![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবর, “অপি করিমের দ্বিতীয় বিয়েও টিকলো না” ! পড়ে, মনে মনে বললাম, ওকে বিয়ে করতে কইছে কে? ওর তো নিজেরই জানা উচিত, “সে যে ঘটা করে এই দ্বিতীয় বিয়েটা করছে তা বেশীদিন টিকবে না!” কারণ প্রথম বিয়েটাও সেটা ঘটা করে করেছিল এবং চেয়েছিল সকলের দোয়া, নিয়েছিল উপহার, দিয়েছিল মিডিয়ায় সাক্ষাৎকার, তাও ঘটা করেই! হয়ত আর কয়দিন পর, ঘটা করে ওর তৃতীয় বিয়ের খবরটাও পাব এবং অপেক্ষা করবো তৃতীয় ভাঙ্গনেরও! এইভাবে হয়ত চার, পাঁচ, ছয়ের নামতা চলতেই থাকবে......
বিয়ে একটা বড় সামাজিক ও ধর্মীয় আচার, এটা নিয়ে এরা যে কেন ছেলেখেলা করে, বুঝি না? কিন্তু এই ছেলেখেলার প্রভাব কিন্তু আমাদের সমাজের উপর পড়ছেই, যার ফলশ্রুতিতে ভাঙছে সংসার, ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেঙে যাওয়া সংসারের সন্তান-সন্ততিরা। এর কু-প্রভাবে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানব সমাজ এবং তা ভয়ঙ্কর ভাবেই!
ঐশীরা একদিনে তৈরী হয়নি! অনেক অনেক কু-ঘটনার কু-প্রভাবের মিথস্ক্রিয়া হল “ঐশী”! ভাবা যায়, কোন মেয়ে তার মা-বাবাকে খুন করবে তাও আবার পরিকল্পিতভাবে? কেন এই রকম ঘটনা ঘটলো, ভাববেন কি কেউ, গভীর ভাবে?
অপি’রা স্টার! মিডিয়া স্টার! তাই তারা যা করে তাই মিডিয়া প্রচার করে ফুলিয়ে ফাঁপিয়ে! তৈরী করে নজির সমাজের চোখে এবং পরোক্ষভাবে উৎসাহিত করে সেটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতেও, আবার পণ্য হিসেবে সেটা হয় বিক্রিও, ভাল দামে!
কিন্তু পচে যায় সমাজ! ঐশী’রা !!!
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৮
সুকান্ত কুমার সাহা বলেছেন: @ ডাইরেক্ট টু দ্যা হার্ট
কিসের সাথে কি তুলনা করলাম না? - বলুন তো?
"ঐশীরা একদিনে তৈরী হয়নি! অনেক অনেক কু-ঘটনার কু-প্রভাবের মিথস্ক্রিয়া হল “ঐশী”! ভাবা যায়, কোন মেয়ে তার মা-বাবাকে খুন করবে তাও আবার পরিকল্পিতভাবে? কেন এই রকম ঘটনা ঘটলো, ভাববেন কি কেউ, গভীর ভাবে?" - এখানে কি আপনার প্রশ্নের উত্তর দিয়ে রাখিনি?
“রাইট”-এর কথা বলছেন? মানুষের রাইট কত কিছুই আছে, যেমন হিটলার মনে করতো যুদ্ধ করে দেশ জয় করা এবং মানুষ খুন করা তার রাইট! সেই “রাইট” রাখতে যেয়ে সে নিজেকেসহ কোটি কোটি মানুষ খুন করেছিল! যুগের সাথে, সমাজ পরিবর্তনের সাথে মানুষের “রাইট” পাল্টায়! আর তাই তো, তিন/ছয় মাস পর পর বিয়ে করা আর ভাঙ্গা এক সমাজে “ডাল ভাত” হলেও অন্য সমাজে তা “দৃষ্টিকটু” ও হতে পারে, কি বলেন?
বিয়ে করা অপি, প্রভা, অপূর্বদের "রাইট"-আমি মানছি কিন্তু এর প্রভাব কি হচ্ছে, বলবেন কি? এর কি কোন প্রভাবই ঐশীর উপর পড়েনি বলবেন?
আজ যে ইয়াবার এত রমরমা বাজার এদেশে, তা কিন্তু জনপ্রিয় করেছে আমাদের এই তথা কথিত মিডিয়া স্টারেরাই। একটু ঘাটাঘাটি করলেই পাবেন।
ধন্যবাদ!
২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৭
নিকষ বলেছেন: "শাকিব খান আজ বাথরুমে যায়নি"
আশা করা যায়, ভবিষ্যতে বাংলাদেশের পেপার পত্রিকায় এই খবরও আসবে।
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭
সুকান্ত কুমার সাহা বলেছেন: ওনাদের বার বার বিয়ে করার খবর প্রচার বন্ধ করা উচিত!
৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০২
আহলান বলেছেন: এটাই এখন নিয়মে দাড়িয়েছে। অপির হাগা কশা হইছে না তরল হইছে তা শুনার জন্য অনেক সাংবাদিক বসে থাকে ...
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪০
সুকান্ত কুমার সাহা বলেছেন: নিজের মান নিজে রাখতে হয়, সাংবাদিকদের কথাটা বোঝা উচিত!
৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৮
অদ্ভূত একজন বলেছেন: অন্তত বিয়ে তো করছে, প্রকাশ্যে নোংরামি তো আর করে নাই। আর ঐশীর কেস আলাদা
২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৬
সুকান্ত কুমার সাহা বলেছেন:
সহমত!
কিন্তু বিয়েটাকে এরা যেভাবে ফ্যাশন হিসেবে শো করছে বা ব্যবহার করছে বা তুলে ধরছে - তা ঠিক আমাদের সমাজের সাথে যায় না! সমস্যার শুরু সেখানেই! আমি বিয়ে করাকে আপরাধ বলছি না বা খারাপ বলছিনা ডিভোর্স করাকেও। বিয়ে’টাকে “ব্যবহার” করাই আমার চোখে খারাপ!
ডিস্কো, ক্লাব, ইয়াবা – এইসবে ঐশী’রা অভ্যস্ত হয়েছে কি শুধুমাত্র তার বাবা-মা‘র ভুলে? মিডিয়াতে আমরা হর হামেশা যে সামাজিক অবক্ষয় দেখি তার কি কোন প্রভাবই পড়েনি ঐশীদের উপর?
৫| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৩
মিতাহামিদা০০৭ বলেছেন: দুঃখিত !মিঃ সাহা ! আপনার অপি-করিমের ২য় বিয়ে ভেঙ্গে গেলো বলে যে মাথা ব্যাথা শুরু হয়েছে ,সেজন্য নয় ! এজন্য যে আপনি বিয়ে এবং ঐশী 'র পচে যাওয়ার যে ভুল তত্ত্ব দিয়েছেন ,সে কারণে !
বিয়েটা- মুসলিম সমাজে শুধু একটা বড় ধর্মীয় আচার নয় , একটা গুরুত্বপুর্ন ধর্মীয় ও সামাজিক আইন , বিধান ! কোন ছেলে-খেলা নয় !
এটা এতই গুরুত্বপুর্ন যে - এই ধর্মের যিনি প্রনয়ক ,স্বয়ং আল্লাহ্র কাছে এই বিবাহ-বিচ্ছেদ একটা অপছন্দনীয় জায়েজ কাজ !
কারণ -তিনি চান না সমাজের মানুষ কোন আইনের গ্যাঁড়াকলে স্থবির হয়ে যাক, জীবন অচল হয়ে পরুক !
তাই অন্য ধর্মের মতো - স্বামি-স্ত্রীর মধ্যে সম্পর্ক অচল হয়ে পড়লে ,জোর করে তাকে ধরে রাখতেই হবে , এমন অচলাবস্থায় মানুষ যেন না পড়ে , সেজন্য তাকে বিবাহ-বিচ্ছেদের সুযুগ দেয়া হয়েছে , আবার আইনের মধ্যে থেকে ,একটা যৌক্তিক সময়ের অবকাশের পড় আবার বিয়ে করার ও অনুমতি দেয়া হয়েছে , যাতে সমাজে অনৈতিক কোন কাজ না ছড়ায় !
আপনি যে কুপ্রভাবের কথা বললেন - সেটার আশংকা থাকতো, যদি না অপি করিমের মতো বিবাহ ভেঙ্গে দেয়ার সুজুগ না থাকতো !
এখন আসুন ঐশীর পচে যাওয়ার কথায় !
এর জন্য যে কারণ-গুলো আছে ,তাঁর সাথে অপি করিমের বিয়ে ভেঙ্গে যাওয়ার কি সম্পর্ক ?
ঐশীর বাবা-মায়ের তো বিবাহ -বিচ্ছেদ ঘটে নি ?
এরজন্য দায়ী তো অনেকগুলো সামাজিক দায়িত্বহীনতা , সরকারি দায়িত্বহীনতা ও ধর্মীয় মূল্যবোধের অভাব, ধর্মীয় আদর্শহীনতা ,ইত্যাদি !আরও বহুবিধ কারণ - যা এখানে বিশ্লেষণ সম্ভব নয় ,অল্প পরিসরে !
শেষে একটা কথা বলে শেষ করতে চাই - সাহা বাবু ! যাকিছুই লিখবেন - সামাজিক দায়িত্তবোধ নিয়ে লিখলে মানুষ উপকৃত হবে , এই শুভকামনা থেকে লিখবেন ! আর অপি-করিমের বিয়ের চিন্তা না করে , নিজেরতা করুন ! সমাজ বিশ্লেষণটা - সামাজিক বিশেষজ্ঞদের উপর ছেড়ে দিন!
২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৯
সুকান্ত কুমার সাহা বলেছেন: @মিতাহামিদা০০৭,
আপনি যথেষ্ট প্রভাবিত হয়েছেন এই লেখায়! যাক, ধন্যবাদ মন্তব্য করা ও পড়ার জন্য! লেখায় আমি ধর্মীয় বিষয়গুলিকে এড়িয়ে চলি বা চলার চেষ্টা করি। তাই বিয়ে সম্পর্কিত আপনার ধর্মীয় আলোচনাকে আমি পাশ কাটিয়ে গেলাম! তবে আপনাকে এটুকু বলব, বিয়ে সম্পর্কে সে সকল ধর্মীয় আইন আছে তা আমি জানি এবং মানি!
আমি “বিয়ে করা” বা “ডিভোর্স করা”কে খারাপ বলিনি, খারাপ বলেছি সুযোগ গুলিকে যথেচ্ছ ব্যবহার করাকে! অপির দুই বিয়ের একটারও মেয়াদ ১ বছর পার করেনি! এটাকে আপনি কি বলবেন? বিয়ে করার আগে কি একটু ভেবেচিন্তে করলে হত না? ওরা তো সমাজের ছবি, মানুষ ওদের দেখে শেখে এবং অনুসরণ করার চেষ্টা করে! কেউ হয়ত ভালটা গ্রহণ করে কেউ খারাপটা! আর আপনি কি শিওর, অপি বা অপি’রা কোন অনৈতিক কাজ করেনি বা করে না?
অপি যখন দ্বিতীয় বিয়ে করে, সেই সময় তার প্রথম বিয়ে ভাঙ্গার জন্য মিডিয়াতে একটা আর্টিকেল পড়েছিলাম মানে অপির সাক্ষাৎকার পড়েছিলাম, আর সেটা পড়ে বুঝেছিলাম, এই বিয়ে ভাঙ্গার জন্য তার প্রবাসী স্বামীই দায়ী! সে নাকি তার সাথে দুর্ব্যবহার করত, সন্দেহ করত! আসলে পুড়ো লেখাটাই ছিল অপির ভাষ্যের উপর লেখা, তার স্বামীর কোন ভাষ্য ছিল না সেখানে! আমি বলতে চাই, শুধুমাত্র মিডিয়া স্টার হিসেবে অপি ফাঁকা মাঠে একাই গোল দিতে পেরেছিল সেদিন! অপরপক্ষের ভাষ্য অন্যরকমও হতে পারত! যা আমরা জানলাম না!
আর ঐশীর সাথে আপনি এই ঘটনার মিল পাননি, হ্যাঁ সরাসরি মিল পাবেন না, আমিও পাইনি এবং তা এই লেখায় বলেনিও! কিন্তু আপনি যদি লেখার এই ... “ঐশীরা একদিনে তৈরী হয়নি! অনেক অনেক কু-ঘটনার কু-প্রভাবের মিথস্ক্রিয়া হল “ঐশী”! ভাবা যায়, কোন মেয়ে তার মা-বাবাকে খুন করবে তাও আবার পরিকল্পিতভাবে? কেন এই রকম ঘটনা ঘটলো, ভাববেন কি কেউ, গভীর ভাবে?” ... অংশটা একটু ভালভাবে পড়তেন তাহলে হয়ত পেতেন আমি কি বলতে চেয়েছি এবং বলেছি!
আর আমার বিষয়ে আপনাকে না ভাবলেও চলবে, আমার সংসারে আমি একজন সুখী মানুষ!
আপনি বলেছেন, “সমাজ বিশ্লেষণটা - সামাজিক বিশেষজ্ঞদের উপর ছেড়ে দিন” আপনার এই সামাজিক বিশেষজ্ঞ’রা কারা? বলবেন কি? দুই একটা নাম? বলুন না, দেখি তাদের সাথে যোগাযোগ করে, কি বলেন তারা এই বিষয়ে?
আর মিজ ০০৭, আপনি যদি হন সেই কাতারের একজন, তাও বলেন?
আলোচনাটা চলুক !!!
শুভ কামনা!
৬| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০০
ডাব্বা বলেছেন: অপি'রা বারবার বিয়ে করে কিন্তু পচে যায় ঐশী'রা
আপনি একটি চমৎকার স্লোগান/প্রবচন তৈরী করতে চেয়েছিলেন কি?
২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩
সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ!
আমি আসলে কিছুই তৈরী করতে চাইনি! সে ক্ষমতাও আমার নেই!
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৩
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আপনার শিরোনামের সাথে একদমি একমত নই।
আপনি কিসের সাথে কসের তুলনা করলেন ?
একটা মানুষের অধিকার আছে ভালো থাকার জন্য মত পথ বদলানো,আমৃত্যু সেটা করার রাইট সে রাখে, সঙ্গী নির্বাচনে কেউ মগজ খাটায় আর কেউ আবেগ,আবেগের ব্যবহারে মানুষ ভুল করে ফেলে কিন্তু সেখানে ভালোবাসা থাকে,মগজের ব্যবহারে মানুষ ভুল করেনা তবে সেখানে ভালোবাসা প্রধান হয়না।এভাবেই মানুষ টিকে থাকে অন্য পন্থায় ঝরে পরে আবদ্ধ থেকে,সেটার সাথে মানুষ খুন করার সম্পর্ক কোন যুক্তিতেই আসেনা, এই সময়ে ঐশীর ঘটনার সাথেতো নই।
অনেকেই ঐশীর একাকিত্ব মা বাবা অবহেলা হেন তেন কে দায়ী করে পোস্ট দিচ্ছে, হতে পারে এসব সত্য কিন্ত যে বিষয়টা ঘটে গেছে সেটা শুধু ঐশীতে সীমাবদ্ধ নয়,এমন হাজারো ঐশীরা এখনো ঘুরে বেড়াচ্ছে সমাজের নিম্ন থেকে উচ্চ পর্যায়ে,আমরা ঐশীকে এই মুহুর্তে নির্দোষ কিংবা নীরুপায় করে তোলার জন্য যে বক্তব্য দিচ্ছি তাতে এমন ঘটনা আরো জন্ম দেয়ার জন্য সহায়ক হবে,সুতরাং এখন অন অন্তত এমন বিষয় বিতর্কিত কথা না লেখাই বুদ্ধিমানের কাজ হবে.
আপনাকে ধন্যবাদ