নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি আমার দেশ, সংস্কৃতি, পরিবেশ ও ধর্ম নিয়ে লিখি—সত্য ও সৌন্দর্যের সন্ধানে। আমার লেখাগুলোতে খুঁজে পাবেন বাস্তবতার প্রতিচ্ছবি, অনুভূতির স্পর্শ ও চিন্তার খোরাক। আসুন, একসঙ্গে শেকড়ের সন্ধান করি, বর্তমানকে বুঝি এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাই।\"

পোয়ালী

পোয়ালী › বিস্তারিত পোস্টঃ

এই পৃথিবীর কোনো ধর্ম কি আত্নহত্যার স্বীকৃতি দেয় বলুন?

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৬

যে আপনাকে মাদক অফার করে সে কি আসলেই আপনার বন্ধু?

উওরটা নিজেই খুজুন।।
আপনার বাবা,মা,ভাই,বোন কি এই মাদক নামের বিষ আপনার হাতে কি কখনই তুলে দিবে?
উওর টা হলো না কারণ আপনার পরিবারের সবাই আপনার ভালো চায় আপনার খারাপ হবে যেটায় সেই জিনিসটা ওরা কখনই চাইবে না আপনার হাতে তুলে দিতে।
তবুও এই মাদক সেবন করেন কেনো??
এই প্রশ্নের জবাবে অনেক বড় ভাই ছোট ভাই বলবেন আরেহ ভাই টেনশনের চাপে পরে যায়। কিন্তু আপনি যেনে অবাক হবেন যে এই নিকোটিন নামের বিষ আমাদের টেনশন কমাতে ১% ও সাহায্য করে না, উল্টো এই বিষ আপনাকে এতোটা আস্তে আস্তে শেষ করে যেটা আমাদের বর্তমান প্রজন্মের অনেকেই জানেন তবুও তারা মাদক সেবন করেন।
এটা কি নিজে জেনে আত্নহত্যা হয়ে গেলো না বলেন?
এই পৃথিবীর কোনো ধর্ম কি আত্নহত্যার স্বীকৃতি দেয় বলুন?
তাহলে কেনো ভাই?
ইচ্ছে করলেই তো ছাড়া যায় তাইনা?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.