![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ...I'm a Bad Student of 'Electronics and Communication Engineering'
১.
মগজে শুধুই PNPC,
আর Hard Disk ভরা পর্ণো।
Computer-এ Internet,
হাতের মুঠোয় জন-অরণ্য।
২.
mobile-এ আছে Lover's Life,
Head Phone কানে হচ্ছে ধন্য,
যুবতীর দেহে কাপড় কম,
Style-এ, শিক্ষা হচ্ছে বন্য।
৩.
Pocket যদি থাকে মোটা,
vote-এ দাঁড়ানো অনেক সোজা।
যোগ্যতা আজ রসাতলে,
আর মন্ত্রীরাই সব চুরি করে।
৪.
College রাজনীতি, আজ অন্যরূপ,
নেই তা শিক্ষা স্বরূপ।
Principal কেও পেটানো হয়,
আর কাঁদা ছোড়া-ছুড়ি চলে সবসময়।
শুভজিৎ।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫
শুভজিৎ শুভ বলেছেন: dhonnobad...! Aponader jonnoi aro valo lekhbar chesta korbo...
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫
অদৃশ্য বলেছেন:
লিখাগুলো চমৎকার লেগেছে আমার কাছে...
আপনার লিখাগুলো পাঠের পর '' স' রওশন '' ভাইয়ের কথা মনে পড়ে গেলো...
আশাকরছি সামনে আপনার আরও লিখা পড়বার সুযোগ হবে... লিখালিখি চলুক...
শুভকামনা...