![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাবতেই পারিনি বিশ্বজিতের বিচার এই সরকার করবে বা করতে পারবে! যেদিন বিশ্বজিৎ খুন হয় সেদিন তার খুনের তথ্য দিয়ে একটা ব্লগ পোস্ট দিয়েছিলাম (বদলে যাও বদলে দাও ব্লগে সহ বিডি ব্লগে), তারপরে আরও একটা পোস্ট দিয়েছিলাম তার হত্যাকাণ্ডের বিচার তার পরিবার পাবে কিনা বা আমরা দেখে যেতে পারবো কিনা?
কিন্তু আজ একটা সন্তুষ্টির দিন এই যে মাত্র ১ বছর সময়কালের মধ্যে এই বিচার কাজটি সম্পূর্ণ হচ্ছে। এইজন্য আমি ব্যাক্তিগতভাবে বর্তমান প্রধানমন্ত্রী ও তার সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। নিচের পোষ্ট দুটোর লিঙ্ক দিলামঃ
http://bjbd.prothom-alo.com/archives/31343
http://bjbd.prothom-alo.com/archives/31861
বিঃদ্রঃ যখন বিশ্বজিৎ খুন হন তখন আমি ভাবতেই পারিনি যে বিশ্বজিতের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক বের হবে! আসলে বিশ্বজিৎ ছিল আমার খুব কাছের পাড়াত এক বোনের দেবর।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯
সুকান্ত কুমার সাহা বলেছেন: হোপ ফর দ্যা বেষ্ট !!!
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: রাষ্ট্রপতির ক্ষমা হবে কবে?
ধন্যবাদ।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০
সুকান্ত কুমার সাহা বলেছেন: রায় হয়েছে !!! হোপ ফর দ্যা বেষ্ট !!!
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
মোঃ আনারুল ইসলাম বলেছেন: এখন দেখতে থাকুন নাহ্য বিচার পান কি না ?