নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

বয়স

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০০






অনেকটা পথ পার হয়ে এসে,-পিছনে ফিরতে ইচ্ছা হয়
ইচ্ছা হয় কুয়াশা ঢাকা নদীর ঘ্রাণ নিতে,-এক কিশোরের অনুভূতি নিয়ে
ইচ্ছা হয় সরিষার ক্ষেতের মাঝ দিয়ে ভোঁ দৌড় দিতে,-বালকের মত হয়ে
আর প্যান্টে লেগে থাকবে সরিষার পরাগ রেণু,অন্যরকম ঘ্রাণ লেগে থাকবে মনের মাঝে
খুব ইচ্ছা হয় মায়ের আঁচলের মা মা ঘ্রাণ নিতে অবুঝ জেদি শিশু হয়ে
ইচ্ছা হয় বাবার হাত ধরে বাজারে যেতে।

ইচ্ছাগুলি অদৃশ্যপাখি হয়ে উড়ে আমার চারপাশে

ইচ্ছাগুলি ইচ্ছাই রয়ে যায় অবুঝ বালকের মত
শুধু আয়না আমায় দেখে মিষ্টি হাসে,বলে-কত বছর পেরিয়ে এলে বল
চুলগুলিতে পাক ধরেছে বেশ,চোখের নীচে ভাঁজ হয়েছে কত
এখনও ভাবো কেন বালক বেলার কথা?
এখনও মনে পড়ে কৈশোরের কথা?

মেঘে মেঘে কেটে যায় বেলা।

১৯/১২/২০১৮

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: সেদিন ঢাকার বাইরে গিয়ে দেখলাম শর্ষে ফুল। মাইলের পর মেইল শর্ষে খেত।
কবিতা খুব সুন্দর হয়েছে।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

মাহমুদুর রহমান বলেছেন: মেঘে মেঘে কেটে যায় বেলা।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৯

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো হয়েছে।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

সুদীপ কুমার বলেছেন: স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.