| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামী লীগ চায় অনন্ত কাল ধরে মুক্তিযোদ্ধা-রাজাকার বাইনারিটা ধরে রাখতে। এই কাজটা তারা করে ৭১ এর rhetorics আর সিম্বলিজম ব্যবহার করে। এই পালে হওয়া দেয় মিডিয়া আর অনলাইন এক্টিবীরেরা। আওয়ামী লীগের জন্য এই ব্যবস্থা উত্তম কেননা এর মাধ্যমে তারা বিপর্যয়কর ব্যর্থতা আড়াল করতে পারে। বিচার হলেই বাইনারিটা শেষ হয়ে যায়।
উপরোক্ত বক্তব্যটি আমার নয়। আমি বক্তব্যটি নিয়ে একটু আলোচনা করতে চাই।সুশীল ব্লগাররা নিজেদের অবস্খান তুলে ধরবেন কি?
বি.দ্র: কট্টরপন্থীরা (আ.লীগ/ বি.এন.পি নির্বিশেষে) মন্তব্য করা থেকে বিরত থাকুন।
১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮
স্টেনটোরিয়ান বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫১
অসহায় নাগরিক বলেছেন: এই কথার সাথে সম্পূর্ণ একমত। বিচার করে ফেললেই তো শেষ! তার চেয়ে এটাকে ঝুলিয়ে রেখে রাজনৈতিক ফায়দা তোলাই উত্তম নয় কি? তাই যদি না হয়, তবে কেন তারা আগের টার্ম এ বিচার করলো না? কেন তাদের ক্ষমতার শেষ বছর এ এসে রায় বের হলো? সরকার চাইলে এটা বহু আগেই করতে পারত, কিন্তু তারা চেয়েছে লাস্ট বছরে বিচারের রায় হোক যাতে তাদের সব ব্যর্থতা জনগন ভুলে যাবে। এবং রায় হওয়া সত্তেও তারা ভুলেও রায় কার্যকর করবে না। আগামী নির্বাচনের অঙ্গীকার হবে রায় কার্যকর করা।