![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষক...শিক্ষকতার পাশাপাশি পড়তে লিখতে ভালোবাসি..
সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে! বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো-বিবিসি, সিএনএন, আল জাজিরা লাইভ প্রচার করছে...পৃথিবীর কোটি কোটি মানুষের চোখ আটকে রয়েছে টিভি পর্দায়....কারো চোখে পলক পড়ছে না...মানব সভ্যতার ইতিহাসে এরকম অভাবনীয় দৃশ্য আগে কোথাও দেখা যায় নি......বাংলাদেশের ষোল কোটি মানুষ রাস্তায় নেমে একে অপরের সাথে আলিঙ্গন করছে!!!!!!!আর চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ছে...কারো মনে কোনো রাগ নেই, হতাশা নেই, দুঃখ নেই, রেশারেশি নেই, ক্ষোভ নেই...চোখে-মুখে নেই কোনো জিঘাংসার চিহ্ন!!!! সবচেয়ে লক্ষনীয় হলো যারা এতকাল ছিল শত্রুভাবাপন্ন তারাই আজ একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। যে রাজনীতিবিদরা এতদিন ক্ষমতার মোহে উন্মত্ত হয়ে একে অপরকে শত্রুজ্ঞান করত তারা আজ সবচেয়ে যেন বেশি আপনজন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে কোনো নিরাপত্তরক্ষী ছাড়াই একা একা গণভবন থেকে নিজে গাড়ি চালিয়ে চলে এসেছেন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে...পুত্রশোকে কাতর খালেদা জিয়া নিজে কিছুটা সামলে উঠেছেন...ঊনার উপদেষ্টারা আগে এককবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলশান কার্যালয়ে ঢুকতে দেয় নি...এবার খালেদা জিয়া সে ভুল করেন নি...শেখ হাসিনা গুলশানে আসার পরপরই খালেদা জিয়া জোর কদমে বাইরে চলে এসেছেন...এরপর দুজন আবেগে দুজনকে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছেন...কেউ কথা বলছেন না, ঊনাদের দুজনের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা...সব অভিমান, বেদনা, রাগ, দ্বেষ, হিংসা অশ্রুধারার সাথে টপটপ করে গড়িয়ে পড়ছে মাটিতে.........ওদিকে আর একটা কান্ড ঘটে গেছে...আমেরিকা থেকে সজীব ওয়াজেদ জয় এবং লন্ডন থেকে তারেক জিয়া ঢাকা বিমান বন্দরে পৌঁছে তাদের মায়ের মতো করে একে অপরের সাথে আলিঙ্গনরত অবস্থায় দাঁড়িয়ে আছেন আর বিমান বন্দরে লক্ষ লক্ষ আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা একে অপরকে জড়িয়ে ধরে আছে...সবার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা....সমস্ত দেশ আজ আলিঙ্গেন আবদ্ধ...অফিসের বড় অফিসার থেকে পিওন, ঘুষখোর অফিসার থেকে সৎ অফিসার, আমলা থেকে সাধারণ মানুষ, শিল্পের মালিক থেকে শ্রমিক, গ্রামের ধনী কৃষক থেকে দিনমজুর, শিক্ষক থেকে ছাত্র সবাই আজ একে অপরের কাছের লোক হয়ে গেছে...পুরো বাংলাদেশ আজ আবেগের আলিঙ্গনে আবদ্ধ...এই বাংলাদেশে আজ কোনো হানাহানি নেই, নেই হিংসার উন্মত্ততা, নেই কােনো পেট্রোল বোমার আগুনে ঝলসে যাওয়া আহতের আর্তনাদ, নেই কোনো কুটিল রাজনৈতিক চাল, ছেলে-মেয়ে গুলো নির্বিঘ্নে বিদ্যামন্দিরে যাচ্ছে, চারিদিকে ঝলমল করছে জ্ঞান আর প্রজ্ঞার দীপ্তি, হাসি-খুশি কোটি মুখ দেখে সারা বিশ্ব অবাক হয়ে দেখছে....সারা বিশ্ব থেকে মানুষ আসছে বাংলদেশে..ওরা সুখী মানুষ দেখতে চায়, ওরা সহজ সরল জীবন দেখতে চায়...বাংলাদেশ হয়ে উঠেছে পৃথীবর সুখের ভরকেন্দ্র................খুব অন্যায় স্বপ্ন দেখা হয়ে গেল নাকি!!!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.