![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষক...শিক্ষকতার পাশাপাশি পড়তে লিখতে ভালোবাসি..
আজ বিসিএস (শিক্ষা) ক্যাডার হিসেবে দুই বছর পূর্তি হলো...২০১৩ সালের ১৫ জানুয়ারি এরকমই এক হাড় কাঁপানো শীতের দিনে রাণী ভবানী সরকারি মহিলা কলেজ, নাটোরে প্রভাষক হিসেবে যোগদান করেছিলাম...দেখতে দেখতে সময় কিভাবে যেন চলে গেল.....খুবই উপভোগ্য ভাবে কেটেছে গত দুইটি বছর.....আমার স্টুডেন্টদের সাথে কাটানো মুহুর্তগুলো আমাকে কখনো খারাপ থাকতে দেয় না...আমার সকল স্টুডেন্টদের কাছে আমি কৃতজ্ঞ কারণ ওরাই আমার এই চাকরির প্রাণশক্তি...তবে একটু আলাদা করে না বললেই নয় আমি গত দেড় বছর ধরে পাঁচটি ছাত্রীকে কলেজ শেষ হওয়ার পর পড়াই... ওরা আমার পঞ্চকন্যা হিসেবে কলেজে সব স্যার ম্যাডাম এবং অন্য স্টুডেন্টদের কাছে পরিচিত...আমার এই পঞ্চকন্যাদের নিয়ে আমার অনেক স্বপ্ন...ওরা ভালো কিছু করবে এই ব্রত নিয়ে ওরা এগিয়ে চলেছে..আর গত দেড় বছর ধরে আমার পঞ্চকন্যা আমার প্রতিটি অকেশানকে অসম্ভব সুন্দর করে সেলিব্রেট করে আমার সময়টাকে আরও রাঙিয়ে তুলেছে....অনেকেই বলে থাকেন শিক্ষা ক্যাডারে সেই চার্ম নেই আর আমি গত দুই বছরের অভিজ্ঞতা থেকে বলি...মানব জীবনের অন্যতম লক্ষ্য যদি হয় নিজে সুখী হওয়া এবং অপরকে সুখী করার চেষ্টা করা তাহলে এর চেয়ে ভালো চার্মিং জায়গা খুব কমই আছে.........
১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৮
সুব্রত মল্লিক বলেছেন: ধন্যবাদ স্যার..মসজিদ মার্কেটের সামনে শামীম স্যারদের সাথে মাঝে মাঝেই চা খাওয়া এবং আড্ডা দেওয়া হয়.আপনার আশাবাদ আমার চলার পথে পাথেয় হয়ে থাকবে।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪
রহস্৪২০ বলেছেন: শুভেচ্ছা রইল , এই যাত্রা শুভ হক
১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯
সুব্রত মল্লিক বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৭
নিলু বলেছেন: চার্ম কোন জবে বেশী বলা মুশকিল বোধ হয় ,
১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১
সুব্রত মল্লিক বলেছেন: এটি একটি আপেক্ষিক বিষয় একেকজন একেক ক্ষেত্রে আনন্দ খুঁজে পান। তবে আমি বলতে চেয়েছি মানুষের কাছাকাছি যারা থাকতে চান মানুষের জীবনে পরিবর্তন আনতে চান তাদের জন্য শিক্ষকতা অনেক সুন্দর একটা প্লাটফর্ম।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮
নিলু বলেছেন: বর্তমানে ছাত্র /শিক্ষক সম্পর্কের কি অবস্থা বলে মনে করেন, সমাজ অনেক সময় , শিক্ষককে মাস্টের বলে যে , শিক্ষক কি তার দায়িত্ব পালন করছে ? কোচিং কি প্রয়োজন বলে মনে করেন ?
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২২
হাসিনুল ইসলাম বলেছেন: সুব্রত ভাই, আপনাকে কি মসজিদ মার্কেটের সামনের চায়ের আড্ডায় দেখেছিলাম? ছিলাম এন.এস. এ। শামীম ভাইদের সাথে আড্ডায় থাকতাম। আপনি যে এতটা ইতিবাচক, তা তো বুঝিনি। আশা করি এই ইতিবাচকতা ধরে থাকেবন শেষ পর্যন্ত। আপনার জীবন সুখের হোক, অন্যকে সুখী করার দিকনির্দেশনা দেয়ার মত শক্তিশালী হোন!