| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Suhag al Ahsan
সত্যের জয়গান গেয়ে যাব আ-জীবান।
যে দিন তুমি এসেছিলে আমাতে আকাশটা ছিল
কুয়াশা ভেজা অন্ধকারে পরিপূর্ণ।
এসে জাগিয়ে দিয়েছিলে তুমি মেঘের ঘনঘটা
দূরকরে এক সূর্য আলোকরশ্মি।
আমার পৃথিবী দেখে ছিল এক স্বপ্নিল আশার
প্রধীপ।
আজ হারিয়ে গেলে আবার মেঘলা দিনে
কুয়াশার অন্ধকারে। আমার পৃথিবীটাও ছেয়ে
গেলে অন্ধকারের ঘনঘটায়।
২|
৩০ শে জুলাই, ২০১৫ রাত ৮:০১
Suhag al Ahsan বলেছেন: ধন্যবাদ ভাইয়ু।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
কাবিল বলেছেন: সুন্দর, ভাল লাগা রইল।