নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্ররথা রাজশ্রী

চন্দ্ররথা রাজশ্রী › বিস্তারিত পোস্টঃ

আজও আছো ভ্রমে ও বৃষ্টিতে

০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৩





আজ, এতদিন পর ভেজা ভোরে তুমি এসেছিলে,
আড্ডার শত গল্প কথায়, ব্যাথায় কথা তুলতেই
তুমি চুপটি বসে দেহের ভেতর হেসেছিলে।

গতরাতে ঝরা বৃষ্টিও তোমাকে ভুলে গেছে,
ডুবে যাওয়া সড়ক, থৈ থৈ জল
নোনা জলের কথা বা ভেজা উৎপল
কিছুই মনে করায়নি আগের মতন;
আনন্দে আমি বিদ্যুৎ ছুঁড়েছি আকাশে।
চোখ বন্ধ করে বৃষ্টির গন্ধ নেবো যখন,
অন্ধকারে পাশে এসে তুমি বসেছিলে।
তুমি চুপটি করে দেহের ভেতর হেসেছিলে।


চোখ খুলে ভ্রম ভেঙ্গেও দিয়েছি ঠিক,
পূব আকাশের হঠাৎ আলোর ঝিলিক
মনে পড়ে গেল তুমি হারিয়েছো বহু আগে।
আঁচলের মত ফের আঁধার টেনে গায়ে,
ভেজা চিঠি পাঠালাম মনের জানালায়,
ভালবাসার আগে তো মিথ্যে করে ভালবেসেছিলে,
তবে এতদিন পরও কেন মনে মগজে মিশেছিলে?


তুমি চোখের পাতায় তখনও কেন ভেসেছিলে?
এমন করে কেন দেহের ভেতর হেসেছিলে?


৬/১০/২০২৩
দুপুর ১:১০


বি.দ্র.: সহব্লগার বন্ধুবর রাফার উস্কানিতে এই অখাদ্য উগরে দিলাম।
তাই যাবতীয় দায়দায়িত্ব তার ভাগে অর্ধেক বর্তায়।

মন্তব্য ২৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'দেহের ভেতর হেসেছিলে' এবং 'আমি বিদ্যুৎ ছুঁড়েছি আকাশে' কথাদুটো অসাধারণ লেগেছে।
দারুণ কবিতা।

০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সার্থক বোধ করছি
পোস্ট করার আগে যতটা দ্বিধা কাজ করছিল, আপনার মন্তব্যে কেটে গেল।

অসংখ্য ধন্যবাদ।

২| ০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা কথা না বলে শান্তি পাচ্ছি না, ব্লগে অগুনতি কবিতার ভিড়ে আপনার কবিতাটা সত্যিই 'কবিতা' হয়ে উঠেছে। এমন কবিতা পড়তে ভালো লাগে।

০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সত্যি বলতে ব্লগে আগের মত সময় দিতে পারি না, তাই অন্যদের কবিতাগুলো খুব কম পড়ার সুযোগ পাচ্ছি। আগে অনেকে চমৎকার লিখতেন। মুগ্ধ হয়ে পড়তাম। এজন্যই বোধয় প্রতিটা লেখা পোস্ট করার আগে এখনও দ্বিধান্বিত থাকি।
আশা করি কবিতার সুসময় ফিরে আসবে।
কবিতায় আপনার এরকম মন্তব্য আমার কাছে বহুমূল্যবান।

অসামান্য ভাল থাকবেন।

৩| ০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩২

ইসিয়াক বলেছেন: কারও কারও জীবনে কেউ একজন সারাজীবনেও পিছু ছাড়ে না।সত্য প্রেম কখনও ভোলা যায় না। বার বার সে নানা অযুহাতে উঁকি সে দেবেই।না থাকুক সে পাশে তবু তার মায়া মনকে পোড়াবেই।

০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মুক্তি পাক সকল প্রেম, সকল প্রেমের কবিতা।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, ইসিয়াক।
ভাল থাকবেন

৪| ০৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৩

মিরোরডডল বলেছেন:




চোখ বন্ধ করে বৃষ্টির গন্ধ নেবো যখন,
অন্ধকারে পাশে এসে তুমি বসেছিলে।


আঁচলের মত ফের আঁধার টেনে গায়ে,
ভেজা চিঠি পাঠালাম মনের জানালায়,
ভালবাসার আগে তো মিথ্যে করে ভালবেসেছিলে,
তবে এতদিন পরও কেন মনে মগজে মিশেছিলে?


ভালো লেগেছে।



০৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ, মিরোরডল।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৫| ০৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এটা অখাদ্য ?

বলেন কী ?

এই লিখাটা অখাদ্য হলে তো আমারগুলো উচ্ছিষ্টেরও মান পাবে না । হাহাহাহা !

বেশ ভালো হয়েছে পঙক্তিগুলো । আপনার বন্ধুবর ও মান্যবর ব্লগার রাফা সাহেবে একটা ভালো কাজ করেছেন আপনাকে এই কবিতা পোস্ট করতে প্ররোচিত করে ! ভালো থাকবেন !!

০৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার লেখার মান নিয়ে সন্দেহ করার অবকাশ নেই। খুবই ভাল লেখেন আপনি।

রাফা টেকনিক্যাল কারণে ব্লগে ঢুকতে পারছেন না। সমস্যার সমাধান হলেই একইভাবে প্রতিশোধ নেবার পরিকল্পনা আছে।

অনেক ধন্যবাদ, নিবর্হণ।
ভাল থাকবেন

৬| ০৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো লাগলো কবিতা। কিন্তু ৭ বছরে ব্লগে ১২ টা কবিতা লিখেছেন। সবই নর নারীর প্রেম নিয়ে। অন্য কিছু নিয়ে লিখতে পারেন না মনে হয়।

০৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার ভাল লেগেছে শুনে প্রীত হলাম।

৭ বছর পর ব্লগে ফিরেছি। টানা চালিয়ে যেতে পারলে হয়ত আরও কয়েকটা লেখা দিতে পারতাম।

হ্যাঁ, সবই নর নারীর প্রেম নিয়ে লেখা। আপনাদের মত বৈচিত্র্য আমার লেখায় নেই, থাকলে বেশ ভাল হত, কিন্তু পারি না। অন্য কিছু তো দূরের কথা যেটা লিখছি সেটাও ঠিকমত পারি না।

অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

৭| ০৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ, রাজীব।
প্রতিটা লেখায় আপনার উপস্থিতি ভাল লাগে।

অনেক ভাল থাকবেন।

৮| ০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৬

আহমেদ জী এস বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী,




বলতে চাচ্ছেন "রাফা" আপনার দফারফা করে ছেড়েছেন ? মনে হয় - না!
উগরে দিয়েছেন ঠিকই তবে তা মিথ্যে করে যাকে ভালোবাসা হয়েছিলো তেমন কারো দীর্ঘশ্বাস।

শুধু প্রেম নয়, যুদ্ধের কথাও বলুন: জীবনযুদ্ধের কথা ( ৬ নম্বরে "সাড়ে চুয়াত্তর" এর বক্তব্যের প্রক্ষিতে) ।

কবিতা পছন্দ হয়েছে। প্রেমের ঝিলিক মাখা কবিতা।

০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৫৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হা হা... ঠিক তাই। আপনার কেন মনে হয় না, জানি না।

"উগরে দিয়েছেন ঠিকই তবে তা মিথ্যে করে যাকে ভালোবাসা হয়েছিলো তেমন কারো দীর্ঘশ্বাস।"- বুঝিনি

"শুধু প্রেম নয়, যুদ্ধের কথাও বলুন: জীবনযুদ্ধের কথা ( ৬ নম্বরে "সাড়ে চুয়াত্তর" এর বক্তব্যের প্রক্ষিতে) ।"- আমি কবি না, চেষ্টা করে আমি লিখতে পারি না, যেটা যেভাবে আসে ওভাবেই টুকে ফেলি। এটা আমার অপারগতা বলতে পারেন।

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
ভাল থাকবেন।

৯| ০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৩১

রাজীব নুর বলেছেন: মূলত আমি কবিতা পড়তে পছন্দ করি। অথচ দেখুন নিজে একটা কবিতা লিখতে পারি না। দুঃখ হয়।

০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ২:০২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আমিও কবিতা পছন্দ করি, তবে আপনার মত পড়তে পারি না। আর লিখলেও সেসব কবিতা হয় না।
লিখতে থাকুন, কবে কিভাবে কার কাছে কোনটা কবিতা হয়ে যাবে টের নাও পেতে পারেন।

অনেক শুভকামনা ও ধন্যবাদ জানবেন।

১০| ০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা ভাল লেগেছে ।
কবিতাটি পাঠে ভাবনার কথা
কিছুটা দিলাম ডেলে হেথা-
প্রেমে প্রকৃতি নাকি প্রকৃতিতে প্রেম
প্রেমেও ভ্রম নাকি ভ্রম হতে প্রেম
ভ্রমে প্রেম গিয়েছিল যে দিন
সেদিনও বৃষ্টি পতনে ছিল মাতি
প্রাণের ষ্পন্দন ছিল দিবস রাতি ।

হতাশা কেন এখন হৃদয়পটে
জীবন কেন এখন করুন বিভায়
বিমল হল আচলে আধাঁর টেনে
প্রথম প্রণয় হৃদয়ে একেছিল যা
এখনো ভ্রমে বিরাজে তা
বিরহে তা নাহি লয় পায়
সে কিরণ কভু নিভবেনা আর
যদিউবা বহু আগে হারিয়েছে সে!
প্রেমের জগতে ধৈর্যই প্রকৃতির নীতি
হারানো প্রেম ফিরে পায় গতি ।

শুভেচ্ছা রইল

০৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার মন্তব্যগুলো গুণ বিচারে কোন পোস্ট থেকে কম না।
এতটা একাগ্রতা কিভাবে লালন করেন!

১১| ০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৭

আহমেদ জী এস বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী,




"উগরে দিয়েছেন ঠিকই তবে তা মিথ্যে করে যাকে ভালোবাসা হয়েছিলো তেমন কারো দীর্ঘশ্বাস।"- বুঝিনি

এটা তো না বোঝার কথা নয়, একজন কথা শিল্পীর! বলেছি -
অখাদ্য উগরে দেন নি, উগরে দিয়েছেন কারো দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাসটি কার ? একদিন মিথ্যে করে যাকে ভালোবাসা হয়েছিলো তেমন কারো।

০৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: পুনরায় ফিরে এসে সরল ব্যাখ্যায় বুঝিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ জানবেন।

সাথে থাকবেন, ভাল থাকবেন।



১২| ১০ ই অক্টোবর, ২০২৩ ভোর ৬:১৫

ক্লোন রাফা বলেছেন: আমি কিন্তু ধন্যবাদ দিয়ে গেলাম.....

১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ৭:১১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: পুনরায় ব্লগে স্বাগতম।
যাক, শেষ পর্যন্ত আপনার লগ ইন জটিলতার একটা বিকল্প সমাধান হলো দেখে ভাল লাগছে।
ব্লগে নিয়মিত হলে আরও ভাল লাগবে।

সামনের দিনগুলো আরও সুন্দর হোক,
শুভকামনা রইল।

১৩| ০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫২

ক্লোন রাফা বলেছেন: লিখছেন না কিন্তু আপনি

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:০৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আজকাল হয়েছে অন্যরকম বিপদ। ২/৪ লাইন লিখতে পারছি, কিন্তু তার আগা মাথা লিখতে পারছি না। কি যন্ত্রণা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.