নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবর্ত

আমি এই ব্লগের নীতিমালা মেনে আমার সৃজনশীলতা বিকাশের চেষ্টা করব

সুব্রত মল্লিক

আমি একজন শিক্ষক...শিক্ষকতার পাশাপাশি পড়তে লিখতে ভালোবাসি..

সুব্রত মল্লিক › বিস্তারিত পোস্টঃ

অসুখী দেশের তালিকায় দেশের তালিকায় বাংলােদশ

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৩

গ্যালপের জরিপ বলছে অসুখিী দেশের তালিকায় বাংলাদেশর স্কোর এবার একেবারে তলানির দিকে। এবার একটু অসুখী মানুষ বা গোষ্ঠীর দিকে নজর দেয়া যাক...এখন ভর্তি পরীক্ষার মৌসুম। মেডিকেলে প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে হবু ডাক্তার বাবু থেকে শুরু করে না হতে পারা ডাক্তার বাবুসহ সকলেই অসুখী..যারা চান্স পেয়েছে তারা ভাবছে এই বুঝি পরীক্ষা বাতিল হয় আবার যারা আন্দোলন করছে তারা ভাবছে বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনি...যারা ভার্সিটিতে চান্স পেয়েছে তাদের ৯৯ ভাগ অসুখী...ভার্সিটি মেলে তো কাঙ্খিত সাবজেক্ট মেলেনা আর যারা পায়নি তারাতো চরমভাবে অসুখী...আবার গরীব মধ্যবিত্ত ঘরের বাবা-মারা আছেন চরম ‍দুশ্চিন্তায় পাবলিকে চান্স না পেলে.......এবার আসা যাক সরকারি চাকরিজীবীদের আঙ্গিনায়...সরকার পে স্কেল ঘোষণা করেছে কিন্তু সিলেকশান গ্রেড টাইম স্কেল তুলে দেয়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সবাই আছেন চরম দুশিন্তায়...বিসিএস ২৬ ক্যাডার এখন আন্দোলনে.এমপিওভুক্তি নিয়ে বেসরকারি শিক্ষকরা শহীদ মিনারে...ওদিকে বেসরকারি চাকরিজীবীরা ভাবছেন পে স্কেল দিলে সরকারি চাকরিজীবিীদের বেতন বাড়বে তাদের কি হবে? তারাও আজ অসুখীর কাতারে...রাজনীতিবিদদের মধ্যে সরকারি দল ষড়যন্ত্র নিয়ে সবসময় টেনশনে আর বিরোধী দল অস্তিত্ব নিয়ে টানাটানিতে ব্যস্ত...গ্যাস বিদ্যুতের দাম বাড়াতে গ্রাহকরা হয়রানির শিকার...কৃষকের মাজা তো এমনিতেই ভাঙা...গার্মেন্টস শ্রমিকরা আধমরা অবস্থায় দিনতিপাত করে...ঢাকা শহরে পাবলিক বাসে উঠলে দেখবেন ভাড়া নিয়ে তুমুল ঝগড়া....রিপোর্ট বলছে শহরে ডিভোর্স বাড়ছে..সাংস্কৃতিক আগ্রাসনে আজ দেশে লিভ টুগেদার, পরকীয়া বাড়ছে অর্থাৎ দম্পতি ‍কিংবা সেমি কাপল থেকে শুরু করে সবাই টেনশনে...কিছুদিন থেকে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে মেয়েদর নিরাপত্তা নিয়ে সবাই টেনশনে...সাথে অনন্ত চাহিদার সাথে তাল মেলাতে গিয়ে নিত্য হাহাকার...চারিদিকে টেনশন আর টেনশন....এভাবে কি সুখী হওয়া যায়....সুখী হওয়ার ভান করা যায়...............

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুখী তালিকায় আসতেও দেরি নাই, আবার অসুখী তালিকায় আসতেও দেরি নাই।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

বাংলার নেতা বলেছেন: আপনি কি একজন আলোকচিত্রি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.