নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

রামপাল v/s সুন্দরবনঃ দেশের জন্য "হ্যাঁ" বলতে শিখুন!

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:১০

রামপাল নিয়ে একটা পোষ্ট দেওয়ায় আমার ব্লগ ব্রাদার’দের কেউ কেউ ভীষণ ক্ষেপে গেছেন আমার উপর। আমি ক্ষেপে যাওয়া সেইসব ব্রাদারদের বলছি ...



ব্রাদার’রা মনে হচ্ছে খুব বেশি রেগে গেলেন? জানেন তো "রেগে গেলেন তো হেরে গেলেন" -এই কথাটা? আচ্ছা বলুন তো এই যে আপনারা কমেন্ট গুলো করলেন, এর জন্য কতটুকু পরিবেশের ক্ষতি করলেন?



বুঝলেন না? সহজ করে বলছি, আচ্ছা কমেন্ট করার জন্য যে বিদ্যুৎ খরচ করলেন তা কোথা থেকে এসেছে বলেন তো? আপনারা কিন্তু নিজেরাই পরিবেশের ক্ষতি করলেন? কিন্তু সমস্যা হল আপনারা তা জানেন কিন্তু বোঝেন না! বুঝতে চানও না, কারণ আপনাদের তা বুঝতে বলা হয়নি !!!!



আমি আপনাদের স্যার’দের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বলছি, স্যার/স্যার’রা কি আপনাদের এই বিদ্যুৎ প্রকল্পের জন্য বিকল্প কোন জায়গার নাম প্রস্তাব করেছেন? যেখানে এই বিদ্যুৎ কেন্দ্রটা পুনঃস্থাপন করা যাবে বিনা বাঁধায়? করে থাকলে আমাকে/আমাদের জানান আমি লগে লগে আপনাদের সাপোর্ট করুম! কথা দিলাম। সুন্দরবনের প্রতি মায়া আমাদেরও কম না!



আর শুনেন আপনার স্যার’রা কখনোই “হ্যাঁ” বলতে শেখে নাই! সব সময় “না” আর “না”!



আর জানেন তো এই বাম’রা আমাদের মুক্তিযুদ্ধকেও “না” বলেছিল?

তাদের কথা যদি আমাদের পূর্বপুরুষ’রা শুনতো, তাহলে এখনো আপনাদের পাকি’দের “পা” চাটতে হত!



নিজ মস্তিষ্ক খাটান আর দেশের পক্ষে “হ্যাঁ” বলতে শিখুন!



ধন্যবাদ!

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩১

অগ্নি সারথি বলেছেন: রামপাল নিয়ে একটা পোষ্ট দেওয়ায় আপনার ব্লগ ব্রাদার’দের কেউ কেউ ভীষণ ক্ষেপে গেছেন আপনার উপর কারন এই ব্লগে আপনি ই একমাত্র বুদ্ধিমান প্রানী আর বাকী গুলা বেকুব। রেগে গিয়ে তারা আপনার কাছে হেরে গেছে। আপচুস এই পরাজয় কোথায় রাখি।
কমেন্ট করে যে বিদ্যুৎ খরচ করেছে এই সব গর্ধব, তা যে রামপাল থেকে তথা সুন্দরবন থেকে এসেছে এই গর্ধবের দল এটা জানেনা। বিদ্যুৎ খরচ করলে পরিবেশের যে ক্ষতি হয় এটা এই সব অকাল কুষ্মান্ড জানেই না!! আমিও জানিনা। শুধু দাদা আপনি জানেন। বলো রাজা ধীরাজ, সুকান্ত কুমার সাহা কি?.............. জয়।
স্যার/স্যার’রা আমাদের এই বিদ্যুৎ প্রকল্পের জন্য বিকল্প কোন জায়গার নাম প্রস্তাব করেন নাই, যেখানে এই বিদ্যুৎ কেন্দ্রটা পুনঃস্থাপন করা যাবে বিনা বাঁধায়। তারা তো আরো বড় মাপের গর্দভ।
আপনার মত একজন এমন মালু সিংহ আমাদের তথা আমাদের স্যারেদের সাপোর্ট করে নাই এইডা আমাগো লাইগ্যা কম দুঃখের না। এই লাইগ্যা ঝাতি সাড়ে তের মাস শুক প্রকাশ করব।


বাইনচোদ কি আর গাছে ধরে রে?
বাল বুইঝা বাল লিখতে আইছস? তোর বাল সরকার কি একবার ও এইডা মাথায় নিছে যে, একটা জঙ্গোষ্ঠী যখন এই বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে তখন তাদের সাথে একবার আলোচনায় বসা যাক না? বোকাচোদা, বিদ্যুৎ কেন্দ্রের জায়গা নির্ধারনের দায়িত্ব কার? সরকারের না প্রতিরোধ কারী দের। শোন বোকাচোদা এটা পরিবেশ বাচাও আন্দোলন, তোর বালের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে আন্দোলন না, এইটা আগে বুইঝা আয় তারপর কতা কইস। এই, তুই আবার কোন সেডা রে যে তোরে এই আন্দোলনে সাপোর্ট করা লাগবে?
জানেন তো এই বাম’রা আমাদের মুক্তিযুদ্ধকেও “না” বলেছিল? বোকাচোদা কয়টা বামদল চিনিস। আর কোন বামদল মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল। বাইঞ্চোদ তোর বালের এখন যারা বড় বড় নেতা, যারা যুদ্ধের সময় মূল ভূমিকায় আছিল তারা সেই সময় বাম দল থেকেই এসেছিল। এবং তৎকালীন আওয়ামীলীগ ও বাম ঘরানার আছিল।
মালু হইলে যে মাথায় এত ঘিলু কম থাকবে এইডা জানা আছিল না।
মস্তিষ্ক খাটানোর কিছু নাই হালা, প্রাইমারী স্কুলে গিয়া আবার ভর্তি হ। কামে দিবে।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩

সুকান্ত কুমার সাহা বলেছেন: শুধু গালাগালিই করলেন এবং আবারো বিদ্যুৎ খরচ করলেন?

আমার নাম দেখেই আমার বংশ পরিচয় ধরে ফেললেন? কিন্তু আপনার "অগ্নি সারথী" নামটা দেখে কিছু তো ধরতে পারলাম না, আপনি একজন পুরুষ, না মেয়ে, না হিজড়া? কোনটা?

তা আপনার জন্মটা যেন কোন পাড়ায়?

ধন্যবাদ!

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:১৭

বিজন শররমা বলেছেন: অগ্নি সারথি বলেছেন: রামপাল নিয়ে একটা পোষ্ট দেওয়ায়.।
ভাষাটা খারাপ হলেও উত্তরটা দারুন হয়েছে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৬

সুকান্ত কুমার সাহা বলেছেন: ভাল লেগেছে??? কোথায় পিছনে???

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১

অগ্নি সারথি বলেছেন: ভূল হয়ে গেছে, তুই এত বড় বুকচুদ জানলে আমি তোর পোস্টে ছ্যাড় ছ্যাড় করে মুতে দিয়ে চলে যেতাম।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৫

সুকান্ত কুমার সাহা বলেছেন: ভাষাটা, পাড়ার পাড়ার লাগে !!!

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৪

অগ্নি সারথি বলেছেন: খা..... পো..... পাড়া ছাড়া আর কিছু চিনস? চিনবি কেমনে? পাড়ায় জন্ম, পাড়ায় বেড়ে উঠা, পাড়াতেই তোর দাদাদের সোগা মারা দিস। শোন রে বুকচুদ, আবারো বলি মানুষ যেটা আমল করে সেটাই তার একিন হয়ে যায়। একটু কঠিন ভাষা বুঝতে পারবি তো?
বিজন শররমার পিছে আবার লাগলি কেন? আরো সোগা মারা খেতে চাস? কত্ত বড় সোগা তোর? দুই দিন ধইরা এত্ত মাইনসের সোগা মারা খাওতাছস তাও কুটকুটানি কমে না? ভাল একটা পরামর্শ দেই, একটা আছিলা ব্যাম্বু ম্যানেজ কর, তারপর ঐডাতে পোড়া মবিল মাখা এরপর আপ এন্ড ডাউন কর। কুটকুটানি কমব।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০

সুকান্ত কুমার সাহা বলেছেন: নিজ জীবন আর অভিজ্ঞতার কথা বললেন?
ধন্যবাদ শেয়ার করার জন্য !!! মানুষের জীবনে তো কত কিছুই ঘটে? মেনে নিন, সবই উপরওয়ালার ইচ্ছা !!!

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

সাহসী বীরবল বলেছেন: ধন্যবাদ সুন্দর চিন্তার জন্য

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১১

সুকান্ত কুমার সাহা বলেছেন: এতসব বাজে কমেন্টসের মধ্যে আমি বুঝতে পারছি না, আপনি আসলে কোনদিকের সুনাম করলেন!!! দুঃখিত এটা আমার বোঝার ভুল !!!

সুন্দর চিন্তা করুন আর অলওয়েজ পজেটিভ থাকুন!
ধন্যবাদ!

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৪

রুয়াসা বলেছেন: বিজন শররমা বলেছেন: অগ্নি সারথি বলেছেন: রামপাল নিয়ে একটা পোষ্ট দেওয়ায়.।
ভাষাটা খারাপ হলেও উত্তরটা দারুন হয়েছে ।
এদের মত পাড়া থেকে উঠে আসা দের জন্য ঐ ভাষাই দরকার।
কমেন্টে প্লাস, অগ্নি সারথি।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭

সুকান্ত কুমার সাহা বলেছেন: কপিপেস্ট মারলেন? গালিটাও লিখে দিতে পারলেন না?

দলবেঁধে এসেছেন? ভাল !! দলবদ্ধ থাকা ভাল !! একতাই বল !! যাদের নিজের উপর বিশ্বাস কম তাদের দলবদ্ধ থাকা ভাল !!

এটা একটা সারভাইবাল স্ট্র্যাটেজি !!! ভালই রপ্ত করেছেন !!! এটা হায়েনারা ভাল পারে!!! ওদের কাছ থেকে শিখেছেন বুঝি?

ধন্যবাদ!

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধূ দলান্ধতায় সত্য মিথ্যের প্রভেদ ভুলে যায়
যারা ভুলের পক্ষে সাফাই গায় তাদের নিয়ে শুধু ঐ কবিতা খানি পরিবর্ততিত রুপে মনে পড়ে-

যে সব বঙ্গে জন্মি হিংসে সুন্দরবন
সে সব কাহার জন্ম নির্ণয়ে কোনজন!!!!!!

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২২

সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ !!!
আপনার পোস্টটা ভাল ছিল বিদ্যুৎকেন্দ্রটা চালু হওয়ার পরে রেফারেন্স হিসেবে কাজে আসবে !!!

আপনার লাইনগুলো আমি বুঝেছি >>>>>

শুভকামনা !!!

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ রুয়াসা ।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩

সুকান্ত কুমার সাহা বলেছেন:
আমার মাথা চমৎকার ঠান্ডা !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.