![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং প্রধানমন্ত্রী সহ অনেককেই ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহন করার কথা বলতে শুনছি। তাহলে এতদিন ধরে কি আমরা দুই নম্বরি ইসলাম শিখেছি?
দূর্ভাগ্যজনক ভাবে আমাদের সাথে এমনটাই ঘটেছে। নব্বইয়ের দশক থেকে বাংলাদেশ ইসলাম শিখেছে মাওলানা আবুল কালাম আজাদ (বাচ্চু রাজাকার), মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী (দেলু রাজাকার), মতিউর রহমান নিজামীদের মত কুলাঙ্গারদের কাছ থেকে। হত্যা, ধর্ষণ, লুটতরাজকারীদের কাছ থেকে ইসলাম শিখলে যা হওয়ার কথা এদেশে তাই হয়েছে। আজ যখন উগ্রবাদীদের ইসলামী সন্ত্রাসের শিকড় বাংলাদেশের মাটিতে প্রোথিত হতে শুরু করছে তখন আমাদের গন্ডারের চামড়াতে দেরীতে হলেও কিছুটা সুরসুরি অনুভূত হচ্ছে দেখে সস্তি বোধ করছি। লেজে আগুন লাগে যাওয়ার পর আমরা এখন সন্ত্রাসবাদের উত্তাপটাও ঠাহর করতে পারছি বিধায় প্রকৃত ইসলাম শিক্ষায় এতটা গুরুত্ব দিয়ে শুরু হয়েছে মজার মজার মানববন্ধন আর কৌশলী সুশীলদের নিরাপদ র্যালি/মিছিল/প্যারেড।
আসল প্রশ্ন হচ্ছে প্রকৃত ইসলাম জিনিসটা কি? আমরা কার কাছ থেকে এটা শিখব? এর কোনো উত্তর রাষ্ট্র প্রধান, মোল্লা-মাওলানা, শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম অথবা সুশীল সমাজ কারো কাছেই নেই অথচ এখনও সরকারের নাকের ডগায় বসেই দেলু-বাচ্চু গংদের উত্তরসূরী তারেক মনোয়ারের মতো জানোয়াররা জাতীয় সংবাদপত্র এবং টিভিতে নিয়মিত ইসলাম শেখাচ্ছে। এখন নতুন করে প্রকৃত ইসলাম যদি শিখতে হয় তবে আমাদেরকে সেই কুলাঙ্গারদের কাছেই তো আবার যেতে হচ্ছে!বিষয়টি অনেকটা যেন শিয়ালের কাছে পুনঃ পুনঃ মুরগির বাচ্চা পালন করতে দেয়ারই নামান্তর মাত্র। এদের কাছ থেকে আর যাই হোক প্রকৃত ইসলাম শিখতে পারার কখনই কোনো সম্ভাবনা নেই। তাই ইসলাম শেখার উদ্দেশ্যে সন্ত্রাসী এবং ধর্ষকদের স্মরণাপন্ন হওয়ার চেয়ে জীবনভর উম্মী/মূর্খ থাকাকেও অনেক বেশি সম্মানজনক মনে করি।
২| ০২ রা আগস্ট, ২০১৬ ভোর ৫:৫৪
ভ্রান্ত বিলাস বলেছেন: বিশ্বাসের যায়গায় যুক্তি অচল।
৩| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
ইসলাম হাজার হাজার আরবী ভাষাভাষী গোত্র থেকে "মুসলিম" নামে এক যোদ্ধা জাতি গঠন করেছিল; যারা রোমান, গ্রীক ও পারসিকদের থেকে আরবের আশেপাশের সব রাজত্ব দখল কররেছিল; এটাই মুল কাজ সাধিত হয়েছিল।
৪| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:৪১
নীলাকাশ ২০১৬ বলেছেন: ইসলাম শিখব হাসিনার কাছ থেকে - নির্বাচনের আগে আগে হজ্ব করে মাথায় পট্টি বেধে হাতে তসবিহ নিয়ে ঘুরে বেড়ানোই ইসলাম
ইসলাম ফরিদুদ্দিন মাসউদের কাছ থেকে - ঘাড়ে পিঠে খাদ্য বহন করে শাহবাগী নাস্তিকদের পদসেবা করার মাধ্যমে ইহলৌকিক পুণ্য অর্জন করার দালালি প্রচেষ্টাই ইসলাম
ইসলাম শিখব মমতাজের কাছ থেকে - মানুষের মাঝে স্রষ্টাকে খুজে পাওয়াই ইসলাম
আপনাদের ইসলাম আসলেই আজব কিসিমের ইসলাম।
৫| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:১৮
নিলু হাসান বলেছেন: আপনি এখনও মূর্খই আছেন। কোরআর হাদিস থাকতে মাসউদ এর মত কাট মোল্লার পিছনে না ছুটে নিজে নিজে পড়ে নিন। সুফি সাহেব কুরআন কি পড়তে পারেন ?
৬| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:৩১
সাহরাব বলেছেন: দেলু-বাচ্চুরা ইসলাম প্রচার করেছে কথাটা ঠিক, আর একজন বিবেকবান মুসলিম হিসেবে ভালো দিকটাই তাদের কাছ থেকে গ্রহণ করা উচিত .... তাদের খারাপ দিকটা নাহয় বাদই দিলাম। .... দেলু-বাচ্চুরাই তো বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে, যাকাত আদায় করতে , প্রত্যেক নর নারীর হক আদায় করতে !!
প্রকৃত ইসলাম অন্বেষণের জন্য কোনো আলেমের কাছে যাওয়ার কী দরকার ? মহান আল্লাহ-ই তার চূড়ান্ত সমাধান দিয়ে দিয়েছেন সেই চৌদ্দশো বছর আগেই "পবিত্র কোরআন" .......... পবিত্র কোরআন কে সঠিকভাবে অনুধাবন করলেই প্রকৃত ইসলামের শিক্ষা গ্রহণ করা হয়ে যাবে !
৭| ০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইসলাম শিখুন, তবে গালাগালি আর গিবত পরিহার করুন। আপনি মূর্খই থেকে যাবেন...
৮| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৪৫
সুফী আহমাদ মাহফুজ বলেছেন: পরের লিখাটা পড়েন।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৬ ভোর ৫:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: সকল ধরনের শিক্ষাদানের মূল মহান রাব্বুল আলামীন অাল্লাহ , তাঁর কাছ হতেই শিক্ষা নেয়া বেহেতর । তিনি বলেছেন যে চেষ্টা করে তিনি তাকে সহায়তা করেন । এখন ধর্মশিক্ষার জন্য চেষ্টা করলে তিনি শেখাবেন , কিভাবে শিখাবেন তিনিই ভাল জানেন , আমরা চেস্টা করব তিনি তার কুদরতিতে আমাদেরে তা শিখাবেন , এখানে সেখানে ঘোরা ফিরা করে লাভ কি , আল্লাহ থেকে তো আর বেশী কেও জানেন না । অবশ্য বলা হয়েছে শিক্ষার জন্য উস্তাদের কাছে যাওয়ার জন্য , কিন্তু উস্তাদের কাছে শিক্ষা নেয়ার পরে দেখা যায় উনি যা শিখিয়েছেন তা ভুল যেমনটি এ পোস্টে বলা হয়েছে । যেহেতু সহি উস্তাদ চিনার কোন উপাই নেই তাই শিক্ষার জন্য সরাসরি অাল্লার কাছে আত্ম সমর্পন করাই ভাল বলে মনে হয় ।
ধন্যবাদ আলোচনার সুত্রপাত করার জন্য ।