নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I don't know where my life is going on..!

শুভজিৎ শুভ

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ...I'm a Bad Student of 'Electronics and Communication Engineering'

শুভজিৎ শুভ › বিস্তারিত পোস্টঃ

প্রিয়া- বন্দে আলী মিঞা

২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

তোমারে পাই জ্যোত্স্না রাতের

অলস ঘুমের মাঝে

আমার বাঁশী তোমার হাতে

গভীর সুরে বাজে |

নিখিল ব্যাপি চাহিয়া থাকে

কাজল তব আঁখি

নিজেরে খুঁজি হারাইয়া দিশা

মনেরে হানি ফাঁকি ;

ঊষসী তব সিঁদুর পরে

বলাকা সারি মালিকা গড়ে

তোমারে যাই ধরিতে চাই—

অমনি পাই না যে |

তোমারে পাই শরৎ প্রাতে

শিশির-ছেঁচা ফুলে

নৃত্য তব উছলি উঠে

নদীর কূলে কূলে |

কখনো দেখি বাহিয়া যাও

মেঘের তরীখানি

পাতায় ফুলে দেখেছি কভু

লিখিতে তব বাণী

সাগর তালে বাজাও বীণা

মনেতে জানি এ-সুর চিনা

কখনো তাহা গুঞ্জরেছি

কখনো গেছি ভুলে |

ফাগুন দিনে মাধবী রাতে

যে ছবি তব জাগে

চমকি দেখে — শিহরি উঠি

পুলক বুকে লাগে—

অশোক শাখে মুছেছে তব

চরণ রাঙা লেখা

আমের নব মঞ্জরীতে

কখনো দেছ দেখা |

শিমূল শাখে আবির খেলি

অঙ্গে ধরি পলাশ চেলী

বধূর বেশে কভুবা এলে

জীবন পূরোভাগে |

নয়ন তব যে-ভাষা ফোটে—

বুঝিতে পারি তায়—

সঁপিয়া দাও রিক্ত করি—

সকল আপনায়,

কাঁপিয়া প্রিয়া যে-গানখানি

তরুণ তব মনে

আমার বুকে তাহার রঙ

লেগেছে অকারণে |

তোমারে পাই সুদূর হ’তে

আগুন-ভরা যে-সুর পথে

সেথায় মোরা রচেছি গেহ

গোপন নিরালায় |

ঝড়ের সাথে এলায়ে কেশ

এসেছ বিরহিনী

তোমারে দেখে জেগেছে মনে

চিনি গো যেন চিনি ;

বরষা রাতে চোখের জলে

হেসেছ’ পলাতকা

চখিরে দেখে যেমন করি

হেসেছে ভীরু চখা |

পেয়েছি তোমা জীবন ভরে

নানান রূপে পলক তরে

কখনো হারি খেলার ছলে

কখনো যেন জিনি |

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৮

এহসান সাবির বলেছেন: এই রকম লেখা চালি্য যান। আরো সুন্দর সুন্দর কবিতা পোস্ট দেন। অনেক ভালো লাগলো।

২| ২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৩৩

শুভজিৎ শুভ বলেছেন: dhonnobad dada.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.