![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষক...শিক্ষকতার পাশাপাশি পড়তে লিখতে ভালোবাসি..
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁর সফরসঙ্গীসহ এখন ঢাকায় অবস্থান করছেন। একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে তিনি যোগ দিতে এসেছেন। এটি নিঃসন্দেহে দুই বাংলার মধ্যকার দুরত্ব ঘুচিয়ে একটি সুন্দর শ্বাশত সম্পর্ক গড়তে সাহায্য করবে। আমাদের দুই বাংলার মানুষের মাঝে অমিলের থেকে মিলই বেশি। তারপরও রাজনীতির পাশাখেলায় দুই বাংলার মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়েই মতপার্থক্য তৈরি হয়েছে। আজ দুই বাংলার সংস্কৃতি জগতের মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠানে মমতা দিদি বলেছেন, আপনাদের আমার কাছে কি চাওয়ার আছে বলুন। দিদি খুব ভালো একটা কথা বলেছেন। আমি এই দেশের একজন নগন্য মানুষ হয়ে বলছি আমাদের আপনার কাছে খুব বেশি চাওয়ার নেই। আমরা ভাটির দেশের মানুষ আপনারা উজানে আছেন তাই আমাদের ব্যাথা আপনি বুঝবেন না। নদী মাতৃক আমাদের এই দেশ নদীর জলেই আমাদের সভ্যতা গড়ে উঠেছে। আমাদের উত্তরবঙ্গ অনেকটাই তিস্তার জলের ওপর নির্ভরশীল আমরা সেখানে সবুজ ফসল ফলানোর জন্য তিস্তা ব্যারেজ করেছি কিন্তু জলের কোনো দেখা নেই। যেখানে থাকার কথা সবুজ ফসলের সমারোহ সেখানে দেখা যায় ধূ ধূ বালু। তাই আপনার কাছে আমাদের প্রথম দাবি ( এটি আমাদের অধিকার) আপনি আমাদের ন্যায্য জলটুকু দিয়ে আমাদের প্রাণে সবুজের সঞ্চার করুন। আমাদের ২য় দাবি হচ্ছে ছিটমহল বিনিময় চুক্তি। ছিটমহলে বসবাসরত মানুষগুলোকে একটু স্বাধীনভাবে এই পৃথিবীর রুপ-রস গন্ধ উপভোগের সুযোগ করে দিন। জানি আপনি অনেক মানবিক তাই এই মানবিকতাটুকু আশা করতেই পারি! এবার আসি ৩য় দাবীতে। আমাদের সীমান্তের কাছের মানুষগুলো আপনার বর্ডার পার হলেই ( বিনা অনুমতিতে পার হওয়া অন্যায়) কিংবা বর্ডারের আশেপাশে গেলেই আপনাদের বিএসএফ বাহিনী নির্বচিারে গুলি চালায়। এটা কোনো সভ্যতার মানদন্ড হতে পারে না। আপনারা ধরে নিয়ে বিচার করতে পারেন কিন্তু এভাবে পাখির মতো গুলি করে মারতে পারেন না। আর শেষ দাবী যেটি করছি সেটি হলো আপনি সবসময় সংস্কৃতি বিনমিয়ে আগ্রহী। তো আমাদের দেশে আপনাদের সব চ্যানেল দেখা যায়। কিন্তু আপনাদের দেশে আমাদের কোনো চ্যানেল দেখা যায় না। এখন আপনারা যদি আামদেরটা আটকে রাখেন তাহলে বিনমিয় কিভাবে হবে? তাই বলি দিদি আপনার কাছে আমাদের বেশিকিছু চাওয়ার নেই। আপনি আপমাদের জল দেন আমরা আপনাদের ইলিশ খাওয়াবো ( আমাদের চাহিদা মেটানোর পর যদি থাকে)।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২০
চাঁদগাজী বলেছেন:
ভারত আমাদের বন্ধু প্রতিবেশী হবে একদিন।
আমাদের মানুষ বাস্তবতা বুঝে না।