নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাস করি, \'মানুষের জন্যই ধর্ম ধর্মের জন্য মানুষ নয়\'৷ তাই প্রথমে প্রকৃৃত মানুষ হওয়া চাই, নিরাপদ আলোকিত একজন মানুষ৷ \nhttps://www.facebook.com/SufiMahfuz/

সুফী আহমাদ মাহফুজ

সুফী আহমাদ মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

মসজিদ ভিত্তিক সন্ত্রাস এবং তাবলীগ জামাত

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১:৫৫


ইসলামী সালাফিজমের জনক ইবনে তাইমিয়ার ভাবশিষ্য হলো মওদুদী আর মওদুদীর ভাবশিষ‍্য হলো মওলানা ইলিয়াস।এই ইলিয়াস সাহেবের স্বপ্নে প্রাপ্ত মতবাদ হচ্ছে আজকের তবলীগ জামাত অথচ দিনের পর দিন এদের দেশব্যাপী প্রচার চালাতে দেয়া হয়েছে।অনুদানের অর্থে নির্মিত মসজিদগুলিতে তারা নিজেদের নেটওয়ার্ক গড়ে তুলেছে।সেই নেটওয়ার্ক ব্যবহার করে জঙ্গিরা বর্তমানে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অথচ পবিত্র কুরআনে এমন অসৎ উদ্দেশ্যে তৈরী করা মসজিদ নিয়ে চৌদ্দশত বছর পূর্বেই সাবধান করা আছে, এমনকি ঐসব মসজিদে রাসূলকে কোনোদিনই না দাড়ানোর আদেশ করেছেন স্বয়ং মহান আল্লাহপাক।

"আর যারা নির্মাণ করেছে মসজিদ জিদের বশে এবং কুফরীর তাড়নায় মুমিনদের মধ্যে বিভেদ সৃস্টির উদ্দেশ্যে এবং ঐ লোকের জন্য ঘাটি স্বরূপ যে পূর্ব থেকে আল্লাহ ও তাঁর রসূলের সাথে যুদ্ধ করে আসছে, আর তারা অবশ্যই শপথ করবে যে, আমরা কেবল কল্যাণই চেয়েছি। পক্ষান্তরে আল্লাহ সাক্ষী যে, তারা সবাই মিথ্যুক।"

"আপনি কখনো সেখানে দাড়াবে না, যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত নয়, সেটিই আপনার দাঁড়াবার যোগ্য স্থান যেখানে রয়েছে এমন লোক, যারা পবিত্রতাকে ভালবাসে। আর আল্লাহ পবিত্র লোকদের ভালবাসেন।"

(তওবাহ :১০৭,১০৮)।

অর্থাৎ কুরআন মতেই তাবলীগ জামাতের মসজিদ ভিত্তিক নেটওয়ার্কিং নিষিদ্ধ। আজ জঙ্গিরা আশ্রয় হিসেবে কিছু মসজিদকে ব্যবহার করছে, মানুষ হত্যা করে তারা মসজিদে গিয়ে চাপাতি পরিস্কার করছে, মসজিদের ভিতরে আশ্রয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলিও চালাচ্ছে! জঙ্গিদের চিহ্নিত করতে না পারা এবং জঙ্গিদের স্হান পরিবর্তন ঠেকাতে না পারার কারণও তাবলীগ জামাত। তবলীগের দলের সাথে ছদ্মবেশে তারা সহজেই স্হান পরিবর্তন করতে পারছে।যদিও হজ্জ ছাড়া ইসলামে স্বীকৃত কোনো গণসমাবেশ নেই তারপরও প্রতি বছর হাজার খানেক বিদেশি জামাতিদের দেশে ঢোকার ব্যবস্থা করে দিয়েছে বেদাত বিশ্ব ইজতেমা। সেই বিদেশিরা কোথায় যায় কতদিন থাকে তার কোনো নজরদারির বালাই নেই, অবশ্য আমাদের সেই জনবলও নেই।এই কারণেই ইজতেমা করার জন্য জায়গা দিতে একমাত্র বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশই সে সময় রাজি হয়নি। সবচেয়ে বড় কথা হলো পৃথিবীর যতগুলো দেশে তবলীগ জামাত আছে সেখানে জঙ্গিও আছে, যেসব দেশ তবলীগ জামায়াত বন্ধ করতে পেরেছে তারা জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আনতে পেরেছে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ২:০৯

স্পর্শ বলেছেন: বাহ আজাইরা প্যাচাল না পাইরা দু একটা দলিল দেন কোথায় কি করে তারা ???

২| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ২:৫৮

জাভেদ৫০ বলেছেন: কোন ধরনের সুফি বঝলাম না

৩| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৩:০৩

ইফতি সৌরভ বলেছেন: লেখা পড়ে 'তাবলীগ' সম্পর্কে মন্তব্য করা যাচ্ছে না কারণ লেখাটিতে তথ্য মূলক কিছু নেই।
"সেই বিদেশিরা কোথায় যায় কতদিন থাকে তার কোনো নজরদারির বালাই নেই, ...."- কথাটা ঠিক না। 'তাবলীগ' জামাতে বিদেশ থেকে জামাতবদ্ধ ভাবে যত বিদেশি আসেন তাদের সবার passports পুলিশের SB dept নিয়মিত চেক করে এবং ভিসার মেয়াদ শেষ হবার আগেই তাদেরকে দেশ থেকে পাঠানোর ব্যবস্থা করা হয়। তাবলীগ জামাতের ইজতেমা বিশ্বের বিভিন্ন দেশেই হয়ে থাকে এবং "এই কারণেই ইজতেমা করার জন্য জায়গা দিতে একমাত্র বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশই সে সময় রাজি হয়নি' - কথাটি ঠিক নয়। আর শেষের লাইনটি প্রমাণ করলে ভালো হত।

৪| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৫

দুখু বাঙাল বলেছেন: হায়রে গবেষক রেহ! আইছে এখানে আপরাধ বিজ্ঞানী!

মোওদুদীর সাথে তাবলিগের যে সম্পৰ্কের কথা কইলেন। তা জাইনা শুইনা কইছেন তো? তাবলিগে এক চিল্লা সময় লাগাইয়েন। তারপর কইয়েন। কোথায় মওদুদী কোথায় ইলিয়াস রহ. দুজন দু মেরুর লোক।

আপনে যে দুটা আয়াত দিয়ে, তাবলিগ কে নিষিদ্ধ করতে চেয়েছেন। সে দুটা আয়াতের শানে নুযুল আগে পইড়েন। মসজিদটা নিৰ্মান করেছিল কিছু মুনাফেক। যার মধ্যমে তারা মোমেনদের বিভক্ত করতে চেয়েছিল! আর আপনে লাগায়া দিলেন এই কাহিনীর সাথে। কোরআন শরীফের ব্যাখ্যা করতে একটু ভেবে নিবেন।

আর হচ্ছে, পৃথিবীর প্ৰতিটা দেশেই জামাত চলে চলতেছে। শুধু ইজরাইল চাড়া। আমরিকা, লন্ডন জাপান কানাডা, আফ্ৰিকার বনাঞ্চল সহ সমগ্ৰ বিশ্ব। আপনে কোথায় দেখছেন তাবলিগ কে নিয়ন্ত্ৰন করা হয়েছে!

শুনেন ভাই, যারা জঙ্গি তারা আলাদা জঙ্গি ধৰ্মই অনুস্বরণ করে। আসল ধৰ্ম তার মানে না। আর জঙ্গি শুধু ইসলামে নয়, সব ধৰ্মেই আহরহ আছে! উদাহরণ চাইলে বলবো, সিরিয়া ইজরাইলের দিকে তাকাও ইহুদী জঙ্গি পাবে, ভারতে আছে হিন্দু জঙ্গি, মিয়ানমারে আছে বদ্ধ জঙ্গি। যারা তাদের দেশের মুসলিমদের হত্যা করছেই। যা আপনাদের ভাষায় উগ্ৰবাদ।

৫| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৩

নাবিক সিনবাদ বলেছেন: এই পোস্টে অশ্ব ডিম্ব ছাড়া কিছুই খুঁজিয়া পেলুমনা, হায় আপসুস। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.