![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষক...শিক্ষকতার পাশাপাশি পড়তে লিখতে ভালোবাসি..
http://www.prothom-alo.com/bangladesh/article/430306/à¦âলà§à¦à§à¦²-পরà§à¦à§à¦·à¦¾-হরতাল-à¦
বরà§à¦§à§à¦°-à¦à¦à¦¤à¦¾à¦®à§à¦à§à¦¤ আর লক্ষ লক্ষ আমজনতার ছেলে-মেয়েদের বেলায় উটপাখির মতো বালিতে উট পাখির মতো মুখ গুঁজে রইলেন................
বৈষম্যহীন সমজাব্যবস্থার স্বপ্ন নিয়ে হাজারো কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা প্রাণের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তাঁরা স্বপ্ন দেখেছিলেন এমন একটি সমাজব্যবস্থার যেখানে তাদের উত্তর প্রজন্ম স্বাধীনতার, মুক্তির স্বাদ পাবে। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে ঠিকই একটা দেশ পেয়েছি কিন্তু এই দেশে দুই শ্রেণির মানুষের জন্য দুই রকম নিয়ম! বিরোধী দল ও লেভেল পরীক্ষা হরতাল অবরোধের আওতামুক্ত করেছে বলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এর ফলে ও লেভেল পড়ুয়া হাজারো ছেলে-মেয়ে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবে। কিন্তু একটি প্রশ্ন না করে পারছি না, গত দুই বছর ধরে পিএসসি, জেএসসি, এসএসসি, এইসএসসি সহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় লক্ষ লক্ষ কোমলমতি ছেলে-মেয়ে, তাদের অভিভাবক সহ সচেতন মানুষ মিনতি করে পরীক্ষার দিন হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে, মিনতি করেছে কিন্তু কঠোর আন্দোলনরত দলগুলো কর্ণপাত করেনি...এক একটা পরীক্ষা পিছিয়েছে আর ছেলে-মেয়েগুলো অসহায়ের মতো দিন অতিবাহিত করেছে। বিশেষত ভর্তি পরীক্ষার সময় দেখেছি হাজারো ভয়ার্ত অভিভাবক, ছাত্র-ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে জীবন হাতের মুঠোয় নিয়ে ঘুরে চলেছে কিন্তু এই দুর্দশা দেখে উনাদের মন একটুও আর্দ্র হয় নি বরং বলেছেন দেশের বৃহত্তর স্বার্থে এই কোমলমতি ছেলে-মেয়েদের এটুকু স্যাক্রিফাইস করতে হবে। আর এখন দেখছি ও লেভেল পড়ুয়াদের বেলায় অন্য নিয়ম........কারণ খুবই সাধারণ, ও লেভেলে পড়ে তথাকথিত এলিট ক্লাসের মানুষের ছেলে-মেয়ে আর তাই এই মহতী উদ্যোগ.........মহমান্য এলিটরা আপনারা শুধু আপনাদের ছেলে-মেয়ের কথা ভাবলেন খুব ভালো এটা প্রশংসা যোগ্য তো এবার এই প্রলেতারিয়েত ক্লাসের লক্ষ লক্ষ ছেলে-মেয়ের আগামীতে এসএসসি, এইচএসসি পরীক্ষা আসছে আপনারা দয়া করে এদের কথা একটু মাথায় রাখবেন তাহলে দেখবেন আপনারা মানবিকভাবে জয়ী হয়েছেন নইলে কিন্তু একসময় মসনদে বসার জন্য এই প্রলেতারিয়েতদের কাছে ভোট চাইতে আসতে হবে...তখন কিন্তু.............
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১০
আহমেদ জী এস বলেছেন: সুব্রত মল্লিক ,
.....একসময় মসনদে বসার জন্য এই প্রলেতারিয়েতদের কাছে ভোট চাইতে আসতে হবে...তখন কিন্তু.............
তখন কিন্তু... কি ? বলেন নি ।
বলুন -- ভোট বর্জন করেছি চিরতরে ।
সাহস রেখে বলূন । আপনার এই লেখার পথ ধরেই সচেতন হোক মানুষ , উপলব্ধি হোক তাদের ।