![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুদর্শন দাস
আজকাল নিশিরাজ আমার নিস্বার্থ সঙ্গী,
রাতের আধারে মিশে থাকা দুঃখ কনা
সাথে এক রাশ স্মৃতি মেশানো কফি,
দূর আকাশে তাকাতে সাহায্য করে
প্রতি রাতে নিকোটিনের কালো ধোঁয়া
ভালবাসা নামক অকৃত্রিম অদৃশ্য...
চুপ ঘুম চুপ
আমি খোলা চোখে,
তাকে উপলবদ্ধি করতে চাই।
রাত তুমি,
নিরব থেকে নিরব হয়ে যাও
অল্প একটু গল্প করতে চাই।
সময়
থেমে যাক কিছুটা
কষ্টের পাহাড়, সরে যাও
আর একটু বাঁচতে চাই
সব শব্দ...
সুদর্শন দাস
মাঝ রাতে চা খাচ্ছি ব্যালকুনিতে দাঁড়িয়ে । হঠাৎ দৌব্য বাণী
-আর এক কাপ চা নিয়ে আয় দেখি ।
আমি দিব্যি ভয় পেয়ে বললাম কে, কে..... কে আপনি ?
-ঈশ্বর, যা চা নিয়ে...
এক ফোঁটা সুখ মিশ্রিত শিশির পান করতে দাও আমাকে
যদি বুকের ভিতর অদম্য আগুন কে শান্ত করতে পারে,
হৃদয় যেখানে নিকোটিনির নিকোশ ধোঁয়ায় ক্লান্ত প্রায়।
তবে বিন্দু পরিমান অক্সিজেন খোঁজে দাও, তবে...
©somewhere in net ltd.