নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টেনটোরিয়ান

আমি রাজনীতি করি না। দেশচিন্তা করি।

স্টেনটোরিয়ান › বিস্তারিত পোস্টঃ

ঢাকার রাস্তার ভি.আই.পি

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৮

ঢাকার রাস্তার জ্যাম নূতন কিছু নয়। অসহ্য এই অবস্হার সাথে নূতন একটি বিরক্তিকর জিনিস যুক্ত হয়েছে। আজকাল দেখা যায় প্রচন্ড জ্যামের মধ্যে কান ফাটানো শব্দ করে সাইরেন বাজানো হচ্ছে। একটু খেয়াল করলে দেখা যায় সাইরেন বাজানো যানটি কোন রুগী বহনকারী অ্যাম্বুলেন্স কিংবা আগুন নিয়ন্ত্রনে ছুটে চলা কোন ফায়ার সার্ভিসের গাড়ী নয়। সেটা সরকারী কোন সংস্হার গাড়ী। হতে পারে সচিবালয়, পুলিশ, ব্যাংক, না জানি কোন সংস্হার গাড়ি। খেয়াল করলে দেখা যায়, গাড়ীতে সব সময় সেই ভি.আই.পি অফিসার থাকেন না। তার পরিবারের সদস্যরা কিংবা শুধু চালক থাকেন। আর তাদের সাইরেন বাজানের আক্কেল দেখার মত। স্কুল কলেজ, আবাসিক এলাকা এমনকি হাসপাতালের সামনেও গগন বিদারী শব্দে তারা সাইরেন বাজায়। সামনে শত শত গাড়ী ঠায় দাঁড়িয়ে, কিন্তু তাদের সাইরেন থামে না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি হল সাইরেনের ধরন। পৃথিবীর সব দেশে কোন ইমার্জেন্সী পরিস্হিতিতেই সাইরেন বাজানো হয়। এবং পুলিশ সাইরেনের ফাঁকে এক ধরনের হর্ণ ব্যবহার করে সন্দেহজনক যানবাহনকে থামার সংকেত দেয়। আমাদের ভি.আই.পি রা বিরতিহীনভাবে এইসব সাইরেন এবং হর্ণ ব্যবহার করেন রাস্তায় নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করা তো দূরের কথা, সাইরেন বাজানোর আঈন/ নীতিমালা মানার ধারও কেউ ধারেন না।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৮

হেডস্যার বলেছেন:
একদিকে গাড়ির আওয়াজ, অন্যদিকে হর্ণ।
সাথে বোনাস হিসাবে এই সাইরেন...মাঝে মাঝে পাগল হয়ে যাই।

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী,এম্বুল্যান্স আর ফায়ার সার্ভিসের গাড়ি ছাড়া অন্য যে কোন গাড়ির সাইরেন নিষিদ্ধ করা দরকার। এটা অপ্রয়োজনীয়।

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৫

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে জঘন্য নিকৃষ্ট ট্রাফিক পুলিশ হচ্ছে বাংলাদেশ পু..। ট্রাফিক আইন বলে কিচু আছে তা পৃথিবিীর নিকৃষ্টতম বাসযোগ্য শহরে মনেই হয়না। এম্বুলেন্সে প্রায়েই সিগারেট পানরত সরকারী অফিসার দেখা যায়, রোগী টুগী নেই তবু শব্দ দূষনকারী সাইরেন থামেনা! সার্জেন্ট ব্যাস্ত ঘুষ খা্ওয়াতে!

৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:০৯

বনসাই বলেছেন: কাকরাইল মসজিদ থেকে রূপসী বাংলা পর্যন্ত রোডের রঙ দিক দিয়ে প্রতি বিকালে পুলিশ, এমপি, মন্ত্রী, পাতি মন্ত্রী, সেনা অফিসার, বিচারপতি বহনকারী গাড়ি পতাকা উড়িয়ে সাইরেন বাজিয়ে সাঁ সাঁ করে চলে। কোনো সার্জেন্ট কিছু দেখে না তখন। কিন্তু ওই উল্টো পথে সাধারণ কেউ গেলেই লম্বা বাশিঁ আর মামলার হামলা। আইন সবার জন্য সমান নয়।

ভাবি কি এমন জরুরি কাজে চলেছে তারা!

উপলব্ধি করি, প্রকৃতি ডাকে নি তো তাদেরকে? যাক বাবা তারা, অন্তত পথ তো নষ্ট হলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.