নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

জিপি নেট কানেকশনের যা অবস্থা, মনে হয়! মনে হয়...

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৭

জিপি নেট কানেকশনের যা অবস্থা, মনে হয়! মনে হয়...

..... যা, কিছু কইলাম না !!!

এইবারের মত ছাইড়া দিলাম >>>>>>

তোগরে জিগাই?

... কিন্তু এগুলা কি ঠিক হইতাছে ???

যা কোরতাছ তা বুইঝা সুইঝা কোরতাছ তো, মামুরা ???

আমাগোরে টাকার কি দাম নাই? নাকি মগের মুল্লুক পাইছো?

... আমরা কি ব্লগে ব্লগিং, ফেবুতে লাইকা লাইকি করমু না?

এত এত খবর হইতাছে, যাইতাছে, আসতাছে তা কি পড়ুম না?

খালি ঘুরতাছে তো ঘুরতাছেই >>>>

ক্লিক করলেই, কানেকশন এরর ???

বার বার গুতাগুতি করার পর, খুললেও তাতে আবার পিকচার নাই !!!

কুঞ্চেন দেহি, এর কোন মানে হয় ???

সামনে পাইলে কিন্তু লগে লগে ব্লক মারমু >>>>>

পুড়াই আফসুস ...

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
বাংলালায়নেরও হালুয়া অবস্থা !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

সুকান্ত কুমার সাহা বলেছেন: ওরা কয় এক, আর করে আর এক >>>

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০

রাতুল_শাহ বলেছেন: আমারও একই অবস্থারে ভাই। জিপি বিরক্ত করে ছাড়লো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

সুকান্ত কুমার সাহা বলেছেন: ভাইরে, কি আর বল্মু ...

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

রাতুল_শাহ বলেছেন: 418 kb ফাইল নামতে লাগে ৩ মিনিট, বলেন কার মাথা ঠান্ডা থাকে।
রাগে তো কি-বোর্ড নষ্ট করে ফেলছি।

আজকাল পোলাপাইন বলে, ভাই ৩ জিতেও ভয়াবহ খারাপ অবস্থা।

কবে ভাল গতির নেট পাবো, এটা নিয়ে চিন্তিত স্বপ্ন দেখি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫

সুকান্ত কুমার সাহা বলেছেন: থ্রিজীতেও কি এইরকম হবে? তাইলে তো ব্লগই ছাড়তে হয়বো !!!

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কিউবির অবস্থাও খুব একটা ভালো না........

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

সুকান্ত কুমার সাহা বলেছেন:
সবগুলা এক গোয়ালের গরু !!!

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

ভোরের সূর্য বলেছেন: ভাই জিপি,রবি,এয়ারটেল,বাংলালিংক,টেলিটক(২জি)কেউ কিনতু স্পীড উল্লেখ করে প্যাকেজ দেয়না তাই ওদের উপর ভরসা নাই।মোবাইল অপারেটরের মধ্যে একমাত্র সিটিসেল স্পীড উল্লেখ করে প্যাকেজ দেয়।আপনার এলাকায় সিটিসেলের ভাল নেটওয়ার্ক থাকলে সিটিসেলের নেট ইউজ করেন আশাকরি ভাল নেট পাবেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

সুকান্ত কুমার সাহা বলেছেন:
সিটিসেলের ভাল নেটওয়ার্ক থাকলে সিটিসেলের নেট ইউজ করেন আশাকরি ভাল নেট পাবেন ...

শিয়োর কইছেন ???

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১

এহসান সাবির বলেছেন: জিপির কথা আর কয়েন না... মাঝে মাঝে মন চায়.........!!!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

সুকান্ত কুমার সাহা বলেছেন:
ব্লক মারি >>>>

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০

রাতুল_শাহ বলেছেন: এহসান সাবির বলেছেন: জিপির কথা আর কয়েন না... মাঝে মাঝে মন চায়.........!!!!

ভাই আপনারে আমি খুঁজতেছি- আমার সব সময় মনে চায় জিপিরে.........বিপ...বিপ..........

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

সুকান্ত কুমার সাহা বলেছেন:
সামনে পাইলে কিন্তু লগে লগে ব্লক মারমু >>>>>

.. এই "ব্লক" কিন্তু মামু, ভার্চুয়ালের ব্লক না ???
এই "ব্লক" হইলো, হ’লো ব্লক, ইট ! ইট !!!

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪০

দুরন্ত-পথিক বলেছেন: খুবই জঘন্য অবস্থা । বাতিল কর জিপি নেট কানেকশন । এই নেট থাকার চেয়ে না থাকাই ভাল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

সুকান্ত কুমার সাহা বলেছেন:
খুবই জঘন্য অবস্থা । বাতিল কর জিপি নেট কানেকশন । এই নেট থাকার চেয়ে না থাকাই ভাল...

“নাই মামার চেয়ে কানা মামা থাকা ভাল”র দিন শ্যাষ ...
এখুন চলতাছে, “কানা মামার চেয়ে নাই মামা ভাল”র দিন >>>>

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ভোরের সূর্য বলেছেন: ভাই আপনাকে তো শিয়োর করতে পারবোনা কিন্তু এটা আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বল্লাম। আপনাকে আগেই বলেছি সব অপারেটর বলে এত টাকায় এত ইউজ কিন্তু আপনাকে কত স্পীড দিবে সেটা বলে না।একটা সময় ছিল তখন খালি ইন্টারনেট হলেই হত কিন্তু এখন কিন্তু উল্লেখ করতে হয় আপনাকে কত ব্যান্ডউইথ দিবে।কিউবি বা বাংলা লায়ন ইউজেসের সাথে সাথে স্পীড ও উল্লেখ করে দেয়।সিটিসেল যেহেতু নিজেদের কে অনেকটা ইন্টানেট ব্যাবসার সাথে জড়িয়ে ফেলেছে তাই এ্যাটলিস্ট এদেরটা অন্যদের তুলনায় ভাল।যেখানে কিউবি বা বাংলা লায়ন নাই সেখানে অন্যান্য অপারেটরের তুলনায় সিটিসেল ভাল যদিও ওদের হাইস্পীড প্যাকেজগুলো দামি।আরেকটা টিপস। আপনি যদি জেলা শহরে থাকেন তাহলে বিটিসিএল এর কানেকশন সবচেয়ে ভাল।এখন টেলিফোন লাইনও সস্তা এবং এ্যাভেইলএবল।আপনি সিটিসেল ওয়েবসাইটে যান।ওদের প্যাকেজগুলো দেখুন।শেষ একটা টিপস।ইন্টারনেটের ক্ষেত্রে সবসময় পোস্টপেইড কানেকশন নিবেন কারন একই টাকায় প্রিপেইডে কম ইউজ করা যায় কিন্তু পোস্ট পেইডে বেশি। এটা সব মোবাইল ও ওয়াইম্যাক্স অপারেটরের ক্ষেত্রে এক।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

সুকান্ত কুমার সাহা বলেছেন:
একটা ধন্যবাদ আপনার পাওনা, সেটা লগে লগে দিলাম!

চাইলেই আমি এই ব্যাপারটায় নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারি না, এর কারণ পেশাগত!

আর আমাকে প্রচুর জায়গায় ঘুরতে হয়! তাই আপাতত জিপি'তেই থাকতে হচ্ছে !!

হোপ ফর দ্যা বেষ্ট !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.