নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I don't know where my life is going on..!

শুভজিৎ শুভ

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ...I'm a Bad Student of 'Electronics and Communication Engineering'

শুভজিৎ শুভ › বিস্তারিত পোস্টঃ

তোমারে ভুলিয়া গেছি -অচিন্ত্যকুমার সেনগুপ্ত

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০১

তোমারে ভুলিয়া গেছি,—–পরিপূর্ণ,

পরিতৃপ্ত আজি মোর মন,

আমার মুহূর্তগুলি উড়ে চলে লঘুপক্ষ

বকের মতন |

তোমারে ভুলিয়া গেছি নভচারী শ্রান্ত

ডানা ধীরে বুজে আসে |

কূলের কুলায়ে হায়—কুয়াশার ঘুম

ভাঙে চৈত্রের বাতাসে |

শ্মশান ঘুমায়ে আছে, আষাঢ়ের অশ্রু

জলে নিভে গেছে চিতা,

শীতার্ত বিশীর্ণ নদী—নাহি আর

আবেগের অমিতব্যয়িতা |

হাতে আজ কতো কাজ : ভুলে গেছি কখন

ফুটেছে ছোট জুঁই,

ক্ষুদ্র গৃহনীড় ছেড়ে কখন বিদায়

নিল চটুল চড়ুই |

তোমারে ভুলিয়া গেছি— উদ্বেগ-

উদ্বেল তনু লভেছে বিশ্রাম,

প্রতীক্ষার

ক্লান্তি হতে লভিয়াছি শূন্যতার

আরোগ্য আরাম |

রৌদ্রের দারিদ্র

মাঝে ভুলে গেছি নক্ষত্রের

মধুক্ষরা চিঠি,

গায়ে হলুদের দিনে, ভুলে গেছি,

পরেছিলে হলুদ শাড়িটি |

দ্বার রুদ্ধ করি নাকো— জানি আর

বাজিবে না ভীরু করাঘাত,

রজনীর সুপ্তিশেষে জানি শুধু

দেখা দিবে প্রসন্ন প্রভাত |

তোমারে ভুলিয়া গেছি — জীবনেরে তাই

যেন আরো বড়ো লাগে,

অনুর্বরা মৃত্তিকার রুক্ষদহ

ভরে গেছে আতাম্র বিরাগে !

তোমায়ে মানায় কি-বা সিন্দুরেতে,

কে বা জানে ! হাতে এত কাজ !

বেদনার অপব্যয়ে গড়িব না, ভয় নাই,

বিরহের তাজ |

ছিলাম সঙ্কীর্ণ গৃহে, চলে গিয়ে,

ফেলে গেলে এত বড়ো ফাঁকা,

আমার কানের কাছে মুহুর্মুহু

বেজে চলে মুহূর্তের পাখা |

তোমারে ভুলিয়া গেছি,—-কে জানিত এর

মাঝে এতো তৃপ্তি আছে,

আমার বক্ষের মাঝে মহাকাশ

বাসা বেঁধে যেন বাঁচিয়াছে |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.