নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাস করি, \'মানুষের জন্যই ধর্ম ধর্মের জন্য মানুষ নয়\'৷ তাই প্রথমে প্রকৃৃত মানুষ হওয়া চাই, নিরাপদ আলোকিত একজন মানুষ৷ \nhttps://www.facebook.com/SufiMahfuz/

সুফী আহমাদ মাহফুজ

সুফী আহমাদ মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রধর্মের প্রশ্রয়

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৭

রাষ্ট্রধর্ম বিষয়ে তথাকথিত কিছু সুফীবাদি এবং মুক্তমনাদের সমর্থন দেখে বুঝেছিলাম যে তাদের রক্ত হতে পেয়ারা ফাকিস্তান এখনও মুছে যায়নি! তাদের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা কম অথচ ধর্মের প্রতি বেশি! এসব ধর্মান্ধ সুফীবাদিরা আসলে ছদ্মবেশী কাঠমোল্লা, সাম্যবাদী সুফীজমের ছালা গায়ে দিয়ে তারা সুফিজমকেই সর্বাধিক ক্ষতিগ্রস্হ করছে৷
রাষ্ট্রধর্ম বিষয়ে সেক্যুলারিজম/সাম্যবাদ পরাজিত হওয়ায় সবচেয়ে বেশী উৎসাহিত হয়েছে ওহাবীরা আর প্রশ্রয় পেয়েছে জামাত-শিবির এবং তেঁতুল শফির মতো অমানুষ গুলি৷ফলশ্রুতীতে মুক্তপ্রাণ মানুষ আর আলোকিত মানুষ গুলি প্রতিদিন খুন হয়ে যাচ্ছে৷নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুনলে মানুষ এখন আর অনুপ্রাণীত হয়না, তারা খুন হয়ে যাবার আশংকা করে৷ আসুন ইসলামকে শুধু রাষ্ট্রে নয় মানুষের হৃদয়েও প্রতিষ্ঠা করি৷ সুধীজনের সচেতনতা কাম্য৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.