| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ একজন স্বনাম ধন্য ব্লগারের ফেসবুক স্ট্যাটাস এ দেখলাম তিনি অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং গায়ক হায়দার হোসেন কে ছাগু উপাধী দিয়েছেন কেননা তাদেরকে দিগন্ত টিভিতে দেখানো হয়েছে। স্ট্যাটাসটি দেয়ার সাথে সাথেই তার কিছু চ্যালা-চামচা ধুমায়া লাইকান শুরু করল এবং মূহুর্তের মধ্যেই রোকেয়া প্রাচীর প্রাইজ ট্যাগ ঠিক করে ফেলল, হায়দার হোসেনের ১৪ গুষ্ঠি উদ্ধার করে ফেলল। আবার আধাঘন্টা পরেই স্ট্যাটাস আপডেট, স্ট্যাটাসটি প্রকাশিত হওয়ার পরে এইমাত্র রোকেয়া প্রাচী ফোন করেছিলেন। তিনি জানালেন যে দিগন্তটিভিতে প্রচারিত এই অনুষ্ঠানটি দুই বছর আগের, যেখানে তিনি, ইশিতা এবং হায়দার হোসেন অংশ নিয়েছিলেন, কিন্তু দিগন্ত এবছর এমনভাবে প্রকাশ করেছে যাতে মনে দর্শকদের মনে হয় যে অনুষ্ঠানটি নতুন। সে রোকেয়া প্রাচীকে অভিনন্দনও জানালো। সাথে সাথেই আবার সেই মুরিদরাও তাকে অভিনন্দন জানালো।
এটা ঘটনা। আসুন একটু আলোচনা করি পরিস্থিতিটা নিয়ে। আমরা অনেকেই জানি রোকেয়া প্রাচী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। যারা জানেন না, তারাও তাকে গনজাগরন মঞ্চের সাথে একাত্মতা প্রকাশ করেতে দেখে থাকবেন। আর হায়দার হোসেনের কথা বলা বাহুল্য। শাহবাগ আন্দোলন নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে উত্তাল গানটি তিনিই গেয়েছেন। তাহলে কোন যুক্তিতে এদেরকে জামাতী পণ্য বানানো হল? এইসব ব্লগারদের হ্যা-তে হ্যা আর না-তে না বলেনা দেখে? এই স্ট্যাটাসটি দেবার আগে কি তার উচিৎ ছিলনা নিশ্চিত হয়ে তারপর কাওকে জামাতিদের গোলাম বানানো?
এই ধরনের ব্লগারদের যখন মুক্তিযুদ্ধের স্বপক্ষ-বিপক্ষের মানুষ চিহ্নিত করতে বলা হবে (যেটা ইতিমধ্যে বলা হয়ে গেছে) তখন তাদের করা তালিকার গ্রহনযোগ্যতা কতটুকু হবে? তারা যে নিজেদের সাথে ভিন্ন মত পোষরকারীদের শায়েস্তা করার জন্য এমন করবেনা তার নিশ্চয়তা কে দেবে? স্পাইডারম্যানের চাচার একটা কথা খুবই গুরুত্বপুর্ণ "with great power comes great responsibility". কিছু ব্লগারদের হাতে আজ সত্যিই অনেক ক্ষমতা। কিন্তু সেই ক্ষমতা ব্যবহার করার যোগ্যতা কি তাদের আছে? একটা দেশ, দেশের মানুষ, এবং তাদের চেতনা নিয়ে ফাজলামো করার অধিকার কারও নেই। এরকম একটা পাবলিক স্ট্যাটাস দেবার পর উচিৎ ছিল প্রকাশ্যে ক্ষমা প্রর্থানা করার। কারন তার সেই স্ট্যাটাস দেখে আমিও কনফিইজ হয়ে গিয়েছিলাম, ক'দিন আগেই যার গান শুনে আমি উৎসাহিত হয়েছিলাম, সে কিকরে রাজাকারের দালাল একটি চ্যানেলে গান করে। এই ধরনের ব্লগাররাই গলা ফাটাচ্ছে, বিভ্রান্ত হবেন না, করবেন না। আবার তারা নিজেরাই বিভ্রান্তি ছড়াচ্ছে। মুক্তিযুদ্ধের চেতানা এতটা সস্তা জিনিস না যে, কয়েকটি ব্যক্তির কথাতেই সেটা মিথ্যা হয়ে যাবে। আর মুক্তিযুদ্ধের চেতনা কোন একটি রাজনৈতিক দলের সম্পত্তি না, সেই দলের তোষামদি না করলেই যে সে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হয়ে যাবে।
যে ব্লগাররা আন্দোলন পরিচালিত করছে তারা বিভিন্ন সময়ে নিজেরাই নিজেদের নিরপেক্ষতা প্রশ্নাবিদ্ধ করেছে। প্রথমে তারা দ্বায়িত্ব নিয়ে বলল যে, এটা অরাজনৈতিক গণজাগরন, তারপর তারাই বলল যে, রাজনৈতিক না হলে আবার আন্দোলন হয় কিভাবে? তাদের কারো কারো মতে ৭১ সালের মুক্তিযুদ্ধ পাকিস্তানী শোষন, নিপীড়নের বিরুদ্ধে না, বরং ধর্মনিরপেক্ষতার যুদ্ধ ছিল। পুরো ব্যাপারটা দাঁড়িয়েছে এরকম, যে আ.লীগ এর অন্ডথলি মুখে নিয়ে পায়ুপথে নাক গুজে থাকতে হবে, তাহলেই আপনি দেশপ্রেমিক। আর যদি বলেন পায়ু থেকে গন্ধ বের হচ্ছে তাহলেই আপনি রাজাকারের বাচ্চা। শাহবাগ আন্দোলন দুইভাগ হবার পেছনে এই ধরনের মানসিকতাই দায়ী। বাংলাদেশ একটি গনপ্রজাতন্ত্রী দেশ। ভিন্ন মত থাকবেই।গণতন্ত্রের মূলমন্ত্রই তো তাই।৪২ বছর পর জাতি যখন মুক্তিযুদ্ধের চেতনায় এক হয়ে এক পতাকাতলে দাঁড়িয়েছিল তখন এই ধরনের কার্যকলাপ করা হলে যদি জাতি দ্বিধাবিভক্ত হয়ে পড়ে তাহলে সে দায় আম জনতার নাকি এই ধরনের ফেমস্লাট ব্লগারদের?
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৮
স্টেনটোরিয়ান বলেছেন: আপনার এমন ধারনার কারন টা একটু বলবেন?
২|
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪৮
পিনিকবাজ বলেছেন: দিগন্ত দুই বছর আগের প্রোগ্রাম এখন কেন চালাইলো??? তারা চাইছে মানুষ কে ধোকা দিতে। উনি (স্ট্যাটাস দাতা) হয়তো ভূল করছেন বাট আপনি কেন উনাকে এভাবে আক্রমন করছেন। ভূল শুধরে দিয়ে আপনি ও তার পাশে দাড়ান।
আসুন সবাই মিলে আবার হাল ধরি।
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫৯
স্টেনটোরিয়ান বলেছেন: জামাত এবং গং তো ধোকাবাজীর উপরই বেঁচে আছে। এটাতো নতুন কিছু নয়। যিনি স্ট্যাটাস দিয়েছেন তার অবস্থান থেকে এধরনের ভুল মারাত্মক পরিস্থিতি সৃস্টি করতে পারে। এবং এধরনের ভুলগুলো বার বার হচ্ছে দেখেই বিরক্ত হয়ে আক্রমনাত্মক লিখতে হল। এই লেখার কোন চরিত্রের সাথেই আমার ব্যক্তিগত পরিচয় নেই। আর ভুল শোধরানোর জন্য কিছু বললাম বলেই উল্টো আপনি আমাকেই দোষারোপ করলেন।
৩|
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০২
পিনিকবাজ বলেছেন: ভাইরে এখন অনেক কিছু দেখেই রাগ হয়। কিন্তু সেটা সামলে নিতে হবে। আপনাকে আসলে দোষ দেইনি, আমিও কিছুটা বিরক্ত আপনার পোষ্ট দেখে।
৪|
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৪
পিনিকবাজ বলেছেন: আমরাই যদি এমন করি শত্রু তো সুযোগ নিবেই
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১০
স্টেনটোরিয়ান বলেছেন: পিনিকবাজ: আপনার মতামত আমার কাছে মূল্যবান। ধন্যবাদ আপনাকে, আমি আমার সমালোচনাকারীদের পছন্দ করি। তাদের কাছ থেকেই আমি শিখি।
আসলে শত্রু কতটা সুযোগ নিতে পারবে তা নির্ভর করছে আমাদের উপর। জামাত-শিবির বাংলাদেশের শত্রু কোন সন্দেহ নেই, কিন্তু জল ঘোলা করে মাছ মারার মত গোষ্ঠীরাও কিন্তু শত্রুই। সময় এসেছে সব শত্রুর থেকেই মুক্তিলাভের।
৫|
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৪
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: এতদিনে বুঝলেন ? হাহ! নাকি আগেই বুঝেছিলেন আমার মতই?
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১৫
স্টেনটোরিয়ান বলেছেন: আপনি আমার চেয়ে একটু বেশি চালাক। ![]()
৬|
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৪
পিনিকবাজ বলেছেন: ভালো বলেছেন শেষ টা। সহমত
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১৬
স্টেনটোরিয়ান বলেছেন: যাক, তাহলে আপনাকে বোঝাতে পেরেছি।
৭|
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৫
বাংলাদেশী দালাল বলেছেন: ফেসবুক ব্যবহার বাদ দিছি। কারোন বিভ্রান্ত হইতে চাইনা।
আপনার উদ্দেষ্য ভাল তবে ষ'জাতী হিসেবে একটু বেশি আক্রমনাত্মক হয়ে গেল না?
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৫
স্টেনটোরিয়ান বলেছেন: আমার তা মনে হয় না। স্বজাতী বলেই সমালোচনা করলাম। যদি আন্দোলন পরিচালনাকারীরা ৫-ই ফেব্রুয়ারীর জাগরণকে ধরে রাখতেই কাজ করে যান, তাহলে আমার মত সমালোচনাকারীদের সমালোচনাকে আত্মসমালোচনা মনে করে, নিজেদের ভুলগুলো শুধরে নিবেন। আর যদি তারা বিশেষ একটা মহল/দল/গোষ্টী/ব্যক্তির মোহরা হয়ে থাকেন, তাহলে আমার জাত আর রক্ত নিয়ে গবেষণা করতে লেগে যাবে।
আপনাকে অনুরোধ করব, নিজের কথাগুলো বলুন। আমি নিশ্চিত আপনাকে বিভ্রান্ত করা যাবে না। সবাই আপানার মত চুপ হয়ে গেলে দেশটা তো দালালদের হাতেই চলে যাবে, সেটা পাকিস্তানী দালাল হোক আর ভারতীয় দালাল ই হোক।
৮|
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৯
সালটু বলেছেন: শেষ কথাটি ভালো লাগিছে। ঃ সবাই আপানার মত চুপ হয়ে গেলে দেশটা তো দালালদের হাতেই চলে যাবে সেটা পাকিস্তানী দালাল হোক আর ভারতীয় দালাল ই হোক।
অবান্তর প্রস্নঃ
ভাইডি; শাহবাগ এখন কার দালালি করে?
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৭
স্টেনটোরিয়ান বলেছেন: আপনার অবান্তর প্রশ্নটিই যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর জানতে পারলে সবার জন্যই যে সেটা মঙ্গল বয়ে আনত।
৯|
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০
আমিনুর রহমান বলেছেন: চমৎকার লিখেছেন।
এইসব বিভ্রান্তমুলুক স্ট্যাটাসে কত বাজে ঘটনার সৃষ্টি হতে পারে তার ধারনা থাকলে এমন স্ট্যাটাস দিত না। এখন এমন একটা সময় যখন ফেইসবুক আর ব্লগে সকলের নজর থাকে সবসময়। আরো দায়িত্বশীলতার পরিচয় দিবে সকলে আশা করি।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯
স্টেনটোরিয়ান বলেছেন: স্পাইডারম্যানের চাচার কথাটাকে এরা শুধু সিনেমার ডায়ালগই মনে করে।
১০|
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার লিখেছেন।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
স্টেনটোরিয়ান বলেছেন: ধন্যবাদ।
১১|
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭
আশিক মাসুম বলেছেন: আমিনুর রহমান বলেছেন: চমৎকার লিখেছেন।
এইসব বিভ্রান্তমুলুক স্ট্যাটাসে কত বাজে ঘটনার সৃষ্টি হতে পারে তার ধারনা থাকলে এমন স্ট্যাটাস দিত না। এখন এমন একটা সময় যখন ফেইসবুক আর ব্লগে সকলের নজর থাকে সবসময়। আরো দায়িত্বশীলতার পরিচয় দিবে সকলে আশা করি।
সহমত
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
স্টেনটোরিয়ান বলেছেন: ধন্যবাদ
১২|
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: স্ট্যাটাস দেবার আগে অবশ্যই নিশ্চিত হওয়া উচিৎ ছিল। কিন্তু "লাইভ" দেখান দিগন্ত টিভিকে আরও বড় ভণ্ড চ্যানেল বলা যায়। লাইভ দেখে স্ট্যাটাসদাতা বিভ্রান্ত হয়েছে, এটি ভুল বোঝাবুঝি যার দায় বেশীটা চ্যানেলের প্রতিই যায়!
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
স্টেনটোরিয়ান বলেছেন: যেখানে সবাই জানছে যে, দিগন্ত ভন্ডামী করেছে সেখানে বিভ্রান্ত হবার অবকাশ থাকেনা। বিশেষতঃ যখন এনারাই বলছেন প্রপাগান্ডায় বিভ্রান্ত হবেন না।
১৩|
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪২
হাবিব০৪২০০২ বলেছেন: তরুণ প্রজন্মের গণজাগরনের দাবীর সাথে মঞ্চের লিডারদের দাবীর মাঝখানের ফারাক দিনকে দিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে, উনারা ভুলেই গেছেন গণজাগরনের দাবী ছিল একটাই "সকল রাজাকারের বিচার চাই"
মনে রাখা দরকার, সরকার জনগণকে হাইকোর্ট দেখালে জনগণ যেমন সরকারকে সুপ্রিমকোর্ট দেখাবে তেমনি শাহবাগের মঞ্চের লিডাররা জনগণের আবেগ নিয়ে খেলে নিজে ব্যক্তিগতভাবে লাভবান হতে চাইলে পাবলিক তাদেরকেও কোনদিন ক্ষমা করবে না
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০
স্টেনটোরিয়ান বলেছেন: শাহবাগ মঞ্চকে (শাহবাগের আমজনতা নয় কিন্তু) চোখ বন্ধ করে বিশ্বাস এবং সমর্থন দেয়াটা আর আগের মত সহজ নেই।
১৪|
১১ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮
আশফাক সুমন বলেছেন: " দেশটা তো দালালদের হাতেই চলে যাবে, সেটা পাকিস্তানী দালাল হোক আর ভারতীয় দালাল ই হোক। "
"শাহবাগ মঞ্চকে (শাহবাগের আমজনতা নয় কিন্তু) চোখ বন্ধ করে বিশ্বাস এবং সমর্থন দেয়াটা আর আগের মত সহজ নেই। "--
সহ্ মত আপনার সাথে।
ভাই, আসল বাংলাদেশি দালাল কোথায় পাব- বলতে পারেন? ভারতীয় আর পাকিস্তানি দালালে দেশ ভর্তি - বড় লজ্জা !
১১ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৩
স্টেনটোরিয়ান বলেছেন: আছে আমাদের চারপাশেই।
১৫|
১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৭
অলওয়েজ ড্রিম বলেছেন: শাহবাগের প্রতি আমজনতার সেই শুরুর আবেগ আর নাই। এটা জাগরণ মঞ্চের নেতাদের অপরিনামদর্শিতার ফল কিনা সেটা ভাবনার অবকাশ রাখে।
জনতার দাবি একটাই: যুদ্ধাপরাধীর বিচার চাই। এটা নিয়ে গেইম খেলা চলবে না।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৮
স্টেনটোরিয়ান বলেছেন: একমত!
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৩
পিনিকবাজ বলেছেন: আমার তো মনে হয় আপনি নিজে ফেমস্লাট!!!!