নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টেনটোরিয়ান

আমি রাজনীতি করি না। দেশচিন্তা করি।

স্টেনটোরিয়ান › বিস্তারিত পোস্টঃ

অনন্ত জলিল ইতিকাব্য।

০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২১

অনন্ত জলিল।এই ভদ্রলোকের ব্যাপারে কোন মন্তব্য করার ইচ্ছা আমার কখনই ছিল না। আজ ফেইসবুক এ তাঁকে সাপোর্ট করে একটা পেজ দেখলাম। কৌতুহল বশতঃ সেই পেজ এ ঢুকে আনিসুল হক সাহেবের একটি লেখা পড়ে আমিও কিছু না লিখে থাকতে পারলাম না। আমার লেখাটি কোন ব্যক্তি বা সংগঠনকে হেয় করার উদ্দ্যেশ্যে নয়। এটি আমার একান্তই ব্যক্তিগত মতামত। এতে কেউ মনঃক্ষুন্ন হয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।

আসল কথায় আসি। জনাব আনিসুল হক বলেছেন, কেউ কোথাও বৌ নিয়ে খেতে গেলে সেখানে যদি তার প্রতি অশালীন আচরণ করা হয় তাহলে মেজাজ খারাপ হবারই কথা। এটা কোনো ভদ্রতার মধ্যেই পড়ে না। খুবই সত্য কথা। উত্ত্যক্তকারী লোকটির পরিচয় না জানলেও তার সিভিক সেন্স নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু এখানে কয়েকটি কথা আছে। এই লোকটি কেন অনন্ত জলিল কে কটাক্ষ করে মন্তব্য করল? উত্তর পরে দিচ্ছি। আগে অনন্ত জলিলের কিছু আচরন এবং আনিসুল হক সাহেবের কিছু যুক্তির প্রতি আলোকপাত করি।

একজন সুপার স্টার এর অনেক গুলো গুনাবলির মধ্যে শুদ্ধ উচ্চারন অন্যতম। অনেকগুলো বললাম এই জন্য যে, সমালোচনা সহ্য করার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। একটি ভাল সিনেমা তখনই দর্শককে আনন্দ দিবে যখন তা দেখতে সুন্দর হবে এবং একই সাথে শ্রুতিমধুর হবে। সিনেমাটি তৈরি করতে কত টাকা খরচ করা হয়েছে এটি দর্শকদের কাছে এবং সমালোচকদের কাছে খুবই সামান্য একটা ব্যাপার।সিনেমা তো আর মুকাভিনয় না যে শ্রবণ করার বিষয়টা গুরুত্বপূর্ণ না। তাহলে তো অশ্রাব্য গালিগালাজে পরিপূর্ণ বাংলা সিনেমা দেখতেও কারও আপত্তি থাকার কথা নয়।কাজেই শুদ্ধ উচ্চারন একটা গুরুত্ব বহন করে এটা অস্বীকার করার অবকাশ নেই।

বলতে পারেন সবাই কি শুদ্ধ করে কথা বলে নাকি! সত্য কথা। সবাই শুদ্ধ করে কথা বলতে পারে না, কিংবা পারলেও সব সময় বলেনা। আনিসুল হক সাহেব ইংরাজী উচ্চারনের কথা বলেছেন ' ইংরেজিভাষীরা ‘ঘানা’ বলতে পারে না, ‘গানা’ই বলবে, যেমন ওরা ঢাকাকে ‘ডাকা’ই বলবে, আপনি যতই বানান বদলান না কেন। ওরা গোস্ট বলে, ঘোস্ট নয়।' সত্যিই তাই। এক এক দেশের মানুষদের ইংরাজী বলার উচ্চারন একেক রকম। আমার বিভিন্ন দেশে ঘোরার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি তাই জেনেছি। তবে এদের মধ্যে কোন জাতির ইংরাজী উচ্চারন যে শুদ্ধ তা আজও আমার বোধগম্য হয়নি। এমনকি আমি ব্রিটিশ কাউন্সিল থেকে শিক্ষালাভের পরও অনেক ইংরেজী শব্দ সঠিকভাবে উচ্চারন করতে পারিনা। কাজেই অনন্ত জলিল যদি সঠিকভাবে ইংরেজী বলতে না পারে তাতে দোষ দেয়ার কিছুই নেই অন্ততঃ আমি সেই যোগ্যতা রাখিনা এবং এটা এও প্রমান করেনা যে, সে গ্রেট ব্রিটেন এর ডিগ্রীধারী নয়।



তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে, অনন্ত জলিল নিজেও খুব ভাল করেই জানেন যে তার ইংরেজীর দৌড় কত! এরপরও বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে ইংরেজী বলার চেষ্টা করাটাই তার বড় ভুল। সে কত বড় সুপারস্টার সে প্রসঙ্গে যাব না। কিন্তু মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে তার কথার সমালোচনা হবে এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই সমালোচনা সহ্য করার ক্ষমতা তার একেবারেই নেই। বুদ্ধিমান হলে সে চেষ্টা করত যতটা সম্ভব কম সমালোচনার জন্ম দিতে, এবং সেগুলো মুখ বন্ধ করে সহ্য করতে। অথচ তা না করে নিজে ভুল ইংরেজী বলছে জেনেও উল্টা সকল দর্শক-শ্রোতার কানে সমস্যা আছে বলে গণমাধ্যমে বক্তব্য দিচ্ছে। সকল দর্শক-শ্রোতা বললাম এই কারনে, যে, আজ পর্যন্ত কোন ব্লগেই আমি একজনও পাইনি (আনিসুল হক সহ) যে কিনা বলেছেন যে অনন্ত জলিল শুদ্ধ করে কথা বলেছেন। তাহলে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে, অনন্ত জলিলই দর্শক-শ্রোতাদের অপমানজনক কথা বলেছেন, যার জন্য তিনি কখনই ক্ষমা চাননি। উপরন্ত গ্রেট ব্রিটেনের ডিগ্রীধারী বলে নিজের ইংরেজী ভুল হতে পারেনা দাবী করেছেন। বলা বাহুল্য, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে আমি দেখেছি এক কক্ষ বিশিষ্ট্য নাম সর্বস্ব বহু কলেজ/ বিশ্ববিদ্যালয়, মূলতঃ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা হতে ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে আগতরাই যাদের শিক্ষার্থী। এইসকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একটি সময় স্টুডেন্ট ভিসা দেওয়া বন্ধ করে দেয়া হয়। কাজেই যুক্তরাজ্যে থাকলেই যে, তার ইংরেজী বাঙ্গালীদের চেয়ে ভাল হবে এমন নয়। সেটা বোঝার মত শিক্ষা নেই বলেই হয়ত অনন্ত জলিল দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে এমন ঔদ্ধ্যত্ব দেখাতে পেরেছেন। এবং ক্রমাগত নিজেকে সঠিক এবং বাংলাদেশের সকল শিক্ষিত ব্যক্তির শিক্ষাকে ভুল প্রমান করার চেষ্টা করে যাচ্ছেন।

এই ভাবেই নিজেকে জাতীয় সুপারস্টার জোকারে পরিনত করেছেন।অনন্ত জলিল কে নিয়ে পাবলিক রিঅ্যাকশন তাই হাসি-ঠাট্টার মধ্যেই সীমাবদ্ধ এবং এজন্য অন্য কেউ নয় বরং তিনি নিজেই দায়ী। কখনও হয়ত হাসি-ঠাট্টার বহিঃপ্রকাশটা একটু বাড়াবাড়ি রকমের হয়ে যায়। যেমনটা হয়ে ছিল পিৎজা হাট এ।এক্ষেত্রে নিরবে স্থান ত্যাগ করাটাই বুদ্ধিমানের কাজ হত। কিন্তু তিনি বাজে ভাবে রিঅ্যাক্ট করেছেন। তাকে দোষ দিব না।রাগের মাথায় তিনি তা করেছেন এবং পরবর্তীতে ক্ষমাও প্রার্থনা করেছেন।

আমি পিৎজা হাট্ এর সেই ক্লিপটি দেখেছি। সেখানেও তিনি নিজেকে বারবার সঠিক বলে প্রমানের চেষ্টা করছিলেন।



পিৎজা হাটের ঘটনাটাকে অ্যাডাম টিজ হিসাবে ধরা যায় বলে আমি মনে করিনা। একজন পাবলিক ফিগারকে নিয়ে সমালোচনা হবেই। বহিঃপ্রকাশটা খারাপ ছিল মানছি। কিন্তু বর্ষার সেই ব্যক্তিতে প্লেট ছুড়ে মারা (মতান্তরে চড় মারা) কে কোন ভাবেই সমর্থন করা সমীচিন বলে মনে করিনা। কেননা, অশালীনতার শুরুটা তারাই করেছে বিভিন্ন মিডিয়াতে দর্শক-শ্রোতাদের কানে সমস্যা আছে বলে।অনন্ত জলিল বিভিন্ন সময় কটাক্ষের শিকার হন একারনেই।



তবে আমি আনিসুল হক সাহেবের একটি কথার সাথে একমত। মানুষকে অপমান না করলেই কি নয়! সমালোচনা করাটা ভাল, তবে মর্যাদাপূর্ণ ব্যক্তিরা সবসময় অপরের মর্যাদা রক্ষা করেই সমালোচনা করেন। অভিজাত রেস্তোরায় খাবার সামর্থ্য থাকা আর আত্মমর্যাদা থাকাটা অবশ্য এক নয়।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৬

এম ই জাভেদ বলেছেন: আমি ঘানা থেকে ঘুরে এসেছি সম্প্রতি। তারা ঘানাকে গানা ই বলে। এটা নিয়ে
লোকজন কেন যে এত ফান করে ! আমি নিজেও পম গানা শুনলে হাসি ধরে রাখতে পারিনা। এর জন্য দায়ী জলিলের আতলামি। আমার কি মনে হয় জানেন, জলিল মিয়া ইচ্ছে করেই বেশি বেশি আতলামি করে, যাতে তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয় , লোকজনের আগ্রহ জন্মে তাকে নিয়ে। আমি মনে করি এ ক্ষেত্রে সে সফল হয়েছে। লোকজন রম্য বিনোদন হিসাবে তার ডায়লগ শোনার জন্য হলেও সিনেমা হলে যাচ্ছে। আপনি ও নিশ্চয়ই খোঁজ দ্য সার্চ ছবি দেখেছেন। সুতরাং আমার দৃষ্টিতে সে একজন সফল কমেডিয়ান অভিনেতা।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০২

স্টেনটোরিয়ান বলেছেন: জাভেদ ভাই যথার্থ বলেছেন। এটা যে তার একটা পাবলিসিটি স্ট্র্যাটজি হতে পারে, এই ব্যাপারটা যে আমর মাথায় আসেনি তা না। বিশ্বের অনেক অভিনেতাই এমন সস্তা পন্থার সাহায্য নিয়ে থাকে। তবে বেশির ভাগ সময়ই উল্টাটি হয়। আলোচিত হতে যেয়ে সমালোচিত হয়। আমি অনন্ত জলিলের ২টি ছবি দেখেছি। তবে সেটা নির্মল আনন্দলাভের জন্য। যত যাই হোক, এমন কমেডি সবাই তো করতে পারেনা।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৬

সোহাগ সকাল বলেছেন: ভদ্রলোকের পরবর্তী মুভি কী?

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৮

এপসাইন বলেছেন: পম গানা পম গানা পম গানা

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩

কালোপরী বলেছেন: আমরা বাংলাদেশিরা নিজেদের একাত্মবোধ ভুলে গিয়ে অনেক তুচ্ছ তুচ্ছ ব্যাপার নিয়ে ব্যস্ত হয়ে উঠছি

আপনি আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব তাই আপনাকে নিয়ে আমি ঠাট্টা করতে পারি, কিন্তু আপনি বা আপনার পরিবার তা নিয়ে রাগ করতে পারবেন না বরং মাথা নিচু করে সয়ে যাবেন।

দুঃখজনক আপনাদের এই মন মানসিকতা। মনে আছে তো সেই মেডিকেল স্টুডেন্টের কথা যাকে নিয়ে সবাই ঠাট্টা করত, সে কিন্তু প্রতিবাদ করেনি, মারার জন্য তেড়েও আসেনি। বরং অভিমানে নিজেই পৃথিবীর বুক ছেড়ে চলে গেছে। যে হতে পারত দেশের সম্পদ, আমাদের ব্যবহার তাকে দুনিয়ার বাইরে পাঠিয়ে দিয়েছে। কোন মানুষ দোষ ত্রুটির উর্ধ্বে নয়, কিন্তু অপমান করা, খোঁচা দেয়াটাই যেন আমাদের অনেক সাহসের পরিচয় দেয়ার মাত্রা হয়ে দাঁড়াচ্ছে

আজ আপনি করছেন, কাল আপনাকে নিয়েও হতে পারে। অতএব সাধু সাবধান

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০০

স্টেনটোরিয়ান বলেছেন: কালোপরি আপনি কি বলতে চাইলেন পরিষ্কার বোঝা গেলনা

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

মুরুববী বলেছেন:
ইদানিং আবার কি ঘটল যে আপ্নি ইতিকাব্য ফাদলেন ?
অযথা একটা বিষয় নিয়া ঘ্যানঘ্যানানী আর কত ?

এই ইতিকাব্যের সিজন শেষ। অন্য কিছু করে সময় কাটান।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

স্টেনটোরিয়ান বলেছেন: মুরুব্বি মনে হয় মনোযোগ সহকারে লিখাটি পড়েন নাই. ইতিকাব্য ফাদার কারণ সবিস্তারে বলা হয়েছে. অবশ্য আপনার মূল্যবান সময় খরচ করার অন্য পন্থা থাকলে আপনার জন্য এই পুরানো পাকে না পরাই বাঞ্চনীয় । ঘেন্ঘেনানি শোনার জন্য এখানে টাকা দেয়া হয়না. Close tab টি আপনার মনিটরের উপরের ডান দিকে অবস্থিত.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.