নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাস করি, \'মানুষের জন্যই ধর্ম ধর্মের জন্য মানুষ নয়\'৷ তাই প্রথমে প্রকৃৃত মানুষ হওয়া চাই, নিরাপদ আলোকিত একজন মানুষ৷ \nhttps://www.facebook.com/SufiMahfuz/

সুফী আহমাদ মাহফুজ

সুফী আহমাদ মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

দেশ ও ধর্ম

১৯ শে মে, ২০১৬ সকাল ১০:১৩

অনেককেই দেখি দেশকে অধিক ভালোবাসতে গিয়ে ধর্মকে ছুড়ে ফেলে দিতে আবার কিছু দেখি যারা ধর্মকে ভালোবাসতে গিয়ে দেশকে অপমানিত করে চলেছে৷ মনস্তত্ব বিদ্যা বা সাইকোলজী অনুসারে এই দুই বিষয়ের প্রতি প্রেম মূলত একই উৎস হতে তৈরী হয়৷ বস্তুত দেশপ্রেম আর ধর্মপ্রেম একই সুতোয় গাঁঁথা, অর্থাৎ যার দেশপ্রেম নাই তার ধর্মপ্রেমও নাই আবার যার ধর্মপ্রেম নাই তার দেশপ্রেমও নাই৷ দেশপ্রেম বা ধর্মপ্রেম কোনোটাই নাই এমন মানুষেরা মানবাধীকারের মানবধর্ম আর আধ্যাত্মবাদ প্রচারে ব্যাস্ত, আসলে তারা নিজের প্রচার করে, নিজের ব্যাবসার প্রচার করে৷অন লাইন বা প্রিন্ট মিডিয়াতে তাদের লিখা গুলিতে শুধুই মানুষের দুর্নাম আর বিতর্কিত বিষয় নিয়ে বক্তব্য, এভাবে তারা বাজার গরম রাখে৷ এদের যতবারই ঘাড় ধরে বের করে দেয়া হোক বা জেলে ভরা হোক তারা জামিন পেলেই নির্লজ্জ রাজনীতিবীদদের মতো আঙুল তুলে 'ভী' চিহ্ন দেখায় আর তখন কিছু প্রিপেইড ছাগল জামিনপ্রাপ্ত রামছাগলদের গলায় মালা পড়িয়ে দেয়, তারপর এক ক্যামেরা ক্লিকে পুরো পাড়া গরম; ব্যাবসা আবার চাঙা হয়ে ওঠে৷ আসলে তাদের নিজের ঘটে না আছে গুরুবিদ্যা না আছে মানবীয় মূল্যবোধের গুপ্তজ্ঞান, আছে শুধু ঈর্ষার আস্ফালন আর কিতাব হতে শোনা বিভ্রান্তিকর গালগল্প ! এমন ব্যক্তিদের কাছ থেকে অতি পুরোনো সস্তা বিতর্কিত বস্তাপঁঁচা জ্ঞান নিয়ে আধ্যাত্মিক ভাববাদীর বেশ ধরার চাইতে অজ্ঞ থাকাই শ্রেয় বোধকরি৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.