চয়ই।
২০| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬
মধ্য রাতের আগন্তক বলেছেন: সত্যি বলতে , আমার ঈর্ষাই হচ্ছে এই কবিতাটা পড়ে। :-) স্রেফ অসাধারণ
১৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:২২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন
হাসিখুশি থাকবেন।
২১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০
খায়রুল আহসান বলেছেন: আপনি আর লিখছেন না কেন?
রোগী হয়েছেন নাকি?
২২| ০৫ ই মার্চ, ২০১৭ ভোর ৪:৪৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: লিখতে পারছি না কেন জানি।
নাম না জানা রোগে ধরেছে। আরোগ্য কামনা করবেন।
ব্লগে ঢুকতে পারছিলাম না কোন একটা টেকনিকাল কারণে।
আশা করি ভাল আছেন।
২৩| ০৫ ই মার্চ, ২০১৭ ভোর ৪:৫২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন
হাসিখুশি থাকবেন।
২৪| ০৫ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৫২
খায়রুল আহসান বলেছেন: ভাল থাকবেন, হাসিখুশি থাকবেন -- ধন্যবাদ, শুভকামনায় প্রীত হ'লাম।
২৫| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২১
ক্লে ডল বলেছেন: কবিতা খুব ভাল লাগল!!
১৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:২১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।
অনেক ভাল থাকবেন।
রাত জাগবেন না।
২৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৩
শাহারিয়ার ইমন বলেছেন: আমি তোমার নামে অলি-গলিতে
ডিসপেনসারি খুলে দেবো,
তোমার অভাবে ধুঁকে ধুঁকে
মৃত্যুবরণ করে নেবো।.
১৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:২০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকা হোক
২৭| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:০০
শাহারিয়ার ইমন বলেছেন: আমি তোমার নামে অলি-গলিতে
ডিসপেনসারি খুলে দেবো,
তোমার অভাবে ধুঁকে ধুঁকে
মৃত্যুবরণ করে নেবো।
২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২৮| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কোথায় আছেন, কেমন আছেন?
০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ২:৪৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ব্লগে ছিলাম না অনেকগুলো কারণে, এত দেরি করে উত্তর দেয়ার জন্য ক্ষমা করবেন।
এখন ভাল লাগছে।
২৯| ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৪৮
আমি একলা পথিক বলেছেন: তোমার অভাবে ধুঁকে ধুঁকে
মৃত্যুবরণ করে নেবো।............
জীবনের কিছু সময় আসে যাহা খুব দ্রুত চলে যায় থেকে যায় শুধুই স্মৃতি ক্ষনিকের ! ভাবনার আকাশে অনেক তাঁরা জ্বলে আসলে কি সব তাঁরা আপন হয়ে ধরা দেয় দূর আকাশেয় রয়ে যায় সময়ের পথে হাজার হাজার বছর।
কবিতা ভালো লাগা.........।
০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ২:৫০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ক্ষমা চেয়ে নিলাম।
অসংখ্য ধন্যবাদ।
৩০| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৫
রাফা বলেছেন: আপনি কোথায়?
না আসলে`তো কবিতার শেষটা পাচ্ছিনা।
০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ২:৫১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কি ভেবেছিলেন? মরে গেলাম কিনা!
৩১| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩৪
মলাসইলমুইনা বলেছেন: এতো কঠিন কবিতা কেন ?
০৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সময় কঠিন হয় বলে হয়ত।
৩২| ০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:০২
রাফা বলেছেন:
আমি কখনই মনে করিনি আপনি ইহজগত ত্যাগ করেছেন।যদি তাই হয় তাহলে সবুজ বাতি আর দেখা যেতনা।কিন্তু ব্লগে এত অনিহা কেনো এলো আপনার!আমারতো মাঝে মাঝে একটা কমেন্টের রিপ্লাই দিতে ২/৩ঘন্টা লেগে যায় কিন্তু তবুও সুতোটা ছিড়ে ফেলেনি ব্লগের সাথে।আপনিও নাহয় আপনার মহা মূল্যবান সময় থেকে কিছুটা সময় ব্লগকে দিলেন।
নিচের কবিতার বাকি অংশটুকু লিখে পোষ্ট করুন দয়া করে।
"এই মাত্র পাওয়া্ঃ
এই সদ্য ফোঁটা শিউলি,
জেগে উঠা কোলাহল
সোনাঝরা আদুরে রোদ,
কিছুই জাগাতে পারেনি
আমার বেচে থাকা বোধ।"
হা..হা..হা..হা..হা..হা..।
কোনটাই"
তবু বেঁচে থাকি ঘুমন্ত শহরে,
কেউ`তো থাকা চাই-
যার কারনে বাঁচবে তুমি
সহস্র বছর।"
যার........................।
ধন্যবাদ,চ.রাজশ্রী । আবারো হারিয়ে যাবেননা অনুগ্রহ করে।
১০ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:১৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "যার কারণে ঘুম ভাঙবে,
যার চোখেতে চোখ
পড়তেই সব ক্লান্তি হবে
চোখের অগোচর।"
বিপদে ফেলে দেন খালি!
৩৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: ভয়ঙ্কর সুন্দর কবিতা++
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হা হা...
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:১৬
গেম চেঞ্জার বলেছেন: হায়! হায়!!
(কবিতা ভাল হয়েছে)