![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুদর্শন দাস
আজকাল নিশিরাজ আমার নিস্বার্থ সঙ্গী,
রাতের আধারে মিশে থাকা দুঃখ কনা
সাথে এক রাশ স্মৃতি মেশানো কফি,
দূর আকাশে তাকাতে সাহায্য করে
প্রতি রাতে নিকোটিনের কালো ধোঁয়া
ভালবাসা নামক অকৃত্রিম অদৃশ্য স্পর্শ
মুছে ফেলার চেষ্টা অনেকটাই সফল,
তবে থেকে থেকে ব্যর্থতার পূর্ণ চিত্র।
তাই আজো নির্ঘুম রাত কাটাতে বাধ্য করে,
তোমার দুটো চোখের মায়া ভরা চাউনি
আজো ঝলসে দেয় হৃদয়, আমি ঘুম দিব
এক অজানা ঘুম, শান্তি যেখানে চির সঙ্গী।
©somewhere in net ltd.