নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্ররথা রাজশ্রী

চন্দ্ররথা রাজশ্রী › বিস্তারিত পোস্টঃ

কুয়াশার দিন

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৩৬



কোন রীতিগত ছন্দে,
আমায় ডাকো নিরানন্দে,
আছি ভাল কি মন্দে,
তার আর জানবে কী!

আমি যাচ্ছি সরে দূরে,
তুমি শুনছো ঘুম ঘোরে,
যে অভিমান গেছে ফুরিয়ে,
সে আর জমবে কী!

বোবা তর্ক নিজের সাথে,
চোখ ব্যস্ত জল লুকাতে,
যে কথা ফুটেছিল প্রভাতে,
সে আর বলবে কী!

একা নয় আমার ঘড়ি,
তার সঙ্গী চাঁদের বুড়ি,
গল্প লিখছে যে ডুবুরি,
সে আর ডুববে কী!

ভাল থেকো, ভাল রেখো নিজেকে,
যে রাস্তায় ছিল কৃষ্ণচূড়া,
সে কুয়াশায় গেছে ঢেকে।



৪ ডিসেম্বর, ২০২৩
দুপুর ১২:৫৫

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৫৫

ডঃ এম এ আলী বলেছেন:



ছন্দময় সুন্দর কবিতা ।
কৃষ্ণচুরারা ফুটে মগ ডালে
যেন আশার ফলন করে চাষ।
তবে এখন পাল্টে গেছে
মানুষের মন, চারিদিকে
এখন দুর্নীতি আর সন্ত্রাস,
কৃষ্ণচুরায় মুরানো পথ
কুয়াশায় না ঢেকে
উপায় কি আর আছে!!
যাহোক কামনা করি
জীবন হোক সুখময়।

অনেক শুভেচ্ছা রইল

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:০৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দ্রুত লেখা কবিতায় দ্রুত মন্তব্যে দ্রুত এসে ধন্যবাদ জানালাম।
অসামান্য ভাল থাকবেন।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০৫

বিজন রয় বলেছেন: আজকে আপনাকে মন্তব্য দিয়ে ব্লগিং শুরু হলো। ভাল আছেন আশা করি।

২০২৩ সালে এটা নিয়ে ৩টি পেস্টে করলেন। এর আগে আপনার শেষ পোস্ট ছিল ২০১৬ সালে। মাঝের কিছু পোস্ট কি ড্রাফট করেছেন? জানিনা।

২০২১, ২০২২, ২০২৩ এ আমিও খু অনিয়মিত পোস্ট করেছি। তবে ব্লগে আসতাম নিয়মিত।
আশাকরি এখন থেকে ব্লগে সময় দিব।

কবিতা নিয়ে পরে কথা হবে।

আমার অতিপ্রিয় ডঃ এম এ আলী একটি সুন্দর মন্তব্য করেছেন। তাকে ধন্যবাদ।

শুভকামনা রইল সবসময়ের।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: জ্বি দাদা, ভাল আছি। আশা করি আপনিও অনেক ভাল আছেন।
অনেকদিন পর আপনাকে লেখায় পেয়ে ভাল লাগছে। নিয়মিত হতে পারছিলাম না। এখন আবার ফেরার চেষ্টা করছি।

অসাধারণ মন্তব্যের জন্য আলী ভাই বরাবরই আমারও ভীষণ প্রিয় একজন ব্লগার। উনি যতটা ডেডিকেশন দিয়ে পড়েন তার ছিটেফোঁটাও লেখার সময় দিতে পারলে ভাল কিছু হত।

অসামান্য ভাল থাকবেন, দাদা

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৭

জিয়া চৌধুরী বলেছেন: ভাল লাগল

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: পড়ে দেখার জন্য অনেক ধন্যবাদ।
অনেক ভাল থাকা হোক।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪

রানার ব্লগ বলেছেন: যে রাস্তায় ছিলো কৃষ্ণচূড়া
সে কুয়াশায় গেছে ঢেকে ।



বাহ !!!

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
অসামান্য ভাল থাকবেন।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩

নীলসাধু বলেছেন: আপনি ভালো লিখেন।

কবির জন্য শুভেচ্ছা রইলো।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, নীলসাধু।
আপনার নিকটা আমার পরিচিত। আগে সম্ভবত কখনও লেখায় পেয়েছি আপনাকে। এতদিন পর আবার পেয়ে আনন্দিত।
অসামান্য ভাল থাকবেন।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৮

ইসিয়াক বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল।
আপনার লেখায় অদ্ভুত একটা মায়া থাকে।

শুভকামনা রইলো।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:০০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: যখন ভেতরের কথার সাথে চোখের সামনের কথা মিলে যায়, তখনই বোধয় হৃদয় ছুঁয়ে যায়, না?

এমন মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে।
অনেক অনেক ধন্যবাদ, ইসি

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৭

প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:০২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ, ভাই।
অনেক অনেক ভাল থাকবেন

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৬

সামিয়া বলেছেন: খুব মিষ্টি একটা কবিতা

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:০৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব মিষ্টি প্রোপিক আপনার, নামটাও বেশ। সাথে মিষ্টি একটা কমেন্ট।
মিষ্টি একটা ধন্যবাদ নেবেন।

সাথে থাকবেন, ভাল থাকবেন

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ, রাজীব নুর।
আপনার মন্তব্য অনুপ্রেরণা যোগাচ্ছে।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৪

মিরোরডডল বলেছেন:




আমি যাচ্ছি সরে দূরে,
তুমি শুনছো ঘুম ঘোরে,
যে অভিমান গেছে ফুরিয়ে,
সে আর জমবে কী!



সত্যি জীবন খুব অদ্ভুত!
এ লাইনগুলো পড়ে প্রিয় গানের লিরিক্স মনে পড়লো।

কাল যে আপন ছিলো, আজ হলো পর
এ আশার খেলাঘর বালুচর


কবিতায় ভালোলাগা।


২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সত্যি তাই। জীবন জীবনের থেকেও অদ্ভুত। এটাই উপযুক্ত উপমা বোধয়।

এটা আসলে গান ভেবেই লিখেছিলাম। কিছু একটা পোস্ট করতে ইচ্ছা হচ্ছিল, এটা পেলাম, আর দিয়ে দিলাম।

অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

বিজন রয় বলেছেন: কবিতা নিয়ে আপনার আগ্রহ আর উৎসাহ চোখে পড়ার মতো। আপনি কেন কবিতা এত পছন্দ করেন, যদিও প্রশ্নটা করা অবান্তর, তবুও করলাম।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আমি কেন কবিতা এত পছন্দ করি......খুব কঠিন প্রশ্ন!

ছোটবেলায় যখন প্রথম বাংলা রিডিং পড়া শিখি, মধুসূদন দিয়ে প্রাকটিস করতাম (অবশ্যই মাথা-মুন্ডু কিছুই বুঝতাম না)। ক্লাশ ফাইভ-এ থাকতে প্রথম কবিতা লিখেছিলাম জীবনানন্দ পড়ে। এজন্যই বোধয় কবিতার প্রতি টানটা জীবাশ্মর মত ভেতরে থেকে গেছে।
আরেকটা ব্যাপার হল, অল্প পরিসরে কবিতায় অনেক কিছু বলা যায়। আমার মত অলসদের জন্য যেটা পারফেক্ট।

প্রশ্নটা সুন্দর ছিল
ধন্যবাদ আপনাকে।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৮

বিজন রয় বলেছেন: অনামিকার সূর্যযাত্রা.... এই কবিতা আপনার একটি মন্তব্য আছে, এখনো উত্তর করিনি।
উত্তর দিব, একটু সময় দিন।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৪৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: যখন যময় সুযোগ হবে, তখন উত্তর দেবেন। আমার কোন তাড়া নেই।

আপনার এই দায়িত্ববোধে মুগ্ধ হলাম। ভাল থাকবেন।

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: গতকাল এখানেও কুয়াশা ছিল প্রচুর। সামান্য দূরে গেলে আর দেখা যায় না। আর শীতও সেরকম।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৫৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হুম... সময়টা টুপ করে নিজেকে লুকিয়ে ফেলার জন্য দারুন কিন্তু।
ঘন কুয়াশার মোড়া দীর্ঘ হাঁটার রাস্তার দুই পাশে দেবদারু গাছ, জনশূন্য চারদিক। কানে এয়ারফোনে হারিয়ে যাবার গান শুনতে শুনতে হারিয়ে যাবার স্বাদটাও নেয়া যায়। ভীষণ উপভোগ্য ব্যাপার।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৯

জ্যাকেল বলেছেন: আজকের দুর্দিনে কবিতা কেন লিখছেন?

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আমার মনে হয়, প্রতিটা দিনই কবিতার দিন। তবে বিষয়বস্তু অবশ্যই ভিন্ন হতে পারে। যার যার স্বাচ্ছন্দ্যের ব্যাপার।
ধন্যবাদ, জ্যাকেল।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৫

সোনালি কাবিন বলেছেন: খুব সুন্দর

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
ভাল থাকবেন সবসময়

১৬| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:


ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনাকেও ইংরেজী নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।

১৭| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪০

বিজন রয় বলেছেন: আপনি আবার কোথায় ডুব দিলেন। চলে আসুন।

সামনের দিনগুলোতে কবিতা নিয়ে অনেক কথা হতে থাকবে।

ব্লগে ছেড়ে অনেক দিন অনুপস্থিত না থাকার অনুরোধ করে গেলাম।

সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা।

০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: একেবারে ডুব দেই নি কিন্তু, এই যে চলে এসেছি।

নতুন বছর কল্যাণ বয়ে আনুক। শুভ নববর্ষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.