নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবর্ত

আমি এই ব্লগের নীতিমালা মেনে আমার সৃজনশীলতা বিকাশের চেষ্টা করব

সুব্রত মল্লিক

আমি একজন শিক্ষক...শিক্ষকতার পাশাপাশি পড়তে লিখতে ভালোবাসি..

সুব্রত মল্লিক › বিস্তারিত পোস্টঃ

তুমি এসেছিলে তাই

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৫

পরশুদিন বাংলাদেশ ক্রিকেট দল ভারতের সাথে কোয়ার্টার ফাইনাল খেলবে..১৯৭১ সালের আগে পাকিস্তান ক্রিকেট দলে পূর্ব পাকিস্তানের খেলোয়াড় দূরবিন দিয়ে খুঁজতে হতো...পশ্চিম বাংলা একসময় পূর্ব বাংলার উপর দাদাগিরি করত আজ ভারতীয় ক্রিকেট দলে পশ্চিম বাংলার একজন খেলোয়াড়ও নেই। পশ্চিমবঙ্গের অধিবাসীরা ভারত স্বাধীন হওয়ার পর হাতে গোনা দুই তিন জন জাতীয় দলের ক্রিকেটার পেয়েছে। ওদের সবেধন নীলমণি হলো সৌরভ গাঙ্গুলি...গাঙ্গুলি ভালাে অধিনায়ক ছিলেন কিন্তু বিশ্বসেরা ছিলেন না আর আমাদের সাকিব আল হাসান তিন ফরম্যাটেই বিশ্বসেরা অল রাউন্ডারের স্বীকৃতি পেয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে যেখানে একজন ক্রিকেটারও জাতীয় দলে সুযােগ পায় না সেখানে আমাদের দামাল ছেলেরা পতপত করে উড়িয়ে চলেছে লাল সবুজের পতাকা। সারা বিশ্ব অবাক হয়ে দেখছে বাংলাদেশের আধিপত্য। টুঙ্গিপাড়ার অজ পাড়া গা থেকে উঠে আসা চশমা পরিহিত মানুষটি আমাদের দিশা দেখিয়েছিলেন বলেই আজ আমরা বলতে পারি আমরা বাঙালি আমরা স্বাধীন..তিনিই আমাদের শিখিয়েছিলেন কিভাবে প্রতিপক্ষের চোখে চােখ রেখে লড়াই করতে হয়।শুভ জন্মদিন জাতির পিতা..তোমার কীর্তিতে তুমি রবে অম্লান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.