নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাস করি, \'মানুষের জন্যই ধর্ম ধর্মের জন্য মানুষ নয়\'৷ তাই প্রথমে প্রকৃৃত মানুষ হওয়া চাই, নিরাপদ আলোকিত একজন মানুষ৷ \nhttps://www.facebook.com/SufiMahfuz/

সুফী আহমাদ মাহফুজ

সুফী আহমাদ মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

দু\'পেয়ে জানোয়ার

০১ লা জুন, ২০১৬ ভোর ৫:০০

বাজারে গিয়েছিলাম, ফেরার পথে দেখি এক দাড়ি-টুপি ওয়ালা লোক রিকশা থামিয়ে আম কিনছেন৷ রিকশাতে তিন চার বছরের একটা ফুটফুটে মেয়ে বসে আছে৷ মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরছে বোধ হয়, দুপুর বারোটার প্রচন্ড রৌদ্রে চারপাশ উত্তপ্ত৷ মেয়েটার মাথা মুখ হিজাব দিয়ে ঢাকা, পুরো শরীর ঘামে ভিজে যাচ্ছে৷ মেয়েটা হিজাবটাকে খুলতে চেষ্টা করা মাত্রই লোকটা মেয়েটাকে বেজায় জোড়ে একটা চড় দিলেন... আমি দেখলাম মেয়েটার চোখে পানি টলটল করছে৷
আর দাড়ালাম না....অনেক ক্ষোভ আর হতাশা নিয়ে ভগ্নমনে বাড়ি ফিরলাম৷ তিন বছরের বাচ্চা মেয়েটা পর্দা আর হিজাবের কিইবা বোঝে? সেই শিশুটির আসলে এই সমাজের দামড়াদের কুৎসিত মানসিকতা বোঝার ক্ষমতা নেই!
যে লোক নিজের তিন বছরের মেয়েকে হিজাব পড়তে বাধ্য করে তার মানসিকতায় কি খেলা করে তা আমরা বুঝতে পারি .... অন্যের তিন বছরের মেয়ে দেখলে তার মধ্যে কি ভাব জাগ্রত হয় তাও আমরা বুঝতে পারি! বর্বর দু'পেয়ে জানোয়ার কোথাকার!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৬ সকাল ৭:৫৫

হাসান মাহবুব বলেছেন: ঠিক X(

২| ০১ লা জুন, ২০১৬ সকাল ৭:৫৯

গেম চেঞ্জার বলেছেন: X(( X(

এদের আফগানিস্থানে দেওয়া উচিত!!

৩| ০১ লা জুন, ২০১৬ সকাল ১১:৪২

বাংলার জামিনদার বলেছেন: ভাই এসব বলবেন না, নুনুভুতি খারাইয়া যাইতে পারে।

৪| ০১ লা জুন, ২০১৬ দুপুর ২:২৫

বিপরীত বাক বলেছেন: বর্বর দু'পেয়ে জানোয়ার কোথাকার

গেম চেঞ্জার বলেছেন: X(( X(

এদের আফগানিস্থানে দেওয়া উচিত!!

৫| ০১ লা জুন, ২০১৬ দুপুর ২:৩২

সুমন কর বলেছেন: পরপর ২টি পোস্ট একই ব্লগারের দেখতে ভালো লাগে না !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.