![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ...I'm a Bad Student of 'Electronics and Communication Engineering'
১. কান পেতে আমি জলের গান
শুনি, বসন্তের সকালে কুহু ডাকও শুনি,
চরম অসাম্যের মধ্যে আবার সাম্যের
গানও শুনি..
২. অচল শহর, ব্যস্ত জন-জীবন।
ব্যস্ত নেতা-নেত্রী বৃন্দ, মানুষের
মনে বিরুদ্ধ হিংসার বীজ বুনতে।
৩. খাদ্যের অভাব তাই শুন্যতা কুঁরে খায়
আমায়...
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯
শুভজিৎ শুভ বলেছেন: chesta kori dada, jotota hoy...
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২২
প্রান্তিক জন বলেছেন: জলের গান শুনার অভ্যাস যার আছে, সে কবির ক্ষতমা প্রভুত। কিন্তু কবিতা হচ্ছে সুন্দরের জয় গান, কিংবা সৌন্দর্য়ের নানা মাত্রিক উপলব্ধি মানুষের সামনে নিয়ে আসা। যা মানব মনকে মহৎ একটা ভাব আচ্ছন্ন করে রাখবে। সাংবাদিকের কাজ আর কবির সাধনা এক নয়। তাই ...