![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের স্বপ্ন আমি দেখতেই পারি
আমাকে তো কেউ বলে দেয়নি, স্বপ্ন দেখা নিষেধ
তবে জীবনের বন্ধুর পথ চলতে চলতে জেনেছি-
জেগে জেগে স্বপ্ন দেখা শুধু নিষেধই নয়,- পাপ।
যে রাস্তায় আমি চলেছি,সেই পথ কি...
আমি লড়ে যেতে চাই
মৃত্যুর আগ মুহূর্ত সময় পর্যন্ত লড়ে যেতে চাই
আমি এখনও দেখি এই পৃথিবীকে
প্রেমিকের চোখে
আমি এখনও চলি সবুজের বুকে
প্রকৃতির নবজন্ম আমাকে সাহস দেয়
আকাশের নীলিমা আমায় বিশালত্ব দেয়
বাতাসের সর্বগামিতা...
আকাশ পানে হাত বাড়িয়ে দেই
হাতটি হাওয়ায় ভাসতে ভাসতে চলে যায় বন্ধুর কাছে।
দুঃখগুলো এলো ঝড়ের বেগে
বন্ধু আমায় আড়াল করে
সুখগুলো যেন পরিযায়ী পাখি
উড়ছে বহুদূর দিয়ে
বন্ধু এলো আর পাখিগুলি নেমে এলো আমার...
নীল আকাশের মাঝে হারিয়ে ফেলা নিজেকে
কিম্বা নিজেকে আবিস্কার করা কোন পুষ্পউদ্যানে
কখনও কখনও বন্ধুত্ব হলো একরাশ হারানোর বেদনা
কিম্বা টক-ঝাল-মিষ্টি বকুনী,ঝগড়া
হ্যাঁচকা টানে অতীতকে সামনে নিয়ে চলা আসা।
এ যেন এক রুপকথার...
বিনামূল্যে খাদ্য বিতরণ হবে,-গরীবের খাবার কে নেবে কেড়ে ?
প্রিয় বন্ধুগণ,হাওড় এখন জলে থই থই
ওদের (যাদের ব্যবসা কথা বলা) মুখে খই ফুটছে খই।
“সাহায্য” ঠিকানা ভুল করে চলে যায় কাউয়ার ঘরে।
আহ,কি...
ক্রমশ ছোট হয়ে আসে পৃথিবী।নিজেই নিজেকে করি বন্দী।
এরপর ক্রমাগত পাথর জমতে থাকে মনের গভীরে।
টিকিয়ে রাখার প্রাণান্ত চেষ্টা আর বেঁচে থাকার ক্লান্তিকর লড়াইয়ে
একবিন্দু আলো আশার প্রদীপ হয়ে জ্বলে- আরও একবার লড়াই...
শরীর,আমার এই শরীর,সব কিছু স্মরণ আছে তার
কিভাবে উত্তপ্ত হও তুমি,কিভাবে ডানা মেলেছিল ওই শরীর
সব,সবকিছু।
টুপ টুপ বৃষ্টি একটানা পড়ছিল চালের উপর
আর দুইটি শরীর,তোমার আমার
একটু একটু করে মিশে যাচ্ছিল পরস্পরের সাথে।
শরীর, আমার...
আমরা যা শুনছি তা হলো শোরগোল
এবং প্রতিটি শোরগোল আমাদের মুখ নিঃসৃত।
যে মা দাঁড়িয়ে থাকে বিদ্যালয়ের সামনে,-সন্তানের ছুটির অপেক্ষায়
যে কৃষক ব্যস্ত ফসলের ক্ষেতে
শোরগোল শোনার সময় তাদের কোথায়?
শোরগোল ইতিহাস নিয়ে
শোরগোল সাহিত্যের পাতা...
১
উপুড় হয়ে পড়ে থাকা মার্কিন অর্থনীতি
আবার গা ঝাড়া দেয়-
ডলারের তেজি ভাব,পৃথিবীর শ্বাসতন্ত্র চেপে ধরে।
আমি শান্তির কথা বলতে এখানে আসিনি
আমি চাই সবুজ পৃথিবী সবুজ থাকুক।
২
পশ্চিমা গণমাধ্যমের পরতে পরতে লুকিয়ে থাকে
মার্কিন ছলচাতুরী-
দ্রৌপদী...
সাগরের নীল বুকের ঢেউ কেটে এগিয়ে আসা কার্ল ভিনসন নিয়ে
সাগরের বাসিন্দাদের কোনই মাথা ব্যাথা নাই
ওহ,মাথা ব্যাথা হবে কেন
ওদের তো চিন্তা করার শক্তিই নাই
এই যেমন সামুদ্রিক প্রবাল।
সমুদ্রের গভীরে সাঁতরিয়ে বেড়ায় যে...
একদিন আমি আবার খুঁজে পাবো নীল আকাশ
আমার হৃদয়ে
একদিন তুমিও খু্ঁজে পাবে নীল আকাশ
তোমার হৃদয়ে।
জানি কোন একদিন মেঘ জমবে সেই আকাশে
কল্পনা করি বজ্রপাতের
কল্পনা কর বজ্রপাতের।
মেঘে ঢেকে যায় যে আকাশ
তাকে কি বলে...
হয়তো কোন কারণ আছে
তাই আবার ফিরে এসেছি মানুষের বেশে
আঁধার তো নয় চিরকালের
আঁধার দূর হলো সূর্যের আলোক ছটায়।
যা ছিল আমার করনীয়
ভুলেছি আবার
তাই আবার যেতে হবে মরনের ছায়ায়।
মানুষ কি পেরেছি হতে,-...
১
কত পথ দিতে হবে পারি
সামনে আমার নতুন পৃথিবী।
পেছনে পড়ে আছে আমার বাড়ি
সামনে আমার নতুন পৃথিবী।
কত পথ এলেম পিছনে ফেলে
কত আলো বিলিন হলো আঁধারে
কত আঁধার মিশে গেলো আলোতে।
পথের বুঝি নাইকো...
©somewhere in net ltd.