![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষক...শিক্ষকতার পাশাপাশি পড়তে লিখতে ভালোবাসি..
টবের ফুলের সাথে আমার প্রতিদিন অলিখিত ভাবে আলো খোঁজার যুদ্ধ চলছে। আমার বেডরুমের জানালায় রাখা টবে ফুল ফুটেছে..ফুলগুলো দেখতে অনেক সুন্দর। আমি ঘুমাতে যাওয়ার আগে এবং ভোরে ঘুম থেকে উঠে আগে টবের ফুল দেখি এবং চোখ জুড়িয়ে যায়। যেহেতু আমার রুমের ভেতরদিকে অন্ধকার আর জানালার বাইরের দিকে আলোর আভা তাই টবের ফুলগুলো স্বভাবতই জানালার বাইরের দিকে ঝুঁকে থাকতে পছন্দ করে। আমি প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠে ফুটন্ত ফুলগুলোকে আমার রুমের দিকে মুখ করে রেখে দিই...এবার কলেজ থেকে ফিরে টবের কাছে যেতেই দেখি ফুলগুলো আবার জানালার বাইরের দিকে ঝুঁকতে শুরু করেছে..একটা টবের ফুল প্রতিমুহুর্তে শত প্রতিকুলতাকে উপেক্ষা করে নিরন্তর আলো খুঁজে বেড়ায় আর আমরা সৃষ্টির সেরা জীব হয়ে আলোকরশ্মিকে দূরে সরিয়ে রেখে অন্ধকারকে দীর্ঘায়িত করতে উঠেপড়ে লেগেছি...সেলুকাস! সত্যি বিচিত্র এই জগৎ.............
©somewhere in net ltd.