নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

একটা শিশু ক্রমাগত কাঁদছেঃ প্লিজ হেল্প !!!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০

আজ আমি হাসপাতালে একটা সদ্যজাত (৪ দিন বয়সী) শিশুকে দেখলাম, যে কিনা ক্রমাগত কাঁদছে। সে গতরাত থেকেই একইরকমভাবে কাঁদছে। কোনভাবেই তার কান্না থামছে না। তার বাবা-মা সবাই দৌড়াদৌড়ি করছে আর ডাক্তার/হুজুরের কাছে যাচ্ছে কিন্তু তাতে কোন লাভই হচ্ছেনা। কেন এই শিশুটা কাঁদছে বলতে পারেন? একটা সমাধান কি দেওয়া সম্ভব?



আমি এইরকম কান্নারত আর একটা শিশু দেখেছিলাম বছর তিনেক আগে, সেই শিশুটির হার্টের বাল্বে ফুটো ছিল আমার কেন যেন এই শিশুটার কান্না দেখে ওই শিশুটির কথা মনে পড়ছে।



বিঃদ্রঃ শিশুটার কান্নার শব্দটা কিছুতেই মাথা থেকে সরাতে পারছি না। আমাদের ঘরেও এমন একটা শিশু এসেছে ওর একঘণ্টা আগে এবং সে আছে আমাদের পাশের কেবিনে।



প্লিজ হেল্প !!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৪

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: নো টেনশন। সবসময়ই যে গুরুতর কারনে বাচ্চা কাঁদে তা নয়।

আমার বাচ্চাও জন্মের পর পরই ভয়ানক কান্না করতো। শিশু বিশেষজ্ঞ দেখালাম। ডাক্তার বললেন, কিছু বাচ্চা সারাক্ষণ কাদঁতে পারে। তাদের উনারা বলেন ক্রাই বেবী। হয়তো ডাক্তারী নামও আছে। বয়স বাড়তে বাড়তে ঠিক হয়ে যায়।
আবার পর্যবেক্ষণও করতে হবে গভীরভাবে কেন কাঁদছে। অনেক সময় বোধগম্য কারণ বাচ্চার মা-ই নির্ণয় করতে পারে।

তেমনি কিছু বাচ্চা আছে সারারাত জাগবে। সারাদিন বেভোর ঘুম। ডাক্তারী ভাষায় এরও নাম আছে। আছে প্রতিকার।

কিছু বাচ্চা আছে খাবেই না। ইত্যাদি।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৮

সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ ! কিন্তু সারারাত ধরে কাঁদছে ???

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৫

লুব্দক বলেছেন: আল্লাহর নামে হালকা গরম পানির সাথে একটু মধূ খাওয়াতে পারেন। মুশকিল আসান হবে, ইন শা আল্লাহ।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৯

সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ !

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৩

ওপেস্ট বলেছেন: আমার বাচ্চাও ৩ দিন কেঁদেছিল পরে বুঝতে পারি উষ্নতার সমস্যা । মায়ের গর্ভে যে উষ্নতাই ছিল তার সমপর্যায়ে রাখুন । মায়ের বুকে ।ঠানন্ডা যেন না লাগে । আমার বাচ্চা ২ বছর পুর্বে ২১ ডিস্বের জন্মেছিল । View this link

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৫

সুকান্ত কুমার সাহা বলেছেন: এটা হতে পারে !!! ধন্যবাদ !!!

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৮

ওপেস্ট বলেছেন: বদহজম জাতিও পেট ব্যাথার কারনেও হতে পারে ডাক্তারের পরামর্ষ মতে simethicon pediatric drope khawate paren

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.