![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুদর্শন দাস
মাঝ রাতে চা খাচ্ছি ব্যালকুনিতে দাঁড়িয়ে । হঠাৎ দৌব্য বাণী
-আর এক কাপ চা নিয়ে আয় দেখি ।
আমি দিব্যি ভয় পেয়ে বললাম কে, কে..... কে আপনি ?
-ঈশ্বর, যা চা নিয়ে আয়।
খুব জলদি এক কাপ কফি বানিয়ে এনে টেবিলে রাখতেই, হাওয়ার উপর উঠে গেল কাপটি, মনে হচ্ছে হাওয়া নিজেই খাচ্ছে । এক বার চুমুক দিতে না দিতেই আবার আওয়াজ।
-চা চাইলাম আনলি কফি, তোর মতলব কি বল দেখি ?
-আপনি ঈশ্বর আপনিতো সব জানেন ?
-ও আচ্ছা? যা কাল থেকে কালো টাকার মক্কেল বেশি আসবে তোর অফিসে, তোর চিন্তা করতে হবে না ।
-বস আপনিও !
-আর বলিস না,সব খানে একি অবস্থা, উপরেত আরো অবস্থা খারাপ । প্রতিটা জায়গায় কাজের জন্য টেবিলের নিচে হাত দিতে হয় । আমি শিব আর ব্রক্ষ্মা খুব চাপে আছি । তাই একটু পৃথিবীতে আসলাম । দেখি কেউ কিছু করতে পারে কিনা ।
-আমি কিছু বলব ?
-হুম বল ।
-এগুলোত কমবে না বরং আপনারাও তিন জন যার যার পার্সেন্ট বুঝে নিন । এতো দিন খুব জ্বালাইছেন এহন একটু শান্তিতে থাকতে দিন সবাইকে।
রম্য রচনা , কারো ধর্ম কে ছোট করা হয়নি । শুধু মাত্র দুনিয়ার সত্য ঘটনা একটু মজা করে তুলে ধরা হয়েছে ।
২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৯
সুর্দশন বলেছেন: ধন্যবাদ দাদা, চেষ্টা ছিল সবাই কে একটু হাসানোর ।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২০
সুমন কর বলেছেন: শুভ ব্লগিং..........
রম্য খারাপ হয়নি। +।