নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাস করি, \'মানুষের জন্যই ধর্ম ধর্মের জন্য মানুষ নয়\'৷ তাই প্রথমে প্রকৃৃত মানুষ হওয়া চাই, নিরাপদ আলোকিত একজন মানুষ৷ \nhttps://www.facebook.com/SufiMahfuz/

সুফী আহমাদ মাহফুজ

সুফী আহমাদ মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

চর্ম নাই পীর সাহেব /:)

০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১০

বস্তি ভেঙে দেয়া অথবা বস্তিতে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেয়ার মত ঘটনা ঢাকায় অহরহ ঘটে৷ সকালবেলা শতশত মানুষের আহাজারি আর আকাশের দিকে অসহায়ের মত তাকিয়ে থাকাও আমাদের খুবই গা সওয়া হয়ে গেছে৷ কয়েকদিন আগে সরকারী প্রশাসন কল্যাণপুর বস্তি ভেঙে দিয়ে গিয়েছে, পুলিশের লাঠির আঘাত আর ঝড়ে জলে ভিজে মানুষগুলির দুর্দশা অবর্ণনীয়৷ আমাদের অথর্ব প্রসাশন কেবলই ভেঙ্গে দিয়ে যেতে পারে.... গড়ে দিয়ে যেতে পারেনা!
অথচ বস্তির এই ধ্বংসস্তুপের মধ্যেই গত পরশুদিন ওয়াজ করতে আসল চরমোনাইয়ের পীর রেজাউল করিম, যাই ঘটে যাক ইসলামের নামে ব্যাবসাতো আর বন্ধ থাকতে পারেনা! ঝড়ে জলে ভেজা অসহায় মানুষগুলি তবুও চরমোনাইয়ের পীরের জন্য মন্ঞ্চ তৈরী করেছে, না খেয়ে ইসলামের স্বার্থে সবাই যথাসাধ্য হাদিয়া সংগ্রহ করে পীর সাহেবের হাতে তুলে দিয়েছে৷ আর সেই পীর সাহেব হাদিয়া পাওয়া মাত্রই নতুন কোনো পোড়া বস্তির সন্ধানে ব্যাস্ত হয়ে গিয়েছেন!
এই ধরনের আলেম আর পীর যারা খোদার কালাম বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদের থেকে যে মানুষগুলি ময়লা আবর্জনা কুড়িয়ে জীবন যাপন করে তাদের আত্মমর্যাদা অনেক বেশী৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.